class 6 english book blossoms revision lesson answer 👇 Read More Class - VI English Change the number of the given words : নিম্নল...
👇 Read More
Class - VI English 

Change the number of the given words :
নিম্নলিখিত শব্দগুলির সংখ্যা পরিবর্তন করো।
Singular (সিঙ্গুলার—একবচন) |
Plural (প্লুরাল—বহুবচন) |
---|---|
child ➛শিশু | children ➛ শিশুগুলি |
man ➛ মানুষ | men ➛ মানুষেরা |
ox ➛ ষাঁড় | oxen ➛ ষাঁড়গুলি |
goose ➛ হাঁস | geese ➛ হাঁসগুলি |
deer ➛ হরিণ | deer ➛ হরিণগুলি |

Identify the gender of the following nouns and put them in the correct boxes : নীচের বিশেষ্য পদগুলির লিঙ্গ চিহ্নিত করো ও সঠিক বাক্সে তাদের বসাও :
Masculine (পুংলিঙ্গ) |
nephew, bull, tiger |
---|---|
Feminine (স্ত্রীলিঙ্গ) |
lioness, nun, hind |
Neuter (ক্লীবলিঙ্গ) |
tree, room, glass |
Common (উভয়লিঙ্গ) |
parent, student |

Fill in the blanks with suitable articles :
উপযুক্ত article দিয়ে শূন্যস্থান পূরণ করো :
(i) There is an owl on the tree.
➛ গাছের ওপর একটি পেঁচা রয়েছে।
(ii) Rima is the best girl in the class.
➛ রিমা এই শ্রেণির মধ্যে সবথেকে ভালো মেয়ে।
(iii) The house is beside the Ganges.
➛ বাড়িটি গঙ্গার পাশে অবস্থিত।
(iv) Rabindranath Tagore was a great poet.
➛ রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন।

Choose suitable prepositions from the Help Box and fill in the blanks. There are some extra words :
সাহায্য বাক্স থেকে preposition অব্যয় নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়েকটি অতিরিক্ত শব্দ রয়েছে।
Help Box : from, in, at, under, into, beside, on
(i) On Sundays I go for swimming.
➛ রবিবার দিনগুলিতে আমি সাঁতার কাটতে যাই।
(ii) The farmer is sitting under the tree.
➛ চাষিটি গাছের নীচে বসে আছেন।
(iii) The lady is standing at the bus stop.
➛ মহিলাটি বাস স্টপে দাঁড়িয়ে রয়েছেন।
(iv) The river flows beside the village.
➛ নদীটি গ্রামের পাশ দিয়ে বইছে।
Make meaningful sentences with the following adjectives.
নীচের বিশেষণগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো।
good (ভালো) :
➛ Rima is a good swimmer.
রিমা একজন ভালো সাঁতারু।
Six (ছয়) :
➛ I have six story books.
আমার ছটি গল্পের বই আছে।
beautiful (সুন্দর)
➛ Rose is a beautiful flower.
গোলাপ একটি সুন্দর ফুল।
few (কয়েকটি)
➛She gives me few chocolates.
সে আমাকে কয়েকটি চকোলেট দিয়েছে।
Study the above picture and describe it to the class :
ছবিটি লক্ষ করো ও তোমার শ্রেণিতে বর্ণনা করো।
Answer. In the picture, a little girl is walking with an old man in a park. Two boys are playing football. Two women are sitting on a bench. A puppy is there by the side of the little girl. There are some trees and shrubs behind the women and few birds are flying in the sky.
ছবিটিতে, একটি ছোটো মেয়ে উদ্যানে একজন বৃদ্ধের সঙ্গে হাঁটছে। দুটি ছেলে ফুটবল খেলছে। দুজন মহিলা একটি বেঞ্চে বসে আছেন। একটি কুকুরছানা মেয়েটির পাশেই রয়েছে। বেশ কয়েকটি গাছ ও ঝোপ মহিলাদের পিছনে রয়েছে ও আকাশে কয়েকটি পাখি উড়ছে।

Tick (✓) the correct answer from the alternatives given in brackets : বন্ধনীতে দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও :
(a) He ( watches / watched ✓) the film yesterday evening.
➛ তিনি গতকাল সন্ধ্যায় সিনেমাটি দেখেছেন।
(b) The child (is reading ✓ / read) a story book now.
➛ শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে।
(c) My father (is going/went ✓) to Kolkata last week.
➛ আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন।
(d) The boys (are playing ✓ / played ) football in the field now.
➛ ছেলেগুলি এখন মাঠে ফুটবল খেলছে।

Punctuate the given sentences :
নীচের বাক্যগুলিতে যতিচিহ্ন বসাও।
Answer : ➛ (a) One day a little boy was sitting with a nail, a piece of wood and a hammer.
একদিন একটি ছোটো ছেলে একটি পেরেক, এক টুকরো কাঠ ও একটি হাতুড়ি নিয়ে বসেছিল।
Answer : ➛ (b) What are you doing, my son?
তুমি কী করছো, আমার বাছা?
Answer : ➛ Oh! My toy is broken.
ওহ ! আমার খেলনা ভেঙে গেছে।
Answer : ➛ (d) “Don't cry, my child", said the stranger.
অচেনা মানুষটি বললো, “কেঁদো না, বাছা আমার।”
Indentify the common and proper nouns given below and place them in the correct columns : ( Common ও Proper Noun -গুলিকে চিহ্নিত করো ও সঠিক স্তম্ভে বসাও) :
- Vidyasagar (বিদ্যাসাগর)
- Damodar (দামোদর)
- Elephant (হাতি)
- Darjeeling (দার্জিলিং)
- Grapes (আঙুর)
- Street (পথ)
Underline the personal pronouns and circle the possessive pronouns used in the passage:
নীচের অনুচ্ছেদে Personal Pronouns -গুলির নীচে দাগ দাও ও Possessive Pronoun -গুলিকে গোল চিহ্ন দাও।
Answer : I am Jhumi. Rana is a cousin of mine. He is a kind boy. He gave a book to Rumni. She is my sister. Rumni and Rana are classmates. They go to school together. Their school is near the village of ours.
আমি হলাম ঝুমি। রানা আমার খুড়তুতো ভাই। ও খুবই দয়ালু ছেলে। সে রুমনিকে একটি বই দিয়েছে। সে আমার বোন। রুমনি ও রানা একই ক্লাসে পড়ে। ওরা একসঙ্গে স্কুলে যায়। তাদের স্কুল আমাদের গ্রামের কাছেই।
Tell the class who your best friend is. Give a description of your best friend and also state why you like him/her.
শ্রেণিতে বলো তোমার প্রিয় বন্ধুকে। তোমার প্রিয় বন্ধুর বর্ণনা দাও ও বলো কেন তুমি ওকে পছন্দ করো।
Answer : My best friend is Soumi Saha. She is my classmate. She is fair, slim and has curly hair. She is very much helpful by nature. She is caring to me. I love her for her good. nature.
আমার প্রিয় বন্ধু সৌমি সাহা। ও আমার ক্লাসের সঙ্গী। ও ফর্সা, রোগা ও চুলগুলো কোঁকড়ানো। ও খুবই সাহায্য প্রবণ। আমার প্রতিও ও খুবই যত্নবান। ওর ভালো স্বভাবের জন্য আমি ওকে খুবই ভালোবাসি।
Write five sentences on your hobby.
তোমার সখের ব্যাপারে পাঁচটি বাক্য লেখো।
Use the following hints:
What do you do in your free time.—
তোমার অবসর সময়ে তুমি কী করো।
describe it—
এটাকে বর্ণনা করো
how much you enjoy doing it.—
এটা করতে তুমি কতটা উপভোগ করো।
do you learn anything from it.—
তুমি কি এটা থেকে কিছু শিখলে।
Answer : In my free time, I like to do gardening. I plant various saplings in our garden. I water them and take good care of them. When they grow up, I feel very happy. It helps me to be happy by creating something by own hand.
আমার অবসর সময়ে আমি বাগানের কাজ করা পছন্দ করি। আমি আমাদের বাগানে নানাধরনের চারা পুঁতি। আমি তাদের জল দিই ও ভালো করে যত্ন নিই। যখন তারা বড়ো হয়, আমি খুবই খুশি হই। এটা আমাকে নিজে হাতে কিছু তৈরি করে কতটা খুশি হওয়া যায় তা শেখায়।
The Little Plant
(ছোটো গাছ)
In the heart of a seed,
একটি বীজের বুকের ভিতরে
Buried deep so deep,
গভীরে পোঁতা ছিল
A tiny plant,
একটা ছোটো গাছ
Lay fast asleep.
নিদ্রিত অবস্থায় ছিল
'Wake,' said the sunshine,
সূর্যালোক বলল, 'জাগো'
`And creep to the light,'
আলোর দিকে উঠে এসো,
'Wake,' said the voice
উজ্জ্বল বৃষ্টির ফোঁটারা
Of the raindrops bright.
বলে উঠল, 'জাগো'।
The little plant heard
ছোটো গাছটি শুনল
And it rose to see,
এবং দেখার জন্য উঠল,
What the wonderful
বাইরের পৃথিবীটা
Outside world might be.
কতোই না সুন্দর হবে।
— Kate Louise Brown
কেট লুইস ব্রাউন
Tags : class 6 english,class 6 english blossoms,class 6,class 6 english lesson 1,class 6 english book blossoms lesson 1,class 6 english lesson 2,class 6 english lesson 1 activity,class 6 english textbook blossoms,class 6 english lesson 1 question answer,english activity class 6,
No comments
Hi Welcome ....