Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

UGC NET HISTORY UNIT-VI MCQ QUESTIONS AND ANSWERS PART-01


১. আধুনিক ইতিহাসচর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকার করা হয়—
🄰 আত্মজীবনী ও স্মৃতিকথাকে
🄱 ব্যক্তিগত চিঠিপত্রকে
🄲 সরকারি নথিপত্রকে
🄳 সংবাদপত্রকে
উত্তরঃ  🄲 সরকারি নথিপত্রকে

২. “ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”—কে বলেছেন?
🄰 রামশরণ শর্মা 
🄱 বিউরি
🄲 ট্রাভেলিয়ান
🄳 র‍্যাঙ্কে
উত্তরঃ 🄱 বিউরি

৩. আধুনিক ভারতের ইতিহাসে প্রাইভি পার্স (Privy Purse) কী?
🄰 একটি পার্স যা একটি সংস্থা আর একটি সংস্থাকে গোপনে দিয়ে থাকে
🄱 পূর্বতন ভারতীয় যুবরাজদের ভারত সরকারকে দেওয়া উপঢৌকন
🄲 সেবামূলক কাজের জন্য ভারতীয় সরকার বিশিষ্ট ব্যক্তিদের যে পার্স দেন
🄳 পূর্বতন ভারতীয় যুবরাজদের ভারত সরকারের দেওয়া ভাতা
উত্তরঃ 🄳 পূর্বতন ভারতীয় যুবরাজদের ভারত সরকারের দেওয়া ভাতা

৪. 'History from Below' প্রবন্ধটির রচয়িতা হলেন—
🄰 ই. এইচ. কার
🄱 মার্ক ব্লখ 
🄲 রণজিৎ গুহ
🄳 ই. পি. থমসন
উত্তরঃ 🄳 ই. পি. থমসন

৫. রানা কুম্ভের স্মারক স্তম্ভটি কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল?
🄰 ধর্মচর্চা
🄱 যুদ্ধজয়
🄲 ক্রীড়াচর্চা 
🄳 বিনোদন
উত্তরঃ 🄱 যুদ্ধজয়

৬. হার্বার্ট বেকারের পরিকল্পনা অনুসারে নির্মিত স্থাপত্যকীর্তি হল—
🄰 ভিক্টোরিয়া মেমোরিয়াল
🄱 দিল্লির রাষ্ট্রপতি ভবন
🄲 কলকাতার রাজভবন
🄳 শহিদ মিনার
উত্তরঃ 🄱 দিল্লির রাষ্ট্রপতি ভবন

৭. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?
🄰 সমাচার দর্পণ
🄱 দিগদর্শন
🄲 বেঙ্গল গেজেট
🄳 সমাচার চন্দ্ৰিকা
উত্তরঃ 🄲 বেঙ্গল গেজেট

৮. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র করে প্রকাশিত হয়?
🄰 ১৮১৭ খ্রিস্টাব্দে
🄱 ১৮১৮ খ্রিস্টাব্দে
🄲 ১৮১৯ খ্রিস্টাব্দে
🄳 ১৮২০ খ্রিস্টাব্দে
উত্তরঃ 🄱 ১৮১৮ খ্রিস্টাব্দে
৯. কে ‘জীবনস্মৃতি’ রচনা করেন?
🄰 রবীন্দ্রনাথ ঠাকুর
🄱 সুভাষচন্দ্র বসু
🄲 বিপিনচন্দ্র পাল
🄳 জওহরলাল নেহরু
উত্তরঃ 🄰 রবীন্দ্রনাথ ঠাকুর

১০. ‘জীবনস্মৃতি’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় কোন পত্রিকায়?
🄰 দেশ পত্রিকায়
🄱 বঙ্গদর্শন পত্রিকায়
🄲 প্রবাসী পত্রিকায়
🄳 গ্রামবার্ত্তা পত্রিকায়
উত্তরঃ  🄲 প্রবাসী পত্রিকায়

১১. ‘জীবনস্মৃতি’ গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়?
🄰 ১৯০৫ খ্রিস্টাব্দে
🄱 ১৯১২ খ্রিস্টাব্দে
🄲 ১৯১৩ খ্রিস্টাব্দে
🄳 ১৯৪১ খ্রিস্টাব্দে
উত্তরঃ 🄱 ১৯১২ খ্রিস্টাব্দে

১২. 'Letters From A Father to his Daughter' গ্ৰন্থসংকলন কবে প্রকাশিত হয়?
🄰 ১৯২৩ খ্রিস্টাব্দে
🄱 ১৯২৮ খ্রিস্টাব্দে
🄲 ১৯২৯ খ্রিস্টাব্দে
🄳 ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ  🄲 ১৯২৯ খ্রিস্টাব্দে

১৩. ভারতের মধ্যে ফরাসি সংস্কৃতির নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়?
🄰 গোয়া
🄱 কোচিন
🄲 কালিকট
🄳 উপরের কোনোটিই নয় 
উত্তরঃ 🄰 গোয়া

১৪. কত সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি সুরাটে স্থায়ী কারখানা স্থাপন করেন?
🄰 ১৬১১ সালে
🄱 ১৬১৩ সালে
🄲 ১৬২১ সালে
🄳 ১৬২৬ সালে
উত্তরঃ  🄱 ১৬১৩ সালে

১৫. ফ্রান্সিসকো ডি আলমেডা কে ছিলেন?
🄰 ভারতের ডাচ ভাইসরয়
🄱 ভারতের ইংরেজ ভাইসরয়
🄲 ভারতের ফরাসি ভাইসরয়
🄳 ভারতের পোর্তুগীজ ভাইসরয়
উত্তরঃ  🄳 ভারতের পোর্তুগীজ ভাইসরয়

১৬. আলবুকার্ক-এর রাজ্যবিস্তার নীতি কি নামে পরিচিত ছিল?
🄰 Blue Water Policy
🄱 Warm Water Policy
🄲 Black Water Policy
🄳 Red Water Policy
উত্তরঃ 🄰 Blue Water Policy
১৭. কবে ইংরেজ নৌবহরের কাছে স্পেনের নৌবহর ‘ Spanish Armada ’ ধ্বংস হয়?
🄰 ১৫৭৭ সালে 
🄱 ১৫৮৮ সালে
🄲 ১৫৯৯ সালে
🄳 ১৮৮৮ সালে
উত্তরঃ  🄱 ১৫৮৮ সালে

১৮. ভারতে আগত প্রথম ব্রিটিশ অন্বেষক এবং অ্যাডভেঞ্জারার কে ছিলেন?
🄰 ক্যাপ্টেন হকিন্স
🄱 টমাস রো
🄲 র‍্যালেফ ফিচ
🄳 জন মিন্ডেলহল
উত্তরঃ  🄳 জন মিন্ডেলহল

১৯. 'Merchant Advent Users' নামে ব্রিটিশ বণিক সঙ্ঘটি কবে প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৫৮৮ সালে 
🄱 ১৫৯৯ সালে
🄲 ১৬০০ সালে
🄳 ১৬০১ সালে
উত্তরঃ  🄱 ১৫৯৯ সালে

২০. কোন ঐতিহাসিক ১৭১৭ সালে বাদশাহী ফর্মানকে “The Magna Carta of the East India Company" বলেছেন?
🄰 রবার্ট ওম
🄱 অ্যাডাম স্মিথ
🄲 জেমস মিল
🄳 ভিন্টসেন্ট স্মিথ
উত্তরঃ  🄰 রবার্ট ওম

২১. ফরাসিদের ভারতীয় উপনিবেশগুলির প্রধান শাসনকেন্দ্র কোথায় স্থাপিত হয়?
🄰 মাহে
🄱 পন্ডিচেরী
🄲 সুরাট
🄳 কারিকল 
উত্তরঃ 🄱 পন্ডিচেরী

২২. কার নেতৃত্বে ফরাসিরা ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন?
🄰 ডুপ্লে
🄱 ক্যারনে
🄲 মার্টিন
🄳 লালি
উত্তরঃ 🄰 ডুপ্লে

২৩. কবে ডেনমার্কে দিনেমার ইষ্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
🄰 ১৬০০ খ্রিঃ
🄱 ১৬১০ খ্রিঃ
🄲 ১৬১৬ খ্রিঃ
🄳 ১৬২০ খ্রিঃ
উত্তরঃ 🄲 ১৬১৬ খ্রিঃ

২৪. দিনেমারদের বাংলায় কোথায় বাণিজ্যিক কুঠীর স্থাপন হয়েছিল?
🄰 কলকাতাতে
🄱 চন্দননগরে
🄲 কাশিমবাজারে
🄳 শ্রীরামপুরে
উত্তরঃ 🄳 শ্রীরামপুরে

আরো পড়ুন :
SLST Geography 50 MCQ Mock Test (Part-A)
Primary Test EVS Mock Test

২৫. কর্ণাটকের যুদ্ধে প্রধান প্রতিপক্ষ ছিল কোন দুই ইউরোপীয় কোম্পানি?
🄰 ফরাসি ও পোর্তুগীজ
🄱 ইংরেজ ও ফরাসি
🄲 ইংরেজ ও ওলন্দাজ
🄳 পোর্তুগীজ ও ওলন্দাজ
 উত্তরঃ 🄱 ইংরেজ ও ফরাসি

২৬. প্রথম কর্ণাটকের যুদ্ধে পরিসমাপ্তি ঘটে কোন সন্ধি স্বাক্ষরের মাধ্যমে?
🄰 মাদ্রাজের সন্ধি
🄱 প্যারিসের সন্ধি
🄲 এ-লা-সাপেলের সন্ধি
🄳 আলিনগরের সন্ধি
 উত্তরঃ  🄲 এ-লা-সাপেলের সন্ধি

২৭. নিচের কোনটি ভারতে বৃটিশ দ্বারা নির্মীত প্রথম দূর্গ?
🄰 ফোর্ট সেন্ট ডেভিড দূর্গ
🄱 ফোর্ট উইলিয়ম দূর্গ
🄲 ফোর্ট সেন্ট অ্যাঞ্জেলো দূর্গ
🄳 ফোর্ট সেন্ট জর্জ দূর্গ
উত্তরঃ 🄳 ফোর্ট সেন্ট জর্জ দূর্গ

২৮. 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কোন বছর প্রথম বাণিজ্যের জন্য ভারতে আসে?
🄰 ১৫৫০ সালে 
🄱 ১৬০০ সালে 
🄲 ১৬০৮ সালে 
🄳 ১৭০০ সালে 
উত্তরঃ 🄲 ১৬০৮ সালে

২৯. কোন পোর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথার অবলুপ্তি ঘটান?
🄰 আলবুকার্ক
🄱 ক্যাব্রাল
🄲 আলমিদা
🄳 দ্য ব্রাগঞ্জা
 উত্তরঃ 🄰 আলবুকার্ক

৩০. পন্ডিচেরি প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা কর—
1. পন্ডিচেরি দখল করায় প্রথম ইউরোপীয় শক্তি ছিল পর্তুগীজ।
2. পন্ডিচেরি দখলের দ্বিতীয় ইউরোপীয় শক্তি হল ফরাসিরা।
3. ইংরেজরা কখনও পন্ডিচেরি দখল করেনি।

উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য?
🄰 1
🄱 2 এবং 3
🄲 3 এবং 1
🄳 1, 2 এবং 3
উত্তরঃ 🄰 1

৩১. ভারতের মধ্যে ফরাসি সংস্কৃতির নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়?
🄰 কালিকট
🄱 গোয়া
🄲 কোচিন
🄳 কান্নুর
 উত্তরঃ 🄱 গোয়া

৩২. "পলাশী যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তিমিত হয়" কে বলেছেন?
🄰 নবীনচন্দ্র সেন
🄱 পি.জে. মার্সাল
🄲 স্মিথ
🄳 মরিসন 
উত্তরঃ  🄰 নবীনচন্দ্র সেন
৩৩. বক্সার যুদ্ধ কবে সংঘটিত হয়?
🄰 ১৭৬৫ খ্রিস্টাব্দের ১২ মার্চ
🄱 ১৭৬৫ খ্রিস্টাব্দের ১২ আগস্ট
🄲 ১৭৬৪ খ্রিস্টাব্দের ২০ অক্টোবর
🄳 ১৭৬৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর
উত্তরঃ 🄳 ১৭৬৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর

৩৪. বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
🄰 মীরকাশিম
🄱 সিরাজ-উদ্-দৌলা
🄲 নজম-উদ্-দৌলা
🄳 মীরজাফর
উত্তরঃ 🄳 মীরজাফর

৩৫. ‘পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়'— কে বলেছেন?
🄰 যদুনাথ
🄱  স্মিথ
🄲 ম্যালেসন
🄳 পি.জে. মার্সাল
উত্তরঃ 🄱  স্মিথ

৩৬. অষ্টাদশ শতকের বাংলায় বিখ্যাত টপ্পা গানের শিল্পী ছিলেন—
🄰 রামরুদ্র বিদ্যানিধি
🄱 কৃষ্ণানন্দ বাচস্পতি
🄲 রামনিধি গুপ্ত
🄳 ভারতচন্দ্র
উত্তরঃ  🄲 রামনিধি গুপ্ত

৩৭. 'Alivardi and His Times' - কার লেখা?
🄰 Kalikinkar Datta
🄱 William Bolts
🄲 R.C Majumder
🄳 P. Spear
উত্তরঃ  🄰 Kalikinkar Datta

৩৮. ইংরেজদের বাংলায় প্রবেশ সম্পর্কে নীচের কোন তথ্যটি সঠিক?
1. জোব চার্নক ১৬৯০ সালের আগস্ট মাসে সুতানুটি আসেন ও কলকাতার পত্তন করেন।
2. ইস্ট ইন্ডিয়া ফরাসী কোম্পানি ফোর্ট উইলিয়ামের কাছে নির্মাণ করে।

সঠিক কোডটি চয়ন করো :
🄰 1
🄱 2
🄲 1 এবং 2 ঠিক 
🄳 কোনোটিই নয়
উত্তরঃ  🄰 1

৩৯. ব্রিটিশ সাম্রাজ্যবাদের ফলে অনেক নতুন শহর তৈরি হয়। কলকাতা হল তেমনি একটি শহর। কোন কোন গ্রাম একসঙ্গে সংযুক্ত করে কলকাতা সৃষ্টি হয়?
🄰 ২৪-পরগণা, কলিকাতা, ঠাকুরগাঁও
🄱 মেদিনীপুর, চট্টগ্রাম, বর্ধমান
🄲 মেদিনীপুর, ঠাকুরনগর, গোবিন্দুপুর
🄳 সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর
উত্তরঃ 🄳 সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর

৪০. উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়?
🄰 ষোড়শ শতাব্দীতে
🄱 সপ্তদশ শতাব্দীতে
🄲 পঞ্চদশ শতাব্দীতে 
🄳 অষ্টাদশ শতাব্দীতে
উত্তরঃ 🄱 সপ্তদশ শতাব্দীতে
৪১. ভারতে পর্তুগীজদের প্রাথমিক রাজধানী কোনটি?
🄰 কোচিন
🄱 কালিকট
🄲 গোয়া 
🄳 হলদিয়া 
উত্তরঃ 🄰 কোচিন

৪২. কবে এবং কার দ্বারা বাংলার হুগলি হতে পর্তুগীজরা বহিষ্কৃত হয়েছিল?
🄰 ১৬২৫ - শায়েস্তা খান
🄱 ১৬৩১ - কাশিম খাঁ
🄲 ১৬৫০ - যুবরাজ মুরাদ
🄳 ১৬৬৬ - যুবরাজ সুজা
উত্তরঃ 🄱 ১৬৩১ - কাশিম খাঁ

৪৩. নিম্নের কোন যুদ্ধটি ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে দেয়?
🄰 বন্দীবাসের যুদ্ধ
🄱 বক্সারের যুদ্ধ
🄲 প্রথম কর্ণাটকের যুদ্ধ
🄳 পলাশীর যুদ্ধ
উত্তরঃ 🄰 বন্দীবাসের যুদ্ধ

৪৪. বাংলায় ‘ছিয়াত্তরের মন্বন্তর' ইংরাজি কোন সালে হয়েছিল?
🄰 1768 সালে 
🄱 1770 সালে
🄲 1830 সালে
🄳 1870 সালে
উত্তরঃ 🄱 1770 সালে

৪৫. কোন যুদ্ধে ডুপ্লের ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ধ্বংস হয়ে যায়?
🄰 প্রথম কর্ণাটক যুদ্ধ
🄱 দ্বিতীয় কৰ্ণাটক যুদ্ধ
🄲 তৃতীয় কৰ্ণাটক যুদ্ধ
🄳 পলাশীর যুদ্ধ
উত্তরঃ 🄲 তৃতীয় কৰ্ণাটক যুদ্ধ

৪৬. ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
🄰 শ্রীরঙ্গপত্তনম
🄱 ওয়ান্ডিওয়াশ
🄲 পলাশী
🄳 বক্সার
উত্তরঃ 🄳 বক্সার

৪৭. ১৭৬৫ খ্রিঃ দেওয়ানি লাভের পর ব্রিটিশরা প্রথমে নিচের কোন পার্বত্য উপজাতির সাথে সম্পর্ক স্থাপন করেছিল?
🄰 খাসি
🄱 গারো
🄲 চিপেরাহস
🄳 কুলিস
উত্তরঃ 🄰 খাসি

৪৮. স্বশাসিত রাজ্য আওধ (Awadh) কে গঠন করে?
🄰 শেরশাহ
🄱 সফদরজঙ
🄲 সুজা-উদ্-দৌলা
🄳 সাদাত খান "বুরহান-উল-মুলক"
উত্তরঃ 🄳 সাদাত খান "বুরহান-উল-মুলক"
৪৯. নিম্নের কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
🄰 গোয়ালিয়রের সিন্ধিয়া 
🄱 পাঞ্জাবের দলিপ সিং
🄲 বরোদার গায়কোয়াড়
🄳 হায়দ্রাবাদের নিজাম
উত্তরঃ 🄳 হায়দ্রাবাদের নিজাম

৫০. নিম্নের কোন বিকল্পটি অধীনতামূলক মিত্রতা নীতির বৈশিষ্ট্য নয়?
🄰 এই নীতিতে স্বাক্ষরিত রাজ্যকে ব্রিটিশ সেনাদের ভরণপোষণের দায়িত্ব নিতে হত
🄱 ব্রিটিশ অধীনে থাকা সৈন্যদের সমস্ত রকমের খরচের দায়ভার রাজ্যের
🄲 ভারতীয় রাজ্যের রাজধানীতে ব্রিটিশদের থাকার জায়গা দিতে হত
🄳 কোম্পানির সেনাপতি কর্তৃক ভারতীয় সৈন্যদের ব্যবহার করা হত
উত্তরঃ 🄲 ভারতীয় রাজ্যের রাজধানীতে ব্রিটিশদের থাকার জায়গা দিতে হত

৫১. ঝাঁসি রাজ্যটি কোন নীতির মধ্য দিয়ে ব্রিটিশসাম্রাজ্যভুক্ত করা হয়।
🄰 স্বত্ববিলোপ নীতি
🄱 অধীনতামূলক মিত্ৰতা নীতি
🄲 মায়োর প্রাদেশিক বন্দোবস্ত
🄳 গঙ্গাধর রাও-এর বিরুদ্ধে যুদ্ধ
উত্তরঃ 🄰 স্বত্ববিলোপ নীতি

৫২. অষ্টাদশ শতকের প্রথম ভাগে মহীশূরের প্রাচীন হিন্দু বংশীয় রাজা কে ছিলেন?
🄰 নানরাজ
🄱 দেবরাজ
🄲 কৃষ্ণদেব রায়
🄳 চিক্কা কৃষ্ণরাজা
উত্তরঃ 🄳 চিক্কা কৃষ্ণরাজা
 
৫৩. কে ম্যাঙ্গালোরের সন্ধিকে ‘অপমানজনক শান্তি' বা Humiliating Pacification বলে অভিহিত করেছেন?
🄰 লর্ড ক্লাইভ
🄱 লর্ডওয়েলেসলী
🄲 ওয়ারেন হেস্টিংস
🄳 কর্ণওয়ালিস
উত্তরঃ 🄲 ওয়ারেন হেস্টিংস

৫৪. মালাবার উপকূলে মাহে বাণিজ্য কেন্দ্রটি কোন ইউরোপীয়দের ছিল?
🄰 দিনেমার
🄱 ফরাসি
🄲 ইংরেজ
🄳 ওলন্দাজ
উত্তরঃ 🄱 ফরাসি

৫৫. মহীশূর শাদূল / ব্যাঘ্র বা Mysore Tiger নামে কে পরিচিত?
🄰 হায়দার আলী
🄱 চিক্কা কৃষ্ণরাজা
🄲 টিপু সুলতান
🄳 দেবরাজ
উত্তরঃ 🄲 টিপু সুলতান

৫৬. নানা ফড়নবিশ-এর প্রকৃত নাম কী?
🄰 মহাদজি সিন্ধিয়া
🄱 তুকোজি হোলকার
🄲 নারায়ন রাও
🄳 বালাজি জনার্দন বানু
উত্তরঃ 🄳 বালাজি জনার্দন বানু
৫৭. নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক মিলিয়ে দেখ:
      স্তম্ভ-১                               স্তম্ভ-২
I. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ           ১৭৬৭-৬৯ খ্রিঃ
II. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ        ১৭৯০-৯২ খ্রিঃ
III. প্রথম ইঙ্গ-বার্মা যুদ্ধ           ১৮২৪-২৬ খ্রিঃ
IV. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ           ১৮৪৫-৪৬ খ্রিঃ

সঠিক কোডটি চয়ন করো :
🄰 I এবং II
🄱 II এবং IV
🄲 II এবং III
🄳 III এবং IV
উত্তরঃ 🄲 II এবং III

৫৮. নিম্নের কোন রাজ্যটি ‘নবাবের ভুল পরিচালনার’ অজুহাত দেখিয়ে ব্রিটিশরা দখল করে?
🄰 অযোধ্যা
🄱 সাতারা
🄲 উদয়পুর
🄳 নাগপুর
উত্তরঃ 🄰 অযোধ্যা

৫৯. কোন যুদ্ধের সময় সিমলা হিল স্টেশন হিসাবে স্থাপিত হয়; যেখানে সৈন্যদের থাকার ব্যবস্থা, সীমানা পাহারা দেওয়ার ব্যবস্থা এবং প্রচার অভিযান-এর ব্যবস্থা ছিল?
🄰  ইঙ্গ-মায়ানমার যুদ্ধ
🄱 ইঙ্গ-মারাঠা যুদ্ধ
🄲 ইঙ্গ-গোর্খা যুদ্ধ
🄳 ইঙ্গ আফগান যুদ্ধ
উত্তরঃ 🄲 ইঙ্গ-গোর্খা যুদ্ধ

৬০. হায়দার আলি ও টিপু সুলতান সম্পর্কে নিচের মূল্যায়নটি কে করেছেন?— হায়দার একজন উন্নত রাজা ছিলেন এবং কয়েকটি উদ্ভাবন প্রদর্শন করেছিলেন, টিপু একজন উদ্ভাবক রাজা ছিলেন এবং কোন উন্নতি করেন নি?
🄰 মার্কস উইলকস্
🄱 এইচ. এইচ. উইলসন
🄲 বিশেখ আলি
🄳 এন.কে. সিন্‌হা
উত্তরঃ 🄰 মার্কস উইলকস্

৬১. নিম্নোক্ত রাজকীয় শাসকদের মধ্যে থেকে যাকে ইনেস মহাশয় ব্রিটিশদের পক্ষে সবচেয়ে বেশি অনুগত বলে আখ্যায়িত করেছিলেন। “ব্রিটিশদের জন্য ভারত বাঁচান” উচ্চস্বরে ঘোষণা করেছিলেন?
🄰 স্যার সালার জং
🄱 ভোপালের বেগম
🄲 গুলাব সিং
🄳 সিন্ধিয়া
উত্তরঃ 🄳 সিন্ধিয়া

৬২. নিচের মধ্যে কে ১৯০১ সালে 'বাল্যবিবাহ সংরক্ষণ আইন' পাশ করেছিলেন যা রাজ্যে মেয়েদের সর্বনিম্ন বিবাহযোগ্য বয়স ১২ এবং ছেলেদের বয়স ১৬ বছর বয়স নির্ধারণ করেছিলেন?
🄰 বরোদার গায়কোয়াড়
🄱  ইন্দোরের হলকার
🄲 নাগপুরের ভোঁসলে
🄳 কোলাহাপুরের ভোঁসলে
উত্তরঃ 🄰 বরোদার গায়কোয়াড়

৬৩. অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ এবং ভারতীয় শাসকদের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সমস্ত চুক্তির পরিপ্রেক্ষিতে নিম্নের কোন জোড়াটি সঠিক নয়?
🄰 এলাহাবাদের চুক্তি → সুজাউদৌলা
🄱 ম্যাঙ্গালোরের চুক্তি → আনুয়ার উদ্দীন
🄲 পুরন্দরের চুক্তি → মারাঠা
🄳 শ্রীরঙ্গপত্তমের চুক্তি → টিপু সুলতান
উত্তরঃ 🄱 ম্যাঙ্গালোরের চুক্তি → আনুয়ার উদ্দীন

৬৪. নিম্নলিখিত কোন যুদ্ধটি সমাপ্ত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির মধ্য দিয়ে?
🄰 তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
🄱 দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
🄲 তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ
🄳 চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ
উত্তরঃ 🄲 তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ
৬৫. নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি হুন্ডির প্রকৃতি নির্ধারণ করে যা সাধারণত হর্ষ-পরবর্তী সময়ের উৎসগুলিতে উল্লিখিত হয়েছে?
🄰 মুদ্রা বিনিময়
🄱 রাজা কর্তৃক তাঁর অধস্তনদের একটি পরামর্শ
🄲 প্রতিদিনের হিসেব রক্ষণাবেক্ষণের একটি খাত
🄳 সামন্তপ্রভু কর্তৃক তাঁর অধঃস্তন কর্মচারীকে নির্দেশ
উত্তরঃ  🄰 মুদ্রা বিনিময়

৬৬. ১৭৭৩ খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন?
🄰 ওয়ারেন হেস্টিংস
🄱 রিচার্ডসন
🄲 ডালহৌসি
🄳 ক্লিমেন্ট এটলি
উত্তরঃ 🄰 ওয়ারেন হেস্টিংস

৬৭. ওয়াদিয়ার রাজবংশ কোথায় রাজত্ব করত?
🄰 গুয়াহাটি
🄱 পাটনা
🄲 জব্বলপুর
🄳 মহীশূর
উত্তরঃ 🄳 মহীশূর

৬৮. টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য নীচের কোন দেশ হতে সাহায্য চেয়েছিলেন?
🄰 আরব এবং আফগানিস্তান
🄱 ফ্রান্স
🄲 তুরস্ক
🄳 চীন 
উত্তরঃ 🄱 ফ্রান্স

৬৯. 'Council of Barabhais’ কে গঠন করেছিলেন?
🄰 দ্বিতীয় বাজীরাও
🄱 মহাদজি সিন্ধিয়া
🄲 মাধব রাও নারায়ণ
🄳 নানা ফড়নবিশ
উত্তরঃ 🄳  নানা ফড়নবিশ

৭০. পলাশীর যুদ্ধের বর্ণনা আছে সিয়ার-উল-মুতাখেরিন : বইটিতে। বইটির লেখক কে?
🄰 রামমোহন রায়
🄱 কাশেম খান
🄲 গোলাম হোসেন
🄳 জিয়াউদ্দিন বারানি
উত্তরঃ 🄲 গোলাম হোসেন

৭১. অন্ধকূপ হত্যার বিবরণ কে দিয়েছেন?
🄰 ড্রেক
🄱 ক্লাইভ
🄲 সুরম্যান
🄳 হলওয়েল
উত্তরঃ 🄳 হলওয়েল

৭২. সিরাজের কোন দূতকে ইংরেজরা লাঞ্ছিত করে?
🄰 উমিচাঁদ
🄱 কৃষ্ণদাস
🄲 নারায়ণ দাস
🄳 রাজবল্লভ 
উত্তরঃ 🄲 নারায়ণ দাস
৭৩. আলিনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
🄰 ১৭৫৭ এর ২ ফেব্রুয়ারি
🄱 ১৭৫৭ এর ৫ ফেব্রুয়ারি
🄲 ১৭৫৭ এর ৬ ফেব্রুয়ারি
🄳 ১৭৫৭ এর ৯ ফেব্রুয়ারি
উত্তরঃ  🄳 ১৭৫৭ এর ৯ ফেব্রুয়ারি

৭৪. মাইসোর প্রাসাদটি কোন রাজ বংশের বাসভবন ছিল?
🄰 চান্দেলা রাজবংশ
🄱 পাল রাজবংশ
🄲 বুন্দেলা রাজবংশ
🄳 ওদেয়ার রাজবংশ
উত্তরঃ  🄳 ওদেয়ার রাজবংশ

৭৫. কোন বছরে কলকাতায় ইস্টইণ্ডিয়া কোম্পানি সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা করেছিলেন?
🄰 1734 সালে 
🄱 1773 সালে
🄲 1850 সালে 
🄳 1890 সালে
উত্তরঃ 🄱 1773 সালে

৭৬. কত সালে বাংলার দেওয়ানি ইস্ট-ইণ্ডিয়া কোম্পানিকে স্থানান্তরিত করা হয়?
🄰 1765 সালে
🄱 1554 সালে
🄲 1880 সালে
🄳 1678 সালে
উত্তরঃ 🄰 1765 সালে

৭৭. 1857 সালে নীচের কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি?
🄰 আলিগড়
🄱 কলকাতা
🄲 মাদ্রাজ
🄳 বোম্বাই
উত্তরঃ 🄰 আলিগড়

৭৮. বক্সারের যুদ্ধ (1764) ইংরেজ সেনাপতি কে ছিলেন?
🄰  লর্ড ক্লাইভ
🄱 জর্জ নিকলসন
🄲 মিরজাফর
🄳 হেক্টর মুনরো
উত্তরঃ 🄳 হেক্টর মুনরো

৭৯. জমিদারি ব্যবস্থার নিম্নলিখিত কোন ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না?
🄰 অর্থনৈতিক নিরাপত্তা বিধান
🄱 রাজনৈতিক মিত্র প্রতিষ্ঠা
🄲 রাজস্বের স্থায়িত্ব
🄳 রাজস্ব প্রশাসনে ব্যায় হ্রাস
উত্তরঃ 🄲 রাজস্বের স্থায়িত্ব

৮০. ভারতে ব্রিটিশ শাসনের ‘ইস্পাত কাঠামো' বলা হয়—
🄰 আমলাতন্ত্রকে
🄱 জমিদার শ্রেণীতে
🄲 সেনাবাহিনীকে
🄳 পুলিশ বাহিনীকে
উত্তরঃ 🄰 আমলাতন্ত্রকে
৮১. মহীশূর রাজ্যের বা টিপুসুলতান-এর রাজধানী কোথায় ছিল?
🄰 মাদ্রাজ
🄱 হায়দ্রাবাদ
🄲 ব্যাঙ্গালোর
🄳 শ্রীরঙ্গপত্তনম
উত্তরঃ 🄳 শ্রীরঙ্গপত্তনম

৮২. কাকে ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয়?
🄰 লর্ড ওয়েলেসলি
🄱 লর্ড কর্নওয়ালিস
🄲 ওয়ারেন হেস্টিংস 
🄳 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তরঃ  🄱 লর্ড কর্নওয়ালিস

Page No :  1 | 2 |  3 | 4 |  5

No comments

Hi Welcome ....