৯ম শ্রেণির ভূগোল ও পরিবেশ West Bengal Board Online Free Test WBBSE class 9 geography chapter 4 MCQ with answers ভূগোল ও পরিবে...
৯ম শ্রেণির ভূগোল ও পরিবেশ West Bengal Board Online Free Test
WBBSE class 9 geography chapter 4 MCQ with answers
ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী
📢 2022 Live H.S Result Check Online
❐ এই পোষ্টের নীচে পিডিএফ ফাইল লিংক দেওয়া রয়েছে।
WBBSE class 9 geography chapter 4 online free test
Q1. সঞ্চয়জাত পর্বত কী?
Q2. চ্যুতি কী?
➭মহীভাবক আলোড়নে ভূত্বকের শিলাস্তরে অসম পীড়ন ও টানের ফলে ফাটলের সৃষ্টি হয়। ওই ফাটল বরাবর শিলাস্তরের কোনো অংশ অপর অংশ থেকে পৃথক হয়ে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হল চ্যুতি।
Q3. স্তূপ পর্বত কী?
➭মহীভাবক আলোড়নে সৃষ্ট চ্যুতি বরাবর, ভূপৃষ্ঠের শিলাস্তর স্তূপাকারে ওপরে উঠে পর্বতের মতো উচ্চভূমি সৃষ্টি করে, এটিই স্তূপ পর্বত নামে পরিচিত। যেমন—ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট।
Q4. গ্ৰস্তু উপত্যকা কী?
➭মহীভাবক আলোড়নে ভূপৃষ্ঠে সৃষ্ট দুটি চ্যুতির মধ্যবর্তী ভূভাগ পার্শ্ববর্তী অংশ থেকে নীচে বসে গেলে যে উপত্যকার সৃষ্টি হয় তা গ্রস্ত উপত্যকা নামে পরিচিত। যেমন— ভারতের নর্মদা নদীর উপত্যকা।
Q5. মালভূমি কী?
➭ সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 300 মিটারের বেশি উঁচু, তরঙ্গায়িত, খাড়া পার্শ্বদেশযুক্ত, টেবিলের ন্যায় ভূমিরূপ হল মালভূমি। যেমন—ছোটোনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি।
➭ সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 300 মিটারের বেশি উঁচু, তরঙ্গায়িত, খাড়া পার্শ্বদেশযুক্ত, টেবিলের ন্যায় ভূমিরূপ হল মালভূমি। যেমন—ছোটোনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি।
Q6. পর্বতবেষ্টিত মালভূমি কী?
➭ ভূ-আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময়, কোনো ভূভাগ উঁচু হয়ে গেলে পাশাপাশি সমান্তরাল দুটি ভঙ্গিল পর্বতের মাঝে এই মালভূমি সৃষ্টি হয়। যেমন—হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে তিব্বত মালভূমি অবস্থিত।
Q7. ব্যবচ্ছিন্ন মালভূমি ভারতের কোথায় দেখা যায়?
➭ ভারতের ছোটোনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি ও মেঘালয় মালভূমির অংশবিশেষে ব্যবচ্ছিন্ন মালভূমি দেখা যায়।
➭ ভারতের ছোটোনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি ও মেঘালয় মালভূমির অংশবিশেষে ব্যবচ্ছিন্ন মালভূমি দেখা যায়।
Q8. ডেকান ট্র্যাপ কী?
➭ ডেকান ট্র্যাপ হল দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য মালভূমির ধাপযুক্ত ভূমিরূপ (সুইডিশ শব্দ ‘trap’, এর অর্থ সিঁড়ি)। দক্ষিণ ভারতের মহারাষ্ট্র সংলগ্ন বিস্তীর্ণ অংশে অগ্ন্যুৎপাতের লাভা সঞ্চয়ের পরে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে ব্যাসল্ট শিলাস্তরে এরকম ধাপের ন্যায় ভূমিভাগ সৃষ্টি হয়েছে।
Q9. প্লাবন সমভূমি কী?
➭ প্লাবনের সময় জলস্রোতের সঙ্গে প্রচুর পলি, বালি, কাদা ইত্যাদি নদীর দু-পাশে অপেক্ষাকৃত নীচু স্থানগুলিতে সঞ্চিত হয়ে নদীর দু-পাশের নীচু জায়গা ভরাট করে প্লাবন সমভূমির সৃষ্টি করে। যেমন- নিম্ন গাঙ্গেয় সমভূমি।
➭ প্লাবনের সময় জলস্রোতের সঙ্গে প্রচুর পলি, বালি, কাদা ইত্যাদি নদীর দু-পাশে অপেক্ষাকৃত নীচু স্থানগুলিতে সঞ্চিত হয়ে নদীর দু-পাশের নীচু জায়গা ভরাট করে প্লাবন সমভূমির সৃষ্টি করে। যেমন- নিম্ন গাঙ্গেয় সমভূমি।
Q10. সমভূমির গুরুত্ব লেখো।
➭ [1] সমভূমিতে কৃষিকাজ সর্বাধিক হয়। [2] কৃষি এবং পরিবহণ উন্নত বলে শিল্পকেন্দ্র হিসেবে সমভূমি আদর্শ। [3] পৃথিবীর প্রায় 90 শতাংশ মানুষ সমভূমিতে বাস করে।
Q11. সমপ্রায় মরুভূমির এরকম নামকরণ করা হয়েছে কেন?
➭ কোনো প্রাচীন মালভূমিকে উচ্চভূমি বহুযুগ ধরে প্রাকৃতিক শক্তির নদী, বায়ু ইত্যাদি প্রভাবে ক্ষয় পাওয়ার ফলে উচ্চভূমিটি দেখতে অনেকটা সমভূমির মতো বলে এর নাম সমপ্রায় সমভূমি। উদাহরণ—ছোটোনাগপুর মালভূমির কোনো কোনো অংশ সমপ্রায় সমভূমি।
Q12. জ্বালামুখ কী?
➭ আগ্নেয় পর্বতের চূড়ায় একটি মুখ বা গর্ত থাকে যার মধ্যে দিয়ে অগ্ন্যুৎপাত হয় অর্থাৎ লাভা, গ্যাস, ভস্ম প্রভৃতি বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলা হয়। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরিতে একাধিক জ্বালামুখ রয়েছে।
Q13. পামিরকে ‘পৃথিবীর ছাদ’ বলে কেন?
➭ অন্যান্য মালভূমির মতো পামিরের উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশের ঢাল খাড়া। পামির পৃথিবীর সর্বোচ্চ মালভূমি এর গড় উচ্চতা 4800 মিটার। এজন্য পামির মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলে।
Q14. একটি উন্নত ও একটি অবনত সমভূমির উদাহরণ দাও।
➭ উন্নত সমভূমি—মেক্সিকো উপসাগরের তীরবর্তী উপসাগরীয় সমভূমি। অবনত সমভূমি—তুরানের নিম্নভূমি।
➭ উন্নত সমভূমি—মেক্সিকো উপসাগরের তীরবর্তী উপসাগরীয় সমভূমি। অবনত সমভূমি—তুরানের নিম্নভূমি।
Q15. মোনাড্নক কী?
➭ সমপ্রায় ভূমিতে মাঝে মাঝে দু-একটি কঠিন শিলায় গঠিত পাহাড় বা টিলা বিক্ষিপ্তভাবে অবস্থান করে এগুলিকে মোনাড্নক বলে ৷ যেমন—শুশুনিয়া পাহাড়।
Q16. টেথিস সাগর কী?
➭ ভূবিজ্ঞানীদের মতে কার্বোনিফেরাস যুগের শেষ পর্যায় থেকে ক্রিটেসাস যুগের শুরু পর্যন্ত উত্তরে লরেসিয়া এবং দক্ষিণে গণ্ডোয়ানাল্যান্ডের মাঝে এই টেথিস সাগরের অবস্থান ছিল। টেথিস সাগর থেকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে।
➭ ভূগাঠনিক বিপর্যয় বলতে ভূমিভাগের ওপরে উঠে আসা বা বসে গিয়ে ভূপৃষ্ঠের পরিবর্তনকে বোঝায়। এই বিপর্যয় ভুগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন প্রভৃতি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটে থাকে। মহীভাবক আলোড়ন, গিরিজনি আলোড়ন প্রভৃতির প্রভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটে
Q18. ক্যালডেরা বা জ্বালামুখ গহ্বর কী?
➭ আগ্নেয়গিরির যে মুখ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে নির্গত হয়, তাকে জ্বালামুখ বলে। বিশাল আকৃতির অগভীর জ্বালামুখকে ক্যালডেরা বলে। কখনো কখনো জ্বালামুখের গর্ত বসে গিয়ে ক্যাল -ডেরার সৃষ্টি হয়।
➭ আগ্নেয়গিরির যে মুখ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে নির্গত হয়, তাকে জ্বালামুখ বলে। বিশাল আকৃতির অগভীর জ্বালামুখকে ক্যালডেরা বলে। কখনো কখনো জ্বালামুখের গর্ত বসে গিয়ে ক্যাল -ডেরার সৃষ্টি হয়।
Q19. অভিসারী পাত সীমান্তকে ধ্বংসাত্মক পাত সীমান্ত বলে কেন?
➭ অভিসারী পাত সীমান্ত বলতে যখন দুটি পাত পরস্পর মুখোমুখি অগ্রসর হয় তখন তাদের সীমান্তকে বোঝায়। এইরকম পাত সীমান্তে ভারী পাতের নীচে হালকা পাত ঢুকে গেলে তাদের সংযোগস্থলের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত গঠন করে। এই অঞ্চলগুলি ভূমিকম্পপ্রবণ হয় তাই একে ধ্বংসাত্মক পাত সীমান্ত বলে।
Q20. উত্তাপ কেন্দ্র বলতে কী বোঝ?
➭ কোনো কোনো পাতের মধ্যবর্তী দুর্বল বা পাতলা অংশে ভূ-অভ্যন্তরের তেজস্ক্রিয় পদার্থের কারণে উত্তপ্ত হয়ে ওঠে। ওই অংশ দিয়ে পরবর্তীকালে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের সাথে ম্যাগমা লাভারূপে বাইরে বেরিয়ে এসে আগ্নেয় পর্বত গঠন করে। ভূপৃষ্ঠে এরকম প্রায় 25 টি উত্তাপ কেন্দ্র (hotspot) আছে।
Q21. ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলে?
➭ ভূমধ্যসাগরের তীরে ইতালির লিপারি দ্বীপে স্ট্রম্বলি নামক আগ্নেয়গিরি দিয়ে ঘনঘন অগ্ন্যুৎপাত হয়। রাত্রিবেলা এই আলো বহুদূর থেকে দেখা যায়। ভূমধ্যসাগরে চলমান জাহাজগুলির নাবিকরা ওই আলো দেখে তাদের দিক ও অবস্থান নির্ণয় করতো বলে, একে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে।
Q22. পেডিমেন্ট কী?
➭ শুষ্ক বা মরু জলবায়ু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে সঞ্চিত ঢালু প্রস্তরময়
ভূভাগ হল পেডিমেন্ট। 'pedi' অর্থ পাদদেশ এবং ‘mont' অর্থ পাহাড়
বা পর্বত। যেমন—অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়।
Q23. পর্বত শৃঙ্গ কী?
➭ পর্বতের উঁচু শঙ্কু আকৃতির শিখর হল পর্বতশৃঙ্গ। যেমন—হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট 8,848 মি. উঁচু। একটি পর্বতের একাধিক শৃঙ্গ হতে পারে।
Q24. ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ কী?
➭ ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের ভাঁজ থাকে। এগুলির মধ্যে ভাঁজের উচ্চ অংশকে ঊর্ধ্বভঙ্গ এবং নিম্নঅংশকে অধোভঙ্গ বলা হয়
Q25. শিল্ড কী?
➭ শিল্ড হল প্রাচীন মালভূমি প্রায় 100 কোটি বছর আগে সৃষ্ট। এগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির সৃষ্টি হয় এবং ভূগঠনগত ভাবে এরা সুস্থিত। যেমন—ব্রাজিলীয় শিল্ড, কানাডীয় শিল্ড।
Q26. সঞ্চয়জাত মালভূমি ভারতের কোথায় দেখা যায়?
➭ দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমে মহারাষ্ট্র মালভূমিসহ দক্ষিণ ভারতের
বিস্তীর্ণ অংশে লাভা নিঃসৃত ব্যাসল্ট শিলায় গঠিত সঞ্চয়জাত মালভূমি দেখা
যায়।Q27. প্লাবন সমভূমি ভারতের কোথায় দেখা যায়?
➭ ভারতের প্রধান নদীগুলির সমভূমি প্রবাহে এবং কিছুক্ষেত্রে মধ্যপ্রবাহেও প্লাবন সমভূমি দেখা যায়। যেমন—গঙ্গা নদীর উভয় দিকে বিহারের পাটনা ও মুঙ্গেরের কাছে প্লাবন সমভূমি দেখা যায়।
Q28. সমভূমি কী?
➭ সমুদ্রপৃষ্ঠের সমতলে বা সামান্য উঁচুতে 300 মিটারের কম অবস্থিত, মৃদুঢাল বিশিষ্ট বিস্তীর্ণ সমতল ভূভাগ সমভূমি নামে পরিচিত। যেমন—গাঙ্গেয় সমভূমি।
Q29. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় অবস্থিত?
➭ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি ভারতের গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদের মধ্যে অবস্থিত।
Q30. উন্নত সমভূমি কী?
➭ ভূ-আন্দোলনে কোনো নিম্নভূমি উঁচু হয়ে সৃষ্ট সমভূমি হল উন্নত সমভূমি। যেমন—ভারতের পূর্ব উপকূলের সমভূমি।
Q31. ভূমিরূপ কী? ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি কী কী?
➭ ভূমিরূপ হল, ভূমির গঠন ও ক্ষয়কারী শক্তির কার্যকারিতার বাহ্যিক অবস্থা বা জ্যামিতিক আকার। ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি হল—পর্বত, মালভূমি ও সমভূমি।
Q32. ভূগাঠনিক আলোড়ন কী?
➭ পৃথিবীপৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপ সৃষ্টির জন্য দায়ী ভূ-অভ্যন্তরের ক্রিয়াশীল প্রক্রিয়া হল ভূগাঠনিক আলোড়ন। ভূ-আলোড়ন প্রধানত দুই প্রকার। যথা—মহীভাবক ও গিরিজনি আলোড়ন।
➭ পৃথিবীপৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপ সৃষ্টির জন্য দায়ী ভূ-অভ্যন্তরের ক্রিয়াশীল প্রক্রিয়া হল ভূগাঠনিক আলোড়ন। ভূ-আলোড়ন প্রধানত দুই প্রকার। যথা—মহীভাবক ও গিরিজনি আলোড়ন।
Q33. মহীভাবক আলোড়ন কী?
➭ ভূপৃষ্ঠে উল্লম্বভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়ন হল মহীভাবক আলোড়ন। এর প্রভাবে ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয় এবং ভূমিভাগের উত্থান বা অবনমন ঘটে।
Q34. গিরিজনি আলোড়ন কী?
➭ ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়ন হল গিরিজনি আলোড়ন (orogenic movement) এর প্রভাবে ভূপৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয় এবং শিলাস্তরের বিকৃতি ঘটে।
Q35. সমস্থিতিগত আলোড়ন কী?
➭ ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি পর্বত, মালভূমি ও সমভূমি ভূমিভাগের ওপর নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে অবস্থান করে। কোনো কারণে ওই ভারসাম্য বিঘ্নিত হলে যে ভূ-আলো ড়নের সৃষ্টি হয়, তাকে সমস্থিতিগত আলোড়ন বলে।
Q36. ভূ-অভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া কী?
➭ ভূ-অভ্যন্তরীণ শক্তির ফলে প্রাথমিক ভূমিরূপ গঠন প্রক্রিয়া হল ভূ-আভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া। যেমন—ভূ-আন্দোলন, অগ্ন্যুৎপাত, পাত সঞ্চরণ প্রভৃতি। এই প্রক্রিয়াগুলি অনেকক্ষেত্রেই হঠাৎ ঘটে এবং ভূপৃষ্ঠে তার প্রভাব পড়ে।
Q37. ভূবহিঃস্থ বা বহিজাত প্রক্রিয়া কী?
➭ ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূমিরূপ গঠন ও বিবর্তনের পদ্ধতি হল ভূবহিঃস্থ বা বৰ্হিজাত প্রক্রিয়া। যেমন— আবহবিকার, ক্ষয়ীভবন প্রভৃতি। এই প্রক্রিয়াগুলি দীর্ঘসময় ধরে ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি করে।
Q3৪. পর্বত কী?
➭ ভূপৃষ্ঠে বহুদূর বিস্তৃত, সমুদ্রতল থেকে প্রায় 1,000 মিটারের বেশি উঁচু, শৃঙ্গবিশিষ্ট, শিলাময় ভূভাগ হল পর্বত। যেমন- হিমালয় পর্বত। ভূ-আন্দোলন, ক্ষয়, সঞ্চয় প্রক্রিয়ায় পর্বতের সৃষ্টি হয়।
Q39. ভঙ্গিল পর্বত কী?
➭গিরিজনি আলোড়নে, সমুদ্রগর্ভে সঞ্চিত পলিতে ভাঁজ পড়ে ক্রম উত্থানের মাধ্যমে সুউচ্চ, শৃঙ্গবিশিষ্ট ভূমিরূপ হল ভঙ্গিল পর্বত। যেমন – হিমালয়, রকি, আন্দিজ, আল্পস ইত্যাদি পর্বত।
Q40. প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বত কী?
➭ যেসব ভঙ্গিল পর্বত বহু প্রাচীন তাদের উচ্চতা ক্ষয়ের ফলে কম হয়। যেমন—আরাবল্লি। অপরদিকে, নবীন ভঙ্গিল পর্বত অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয়েছে এবং এদের উচ্চতাও বেশি যেমন—হিমালয়।
Q41. পাত সীমান্ত কী?
➭ মহাদেশ ও মহাসাগর গঠনকারী সঞ্চরণশীল, সুবিশাল ভূত্বকীয় শিলাখণ্ডগুলি এক একটি পাত। যেমন—এশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত। এরকম দুটি পাতের সীমানাবর্তী অঞ্চলকে বলে পাত সীমান্ত (plate margin)।
Q42.পাত সীমান্ত কত প্রকার ও কী কী?
➭ পাত সীমান্ত প্রধানত তিন প্রকার যথা – [1] অভিসারী বা বিনাশকারী পাত সীমান্ত (পরস্পরের দিকে চলন), [2] প্রতিসারী বা গঠনকারী পাত সীমান্ত (পরস্পরের বিপরীতে চলন) [3] নিরপেক্ষ পাত সীমান্ত (পাশাপাশি চলন)।
Q43. সুচার লাইন কী?
➭ যে রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত জোড়া লেগে যায়, তাকে সুচার রেখা বলে। এই রেখা বরাবর ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এবং পর্বতের উচ্চতাও বৃদ্ধি পায়।
Q44. মহীখাত কী?
➭মহাসাগরের অগভীর সংকীর্ণ অংশ, যেখানে দীর্ঘদিন ধরে পলি, বালি, নুড়ি সঞ্চিত হয়ে পার্শ্বচাপের ফলে ওই পলিস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, তাকে মহীখাত বলে। যেমন—টেথিস মহীখাত থেকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে।
Q45. ক্ষয়জাত পর্বত কী?
➭ বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির আবহবিকার, জলপ্রবাহ, বায়ু প্রভৃতি দ্বারা কোনো সুউচ্চ, বিস্তৃত শিলাময় ভূভাগের ক্ষয়ীভূত অবশিষ্ট অংশ পর্বতের মতো বৈশিষ্ট্যযুক্ত হলে, তাকে ক্ষয়জাত পর্বত বলে। যেমন- ভারতের আরাবল্লি পর্বত।
No comments
Hi Welcome ....