Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

WBSSC SLST Geography MCQ Mock Test Page-3

স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি। বিষয় - ভূগোল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট - ৩ ৮১. মহাসাগরের জলে কোন মৌলিক উপাদানটির প...


স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি। বিষয় - ভূগোল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট - ৩


৮১. মহাসাগরের জলে কোন মৌলিক উপাদানটির প্রাধান্য বেশি থাকে?
Ⓐ পটাশিয়াম ক্লোরাইড
Ⓑ সোডিয়াম ক্লোরাইড
Ⓒ পটাশিয়াম সালফেট
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓑ সোডিয়াম ক্লোরাইড

৮২. 'অ্যাকুইফিউজ'-এর অর্থ হল?
Ⓐ জলের আংশিক ধারণ ও প্রবাহ
Ⓑ সচ্ছিদ্র জলধারক স্তর
Ⓒ অনুস্রাবিত জলের ধারণস্তর
Ⓓ জলধারণে, জলের সঞ্চালনে অক্ষম স্তর
Ans. Ⓓ জলধারণে, জলের সঞ্চালনে অক্ষম স্তর

৮৩. জলচক্রের শক্তির উৎস হল—
Ⓐ শিলাস্তর
Ⓑ বিকীর্ণ সূর্যরশ্মি
Ⓒ উদ্ভিদ
Ⓓ অধঃক্ষেপণ
Ans. Ⓑ বিকীর্ণ সূর্যরশ্মি

৮৪.  ‘জীবাশ্ম জল' ধারণাটি কার সঙ্গে যুক্ত?
Ⓐ মিটিওরিক জল
Ⓑ উৎসন্দ্য জল
Ⓒ সহজাত বা জন্মগত জল
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓒ সহজাত বা জন্মগত জল

৮৫. ‘গাইজার' শব্দটি কোন দেশের শব্দ?
Ⓐ ফ্রান্স
Ⓑ জার্মানি
Ⓒ আমেরিকা
Ⓓ আইসল্যান্ড
Ans.  Ⓓ আইসল্যান্ড

Explain : "গাইজার" শব্দ থেকেই এসেছে ইংরেজী শব্দ "গীজার"। গিজার এক ধরনের উষ্ণ প্রস্রবণ। আইসল্যান্ডের স্থানীয় ভাষার শব্দ গিজির (Geysir) থেকে গিজার শব্দটি এসেছে, যার অর্থ "গর্জন করা"। যে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভের অতি উষ্ণ জল এবং বাষ্প কোন নির্দিষ্ট ছিদ্রপথ বা ফাটল দিয়ে নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে স্তম্ভের মত বা ফোয়ারার মতো উপরে উঠে আসে তাকে গিজার বলে। এই জল নির্গত হওয়ার সময় প্রচন্ড শব্দ হয়। সদ্য মৃত আগ্নেয়গিরি অঞ্চলে অথবা জীবন্ত আগ্নেয়গিরি অঞ্চলে যেখানে ভূতাপীয় অবক্রম বেশি অর্থাৎ যেখানে অল্প গভীরতায় তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায় সেখানে গিজার সৃষ্টি হয়। উদাহরণঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেইথফুল গিজারটি বিখ্যাত। এখানে প্রায় এক ঘন্টা অন্তর জল নির্গত হয়। স্থায়িত্বকাল থাকে প্রায় 5 মিনিট এবং স্তম্ভের উচ্চতা 60 মিটার পর্যন্ত হয়। 


৮৬. শিলাস্তরের আবহবিকারের ফলে বৃক্ষরূপী নদী নকশা পরিবর্তন করে কোন নদী নকশা সৃষ্টি করে?
Ⓐ সমান্তরাল
Ⓑ আয়তক্ষেত্রাকার
Ⓒ জাফরীরূপী
Ⓓ পিনেট জাতীয় নদী-নকশা
Ans. Ⓓ পিনেট জাতীয় নদী-নকশা

৮৭.  কোন অঞ্চলে কদমপ্রবাহ বেশি?
Ⓐ নাতিশীতোষ্ণ অঞ্চলে
Ⓑ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে
Ⓒ উপমেরু অঞ্চলে
Ⓓ মেরু অঞ্চলে
Ans. Ⓑ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে

৮৮. সর্বপ্রথম আবহবিকারের ধারণা দেন?
Ⓐ জেনি (1941)
Ⓑ ডেভিস (1899)
Ⓒ রিচি (1950)
Ⓓ পেঙ্ক (1922)
Ans. Ⓒ রিচি (1950)

৮৯. আবহবিকার কী ধরনের প্রক্রিয়া?
Ⓐ জটিল প্রক্রিয়া
Ⓑ সরল প্রক্রিয়া
Ⓒ এক্স-সিটু প্রক্রিয়া
Ⓓ ইন-সিটু প্রক্রিয়া
Ans. Ⓓ ইন-সিটু প্রক্রিয়া

৯০. শল্কমোচন কী ধরনের ভূমিরূপ সৃষ্টি করে?
Ⓐ গোলাকৃতি বা উপগোলাকৃতি
Ⓑ ভঙ্গিল
Ⓒ একনত
Ⓓ অনুভূমিক
Ans. Ⓐ গোলাকৃতি বা উপগোলাকৃতি

৯১. অনুভূমিক তল বরাবর মৃত্তিকার অংশকে বলে?
Ⓐ হরাইজন
Ⓑ পরিলেখ
Ⓒ আদি শিলা
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓐ হরাইজন

৯২. স্বাভাবিক পরিবেশে যে উদ্ভিদ জন্মায় তাকে কী বলে?
Ⓐ নিরক্ষীয় উদ্ভিদ
Ⓑ স্বাভাবিক উদ্ভিদ
Ⓒ ম্যানগ্রোভ উদ্ভিদ
Ⓓ নাতিশীতোষ্ণ উদ্ভিদ
Ans. Ⓑ স্বাভাবিক উদ্ভিদ

৯৩. National Forest Policy স্বাধীনতার পরে কত সালে গড়ে ওঠে?
Ⓐ ১৯৫২ সালে
Ⓑ ১৯৫৪ সালে
Ⓒ ১৯৫৮ সালে
Ⓓ ১৯৬১ সালে
Ans.  Ⓑ ১৯৫৪ সালে

৯৪. Edge Effect হল―
Ⓐ ইকোটন অঞ্চলে জীবের সংখ্যা বেশি
Ⓑ দুই বায়োমের প্রান্তীয় অংশ
Ⓒ বসতি নির্ভর জীবসমূহ
Ⓓ এগুলির কোনোটিই নয়
Ans.   Ⓐ ইকোটন অঞ্চলে জীবের সংখ্যা বেশি

৯৫. মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, শ্রেণি বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে কী বলে?
Ⓐ এডাফোলজিতে
Ⓑ জুলজিতে
Ⓒ পেডোলজিতে
Ⓓ কোনোটিই নয়
Ans.  Ⓒ পেডোলজিতে

৯৬. মৃত্তিকা প্রফাইলের কোন স্তরকে ইলুভিয়াল স্তর বলে?
A স্তরকে
B স্তরকে
C স্তরকে
O স্তরকে
Ans.  Ⓑ B স্তরকে

৯৭. প্যান স্তর কোন স্তরকে বলে?
Ⓐ ঘনবিন্যস্ত A স্তরকে
Ⓑ ঘনবিন্যস্ত C স্তরকে
Ⓒ ঘনবিন্যস্ত O স্তরকে
Ⓓ ঘনবিন্যস্ত B স্তরকে
Ans.  Ⓓ ঘনবিন্যস্ত B স্তরকে

৯৮. ‘আধুনিক সমুদ্রবিদ্যার জনক' বলা হয়?
Ⓐ গিলবার্টকে
Ⓑ জন মারেকে
Ⓒ ফোবসকে
Ⓓ উইভিল থম্পসনকে
Ans. Ⓑ জন মারেকে

৯৯. ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হল— 
Ⓐ ডেকান ট্র্যাপ 
Ⓑ ছোটোনাগপুর মালভূমি 
Ⓒ মেঘালয় মালভূমি 
Ⓓ লাদাখ মালভূমি
Ans.  Ⓐ ডেকান ট্র্যাপ

১০০. বিশ্বসমুদ্রের মানচিত্র কে প্রকাশ করেন?
Ⓐ গিলবার্ট
Ⓑ এডওয়ার্ড ফোবস
Ⓒ উইভিল থম্পসন
Ⓓ জন মারে
Ans. Ⓑ এডওয়ার্ড ফোবস

১০১. ক্যাস্টল কাপিজ (Castle Kopje) হল—
Ⓐ অপরিবর্তনীয় আবহবিকার সংশ্লিষ্ট ভূমিরূপ
Ⓑ বিষম আবহবিকার সৃষ্ট ভূমিরূপ
Ⓒ প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট আবহবিকার গঠিত ভূমিরূপ
Ⓓ আবহবিকার সৃষ্ট ভূমিরূপ নয়
Ans. Ⓑ বিষম আবহবিকার সৃষ্ট ভূমিরূপ

১০২. প্লবতার সূত্র কে আবিষ্কার করেন?
Ⓐ লিওনার্দো দা ভিঞি
Ⓑ প্লেটো
Ⓒ প্রাট
Ⓓ আর্কিমিডিস
Ans. Ⓓ আর্কিমিডিস

Explain : বস্তুকে প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ঐ বস্তুর ওপর প্রবাহী লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। প্লবতার নীতি, যা আর্কিমিডিসের নীতি নামেও পরিচিত, প্রাচীন গ্রীক গণিতবিদ এবং সিরাকিউসের পদার্থবিদ আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন। তিনি 250 খ্রিস্টপূর্বাব্দের দিকে তার “অন ফ্লোটিং বডিস” গ্রন্থে নীতিটি প্রণয়ন করেছিলেন।


১০৩. ওয়েগনার জলভাগকে কি নামে অবিহিত করেন?
Ⓐ প্যানথালাসা
Ⓑ প্যাঞ্জিয়া
Ⓒ নদনদী
Ⓓ মহাসাগর
Ans.  Ⓐ প্যানথালাসা

১০৪. ল্যাব্রাডর স্রোতটি প্রবাহিত হয়?
Ⓐ আটলান্টিক মহাসাগর থেকে সুমেরু মহাসাগরে
Ⓑ সুমেরু মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে
Ⓒ উত্তর আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans.  Ⓑ সুমেরু মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে

১০৫. কোন সমুদ্র স্রোতটি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর এই তিনটি স্থানেই দেখা যায়?
Ⓐ উপসাগরীয় স্রোত
Ⓑ কুরেশিও স্রোত
Ⓒ ল্যাব্রাডার স্রোত
Ⓓ পশ্চিমা বায়ুর স্রোত
Ans.  Ⓓ পশ্চিমা বায়ুর স্রোত

১০৬. সমুদ্রের জলে অধিকাংশ দ্রবীভূত উপাদান পাওয়া যায়?
Ⓐ বায়ুমণ্ডল থেকে
Ⓑ সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে
Ⓒ সমুদ্র তলদেশ থেকে
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans. Ⓒ সমুদ্র তলদেশ থেকে

১০৭. সমুদ্রে অবস্থিত বিভিন্ন লবণের পরিমান –
Ⓐ ঋতু অনুযায়ী পরিবর্তিত হয়
Ⓑ একস্থান থেকে আরেক স্থানে পরিবর্তিত হয়
Ⓒ সবসময় একই থাকে
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans. Ⓒ সবসময় একই থাকে

১০৮. বিস্তৃত সমুদ্রে প্রাচীর দ্বারা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অগভীর জলরাশিকে বলা হয়?
Ⓐ উপহ্রদ 
Ⓑ অ্যাটল
Ⓒ প্ৰণালী
Ⓓ মন্থকূপ 
Ans.  Ⓐ উপহ্রদ

১০৯. গ্রথন অনুযায়ী আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়।
Ⓐ ২ ভাগে
Ⓑ ৪ ভাগে
Ⓒ ৫ ভাগে
Ⓓ ১০ ভাগে
Ans.  Ⓒ ৫ ভাগে

১১০. বিশ্বের সবচেয়ে সুন্দর আগ্নেয়গিরি উদাহরণ হলো?
Ⓐ ফুজিয়ামা
Ⓑ পোপোক্যাটেপটল
Ⓒ পারিকুটিন
Ⓓ মাউন্ট মেয়ন
Ans.   Ⓓ মাউন্ট মেয়ন

১১১. মহীসোপান হল—
Ⓐ সিয়ালের জল দ্বারা মগ্ন অংশ
Ⓑ মহাদেশীয় ভূত্বকের প্রান্তভাগ
Ⓒ জোয়ারের জলের নিম্নসীমা থেকে 100 ফ্যাদম গভীর সামুদ্রিক অংশ
Ⓓ উপরের সবকটি
Ans.  Ⓓ উপরের সবকটি

১১২. পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূকম্পনের তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলে—
Ⓐ উপকেন্দ্র
Ⓑ মধ্যবিন্দু
Ⓒ কেন্দ্ৰ
Ⓓ পাত সীমানা
Ans.  Ⓒ কেন্দ্ৰ

১১৩. হিমালয়ের অধিকাংশ চ্যুতি হলো?
Ⓐ সংঘট্ট চ্যুতি
Ⓑ অনুলোম চ্যুতি
Ⓒ সোপান চ্যুতি
Ⓓ ট্রান্সফর্ম চ্যুতি
Ans.  Ⓐ সংঘট্ট চ্যুতি

১১৪. চ্যুতির ফলে নিম্নে বসে যাওয়া অংশটির নাম?
Ⓐ গ্রস্ত উপত্যকা
Ⓑ হোস্ট
Ⓒ কারেন
Ⓓ গ্রাবেন
Ans.   Ⓓ গ্রাবেন

১১৫. কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় 'লাইট হাউস' বলা হয়?
Ⓐ ফুজিয়ামা
Ⓑ মাউন্ট এটনা
Ⓒ মাউন্ট স্ট্রম্বলি
Ⓓ মাউন্ট ভিসুভিয়াস
Ans.  Ⓒ মাউন্ট স্ট্রম্বলি

১১৬. ফিউমারেল গঠিত হয়?
Ⓐ ক্ষয়কার্য থেকে
Ⓑ আগ্নেয়গিরি থেকে
Ⓒ ভূমিকম্প থেকে
Ⓓ কোনোটিই নয়
Ans.   Ⓑ আগ্নেয়গিরি থেকে


১১৭. চ্যুতিরেখা ভূগুতট হলো—
Ⓐ দ্বিতীয় ক্ষয়চক্রের ফল
Ⓑ শুষ্ক ক্ষয়চক্রের ফল
Ⓒ প্রথম ক্ষয়চক্রের ফল
Ⓓ কোনোটিই নয়
Ans.   Ⓐ দ্বিতীয় ক্ষয়চক্রের ফল

১১৮. ভারী সিলিকেট যেটি 'সিসা' নামে পরিচিত, সেটির প্রাচুর্য দেখা যায়?
Ⓐ গুরুমণ্ডলে
Ⓑ ভূ-ত্বকে
Ⓒ কেন্দ্রমণ্ডলে
Ⓓ কোনোটিই নয়
Ans.  Ⓑ ভূ-ত্বকে

১১৯. একটি খোলক জাতীয় চুনাপাথর হলো—
Ⓐ ডলোমাইট
Ⓑ কুকুইনা
Ⓒ ওপেল
Ⓓ মার্ল
Ans.  Ⓑ কুকুইনা

১২০. G - স্তর বলা হয়?
Ⓐ বহিঃকেন্দ্রমণ্ডলকে
Ⓑ বহিঃগুরুমণ্ডলকে
Ⓒ অন্তঃগুরুমণ্ডলকে
Ⓓ অন্তঃকেন্দ্রমণ্ডলকে
Ans.   Ⓓ অন্তঃকেন্দ্রমণ্ডলকে

১২১. সম্পদের কার্যকারীতা তত্ত্ব প্রথম উপস্থাপন কে করেন?
Ⓐ জিমারম্যান
Ⓑ মিডোস
Ⓒ মার্শাল
Ⓓ হ্যামিলটন
Ans.   Ⓐ জিমারম্যান
 
১২২. মৎস্য শিকার কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী?
Ⓐ প্রথম স্তরের
Ⓑ দ্বিতীয় স্তরের
Ⓒ তৃতীয় স্তরের
Ⓓ  চতুর্থ স্তরের
Ans.  Ⓐ প্রথম স্তরের

১২৩. বক্সাইট হল একটি—
Ⓐ জৈব খনিজ
Ⓑ অধাতব
Ⓒ জ্বালানি
Ⓓ ধাতব
Ans.   Ⓓ ধাতব

১২৪. Agricultural শব্দটি একটি—
Ⓐ ল্যাটিন শব্দ
Ⓑ স্পেনীয় শব্দ
Ⓒ গ্রীক শব্দ
Ⓓ কোনটিই নয়
Ans.  Ⓐ ল্যাটিন শব্দ

১২৫. বিশ্বের কোথায় প্রথম জোয়ারভাটার সাহায্যে শক্তি উৎপাদন করা হয়েছিল?
Ⓐ ফ্রান্স 
Ⓑ ইংল্যান্ড
Ⓒ কানাডা
Ⓓ জাপান
Ans.   Ⓐ ফ্রান্স 

১২৬. সৌর ধ্রুবকের মান?
1.94 গ্রাম ক্যালোরি
1.94 গ্রাম ক্যালোরি/বর্গসেমি
1.94 গ্রাম ক্যালোরি/বর্গসেমি/মিনিট
1.94 গ্রাম /মিনিট
Ans.   Ⓒ 1.94 গ্রাম ক্যালোরি/বর্গসেমি/মিনিট

১২৭. 'অ্যানাবেটিক' বায়ুর 'অ্যানা' (গ্রীক শব্দ) শব্দটির অর্থ হল?
Ⓐ উপরের দিক
Ⓑ বামদিক
Ⓒ ডানদিক
Ⓓ নিচের দিক
Ans.  Ⓐ উপরের দিক

১২৮. সমোষ্ণ রেখাগুলি আঁকাবাঁকা কম হয়?
Ⓐ কাছে অবস্থিত হলে
Ⓑ দূরে অবস্থিত হলে
Ⓒ দিকপরিবর্তনের ফলে 
Ⓓ উপরের কোনোটিই নয় 
Ans.  Ⓑ দূরে অবস্থিত হলে


১২৯. বিউফোর্ট স্কেলে অতি প্রবল ঝড়-এর গতি?
4 – 7 mph
30 – 36mph
55 – 63 mph
40 – 80mph
Ans.  55 – 63 mph

১৩০. দশ হাজার আগ্নেয়গিরির উপত্যকা বলা হয়?
Ⓐ লিপারি দ্বীপকে
Ⓑ মালদ্বীপকে
Ⓒ হাওয়াই দ্বীপপুঞ্জকে
Ⓓ আলাস্কার কাটমাইকে
Ans.   Ⓓ আলাস্কার কাটমাইকে

No comments

Hi Welcome ....