Page Nav

HIDE

Grid

GRID_STYLE
Sunday, July 20

Top Ad

Breaking News:

আকাশ ভরা সূর্য তারা বাংলা প্রশ্ন উত্তর || Akashbhora Surjo Tara Bangla Class 6 Answer

   ❥   আরো পড়ুনঃ ষষ্ঠ শ্রেণি বাংলা সূচিপত্র সমাধানঃ আকাশ ভরা সূর্য তারা বাংলা প্রশ্ন উত্তর ক্লাস - VI বইয়ের   পৃষ্ঠা - ১৯  ☟ গুরুত্বপূর্ণ প...

আকাশ ভরা সূর্য তারা বাংলা প্রশ্ন উত্তর সমাধানঃ

animated-new-image-0067
   ❥  আরো পড়ুনঃ
ষষ্ঠ শ্রেণি বাংলা সূচিপত্র সমাধানঃ

আকাশ ভরা সূর্য তারা বাংলা প্রশ্ন উত্তর ক্লাস - VI বইয়ের পৃষ্ঠা - ১৯


 ☟ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনাঃ 
      ❒ সঠিক উত্তরটি নির্বাচন করাে:
১. আকাশভরা (সূর্য-তারা/সুর্য/তারা) বিশ্বভরা প্রাণ।
২. ঘাসে ঘাসে (পা ফেলেছি/হাত ফেলেছি/মাথা তুলেছি) বনের পথে যেতে।
৩. বিস্ময়ে তাই জাগে (তােমার/আমার/ওনার) গান।
৪. ছড়িয়ে আছে (খুশির/দুঃখের/আনন্দেরই) দান।

উত্তরঃ ১. সূর্য-তারা ২. পা ফেলেছি ৩. আমার ৪.আনন্দেরই

 শূন্যস্থান পূরণ করাে :
(ক) আকাশভরা______তারা। (খ) ______তাই জাগে আমার গান। (গ) অসীম কালের যে_______। (ঘ) ছড়িয়ে আছে_____দান। (ঙ) জানার মাঝে অজানারে করেছি_________।
উত্তরঃ (ক) সূর্য, (খ) বিস্ময়ে, (গ) হিল্লোলে, (ঘ) আনন্দেরই, (ঙ) সন্ধান।

❒ এককথায় উত্তর দাও :
১. আকাশভরা সূর্য-তারা' কবিতাটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
২. তােমাদের পাঠ্যপুস্তকে কবির লেখা অন্য কবিতার নাম কী?
উত্তরঃ ধরাতল।
৩. কোন্ কাব্যগ্রন্থের জন্য কবি নােবেল পুরস্কার পান?
উত্তরঃ গীতাঞ্জলি।
৪. দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সংগীত কার রচনা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫. বাংলাভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬. কবির গানগুলি কোন্ বইতে বিধৃত রয়েছে?
উত্তরঃ গীতবিতান।
৭. কবির গানগুলির স্বরলিপি কোন্ বইতে রয়েছে?
উত্তরঃ স্বরবিতান বইতে।

❒ সংক্ষেপে উত্তর দাও :
১। “তাহারি মাঝখানে আমি পেয়েছি'—কীসের মাঝখানে কবি কী পেয়েছেন?
উত্তরঃ কবি আকাশভরা সূর্য, চন্দ্র, গ্রহ, তারা বা নক্ষত্রের মাঝখানে স্থান পেয়েছেন বিশ্বেই রয়েছে প্রচুর প্রাণশক্তি। সারা জীবন ধরে কবি বিশ্বকে দেখেছেন আর তার দৃষ্টিতে ধরা পড়েছে আকাশের অনন্ত সৃষ্টি।
২। অপার বিস্ময়ে কবি কীভাবে আপ্লুত হয়েছেন?
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশের দিকে তাকিয়ে উন্মুক্ত হৃদয়ে সূর্য-তারাকে দেখেছেন। এই সূর্যকে কে, কবে সৃষ্টি করেছে তা কেউ বলতে পারে না। অন্ধকার আকাশের দিকে অপার বিস্ময়ে দেখেছেন রাশি রাশি তারার পসরা চারদিকে ঝলমল করছে। তাই তিনি আপ্লুত হয়েছেন।
৩। 'জানার মাঝে অজানারে করেছি সন্ধান'—কবি কী সন্ধান করেছেন তা নিজের ভাষায় লেখাে।
উত্তরঃ কবি সবকিছু কান পেতে শুনেছেন। ধরিত্রীর বুকে প্রাণ ঢেলে তাকে অনুভব করেছেন। তিনি বুঝেছেন জানার শেষ নেই। যতই তিনি জানছেন ততই তার হৃদয়ে জেগে উঠেছে গান।

                 ❥❥  আরো পড়ুনঃ  ❥❥
    ❏ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট অধ্যায়ঃ (৮)
    ❏ পশু পাখির ভাষা - সুবিনয় রায়চৌধুরী  

❏ সঠিক উত্তরটি নির্বাচন করাে:
১. মাহুতের ভাষায় (তেরে/ভোরি/বৈঠ) মানে বস।
২. মুরগিরা (তি-তি/সসাই-সােই/অ-র-র) ডাক শুনে আসে।
৩. হাতি তাে (মনিবের/সিংহের/মাহুতের) কথা শুনেই চলে।
৪. কুকুরের ঝগড়া আর রাগের শব্দে (মিউমিউ 
/ঘেউ/কেঁউ) আছে।
৫. (ঘুমােনাের/খাওয়ার/বিপদের) সময় পরস্পরকে জানাবার উপায়ও পশুপাখি বেশ জানে।
৬. রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে (ভাব/শত্রুতা/খেলে) বেড়িয়েছেন।
৭. ক্যাস্টাং সাহেব প্রায় (তিরিশ/চল্লিশ/পঞ্চাশ) বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন।
উত্তর : ১. বৈঠ, ২. তি-তি, ৩. মাহুতের, ৪. ঘেউ, ৫. বিপদের, ৬. ভাব, ৭. চল্লিশ।

 শূন্যস্থান পূরণ করাে:
(ক) পশুপাখির কি______ আছে ? (খ) পশুপাখিরা অবিশ্যি______ অনেক কথারই অর্থ বােঝে। (গ) মাহুতের ভাষায়____মানে সাবধান। (ঘ) বেড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে,________ সময় সে শব্দ করে না (ঙ)______ শব্দের টানে আর গাম্ভীর্যে যা একটু তফাত। (চ)_____সময় পরস্পরকে জানাবার উপায়ও পশুপাখিরা জানে। (ছ) আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ________এড়িয়ে যেতে পেরেছি।
উত্তর : (ক) ভাষা, (খ) মানুষের, (গ) মাইল, (ঘ) কান্নার, (ঙ) জাতভেদে, (চ) বিপদের, (ছ) যমকে।

 ❏  এককথায় উত্তর দাও :
১. 'আমি পশুর ভাষা বেশ বুঝি।' কার উক্তি? 
উত্তরঃ রিউবেন ক্যাস্টাং-এর উক্তি।
২. পাঠ্যাংশের লেখক কাদের বুদ্ধিমান জীব বলেছেন?
উত্তরঃ কুকুর, বনমানুষ, ঘােড়া ইত্যাদিকে।
৩. 'সােই সােই’ ডাক শুনে কে আসে?
উত্তরঃ হাঁস আসে।
৪. মুরগিরা কোন ডাক শুনে আসে?
উত্তরঃ  তি-তি ডাক শুনে।
৫. ছাগলকে ডাকতে হয় কোন শব্দে?
উত্তরঃ ‘অ-র-র’ ডাক দিয়ে।
৬. হাতি কার কথা শুনে চলে?
উত্তরঃ মাহুতের কথা শুনে হাতি চলে।
৭. 'বৈঠ’ শব্দের মানে কী?
উত্তরঃ বস বা বােসাে।
৮. 'তেরে’ বললে কী বােঝায়?
উত্তরঃ ‘তাের’ শব্দে হাতিকে বলা হয়, কাত হও।
৯. 'হাতিকে পিছনে যাও’ বােঝাতে কী বলতে হয় ?
উত্তরঃ ‘ভােরি’ বলতে হয়।
১০. 'মাইল’ শব্দটি কে কাকে শােনায়?
উত্তরঃ  হাতিকে মাইল শব্দটি শােনায় মাহুত।
১১. 'মাইল’ শব্দের মানে কী?
উত্তরঃ ‘মাইল’ শব্দের মানে সাবধান।
১২. হুকুম পালন করতে ওস্তাদ কে?
উত্তরঃ কুকুর।
১৩. কুকুরের ঝগড়া আর রাগের শব্দে কী আছে?
উত্তরঃ ‘ঘেউ আছে।'
১৪. বিড়ালের রাগ বা ঝগড়ায় কী শব্দ শােনা যায়?
উত্তরঃ ‘ওয়াও' আছে।
১৫. বিপদের খবর পরস্পরকে জানানাের উপায় কারা জানে?
উত্তরঃ পশুপাখিরা।
১৬. ভাল্লুককে কীভাবে বন্ধু করা যায়?
উত্তরঃ ভাল্লুক খুব লােভী বলে খাবার দিলেই বন্ধু হয়ে যায়।

 ❏ সংক্ষেপে উত্তর দাও :
১। 'পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে।'—প্রসঙ্গ কী?
উত্তরঃ পশুরা তাদের মনের ভাব কীভাবে প্রকাশ করে, পরস্পরকে বুঝবার জন্য তারা কি কোনাে ভাষা ব্যবহার করে ইত্যাদি নিয়ে মানুষের মনে বহুকাল থেকেই প্রশ্ন জেগেছে এবং এই প্রসঙ্গ নিয়েই নানারকম পরীক্ষা নিরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে।

২। 'সে বিষয়ে কোনাে সন্দেহ নেই।'—কোন বিষয়ে?
উত্তরঃ মানুষের ভাষা পশুরা কিছু কিছু বােঝে। কিন্তু সে ভাষা তারা বলতে পারে না। তারা পরস্পরকে সেই ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনাে উপায় জানে না। তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে, সে বিষয়ে কোনাে সন্দেহ নেই।

৩। হাতি কার কথা শুনে চলে? হাতির সঙ্গে মাহুতের বাক্য বিনিময় সম্পর্কে যা জানা লেখাে।
উত্তরঃ পােষ মানা হাতিগুলি মাহুতের কথা মতােই চলে। মাহুত ছাড়া হাতির ভাষা আমরা কেউ বুঝি না। পূর্ববঙ্গের ভাষায় অর্থাৎ, বর্তমান বাংলাদেশের মাহুতদের মুখে পােষা হাতি ‘বৈঠ’ শুনলে বসে পড়ে। আবার, মাহুত যদি বলে 'মাইল’ তাহলে হাতি বুঝতে পারে তাকে সাবধান হতে বলা হচ্ছে।

৪। কুকুরের ভাষা সম্পর্কে তােমার মতামত কী?
উত্তরঃ ঝগড়া করার সময় কুকুরের শব্দ আলাদা। আবার, কান্নার সময় তার মুখের ভাষা আলাদা। কুকুর যখন ঝগড়া করে বা রেগে যায় তখন সে ঘেউ শব্দ করে। আবার, যখন সে ভয় পেয়ে যায় বা কাদতে শুরু করে তখন শােনা যায়  'কেঁউ’ শব্দ। তবে কুকুরের জাতি অনুযায়ী তাদের শব্দের টানে আর গাম্ভীর্যে কিছু পার্থক্য বােঝা যায়।

৫। পােষা জন্তুদের চেয়ে জঙ্গলের পশু কেন কম শব্দ করে বলাে তাে?
উত্তরঃ পােষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেচামেচি করে। জংলি কুকুর বা ঘােড়ার শব্দ খুব একটা শােনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়। তাই তারা স্বভাবতই নীরব।

৬। ক্যাস্টাং সাহেব কত বছরের মতাে পশুদের সঙ্গে ছিলেন ? তিনি কোন কোন পশুর মুখােমুখি পড়ে কীভাবে প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন?
ত্তরঃ রিউবেন ক্যাস্টাং সাহেব চল্লিশ বছরের মতাে পশুদের সঙ্গে ছিলেন। তিনি দীর্ঘদিন পশুদের সঙ্গে থাকার ফলে তাদের ভাষা কিংবা তাদের প্রত্যেকের আচার-আচরণ বুঝে নিয়েছিলেন এবং তাদের সঙ্গে সহজ মেলামেশার মতাে কাজ সম্পন্ন করতে পেরেছিলেন। প্রথম প্রথম তিনি অনেকবারই জংলি হাতির মুখােমুখি হয়েছেন। বাঘের গরম নিশ্বাস অনুভব করেছেন। প্রকাণ্ড ভালুকের মুখােমুখি পড়েছেন। গরিলা তাকে একবার জড়িয়ে ধরেছিল। এগুলাে থেকে তিনি বেঁচে গিয়েছেন শুধুমাত্র পশুর ভাষা এবং তাদের আচার-আচরণ নকল করতে শিখে নিয়েছিলেন বলে। তিনি সিংহের ভাষায় তার সঙ্গে কথা বলেছেন। তিনি শিম্পাঞ্জি, গরিলা, গ্রিজলি ভালুক এবং শ্বেত ভালুকের ভাষা বা আচার-আচরণ নকল করতে পারতেন।

No comments

Hi Welcome ....

ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম ম...

class 6 lesson 4 the shop that never was

the rainbow class 6 question answer

class 6 english lesson 2 | the adventurous clown class 6 que...

Blossoms English Class - VI | It All Began With Drip-Drip

class 6 english revision lesson answer west bengal board

Class 6 English Textbook Blossoms Solved Activity

zincovit মোটা হওয়ার সঠিক ভিটামিন ঔষধ | খিদা রুচির সিরাপ ঔষধ

Wb Class 6 Computer chapter 1 (কম্পিউটারের সাথে পরিচয়)

Generation of Computers & History