West Bengal Primary TET Paribesh Vidya Pedagogy MCQ Practice Set Primary TET, Upper Primary, CTET, ICDS সহ আরো বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক...
West Bengal Primary TET Paribesh Vidya Pedagogy MCQ Practice Set
Primary TET, Upper Primary, CTET, ICDS সহ আরো বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই পরিবেশবিদ্যা শর্ট কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ।
‘Environment' শব্দটি আধুনিক শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত শব্দ। 'Environment' শব্দটি একটি ফরাসি শব্দ। এর উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ‘Environner' থেকে। 'Environner' শব্দটির অর্থ হল ঘিরে ধরা বা বেষ্টিত করা। এই অর্থে 'Environment' বা পরিবশে বলতে আমরা সেইসব পারিপার্শ্বিক অবস্থাকে বোঝাই যার মধ্যে মানুষ জন্মায়, তার বিকাশ ঘটে এবং যার উপর তার জীবনযাত্রা নির্ভর করে। ‘পরিবেশ' (Environment) শব্দটির অভিধানগত অর্থ পারিপার্শ্বিক, বহির্জাগতিক অবস্থা যা মানুষ, প্রাণী ও উদ্ভিদকে জীবিত বা কার্যরত অবস্থায় প্রভাবিত করে। পরিবেশ বলতে বোঝানো হয় মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান। জীবজন্তু, গাছপালা এবং মানুষের হাতে গড়া সবকিছু নিয়ে যে বিরাট জগৎ তার সবটাই।
মানুষ তার জন্মলগ্নের সময়কাল থেকে আজকের মহাকাশ যুগের মানব প্রগতির আধুনিকতম পর্বেও ভৌতপরিবেশের সঙ্গে ক্রমাগত ক্রিয়া-বিক্রিয়া করে চলেছে। মানুষ তার বিস্ময়কর জ্ঞানের দ্বারা প্রাকৃতিক পরিবেশের বিস্ময়কর পরিবর্তন ঘটিয়েছে। মানুষ তার বাসস্থানের চাহিদা মেটানোর জন্য মেগাসিটি, জনবসতিপূর্ণ শহর-নগর তৈরি করে প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করে মানব বিকাশের চিহ্ন স্পষ্ট করেছে। কোটি কোটি বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি পৃথিবীর পরিবেশের যা পরিবর্তন করতে পেরেছে পরিবেশকে নিজ স্বার্থে ব্যবহার করতে গিয়ে তার থেকে অনেক বেশি পরিবর্তন করেছে বিগত একশো বছরে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সমুদ্রের জলমাত্রা বৃদ্ধি পেয়েছে, জলের
অম্লতা বৃদ্ধি পেয়েছে, জলের লবণাক্ততা, পরিবেশদূষণ, ওজোনস্তর পাতলা হওয়া, জীববৈচিত্র্যের বিনাশ, পরিবেশের বিপজ্জনক ভারসাম্যহীনতা প্রভৃতি সমস্যা দেখা দিয়েছে। মানবজাতির অস্তিত্বের সংকট দেখা দিয়েছে।
পরিবেশের সংজ্ঞা (Definition of EVS) : পরিবেশের সংজ্ঞা বিভিন্ন পরিবেশ বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। সি.সি পার্ক 1980 খ্রিস্টাব্দ পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন—পরিবেশ হল সেই সমস্ত উপাদানের যোগফল যা মানুষকে স্থান ও কালের নির্দিষ্ট গণ্ডিতে পরিব্যাপ্ত করে রাখে। পরিবেশ বিজ্ঞান, নতুন কোনো বিষয় নয়। পরিবেশ বিজ্ঞান হল একটি পদ্ধতি, যা পরিবেশ সম্পর্কে সচেতন করে, সর্বোচ্চ ধারণা গঠনে সহায়তা করে এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের সঠিক দিক নির্দেশ করে। পরিবেশগত সমস্যা প্রকৃতিকে জটিলতার সামনে উপস্থিত করে, পরিবেশ বিজ্ঞান এই জটিলতা বুঝতে সাহায্য করে এবং সমস্যার সমাধানে সহায়তা করে। পরিবেশ শিক্ষার লক্ষ্য হল-
- পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা।
- পরিবেশের উন্নতি ঘটানো।
- জনগণকে পরিবেশগত সমস্যা সমাধানে প্রয়োজনভিত্তিক জ্ঞান, ধারণা, দক্ষতা, প্রেষণা এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা।
উপরের বিষয়গুলি পূরণ করা সম্ভব পরিবেশ বিজ্ঞান শিক্ষণের দ্বারা। বিভিন্ন শিক্ষাবিদ পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হল— অধ্যাপক A Goudi 1984 খ্রিস্টাব্দ পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে-পরিবেশ হল প্রকৃতির সঙ্গে সমার্থক যেখানে পৃথিবীর ভৌত উপাদানগুলি অর্থাৎ স্থল, জল, বাতাস, মাটি ইত্যাদি যা জীবমণ্ডলের জীবনকে প্রভাবিত ও ধারণ করে। কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে Concise Oxford Dictionary-1972 পরিবেশ সম্পর্কে বলা হয়েছে—পরিবেশ হল উদ্ভিদ ও প্রাণীজগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থানগুলির সমষ্টি। ইউনাইটেড নেশনস্ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP-1976)-এ বলা হয়েছে—পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্য সজীব উপাদানগুলি অস্তিত্ব রক্ষা করে ও সক্রিয়ভাবে বসবাস করে। পরিবেশ বিজ্ঞানী আর্মস (Arms-1994) বলেছেন—জীব সম্প্রদায় তাদের জীবনচক্রের যে-কোনো সময়ে যে সমস্ত পারিপার্শ্বিক জৈব এবং অজৈব উপাদানের দ্বারা প্রভাবিত হয়, সেই উপাদানগুলির সমষ্টিকে পরিবেশ বলে। পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশ (Environment) সম্পর্কে যে নানা সংজ্ঞা দিয়েছেন তা বিশ্লেষণ করলে দেখা যায় মূলকথা প্রায় সকলে একই বলেছেন।
প্রাইমারি টেট পরিবেশবিদ্যা শর্ট প্রশ্নোত্তর প্র্যাকটিস
1. 'Environment' শব্দটি একটি কোন শব্দ?
2. 'Environment' শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেটি হলো一
3. 'Environment' শব্দটির অর্থ বলতে বোঝায়?
4. পরিবেশ বিজ্ঞান হলো_______?
5. পরিবেশ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ব্যক্তির কোন উন্নয়নের সঙ্গে যুক্ত হয়?
6. প্রকৃতি বলতে বোঝায় আমাদের চারপাশের一
7. পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুত্ব করা হয়?
8. কোন পরিবেশ বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞনের 25 টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
9. শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে কোনটি?
10. পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ一
11. ওজোনস্তর ছিদ্র হয়ে কী পৃথিবীতে আসে?
12. ডিজেল, পেট্রোল থেকে পরিবেশের সঙ্গে মেশে কোনটি?
13. এসি, ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশে সঙ্গে যোগ হয়?
14. জনবিস্ফোরণ বলতে কী বোঝানো হয়?
15. হাত-পায়ে যে কালো দাগের সৃষ্টি হয় তার কারণ হলো一
16. ক্যান্সার রোগের অন্যতম কারণ হলো?
17. পরিবেশকে কয় ভাগ করা হয়?
18. সর্দি-কাশি _______রোগ।
19. এদের মধ্যে কোনটি জলবাহিত রোগ?
20. পরিবেশগত সমস্যা হলো—
21. ভারতের পরিবেশগত সমস্যাগুলির মধ্যে প্রধান কারণ?
22. কোনো দেশের অর্থনীতির শিরদাঁড়া বলা হয় থাকে?
23. বায়ুতে সিসা মিশে বায়ুকে দূষিত করে। এই সিসা বায়ুতে মেশে কোথা থেকে?
24. বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জল স্ফীত হচ্ছে। এর ফলে অনেক দেশ সমুদ্রের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম দেশটির নাম?
25. একজন প্রাপ্তবয়স্ক মানুষকে শ্বাসকার্যের প্রয়োজনে প্রতিদিন গড়ে কত খানি বায়ু গ্রহণ করতে হয়?
26. প্রাথমিক বায়ুদূষকের অন্যতম গ্যাস হলো?
27. বায়ুদূষকের অন্যতম প্রাকৃতিক উৎস কী?
28. এদের মধ্যে কোনটি শিল্প-কারখানা থেকে নির্গত অগ্যাসীয় একটি বায়ুদূষক?
29. নীচের কোনটি বায়ুদূষণের গার্হস্থ্য উৎস?
30. বায়ুদুষণের কৃষি উৎস কী?
31. কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশলে জনস্বাস্থ্যের কী ক্ষতি হয়?
32. অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে?
33. ফুসফুস-সংক্রান্ত বিভিন্ন ব্যাধির সৃষ্টি করে কোন গ্যাস?
34. ক্লোরিন আমাদের শরীরে কী ক্ষতি করে?
35. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসটির নাম?
36. সিলিকোসিস রোগের কারণ হলো—
37. তেজস্ক্রিয় দূষণের শিকার হন—
38. ধোঁয়াশা হলো একপ্রকার _________?
39. অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের দেশের বিখ্যাত সৌধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এর একটি হলো—
40. বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রত্যক্ষ ফলাফল হলো—
41. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি?
42. মিথেন মূলত উৎপন্ন হয়?
43. CFC-এর উৎস হলো?
44. বনভূমি পুড়িয়ে দিয়ে কৃষিজমি ব্যবহার করাকে বলে?
45. সমুদ্রের 25 মিটার গভীরতায় ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু -প্ল্যাঙ্কটনের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয় যার কারণে?
46. আমাদের চোখে ছানি পড়তে পারে কোন রশ্মির প্রভাবে?
47. মেলানোমো হলো ________রোগ?
48. চামড়ার ক্যান্সার বেশি দেখা যায়?
49. ওজোনহোল তৈরির জন্য মূলত দায়ী?
50. সারা পৃথিবীর ব্যবহৃত CFC যৌগগুলির প্রায় 29% ব্যবহৃত হয়?
51. মন্ট্রিল প্রোটোকলে (1987 খ্রিঃ 16 সেপ্টেম্বর) কী বিষয়ে চুক্তি হয়?
52. শিল্পজাত শব্দদূষণের উদাহরণ কী?
53. শব্দের প্রাবল্যমাত্রা প্রকাশ করা হয়?
54. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্যমাত্রা কতখানি?
55. হাইড্রোজেন সালফার গ্যাসের গন্ধ হলো?
56. নিচে উল্লেখ করা কোনটি ক্ষেত্রের জন্য প্রজেক্টর এর ব্যবহার করা হয়—
57. এখানে সহায়ক প্রযুক্তি হলো?
58. পরিবেশ অধ্যয়ন শিক্ষাদানের প্রধান লক্ষ্য কী?
59. খান একাডেমী একটি?
60. একটি উপস্থাপনকে (Presentation) কীভাবে অধিক আকর্ষণীয় এবং সহজে মনে রাখার মতো করে তুলতে পারি?
61. নিচে উল্লেখ করা কোনটি পরিবেশ অধ্যয়ন শিক্ষাদানের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সংযোজনের উপাদান নয়?
62. নিচে উল্লেখ করা কোনটি উপাদানের জন্য শ্রেণীকক্ষ যোগাযোগের একটি আধার হিসাবে ধরা যায়?
63. নিম্নে দেওয়া কোনটি শিক্ষামূলক স্ট্রিমিং মঞ্চ—
64. দৃশ্য-শ্রাব্যসমূহে শিক্ষার্থীক আনন্দদায়ক শিক্ষা প্রদান করার সঙ্গে ধারণাসমূহ সহজে______সহায়তা করে।
65. বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ভিডিওটেপ করা সামাজিক কৌশলসমূহ কীভাবে সাহায্য করে?
66. নিচে উল্লেখ করা কোনটি সরঞ্জাম শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে পরিবেশ অধ্যয়নের বিভিন্ন বিষয়গুলি যেকোনো জায়গায় সংশোধন করতে সহায়তা করে?
67. নিচে দেওয়া কোনটি বিবৃতি সত্য?
68. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে যোগাযোগের প্রসার ঘটায়?
69. জলচক্র, খাদ্যশৃংখল ইত্যাদির মতো বিষয়গুলির কীভাবে অধিক আকর্ষণীয় করে তোলা যায়?
70. নিম্নে উল্লেখ করা কোনটি ICT সরঞ্জাম নয়?
71. নিম্নে উল্লেখ করা কোনটি কারক শিশুর দৈহিক বৃদ্ধি নির্ণয় করে?
72. শিশুর বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে অধ্যয়ন করার সর্বোত্তম পদ্ধতি হলো?
73. শিক্ষণ প্রক্রিয়া বৃদ্ধির উদ্দেশ্যে শিক্ষায় প্রযুক্তি ব্যবহারকে________বলা হয়।
74. নীচে উল্লেখ করা বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়?
75. বিশেষ শিক্ষা নিম্নে উল্লেখ করা কোনটির সঙ্গে সম্পর্কিত?
76. এখানে উল্লেখ করা কোনটি মাত্রিক শিক্ষাদানের সরঞ্জাম?
77. ভাব বিনিময়যুক্ত দৃশ্য-শ্রাব্যের ওপরে ভিত্তি করে নিম্নে উল্লেখ করা বিবৃত্তিসমূহের ভেতরে কোনটি সত্য।
78. নিম্নে উল্লেখ করা কোনটি ডিজিটেল গ্রন্থাগারে প্রবেশের পথ প্রশস্ত করে।
79. কোনটি পরিবেশ অধ্যয়ন শিক্ষাদানের প্রযুক্তির ব্যবহার প্রতিফলিত করে?
80. পরিবেশ সম্পর্কীয় ক্রিয়াকলাপ, পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদির জ্ঞান প্রদান করার ক্ষেত্রে নীচের কোনটি ভাল উপায়?
81. _______অবিহনে বর্তমান দূরবর্তী শিক্ষা ফলপ্রসূ হয় না।
82. পরিবেশের কোনটি অংশের অধ্যয়নের জন্য বাস্তবিক যাদুঘর (Virtual Museum) একটি ICT সরঞ্জাম হিসেবে ব্যবহাত হয়?
83. পরিবেশ অধ্যয়ন শিক্ষাদানের জন্য নিম্নে উল্লেখ করা কোনটি ICT হিসেবে ব্যবহার করা হয় না?
84. পরিবেশ অধ্যয়ন শিক্ষাদান ICT সরঞ্জামের সংযোজনে শিক্ষার্থীদের কী করে?
85. নিম্নে উল্লেখ করা কোনটি পরিবেশ অধ্যয়ন শিক্ষাদানের জন্য UNCESCO-এ নির্ধারণ করে দেওয়া ছয়টি লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়?
86. কোন প্রকার প্রাণীর বংশ বৃদ্ধি মাছের মতো?
87. সংস্কৃতি এবং পরস্পরা নিম্নের কোনটি বিষয়ে অনুপ্রেরণা জোগায়?
88. পুরোনো সভ্যতা গড়ে ওঠা স্থানগুলি কোন অঞ্চলে ছিল?
89. পশ্চিম কাৰ্বি আংলং জেলার একটি মহকুমা হলো—
90. নিম্নে উল্লেখ করা জেলাগুলির ভেতরে কোনটি জেলা বাংলাদেশের সীমান্তবর্তী।
91. বিশ্বনাথ জেলাটি কোন ডিভিসনের অন্তর্গত?
92. নীচে উল্লেখ করা শব্দগুলির মধ্যে বিসদৃশ্যটি চিহ্নিত করো—
93. নিম্নে উল্লেখ করা কোনটি ভারতের পূর্ণ রাজ্য নয়?
94. মাটি কালি অনুসারে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য দুটি হলো যথাক্রমে—
95. গরু বিহু কোন দিন পালন করা হয়?
96. কাতির বিহু দিন কী করা হয়?
97. বাথৌ পূজা কোন জনগোষ্ঠীর বৈশিষ্ট্য?
98. কপৌফুল হলো—
99. উদ্ভিদেরা হলো একপ্রকার?
100. নীচে দেওয়া কোন প্রকার পদার্থের জন্য গাছের এবং সবুজ হয়।
No comments
Hi Welcome ....