Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

মানচিত্র ও স্কেল নবম শ্রেণি সংক্ষিপ্ত প্রশ্নও উত্তর প্র্যাকটিস

  মানচিত্র ও স্কেল নবম শ্রেণি Short Question Online Test ❍ আরো পড়ুনঃ    ✥ নবম শ্রেণি সূচিপত্র অনলাইন টেস্ট ...

Class 9 Geography Online Free Test
 

মানচিত্র ও স্কেল নবম শ্রেণি Short Question Online Test




  ✹ প্র্যাকটিস সেট : সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান - ২
Q1. মানচিত্র কী?
➣ মানচিত্র হল, সমতল কাগজে, নির্দিষ্ট স্কেল ও নির্দিষ্ট অভিক্ষেপে প্রচলিত সাংকেতিক চিহ্ন ও মূলনীতির সাহায্যে,পৃথিবী বা তার অংশবিশেষের প্রকাশ।

Q2. প্রাচীন মানচিত্রগুলি কী দিয়ে তৈরি করা হত?
➣ এস্কিমো, রেড ইন্ডিয়ান, মার্সাল দ্বীপবাসীদের আঁকা মানচিত্রগুলি নৃতত্ত্ববিদদের মতে প্রাচীন। সরু কাঠামোর সাথে তালপাতা দিয়ে মাছ বা শামুকের খোলা বেঁধে চার্ট তৈরি করা হত।

Q3. মানচিত্র স্কেল কী?
➣ মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব ও ভূপৃষ্ঠের ঠিক ওই দুটি বিন্দুর মধ্যেকার দূরত্বের অনুপাত হল স্কেল। যেমন—মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূপৃষ্ঠের 500 মিটার দূরত্বের সমান হলে মানচিত্রের স্কেল হবে 1 সেমিতে 500 মিটার।

Q4. স্কেলের ভিত্তিতে মানচিত্র কয়প্রকার ও কী কী?
➣স্কেলের ভিত্তিতে মানচিত্র তিন প্রকার। যথা—ক্ষুদ্র স্কেল মানচিত্র, মাঝারি স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্র।

Q5. ভগ্নাংশসূচক স্কেল কী?
➣ ভগ্নাংশসূচক স্কেলে মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি বিন্দুর প্রকৃত দূরত্বের অনু পাতকে ভগ্নাংশ বা আনুপাতিক ভাবে প্রকাশ করা হয়। যেমন—কোনো মানচিত্রের স্কেল 1 : 3000 অর্থাৎ মানচিত্রের 1 একক দূরত্ব ভূপৃষ্ঠের 3000 একক দূরত্বের সমান।

Q6. Blue প্রিন্ট কী?
➣ গৃহ, বাজার, নগর প্রভৃতি পরিকল্পনামতো নির্মাণের জন্য আগেই স্কেলের সাহায্যে একটি নকশা আঁকতে হয়, যা (blue print)  নামে পরিচিত। 

Q7. ক্যাডাস্ট্রাল মানচিত্র কী ?
➣ ক্যাডাস্ট্রাল মানচিত্রে গ্রামীণ অঞ্চলের ভূমিভাগ জরিপ করে প্রতিটি জমির আকার, ক্ষেত্রফল, সীমারেখা নির্দিষ্ট দাগ নম্বরসহ স্কেলের সাহায্যে প্রকাশ করা হয়।  এক্ষেত্রে স্কেল সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল হয়ে থাকে।

Q8. ক্যাডাস্ট্রাল মানচিত্র কী কাজে লাগে?
➣ ক্যাডাস্ট্রাল মানচিত্র ভূমিরাজস্ব অফিসে জমির খাজনা আদায়ের জন্য ব্যবহৃত হয়। এ ছাড়া ভূমি ব্যবহার মানচিত্র (land use map) তৈরিতে এই মানচিত্র ব্যবহার করা হয়।

Q9. পরিমাণগত মানচিত্র কী?
➣ পরিমাণগত মানচিত্রে ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক (রাশিতথ্যের পরিমাণের তারতম্য, উচ্চতা, ক্ষেত্রফল প্রভৃতি) প্রকাশ করা হয়। যেমন—ভারতের জনঘনত্ব মানচিত্র।

Q10. প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
➣ মানচিত্রে যখন প্রাকৃতিক বিষয়গুলি (যেমন—ভূপ্রকৃতি,নদনদী, জলবায়ু প্রভৃতি) দেখানো হয়, তখন সেগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলে।

Q11. সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে?
➣ যে মানচিত্রে সাংস্কৃতিক উপাদানগুলিকে (যেমন—ধর্ম,ভাষা, জনসংখ্যার বণ্টন, জনঘনত্ব প্রভৃতি) উপস্থাপন করা হয়, তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে।

Q12. প্রকাশের মাধ্যম অনুযায়ী স্কেল কয়প্রকার ও কী কী?
➣ প্রকাশের মাধ্যম অনুযায়ী স্কেল তিন প্রকার। যথা— [1] বিবৃতিমূলক স্কেল (statement scale) [2] ভগ্নাংশসূচক স্কেল (representative fraction scale) [3] লৈখিক স্কেল (graphical scale) .

Q13. বিবৃতিমূলক স্কেল কী?
➣ বিবৃতিমূলক স্কেলে মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব ও ভূমিভাগে ওই দুটি বিন্দুর প্রকৃত দূরত্বের সম্পর্ককে লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন – 1 সেমিতে 2 কিমি। এক্ষেত্রে বুঝতে হবে, মানচিত্রের ওপর 1 সেমি দূরত্ব ভূপৃষ্ঠে 2 কিমি দূরত্বকে নির্দেশ করছে।

Q14. বিবৃতিমূলক স্কেলের সুবিধা কী?
➣ বিবৃতিমূলক স্কেলের সুবিধা হল– [1] সহজেই প্রকাশ করা যায়। [2] জটিল গণনা করতে হয় না এবং ছবি এঁকেও দেখাতে হয় না।

Q15. লৈখিক স্কেল কাকে বলে?
➣ মানচিত্র ও ভূমিভাগের দুটি বিন্দুর দূরত্বের সম্পর্ককে যখন চিত্র এঁকে প্রকাশ করা হয়, তখন তাকে লৈখিক স্কেল (graphical scale) বলে।

Q16. রৈখিক স্কেল কাকে বলে?
➣ মানচিত্র এবং ভূমিভাগের নির্দিষ্ট দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে যে স্কেলে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে রৈখিক স্কেল (linear scale) বলে। এই স্কেলে দুটি অংশ থাকে যথা—প্রাথমিক বিভাগ ও গৌণ বিভাগ।

Q17. রৈখিক স্কেলের সুবিধাগুলি কী কী?
➣ [1] সরলরেখার মাধ্যমে রৈখিক স্কেল প্রকাশ করা হয় বলে সহজে বোঝা যায়। [2] মানচিত্রটিকে ছোটো বা বড়ো করলে অঙ্কিত স্কেলটিও আনুপাতিক হারে ছোটো বা বড়ো হয় বলে স্কেল ব্যবহারে অসুবিধা হয় না।

Q18. তুলনামূলক স্কেল কী?
➣ দুটি ভিন্ন এককের মধ্যে তুলনা এই স্কেলের মাধ্যমে প্রকাশ করা হয়। তুলনামূলক স্কেলে, দুটি স্কেলেরই প্রাথমিক ও গৌণ বিভাগের মান একই হলেও একক পৃথক হয়। যেমন—10 কিমি ও 10 মাইল।

Q19. কর্ণীয় স্কেল কাকে বলে?
➣ সদৃশকোণী ত্রিভুজের ধর্ম অনুযায়ী আয়তক্ষেত্রিক ছকে দুটি কর্ণকে যুক্ত করে রৈখিক স্কেলের গৌণভাগের মানকে ভগ্নাংশে পরিণত করে আরও সূক্ষ্ম মান পাওয়ার জন্য যে স্কেল গঠন করা হয়, তাকে কর্ণীয় স্কেল (diagonal scale) বলে।

Q20. ভার্নিয়ার স্কেল কী?
➣ ভার্নিয়ার স্কেলে, মূল স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরণযোগ্য ছোটো স্কেল থাকে, যার সাহায্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ মানের পরিমাপ করা হয়।

Q21. আবহাওয়া মানচিত্র কাকে বলে?
➣ আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি বিষয় সম্পর্কিত মানচিত্রকে আবহাওয়া মানচিত্র বলে। এই মানচিত্রের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

Q22. রাজনৈতিক মানচিত্র বলতে কী বোঝ?
➣ পৃথিবীর মানচিত্রে বিভিন্ন দেশ বা ভূখণ্ডের অবস্থান, সীমা, রাজধানী, প্রশাসনিক কেন্দ্রের অবস্থান ইত্যাদি রাজনৈতিক মানচিত্রে দেখানো হয়। এই মানচিত্র থেকে কোনো দেশের বা অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে জানা যায়।

Q23. রৈখিক স্কেলের মুখ্যভাগ ও গৌণভাগ কাকে বলে?
➣ একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখাকে যখন সুনির্দিষ্ট কতগুলি সমান অংশে ভাগ করা যায় তখন ওই এক একটি অংশকে মুখ্যভাগ বলে। আবার মুখ্যভাগকে যখন আরও কতগুলি ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তাকে গৌণভাগ বলে।

Q24. বন্ধুরতা মানচিত্র কাকে বলে?
➣ যেসব মানচিত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের উচ্চতা, গভীরতা, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি সম্পর্কে উল্লেখ থাকে, তাকে বন্ধুরতা মানচিত্র (relief map) বলে। মূলত সমোন্নতি রেখার সাহায্যে এই মানচিত্র প্রদর্শিত হয়।

No comments

Hi Welcome ....