it all began with drip drip class 6 question answer Tick (√ ) the correct alternative (সঠিক বিকল্পে √ দাও) :
it all began with drip drip class 6 question answer

Tick (√ ) the correct alternative
(a) The tiger took shelter near the house of
বাঘটা যার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল।
Answer : (i) an old woman √
একজন বৃদ্ধা মহিলা।
(b) The old woman was
বৃদ্ধা মহিলাটি ছিলেন।
Answer : ill-tempered √
বদমেজাজী।
(c) The tiger thought drip-drip was
বাঘটি ভেবেছিল টিপ-টিপ হল।
Answer : a creature √
কোনো প্রাণী।
(d) Bholenath was a
ভোলানাথ ছিল একজন
Answer : potter √
কুমোর।
👇 Read More
Class - VI English 
Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you. নীচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজিয়ে নম্বরগুলি প্রদত্ত বাক্সে লেখো। তোমার জন্য একটি করে দেওয়া হল।
(1) She pushed her bed around the room to keep it dry.
সে বিছানাটাকে শুকনো রাখার জন্য ঘরের ভিতরেই ঠেলল।
Answer : 4
(2) The tiger took shelter outside an old woman's hut.
বাঘটি একজন বৃদ্ধা মহিলার কুঁড়ের বাইরে আশ্রয় নিয়েছিল।
Answer : 2
(3) Bholenath was looking for his donkey.
ভোলেনাথ তার গাধাটিকে খুঁজছিল।
Answer : 5
(4) A tiger was caught in a storm.
একটি বাঘ একটা ঝড়ের মধ্যে পড়েছিল।
Answer : 1
(5) Bholenath saw an animal huddled against the wall of the woman's hut.
ভোলেনাথ দেখল বুড়ির কুঁড়ের দেওয়ালে একটি পশু কুঁকড়ে রয়েছে।
Answer : 6
(6) The old woman was ill-tempered that night.
বৃদ্ধা মহিলাটি সেই রাতে খারাপ মেজাজে ছিল।
Answer : 3
Answer the following question.
নীচের প্রশ্নটির উত্তর দাও :
What do you think would Bholenath's a reaction be if he knew that the animal 'huddled in the dark' was actually a tiger?
ভোলেনাথ যদি সত্যি জানত অন্ধকারে কুঁকড়ে থাকা পশুটি একটি বাঘ তাহলে তার প্রতিক্রিয়া কেমন হত বলে তোমার মনে হয়?
Answer : I think he would get frightened and shouted. আমার মনে হয় সে ভয় পেত ও চেঁচিয়ে উঠত।
Complete the following sentences with information from the text: পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো।
(a) The tiger was frightened because he thought the terrible creature drip-drip pulled his ears.
বাঘটি ভয় পেয়েছিল কারণ সে ভেবেছিল সাংঘাতিক প্রাণী টিপ-টিপ তার কান টানছিল।
(b) Bholenath's wife screamed in fear when she discovered a tiger tied to the tree near her hut.
ভোলেনাথের বউ ভয়ে চিৎকার করল কারণ সে দেখল তার কুঁড়েঘরের কাছে একটা গাছে একটা বাঘ বাঁধা রয়েছে।
(c) Disturbed and confused by the people,the tiger chewed the rope and ran away to the jungle.
মানুষের দ্বারা বিরক্ত হয়ে বাঘ দড়িটা চিবিয়ে ফেলল এবং জঙ্গলে ছুটে পালাল।
(d) Bholenath announced proudly that he captured the tiger and pulled his ears.
ভোলেনাথ গর্বের সঙ্গে ঘোষণা করল যে সে বাঘটাকে ধরেছে এবং তার কান ধরেও টেনেছে।
Answer the following questions :
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(a) Why did Bholenath bring the tiger home?
ভোলেনাথ কেন বাঘটিকে বাড়িতে এনেছিল?
Answer : Bholenath brought the tiger home because he thought it to be his donkey in darkness of night.
ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল কারণ সে রাতের অন্ধকারে এটাকে তার গাধা ভেবেছিল।
(b) What made the neighbours come running out of their huts?
প্রতিবেশীরা কেন তাদের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো?
Answer : Bholenath's wife's screaming in fear made the neighbours come running out of their huts.
ভোলেনাথের বউ-এর ভয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল।
(c) Why were the villager's relieved?
গ্রামবাসীরা কেন স্বস্তি পেয়েছিল?
Answer : The villager's were relieved when the tiger chewed his rope and ran away to the jungle.
গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল যখন বাঘটি দড়িটা চিবিয়ে ফেলল এবং জঙ্গলে পালাল।
(d) How did the king reward Bholenath for his bravery?
রাজা কীভাবে ভোলেনাথকে সাহসিকতার জন্য পুরস্কার দিয়েছিলেন?
Answer : The king made Bholenath the commander-in-chief of his army and gave him a huge house to live in.
রাজা ভোলেনাথকে তার সেনাবাহিনীর মুখ্য সেনাপতি বানিয়েছিলেন এবং থাকার জন্য একটি বড়ো বাড়ি দিয়েছিলেন।
class 6 it all began with drip drip,class 6 english,it all began with drip drip class 6,class 6 english lesson 1,class 6 english lesson 1 it all began with drip-drip,it all began with drip drip class 6 bengali meaning,it all began with drip drip class 6 lesson 1,

Write 'T" for true and "F" for flase statements in the given boxes. Give supporting statements for each of your answer : সঠিক বাক্যগুলির জন্য 'T' ও মিথ্যা বাক্যগুলির জন্য 'F' লেখো। তোমার উত্তরের স্বপক্ষে সহায়ক বাক্য দাও
(a) Bholenath did not know how to ride a horse.
ভোলেনাথ জানত না ঘোড়ায় কীভাবে চড়তে হয়।
➛ [T] "I don't even know how to ride a horse", he told his wife helplessly....
(b) The king sent Bholenath a magnificient elephant.
ভোলেনাথকে একটি জমকালো হাতি রাজা পাঠিয়েছিলেন।
➛ [F] In the morning, the king sent Bholenath a magnificient stallion.
(c) The enemy soldiers were happy to see Bholenath.
শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল।
➛ [F] The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion, waving branches excitedly.
(d) Bholenath defeated the enemy soldiers single handedly.
ভোলেনাথ শত্রু সৈন্যদের একাই হারিয়েছিল।
➛ [T] Everyone was amazed that he had defended his state all by himself against eight thousand enemy soldiers.

Answer the following questions in complete sentences:
নীচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও :
(a) Why was Bholenath full of despair?
ভোলেনাথ কেন হতাশ হয়ে পড়েছিল?
Answer : Bholenath was full of despair because the king entrusted him with the duty of protecting the state when the neighbouring king declared war.
ভোলেনাথ হতাশ হয়েছিল কারণ রাজা তাকে রাজ্য রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন যখন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছিল।
(b) How did his wife help him to overcome his trouble?
কীভাবে তার বউ তাকে বিপদ থেকে রক্ষা করেছিল?
Answer : His wife tied him securely to the horse with a rope as he didn't know how to ride a horse.
তার বউ তাকে দড়ি দিয়ে নিরাপদে ঘোড়াটার পিঠে বেঁধে দিয়েছিল যেহেতু সে ঘোড়ায় চড়তে জানে না।
(c) What made the enemy soldiers greatly scared?
শত্রু সৈন্যরা খুব ভয় পেয়েছিল কেন?
Answer : The enemy soldiers were greatly scared to see wild looking Bholenath tied to a fierce stallion, waving branches excitedly.
শত্রু সৈন্যরা খুবই ভয় পেয়েছিল ভোলেনাথকে বন্যভাবে দেখে, ঘোড়ার পিঠে বাঁধা অবস্থায় উত্তেজিত অবস্থায় গাছের ডাল নাড়াচ্ছে।
(d) Do you think Bholenath could truly be called a legendary character? Give reasons for your answer.
তোমার কি মনে হয় ভোলেনাথকে সত্যিই বিখ্যাত চরিত্র বলা যাবে? তোমার উত্তরের জন্য কারণ দেখাও।
Answer : Bholenath could be a legendary character because he became a great warrior who can defeat eight thousand enemy soldiers by himself, without knowing how to ride on a horse.
ভোলেনাথ একজন বিখ্যাত চরিত্র হতে পারেন, কারণ তিনি একজন মহান যোদ্ধা হয়ে গেছিলেন যিনি আট হাজার শত্রুসৈন্যকে একাই হারাতে পারেন, অথচ তিনি ঘোড়ায়ও চড়তে পারতেন না।
Read the following sentences. Underline the Nouns which indicate either a state of being or a quality of mind.
নীচের বাক্যগুলি পড়ো। সেই বিশেষ্যগুলির নীচে দাগ দাও যা কোনো অবস্থা বা মনের গুণ বোঝায়।
(i) The king is known for his kindness.
রাজা তার দয়ালু স্বভাবের জন্য সুপরিচিত।
(ii) The beauty of the flower attracted me.
ফুলটির সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছিল।
(iii) Childhood is fun.
শৈশব হল মজার।
(iv) India attained freedom in 1947.
ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছিল।
Form abstract nouns from the following words:
নীচের শব্দগুলি থেকে Abstract Noun গঠন করো :
(i) dark (ডার্ক)–আলোহীন :
➛ darkness (ডার্কনেস) –অন্ধকার
(ii) adult (অ্যাডাল্ট)–প্রাপ্তবয়স্ক :
➛ adultery (অ্যাডাল্টারি)–ব্যাভিচার
(iii) amaze (অ্যামেজ)–বিস্মিত হওয়া :
➛ amazement (অ্যামেজমেন্ট)–বিস্ময়
(iv) disturb (ডিস্টার্ব)—বিরক্ত করা :
➛ disturbance (ডিসটারবেনস্)–বিরক্তি
(v) confuse (কনফিউজ)—হতবুদ্ধি হওয়া :
➛ confusion (কনফিউজ)—হতবুদ্ধিতা
(vi) sweet (সুইট)—মিষ্টি :
➛ sweetness (সুইটনেস)—মিষ্টত্ব

Underline the words that indicate a group of people, animals or things taken as a whole :
সেই শব্দগুলির নীচে দাগ দাও যেগুলি অনেক মানুষ, পশু বা জিনিসকে একসঙ্গে বোঝায়।
(i) I saw a crowd in front of the shop.
দোকানের সামনে আমি মানুষের ভিড় দেখলাম ।
(ii) A herd of cattle is passing by.
একপাল গোরু যাচ্ছে।
(iii) Our school cricket team has won.
আমাদের বিদ্যালয়ের ক্রিকেট দল জিতে গেছে।
iv) A bunch of flowers was kept in the vase.
একগোছা ফুল ফুলদানিতে রাখা ছিল।
Fill in the blanks with the appropriate collective nouns given in the Help Box. One is done for you. সাহায্য বাক্সে দেওয়া সমষ্টিবাচক বিশেষ্যগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমার জন্য একটি করে দেওয়া হলো।
(i) A posse of policemen marched by.
একদল পুলিশ কুচকাওয়াজ করছে।
(ii) I bought a bunch of grapes from the market.
আমি বাজার থেকে একথোকা আঙুর কিনেছিলাম।
(iii) A flock of sheep was grazing in the field.
একপাল ভেড়া মাঠে চড়ছে।
(iv) I saw a swarm of bees buzzing around.
আমি দেখলাম একঝাঁক মৌমাছি চারদিকে গুনগুন করছে।
(v) The class is very noisy.
এই শ্রেণিটি খুবই গোলমালে পরিপূর্ণ।

Underline the words in the following sentences that can be counted. Circle the words that cannot be counted. নীচের বাক্যগুলিতে সেই শব্দগুলোর নীচে দাগ দাও যাদের গোনা যায়। যেগুলিকে গোনা যায় না তাদের গোল করো।
(i) I am reading a book.
আমি একটি বই পড়ছি।
(ii) Iron is a useful metal.
লোহা একটি প্রয়োজনীয় ধাতু।
(iii) Snowy is his pet dog.
স্নোয়ি তার পোষা কুকুর।
(iv) She has long hair.
তার লম্বা চল আছে।
Read the sentences carefully and put the underlined words in the correct columns : নীচের বাক্যগুলি মন দিয়ে পড়ো ও নীচে দাগ দেওয়া শব্দগুলিকে সঠিক স্তম্ভে বসাও :
(i) Milk is good for health.
দুধ হল স্বাস্থ্যের পক্ষে ভালো।
(ii) The door is closed.
দরজাটি বন্ধ আছে।
(iii) I bought a kilo of sugar from the market.
আমি বাজার থেকে এক কিলো চিনি কিনেছিলাম।
iv) Children play with toys.
শিশুরা খেলনা নিয়ে খেলা করে।
Find words from the text nearest in meaning to the words given below : পাঠ্য থেকে সেই শব্দগুলি খোঁজো যাদের শব্দগুলির সঙ্গে মিল আছে।
(a) kingly ➛ royal
(b) sorrow ➛ despair
(c) surprised ➛ astonished
(d) afraid ➛ scared
Tell the class how 'drip-drip' changed Bholenath's life, from being a potter to a Commander-in-Chief of the king's army. ক্লাসে বলো টিপ-টিপ' ভোলেনাথের জীবন কেনন করে বদলে দিয়েছিল, একজন কুমোর থেকে রাজার সেনাবাহিনীর মুখ্য সেনাপতি।
Answer : The tiger, Bholenath caught, thought him to be 'drip-drip' the terrible creature. So he easily caught the tiger and became the hero for the villagers. The king made him Commander-in-Chief of his army. Though he was not a warrior, the enemy soldiers got scared to see him and ran away.
যে বাঘটাকে ভোলেনাথ ধরেছিল, সে তাকে ‘টিপ-টিপ’ নামের এক সাংঘাতিক প্রাণী ভেবেছিল, তাই ভোলেনাথ তাকে সহজেই ধরে ফেলে ও গ্রামবাসীদের কাছে বীর প্রমাণিত হয়। রাজা তাকে সেনাবাহিনীর মুখ্য সেনাপতি বানিয়ে দেন। যদিও সে যুদ্ধ জানত না কিন্তু শত্রুসৈন্যরা তাকে দেখে ভয় পায় ও পালায়।
Imagine you are caught in a storm while returning home one night . Write a short paragraph in about sixty words describing your experience. Use the following hints. ধরো, এক দিন রাতে বাড়ি ফেরার সময়ে তুমি ঝড়ের মধ্যে পড়েছো। ৬০টি শব্দের মধ্যে নিজের ভাষায় তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। নীচের সংকেতগুলি ব্যবহার করো।
Hints: returning from aunt's place- sky darkened-wild wind-rain-no one around-how you reached home.
Answer : Last night I was returning from aunt's place. The sky became overcast with clouds. A wild wind started to blow suddenly. It started raining then. There were no shades to stop. No one was there on the road. I got scared. I got drenched and nervous. Then my father noticed me from a taxi and called me. I felt relieved and went back home safely.
গত রাতে আমি মাসির বাড়ি থেকে ফিরছিলাম । আকাশ মেঘে ঢাকা ছিল। হঠাৎ এলোমেলো হাওয়া বইতে শুরু করল। তারপর শুরু হল বৃষ্টি। কোথাও কোনো ছাউনি ছিল না দাঁড়াবার মতো। রাস্তায়ও কেউ ছিল না। আমি ভয় পাচ্ছিলাম। আমি পুরো ভিজে গেছিলাম ও খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। তখন আমার বাবা একটা ট্যাক্সি থেকে আমাকে লক্ষ করেন ও আমাকে ডেকে নেন। আমি স্বস্তি পাই ও নিরাপদে বাড়ি ফিরে যাই।
Suppose you are Rima. Your grandfather is Raghunath Jha. Write a short paragraph in about six sentences about your family. ধরো, তুমি রিমা। তোমার ঠাকুর্দা রঘুনাথ ঝা। তোমার পরিবারের সম্পর্কে ছটি বাক্যের একটি ছোটো অনুচ্ছেদ লেখো।
Answer : My name is Rima Jha. My parents are Sundarlal Jha and Rajani Jha and brother is Ramu. My father is farmer and mother is homemaker. Raghunath Jha and Banidebi Jha are my grandparents. My uncle and aunt are Birendralal Jha and Sabita Jha. They are postman and potter by profession. My cousin brother is Damu who is a college student. Me and Ramu are school student.
আমার নাম রিমা ঝা। আমার বাবা-মা হলেন সুন্দরলাল ঝা ও রজনী ঝা এবং ভাই রামু। আমার বাবা একজন চাষি ও মা গৃহিণী। রঘুনাথ ঝা ও বাণীদেবী ঝা হলেন আমার ঠাকুর্দা ও ঠাকুমা। আমার জেঠু ও জেঠিমা হলেন বীরেন্দ্রলাল ঝা ও সবিতা ঝা। তারা ডাকহরকরা ও কুমোরের কাজ করেন। আমার জেঠতুতো দাদা হল দামু যে একটি কলেজে পড়ে। আমি ও রামু স্কুলে পড়ি।
No comments
Hi Welcome ....