Christina Georgina Rossetti (1830-1894) was an English poet who wrote a variety of romantic, devotional and children's poems. She is p...
Christina Georgina Rossetti (1830-1894) was an English poet who wrote a variety of romantic, devotional and children's poems. She is perhaps best known for her poem Goblin Market.
ক্রিশ্চিনা জর্জিনা রসেটি (১৮৩০-১৮৯৪) হলেন একজন ইংরেজ কবি যিনি বিভিন্ন ধরনের রোম্যান্টিক, ভক্তিমূলক ও শিশুদের কবিতা লিখেছেন। তিনি সম্ভবত তাঁর কবিতা ‘গবলিন মার্কেট'-এর জন্য বিখ্যাত।
👇 Read More Click
Class - VI English 
1. Fill in the blanks with suitable words :
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো :
(a) We see clouds in the sky.
আমরা আকাশে মেঘ দেখি।
(b) The sky gets clear after rainfall.
বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যায়।
(c) An arrow is shot from a bow.
তীর মারা হয় ধনুক থেকে।
(d) White is the symbol of peace.
সাদা হল শান্তির প্রতীক।
2. Look at the pictures :
ছবিগুলির দিকে তাকাও :
Which particular word comes to your mind after seeing the two pictures? Write it down in the given box.
ছবি দুটি দেখার পর কোন শব্দটি তোমার মনে এলো? প্রদত্ত বাক্সে এটি লেখো।
class 6 english lesson 3 the rainbow
The Rainbow — (রামধনু)
Boats sail on the rivers,
নৌকোগুলি নদীতে ভেসে বেড়ায়,
And ships sail on the seas;
আর জাহাজ ভাসে সমুদ্রে;
But clouds that sail across the sky
কিন্তু আকাশে যে মেঘগুলো ভাসে
Are prettier than these.
তা এদের থেকেও সুন্দর।
There are bridges on the rivers,
নদীর ওপরে আছে অনেক সেতু,
As pretty as you please;
তোমার খুশিমতো সুন্দর করে বানাও,
But the bow that bridges heaven,
কিন্তু যে ধনুকটা স্বর্গের সেতু,
And overtops the trees,
গাছগুলোর ওপর দিয়ে গেছে,
And builds a road from earth to sky,
এবং পৃথিবী থেকে আকাশে পথ তৈরি করেছে,
Is prettier far than these.
তা এদের থেকেও সুন্দর।
Ticks (√) the correct alternative :
সঠিক বিকল্পটিতে টিক (√) চিহ্ন দাও
(a) Ships sail on the —
জাহাজগুলি ভাসে
(i) pond (পুকুর)
(ii) lake (হ্রদ)
Answer : (iii) sea √ (সমুদ্র)
(b) clouds are prettier than
মেঘগুলো যাদের থেকে সুন্দর তারা হল
(i) rain and sky
বৃষ্টি ও আকাশ
(ii) boats and ships
নৌকা ও জাহাজ
Answer : (iii) rivers and seas √
নদী ও সমুদ্র
(c) The poet talks about a bow that bridges
কবি যে ধনুকটির কথা বলছেন সেটি জুড়েছে
Answer : (i) heaven (স্বর্গ) √
(ii) sea (সমুদ্র)
(iii) river (নদী)
(d) The poet mentions that the road is from
কবি উল্লেখ করেছেন রাস্তাটি ছিল
(i) sky to earth
আকাশ থেকে পৃথিবী
(ii) earth to river
পৃথিবী থেকে নদী
Answer : (iii) earth to sky √
পৃথিবী থেকে আকাশ

Complete the following sentences with information from the text:
পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো :
(a) Boats sail on the rivers.
নৌকা নদীতে ভাসে।
(b) The sailing boats and ships are less beautiful than clouds on sky.
ভাসমান নৌকা ও জাহাজ আকাশের মেঘগুলোর থেকে কম সুন্দর।
(c) Bridges are built over the rivers.
সেতুগুলি বানানো হয় নদীর ওপর।
(d) The bow builds a road from earth to sky.
ধনুকটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পথ তৈরি করে।
Answer the following question :
নীচের প্রশ্নের উত্তর দাও :
Boats and ships sail on the water, while clouds sail across the sky. State the difference in their manner of sailing.
নৌকা ও জাহাজ জলে ভাসে ও মেঘেরা আকাশে ভাসে। এদের ভাসার ধরনের পার্থক্যটা লেখো।
Ans. Boats and ships are sailed by man or machine. They have particular destination. But the clouds wanders aimlessly. No one pushes or pulls them.
নৌকা ও জাহাজ চলে কোনো মানুষ বা যন্ত্রের দ্বারা। তাদের নির্দিষ্ট গন্তব্য আছে। কিন্তু মেঘেরা ঘুরে বেড়ায় লক্ষ্যহীনভাবে। কেউ তাদের ধাক্কা দেয় না বা টান মারে না।
Fill in the following chart with information from the text :
পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের তালিকাটি পূরণ করো :
What (কী) | Where (কোথায়) |
---|---|
(a) Boats sail | on the rivers |
(b) Clouds sail | on the seas |
(c) The bow | bridges heaven |
(d) The road from earh to sky | overtops the trees |

Answer the following questions in complete sentences :
পূর্ণ বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(a) What is prettier than boats, ship and clouds?
নৌকা, জাহাজ ও মেঘেদের থেকেও সুন্দর কে?
Ans. The bow that bridges heaven, is prettier than boats, ship and clouds. The bow actually means the rainbow.
যে ধনুকটি স্বর্গ অবধি সেতু গড়ে সেটি নৌকা, জাহাজ বা মেঘেদের থেকেও সুন্দর। আসলে এই ধনুক মানে হল রামধনু।
(b) What are the clouds compared to?
মেঘগুলোকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছিল?
Ans. The clouds are compared to sailing boats and ship.
মেঘগুলিকে ভাসমান নৌকা ও জাহাজের সঙ্গে তুলনা করা হয়েছে।
(c) How do you think the rainbow builds a road from the earth to the sky?
রামধনু কীভাবে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পথ তৈরি করে?
Ans. The rainbow spreads from horizon to the sky. It looks like a path which connects the earth and the sky.
রামধনু দিগন্ত থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে থাকে। এটা একটা পথের মতো দেখায় যা পৃথিবী ও আকাশকে যুক্ত করেছে।
(d) which, according to the poet, is the prettiest of all objects mentioned in the poem?
কবির মতে, কবিতায় যে জিনিসগুলির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কী?
Ans. According to the poet, rainbow is the prettiest of all objects mentioned in the poem.
কবির মতে, কবিতায় উল্লিখিত জিনিসগুলোর মধ্যে রামধনুই সবথেকে সুন্দর।
Pick out the countable and uncountable nouns and fill in the table:
গণনযোগ্য ও অগণনযোগ্য বিশেষ্যগুলি খুঁজে বার করো ও টেবিলটি পূর্ণ করো :
Circle the collective nouns and underline the abstract nouns in the following sentence:
সমষ্টিবাচক বিশেষ্যগুলিকে গোল করো ও গুণবাচক বিশেষ্যগুলির নীচে দাগ দাও :
(i) নৌবহরটি সমুদ্র পেরিয়ে যায়।
(ii) সততা হল সবথেকে সেরা গুণ।
(iii) একটি সৈন্যদল এগিয়ে যাচ্ছিল।
(iv) বৃদ্ধটি তাঁর জ্ঞানের জন্য সুপরিচিত।
Fill in the blanks with the correct form of the given verbs in the brackets :
বন্ধনীতে দেওয়া ক্রিয়াগুলির সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো :
(i) She_______singing a song. (be)
Ans. She is singing a song.
সে একটি গান গাইছে।
(ii) My father______ his work last night. (do)
Ans. My father did his work last night.
আমার বাবা গত রাতে তাঁর কাজ করেছেন।
(iii) They______ to the playground. (go)
Ans. They go to the playground.
তারা খেলার মাঠে যায়।
(iv) The football match______ seen by many people. (be)
Ans. The football match was seen by many people.
ফুটবল খেলাটি বহু লোক দেখেছিল।
Fill in the blanks with appropriate words from the help box:
সাহায্য বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো :
(i) She has a pretty blue skirt.
তার একটা সুন্দর নীল স্কার্ট আছে।
(ii) Bridges help us to cross rivers.
সেতুগুলি আমাদের নদী পেরোতে সাহায্য করে।
(iii) Ships sail across the ocean.
জাহাজ সমুদ্রে ভাসে।
(iv) We must plant trees to save our earth.
আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ করা উচিত।
Make meaningful sentences of your own with the following words :
নীচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো :
build : Man build bridges over the rivers to cross.
মানুষ নদী পেরোবার জন্য সেতু বানায়।
acroos : The yacht sails across the river.
ডিঙিটি নদীর ওপর ভাসছে।
bridge : This bridge is designed by a German engineer.
একজন জার্মান ইঞ্জিনিয়ার এই ব্রিজটির নকশা করেছেন।
road : She helped the old man who fell on the road.
সে রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধটিকে সাহায্য করলেন।
After a heavy shower, wwe often see that a rainbow appears in the sky. Write a paragraph in about sixty words describing the scene as you see it. খুব জোরে বৃষ্টির পর, আমরা মাঝে মাঝেই আকাশে রামধনু দেখতে পাই। তোমার দেখা এরকম একটি দৃশ্য নিয়ে ষাট শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো।
time of the day - place - the clear, cloudless sky-how the rainbow looks like-colours of the rainbow-your feelings.
Answer. It was an afternoon of March. I went to the terrace after a sudden long heavy shower. The sky was cloudless and clear then. Suddenly I noticed a multicoloured curve on the sky. There were violet, indigo, blue, green, yellow, orange and red colours (VIBGYOR). The colours were so soothing! It was a rainbow! I was amazed to see this beautiful scene.
এটা ছিল একটা মার্চের বিকেল। হঠাৎ বেশ কিছুক্ষণের ভারী বৃষ্টির পর আমি ছাদে উঠেছিলাম। আকাশটা মেঘহীন ও পরিষ্কার ছিল তখন। হঠাৎ আমি আকাশে একটা বহুরঙা বাঁকা রেখা দেখলাম। ওখানে বেগুনি, গাঢ় নীল, নীল, সবুজ, হলুদ, কমলা ও লাল রঙ ছিল। রঙগুলো ছিল খুবই মৃদু। এটা ছিল একটা রামধনু। এই সুন্দর দৃশ্যটি দেখে আমি বিস্মিত হলাম।
Suppose you are standing on a bridge looking down. Write a paragraph in about sixty words describing the things that you see below. ধরো তুমি একটি ব্রিজে দাঁড়িয়ে নীচে তাকালে। ষাট শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো যে, তুমি নীচে কী কী দেখলে।
Answer. Last Wednesday I was passing the Howrah bridge by foot for the first time. I stood there for few minutes. The bridge connects two districts Kolkata and Howrah. From the bridge, I noticed with wonder that how wide river Ganges is. The busy ghats, Howrah station, few temples, busy commercial place of Kolkata are seen from there. It felt great to stand and watch from there.
গত বুধবার, আমি প্রথমবার পায়ে হেঁটে হাওড়া সেতু পেরোচ্ছিলাম। আমি কয়েক মিনিটের জন্য ওখানে দাঁড়ালাম। এই সেতুটি কলকাতা ও হাওড়া দুটি জেলাকে যুক্ত করেছে। আমি বিস্মিত হয়ে লক্ষ করলাম গঙ্গা নদী কত চওড়া। ব্যস্ত ঘাটগুলো, হাওড়া স্টেশন, কয়েকটা মন্দির, কলকাতার ব্যস্ত বাণিজ্যিক স্থান ওখান থেকে দেখা যাচ্ছিল। ওখানে দাঁড়িয়ে এগুলো দেখার অনুভূতি দারুণ ছিল।
class 6 english the rainbow poem,class 6 english poem the rainbow,the rainbow poem,class 6 english the rainbow reading,
No comments
Hi Welcome ....