Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

Geography-MCQ-Mock-Test-Part-A

1. কোন তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না?

2. ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হল—

3. পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের গড় দূরত্বকে বলা হয়?

4. সৈন্ধব লবণ কোন শিলার অন্তর্গত?

5. হালকা মহাদেশীয় পাতের সঙ্গে ভারী সামুদ্রিক পাতের সংঘর্ষে পাললিক স্তর কুঞ্চিত হয়ে কোন কোন ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে?

6. এক মাইক্রোমিটার =?

7. ‘RADAR’-এর পুরো কথাটি হল—

8. একটি বাস্তুতন্ত্র থেকে অপর একটি বাস্তুতন্ত্রে আগত জীব দ্বিতীয় বাস্তুতন্ত্রে অভিযোজিত হলে তাকে বলে—

9. ভূতাপ শক্তি (3086 MW) উৎপাদনে প্রথম কোন দেশ?

10. ‘বন সংরক্ষণ আইন’ চালু কবে হয়?

11. প্যাঞ্জিয়া II এর সৃষ্টি হয়―

12. দুটি মহাসাগরীয় পাত অভিসারী সীমানা বরাবর একটি পাত অপর পাতের নীচে নিমজ্জিত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয়?

13. পরি হিমবাহ অঞ্চলে মৃত্তিকাপ্রবাহকে বলে?

14. ঢালের সমান্তরাল পশ্চাদপসরণের ধারণাটির প্রবক্তা হলেন?

15. গিরিজনি আলোড়নের ফলে কী প্রকৃতির ঢালের সৃষ্টি হয়?

16. আর্টেজীয় কূপে জলের প্রধান উৎস কোনটি?

17. ভারতের মোট বনভূমির কত শতাংশ গভীর বনভূমি?

18. AVHRR-এর পুরো কথাটি হল—

19. বৈজ্ঞানিকভাবে (USA) -তে কবে GIS-এর ব্যবহার শুরু হয়?

20. একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হল—

21. ভারত সরকারের জনসংখ্যা নীতি অনুসারে 2051 সালে ভারতের মোট জনসংখ্যা হবে—

22. “শক্তিকে রূপান্তর করা যায়, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না।”—এটি তাপ গতিবিদ্যার কোন সূত্র?

23. শ্যাওলা, কচুরিপানা,পানিফল কোন প্রকার উদ্ভিদের উদাহরণ?

24. যে সমস্ত উদ্ভিদ কম আলোকযুক্ত পরিবেশে জন্মায় তাদের বলে—

25. বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ তাপগতিবিদ্যার কোন সূত্র অনুসরণ করে?

26. জীবসম্পর্কিত বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন?

27. প্রখ্যাত আবহবিদ C. Peterson ‘s’ বায়ুপুঞ্জ বলতে বুঝিয়েছেন?

28. চার্লস ডারউইনের “The Origin of Species' প্রকাশিত কবে হয়েছিল?

29. পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বনাঞল রয়েছে?

30. যেসব মাছ স্বাদু জলে বাস করে কিন্তু লবণাক্ত জলে ডিম পাড়তে আসে তাদেরকে বলা হয়?

31. কোহর্ট বলা হয়?

32. আবদ্ধ জলধারক (Confined Aquifer)- এর প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার অবস্থান কীরূপ হয়?

33. সমুদ্র জলের উপরের স্তরের দৈনিক উষ্ণতার প্রসর কত?

34. ‘cPm’ বৈশিষ্ট্যসম্পন্ন বায়ুপুঞ্জের কীরূপ আবহাওয়া লক্ষ করা যায়?

35. চিংড়ি প্রকল্পে অগ্রণী দেশ হল—

36. মানুষের পেশাকে কর্মের ভিত্তিতে ক-টি শ্রেণিতে ভাগ করা যায়?

37. ভারতের মোট GDP-তে কৃষির ভূমিকা হল—

38. ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি?

39. সমুদ্রবিজ্ঞানী জনসন ভূপ্রকৃতির তারতম্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরকে ভাগ করেছে?

40. ক্রান্তীয় ঘূর্ণবাতের ব্যাস হয়?

41. জনসংখ্যা তত্ত্বের ইতিহাসকে ক-টি ধাপে বিভক্ত করা যায়?

42. র‍্যাভাইন ক্ষয় (Ravinc Erosion) লক্ষ করা যায়?

43. শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের এমন একটি স্থানের নাম হল—

44. মাত্রিক বিপ্লবের সূচনাকাল ও জনপ্রিয়তা হয়েছিল—

45. বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত পরিচিত?

46. পিট জাতীয় মাটি কোন বর্গের অন্তর্গত?

47. চোরলের মতে ক্ষুদ্র স্কেলে ভৌগোলিক সমীক্ষার জন্য কোন পদ্ধতি যুক্তিযুক্ত?

48. ক্ষারীয় মাটির pH-এর মান—

49. অ্যালুমিনিয়াম ও লোহা সমৃদ্ধ মাটিকে বলে?

50. Squall Line-এর অবস্থান দেখা যায়?

Your score is

No comments

Hi Welcome ....