Primary Tet Evs Practice Set Preparation | প্রাইমারি টেট পরিবেশ প্র্যাকটিস Environmental Studies MCQ প্র্যাকটিস : Primary TET, Upper Prima...
Primary Tet Evs Practice Set Preparation | প্রাইমারি টেট পরিবেশ প্র্যাকটিস
Environmental Studies MCQ প্র্যাকটিস : Primary TET, Upper Primary TET, CTET, সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য Environmental Studies MCQ গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।
১. নিম্নলিখিত কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে?
🄰 UNESCO
🄱 UNO
🄲 UNCTAD
🄳 UNFCCC
উত্তরঃ 🄳 UNFCCC
২. রেফ্রিজারেটর থেকে পরিবেশের পক্ষে কোন ক্ষতিকর গ্যাসটি নির্গত হয়?
🄰 CFC3
🄱 CH4
🄲 NO2
🄳 SO2
উত্তরঃ 🄰 CFC
৩. বায়ুমণ্ডলে NO2 বৃদ্ধির কারণ হল অতিরিক্ত পরিমাণে―
🄰 বিঘ্নিত নাইট্রোজেন চক্র
🄱 নিউক্লিয়ার জ্বালানির ব্যবহার
🄲 নাইট্রোজেন সারের ব্যবহার
🄳 নিকেলের ব্যবহার
উত্তরঃ 🄲 নাইট্রোজেন সারের ব্যবহার
৪. গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে―
🄰 সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়
🄱 উপকূলরেখা পরিবর্তিত হয়
🄲 শস্যের ধারা পরিবর্তিত হয়
🄳 সবগুলিই ঠিক
উত্তরঃ 🄳 সবগুলিই ঠিক
৫. জলবায়ু পরিবর্তনের ফলে নিম্নলিখিত কোন দেশ বা অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে?
🄰 দক্ষিণ আফ্রিকা
🄱 দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল
🄲 রাশিয়া এবং উত্তর ইউরোপ
🄳 পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ জাভা, সুমাত্রা এবং বাংলাদেশ
উত্তরঃ 🄲 রাশিয়া এবং উত্তর ইউরোপ
৬. কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়?
🄰 5th, June
🄱 11th, July
🄲 11th, August
🄳 2nd December
উত্তরঃ 🄱 11th, July
৭. 'Baby boom' হল―
🄰 জনসংখ্যা বিস্ফোরণ
🄱 জনসংখ্যা নিয়ন্ত্রণ
🄲 শিশু মৃত্যু
🄳 ভ্ৰূণ হত্যা
উত্তরঃ 🄰 জনসংখ্যা বিস্ফোরণ
৮. ‘United Nations High Commissioner for Refugees'-এর সদর দফতর কোথায় অবস্থিত?
🄰 প্যারিস
🄱 নিউইয়র্ক
🄲 ঢাকা
🄳 জেনেভা
উত্তরঃ 🄳 জেনেভা
৯. ভারতের গ্রামাঞ্চলে সর্বাধিক দূষণ ঘটে?
🄰 মৃত্তিকাতে
🄱 জৈব আবর্জনাতে
🄲 জলে
🄳 বায়ুতে
উত্তরঃ 🄲 জলে
১০. নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
🄰 CFC
🄱 CO
🄲 CH
🄳 ক্লোরোফ্লুরোকার্বন
উত্তরঃ 🄳 ক্লোরোফ্লুরোকার্বন
১১. ব্লু-বেবী সিনড্রোমের কারণ হল―
🄰 নাইট্রেট
🄱 ফ্লুরিন
🄲 পারদ
🄳 কোনোটিই নয়
উত্তরঃ 🄰 নাইট্রেট
১২. DDT কোনটির ক্ষতি করে?
🄰 বায়ু
🄱 জল
🄲 মৃত্তিকা
🄳 উপরের সবগুলিই
উত্তরঃ 🄳 উপরের সবগুলিই
১৩. ওজোন গঠিত হয়েছে―
🄰 কেবলমাত্র অক্সিজেনের সমন্বয়ে
🄱 হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে
🄲 অক্সিজেন ও কার্বনের সমন্বয়ে
🄳 অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে
উত্তরঃ 🄰 কেবলমাত্র অক্সিজেনের সমন্বয়ে
১৪. B.O.D কী প্রকার দূষণ নির্দেশ করে?
🄰 জল
🄱 বায়ু
🄲 মৃত্তিকা
🄳 উপরের সবগুলিই
উত্তরঃ 🄳 উপরের সবগুলিই
১৫. শব্দদূষণ মাপার একক হল―
🄰 ফেথোম
🄱 ডেসিবেল
🄲 হার্জ
🄳 ন্যানোমিটার
উত্তরঃ 🄱 ডেসিবেল
১৬. কোন দেশে ইটাই-ইটাই রোগ প্রথম দেখা গিয়েছিল?
🄰 ব্রিটেনে
🄱 ভারতে
🄲 জাপান
🄳 USA-তে
উত্তরঃ 🄲 জাপান
১৭. 'জেট প্লেন থেকে যে অ্যারোসল দূষক নির্গত হয় সেটি হল―
🄰 CO
🄱 মিথেন
🄲 SO2
🄳 ফ্লুরোকার্বন
উত্তরঃ 🄳 ফ্লুরোকার্বন
১৮. ওজোন গহ্বরের সৃষ্টির বা গঠন প্রক্রিয়াটি সর্বাধিক?
🄰 আফ্রিকায়
🄱 আন্টার্কটিকায়
🄲 ভারতে
🄳 ইউরোপে
উত্তরঃ 🄱 আন্টার্কটিকায়
১৯. ওজোন স্তর ধ্বংসের মূল কারণ হল―
🄰 তেজস্ক্রিয় রশ্মি
🄱 আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
🄲 বিমান জ্বালানি
🄳 ক্লোরোফ্লুরোকার্বন
উত্তরঃ 🄳 ক্লোরোফ্লুরোকার্বন
২০. ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয়?
🄰 সেপ্টেম্বর, 12
🄱 সেপ্টেম্বর, 14
🄲 সেপ্টেম্বর, 16
🄳 সেপ্টেম্বর, 20
উত্তরঃ 🄲 সেপ্টেম্বর, 16
২১. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির প্রভাবে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি উৎপন্ন হয়?
🄰 ওজোন
🄱 সালফার ডাই অক্সাইড
🄲 কার্বন মনোক্সাইড
🄳 ফ্লুওরাইড
উত্তরঃ 🄰 ওজোন
২২. গ্রিন হাউস গ্যাসে কোন গ্যাস দুটির প্রত্যক্ষ অবদান সর্বাধিক?
🄰 CO2 এবং N2O
🄱 CO2 এবং CH4
🄲 CH4 এবং N2O
🄳 CFC5 এবং N2O
উত্তরঃ 🄲 CH4 এবং N2O
🄱 CO2 এবং CH4
🄲 CH4 এবং N2O
🄳 CFC5 এবং N2O
উত্তরঃ 🄲 CH4 এবং N2O
২৩. নিম্নলিখিত কোন দেশটির ওজোন স্তর সম্পূর্ণভাবে গঠনের জন্য বৃহত্তম অবদান রয়েছে?
🄰 রাশিয়া
🄱 জার্মানি
🄲 ভারত
🄳 শ্ৰীলঙ্কা
উত্তরঃ 🄱 জার্মানি
২৪. ভূমধ্যসাগরীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়―
🄰 মহাদেশের পশ্চিম পার্শ্বে 30° এবং 40° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
🄱 ভূমিভাগের পূর্বদিকে যেখানে উয় নাতিশীতোয় জলবায়ু রয়েছে
🄲 উষ্ণ আর্দ্র নিরক্ষীয় নিম্নভূমিতে
🄳 ইউরোপের পশ্চিম প্রান্তে যেখানে জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির
উত্তরঃ 🄰 মহাদেশের পশ্চিম পার্শ্বে 30° এবং 40° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
২৫. বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষাতে কত শতাংশ অরণ্য আবৃত থাকা দরকার?
🄰 25%
🄱 33%
🄲 40%
🄳 50%
উত্তরঃ 🄱 33%
২৬. যখন একজন ব্যক্তি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ভ্রমণ করে তখন নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদগুলি সে দেখতে পাবে?
🄰 ক্রান্তীয় বৃষ্টি অরণ্য–মরু স্ক্রাব – তুন্দ্রা
🄱 মরু স্ক্রাব – ক্রান্তীয় বৃষ্টি অরণ্য – তুন্দ্রা
🄲 ক্রান্তীয় বৃষ্টি অরণ্য – তুন্দ্রা – সাভানা
🄳 ভূমধ্যসাগরীয় স্ক্রাব – মরু স্ক্রাব – তুন্দ্রা
উত্তরঃ 🄰 ক্রান্তীয় বৃষ্টি অরণ্য–মরু স্ক্রাব – তুন্দ্রা
২৭. তুন্দ্রা হল―
🄰 পর্ণমোচী অরণ্য
🄱 শীতল মরু
🄲 উষ্ণ মরু
🄳 ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের
উত্তরঃ 🄱 শীতল মরু
২৮. পাইন গাছ কোন অরণ্য অঞ্চলের উদ্ভিদ?
🄰 নাতিশীতোষ্ণ অরণ্যের
🄱 সরলবর্গীয় অরণ্যের
🄲 চিরহরিৎ অরণ্যের
🄳 ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
উত্তরঃ 🄱 সরলবর্গীয় অরণ্যের
২৯. ইকোলজিক্যাল নিচ্ হল―
🄰 বাস্তুতন্ত্রের জৈব উপাদান
🄱 বাস্তুতন্ত্রের অজৈব উপাদান
🄲 আবর্জনা
🄳 এগুলির কোনোটিই নয়
উত্তরঃ 🄳 এগুলির কোনোটিই নয়
৩০. ব্ল্যাকফুট রোগের প্রাথমিক কারণ কোনটি?
🄰 ক্যাডমিয়াম
🄱 ফ্লুরাইড
🄲 সিসা
🄳 আর্সেনিক
উত্তরঃ 🄳 আর্সেনিক
৩১. জলের BOD পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা হল―
🄰 20°C
🄱 30°C
🄲 35°C
🄳 40°C
উত্তরঃ 🄰 20°C
৩২. ‘Disaster Management Act' কবে চালু হয়?
🄰 2000 সালে
🄱 2003 সালে
🄲 2005 সালে
🄳 2010 সালে
উত্তরঃ 🄲 2005 সালে
৩৩. ভারতে কোন সালে জাতীয় বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু হয়?
🄰 1947 সালে
🄱 1954 সালে
🄲 1976 সালে
🄳 1996 সালে
উত্তরঃ 🄱 1954 সালে
৩৪. চের্নোবিল ও ফুকুসিমা দুর্ঘটনায় পরিবেশে কী বিপদ ঘটেছে?
🄰 তেজস্ক্রিয় বিকিরণ
🄱 বহু মৃত্যু
🄲 সম্পত্তির ক্ষতি
🄳 পুনর্বাসনের সমস্যা
উত্তরঃ 🄰 তেজস্ক্রিয় বিকিরণ
৩৫. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল?
🄰 22-23 জানুয়ারি, 1996
🄱 2-3 ডিসেম্বর, 1986
🄲 12-13 ডিসেম্বর, 1984
🄳 2-3 ডিসেম্বর, 1984
উত্তরঃ 🄳 2-3 ডিসেম্বর, 1984
৩৬. কোথায় সর্বাধিক সুনামি দেখা যায়?
🄰 ভারত মহাসাগরে
🄱 আটলান্টিক মহাসাগরে
🄲 প্রশান্ত মহাসাগরে
🄳 বঙ্গোপসাগরে
উত্তরঃ 🄲 প্রশান্ত মহাসাগরে
৩৭. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কীরূপ?
🄰 একমুখী
🄱 উভমুখী
🄲 বহুমুখী
🄳 উপরের সবগুলিই ঠিক
উত্তরঃ 🄰 একমুখী
৩৮. নীচের কোন বাস্তুতন্ত্রে নেকটন পাওয়া যাবে না?
🄰 সমুদ্র
🄱 নদী
🄲 তৃণভূমি
🄳 পুকুর
উত্তরঃ 🄲 তৃণভূমি
৩৯. বাস্তুতন্ত্রের কোনটি বিয়োজকের অনুপস্থিতিতে আবর্তিত হবে না?
🄰 খনিজ পদার্থ
🄱 জল
🄲 অক্সিজেন
🄳 শক্তি
উত্তরঃ 🄰 খনিজ পদার্থ
৪০. নীচের কোনটি বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক?
🄰 বায়োস্ফিয়ার
🄱 বাস্তুতন্ত্র
🄲 বায়োম
🄳 ব্যক্তি
উত্তরঃ 🄳 ব্যক্তি
৪১. বাস্তুতন্ত্রের সংখ্যাভিত্তিক পিরামিডের ধারণা কে দেন?
🄰 ওড়াম
🄱 এলটন
🄲 লিন্ডম্যান
🄳 কেনডাই
উত্তরঃ 🄱 এলটন
৪২. বায়োম সম্পর্কে প্রথম ধারণা কে দেন?
🄰 লিন্ডম্যান
🄱 ক্লিমেন্ট
🄲 ওডাম
🄳 কোপম্যান
উত্তরঃ 🄱 ক্লিমেন্ট
৪৩. নীচের কোন বাস্তুতন্ত্রে সবচেয়ে কম বৈচিত্র্য দেখা যাবে?
🄰 মরুভূমি
🄱 তুন্দ্রা
🄲 তৃণভূমি
🄳 পর্ণমোচী অরণ্য
উত্তরঃ 🄱 তুন্দ্রা
৪৪. ‘Hot Spot’ হল যে সকল অঞ্চলে জীব―
🄰 কম বৈচিত্র্যপূর্ণ
🄱 বেশি বৈচিত্র্যপূর্ণ
🄲 বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যপূর্ণ
🄳 জেনেটিক বৈচিত্র্যপূর্ণ
উত্তরঃ 🄱 বেশি বৈচিত্র্যপূর্ণ
৪৫. বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন―
🄰 WCU এবং WWF
🄱 UNEP
🄲 MAB
🄳 CITES
উত্তরঃ 🄰 WCU এবং WWF
৪৬. অরণ্যনাশের ফলে সাধারণত যা হ্রাস পায় তা হল―
🄰 মৃত্তিকা ক্ষয়
🄱 বৃষ্টিপাত
🄲 খরা
🄳 গ্লোবাল ওয়ার্মিং
উত্তরঃ 🄱 বৃষ্টিপাত
৪৭. “Biodiversity” শব্দটি কে প্রবর্তন করেন?
🄰 মুন্সি
🄱 মেয়ার
🄲 রোজেন
🄳 ট্যান্সলে
উত্তরঃ 🄳 ট্যান্সলে
৪৮. ‘বায়োলজিকাল ডাইভারসিটি’ দিবস কবে পালিত হয়?
🄰 5 জুন
🄱 23 জানুয়ারি
🄲 16 সেপ্টেম্বর
🄳 29 ডিসেম্বর
উত্তরঃ 🄳 29 ডিসেম্বর
৪৯. এক্স সিটু সংরক্ষরণের উদাহরণ হল―
🄰 বীজ সংরক্ষণশালা
🄱 চিড়িয়াখানা
🄲 হারবেরিয়া
🄳 উপরের সবগুলিই ঠিক
উত্তরঃ 🄳 উপরের সবগুলিই ঠিক
৫০. রিও ডি জেনেরো (1992), ব্রাজিল বসুন্ধরা সম্মেলনের ফলাফল কী ছিলো?
🄰 কার্বন নির্গমন রোধ
🄱 বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা
🄲 জীব বৈচিত্র্য সংরক্ষণ
🄳 IUCN প্রতিষ্ঠা
উত্তরঃ 🄲 জীব বৈচিত্র্য সংরক্ষণ
৫১. পরিবেশ বলতে বোঝায়―
🄰 সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
🄱 প্রাকৃতিক ও সামাজিক অবস্থা
🄲 প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা
🄳 প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
উত্তরঃ 🄳 প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
৫২. জল সংরক্ষনকে বলা হয়―
🄰 সবুজ বিপ্লব
🄱 লাল বিপ্লব
🄲 হলুদ বিপ্লব
🄳 নীল বিপ্লব
উত্তরঃ 🄳 নীল বিপ্লব
৫৩. ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি হল―
🄰 বনভূমির পরিমান হ্রাস
🄱 বনভূমির পরিমান বৃদ্ধি
🄲 নদীর গতিপথ রোধ
🄳 মৎস চাষ
উত্তরঃ 🄱 বনভূমির পরিমান বৃদ্ধি
৫৪. পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হল―
🄰 বনমহোৎসব
🄱 সংরক্ষন
🄲 সৌন্দর্যায়ন
🄳 শিল্পায়ন
উত্তরঃ 🄳 শিল্পায়ন
৫৫. অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদের ফলে কি ঘটে?
🄰 শব্দদূষণ হয়
🄱 জলদূষণ হয়
🄲 ভুমিদূষণ হয়
🄳 জলক্ষয় হয়
উত্তরঃ 🄲 ভুমিদূষণ হয়
৫৬. নীল বিপ্লব হল―
🄰 ফসল উৎপাদন বৃদ্ধি
🄱 দুধ উৎপাদন বৃদ্ধি
🄲 মাংসের উৎপাদন বৃদ্ধি
🄳 জল সম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা
উত্তরঃ 🄳 জল সম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা
৫৭. হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয়?
🄰 ফলন বৃদ্ধিতে
🄱 পতঙ্গ রোধ করতে
🄲 রাসায়নিক সার হিসাবে
🄳 আগাছা নাশক হিসাবে
উত্তরঃ 🄳 আগাছা নাশক হিসাবে
৫৮. পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলা কয়টি?
🄰 ২ টি
🄱 ৫ টি
🄲 ৭ টি
🄳 ৮ টি
উত্তরঃ 🄳 ৮ টি
৫৯. ভারতীয় বন আইন কত সালে প্রণীত হয়?
🄰 ১৯১২ সালে
🄱 ১৯২২ সালে
🄲 ১৯২৭ সালে
🄳 ১৯৭২ সালে
উত্তরঃ 🄲 ১৯২৭ সালে
৬০. জাতীয় বন্যপ্রাণী সংরক্ষন আইন কত সালে চালু হয়?
🄰 ১৯২৭ সালে
🄱 ১৯৩২ সালে
🄲 ১৯৮০ সালে
🄳 ১৯৭২ সালে
উত্তরঃ 🄳 ১৯৭২ সালে
৬১. সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হল―
🄰 কার্বন মনোক্সাইড
🄱 বেঞ্জয়িক অ্যাসিড
🄲 ক্লোরোবেঞ্জিন
🄳 ডাই অক্সিজেন
উত্তরঃ 🄲 ক্লোরোবেঞ্জিন
৬২. কত সালে বায়ুদূষণ সম্পর্কিত আইন পাশ হয়?
🄰 ১৯৭২ সালে
🄱 ১৯৮০ সালে
🄲 ১৯৭৪ সালে
🄳 ১৯৮১ সালে
উত্তরঃ 🄳 ১৯৮১ সালে
৬৩. জমিতে যে সারটি ক্রমাগত ব্যবহার করলে জমি অম্লধর্মী হয়ে উঠে সেটি হল―
🄰 ইউরিয়া
🄱 পটাশ সার
🄲 অ্যামোনিয়াম সালফেট
🄳 ফসফেট সার
উত্তরঃ 🄲 অ্যামোনিয়াম সালফেট
৬৪. তামাক পাতায় উপস্থিত ক্ষতিকারক ধাতুর নাম কী?
🄰 আয়রন
🄱 মার্কারি
🄲 ক্যাডমিয়াম
🄳 আর্সেনিক
উত্তরঃ 🄲 ক্যাডমিয়াম
৬৫. ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ঠ রোগের নাম কী?
🄰 বব্যাগাসোসিস
🄱 ব্ল্যাকফুট ডিজিজ
🄲 ইটাই ইটাই
🄳 সিলিকোসিস
উত্তরঃ ইটাই ইটাই
৬৬. রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুন বেশি?
🄰 দশ
🄱 দশ লক্ষ
🄲 দশ হাজার
🄳 একশো
উত্তরঃ 🄱 দশ লক্ষ
৬৭. ‘পরিবেশ রক্ষা’ বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয়?
🄰 ৪২তম
🄱 ৫৮তম
🄲 ৪৪তম
🄳 ৬১তম
উত্তরঃ 🄰 ৪২তম
৬৮.‘গ্রিন পিস্’ কি?
🄰 সবুজ একখন্ড জমি
🄱 সবুজ বাড়ি
🄲 একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা
🄳 পরিবেশ নিয়ে আন্দোলনের একটি সংস্থা
উত্তরঃ 🄲 একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা
৬৯. 'Environment' কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে?
🄰 ফরাসি
🄱 ইংরেজি
🄲 ল্যাটিন
🄳 গ্রিক
উত্তরঃ 🄰 ফরাসি
৭০. জেনেটিক কোড আবিস্কারের জন্য কোন বিজ্ঞানী নােবেল পুরস্কার পেয়েছেন?
🄰 প্রফুল্লচন্দ্র রায়
🄱 হরগােবিন্দ খােরানা
🄲 ডারউইন
🄳 লফ্রেলােবেন
উত্তরঃ 🄱 হরগােবিন্দ খােরানা
৭১. মাছির দ্বারা সংক্রামিত রোগটির নাম?
🄰 ডেঙ্গু
🄱 যক্ষ্মা
🄲 ডিপথেরিয়া
🄳 ফাইলেরিয়া
উত্তরঃ 🄲 ডিপথেরিয়া
৭২. গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা―
🄰 ফ্যাকাসে হয়
🄱 হলুদ হয়
🄲 জালের মত হয়
🄳 কোনাে পরিবর্তন হয় না
উত্তরঃ 🄱 হলুদ হয়
৭৩. নীচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রােগ?
🄰 পােলিও
🄱 ফাইলেরিয়া
🄲 পক্স
🄳 টাইফয়েড
উত্তরঃ 🄳 টাইফয়েড
৭৪. খাদ্যশৃঙ্খলের প্রথমে অবস্থান করে?
🄰 উৎপাদক
🄱 খাদ্য
🄲 খাদক
🄳 বাসস্থান
উত্তরঃ 🄰 উৎপাদক
৭৫. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল?
🄰 প্রিন্সিপল অফ পপুলেশন প্রবলেম
🄱 পপুলেশন প্রােডাকশন পলিউশন
🄲 পপুলেশন পােভার্টি পলিউশন
🄳 পাওয়ার প্রােডাকশন প্রাইস
উত্তরঃ 🄲 পপুলেশন পােভার্টি পলিউশন
৭৬. ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী?
🄰 Y তরঙ্গ
🄱 P তরঙ্গ
🄲 X তরঙ্গ
🄳 B তরঙ্গ
উত্তরঃ 🄱 P তরঙ্গ
৭৭. মৃতজীবী খাদ্যশৃঙ্খলকে কী বলে?
🄰 পরজীবী খাদ্যশৃঙ্খল
🄱 মিথােজীবী খাদ্যশৃঙ্খল
🄲 ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল
🄳 ওপরের কোনােটিই নয়
উত্তরঃ 🄲 ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল
৭৮. নয়নতারা গাছ থেকে কোন রােগের ওষুধ তৈরি হয়?
🄰 হৃদরােগ
🄱 হাঁপানি
🄲 কুষ্ঠ
🄳 ক্যানসার
উত্তরঃ 🄳 ক্যানসার
৭৯. সালােকসংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হল―
🄰 রাইবােজোম
🄱 হাইড্রিলা
🄲 ইউগ্লিনা
🄳 অ্যাজোটোব্যাকটর
উত্তরঃ 🄲 ইউগ্লিনা
৮০. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম?
🄰 অডিয়ােমিটার
🄱 ব্যারােমিটার
🄲 ল্যাকটোমিটার
🄳 উপরের কোনটিই নয়
উত্তরঃ 🄱 ব্যারােমিটার
৮১. জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদগােষ্ঠীকে কী বলে?
🄰 ফাইটোপ্লাংকটন
🄱 বেনথস
🄲 প্ল্যাংকটন
🄳 জুপ্ল্যাংটন
উত্তরঃ 🄰 ফাইটোপ্লাংকটন
৮২. এল নিনাে কী?
🄰 সুনামির অপর নাম
🄱 একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত
🄲 লবণাক্ত জলের আধিক্য
🄳 কোনটিই নয়
উত্তরঃ 🄱 একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত
৮৩. HIV পুরাে কথাটি হল –
🄰 Human Immunity deficiency Syndrome
🄱 Human Immune deficiency Virus
🄲 Health Immunity Virus
🄳 Human Immunodeficiency Virus
উত্তরঃ 🄳 Human Immunodeficiency Virus
৮৪. ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয়?
🄰 শব্দদূষণ রােধে
🄱 বায়ুদূষণ রােধে
🄲 জলদূষণ রােধে
🄳 মৃত্তিকা দূষণ রােধে
উত্তরঃ 🄱 বায়ুদূষণ রােধে
৮৫. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত?
🄰 19.60%
🄱 20%
🄲 20.60%
🄳 20.95%
উত্তরঃ 🄳 20.95%
৮৬. নীচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত?
🄰 ক্লোরিন
🄱 হাইড্রোজেন সালফাইড
🄲 অ্যামোনিয়া
🄳 উপরের কোনটিই নয়
উত্তরঃ 🄱 হাইড্রোজেন সালফাইড
৮৭.কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক?
🄰 কানহা
🄱 বন্দিপুর
🄲 সুন্দরবন
🄳 করবেট
উত্তরঃ 🄳 করবেট
৮৮. সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি কোনটি?
🄰 কার্বন মনোক্সাইড
🄱 বেঞ্জয়িক অ্যাসিড
🄲 ক্লোরোবেঞ্জিন
🄳 ডাই অক্সিজেন
উত্তরঃ 🄲 ক্লোরোবেঞ্জিন
৮৯. কী কারণে মেলানোসিস রোগ দেখা যায়?
🄰 লেড দূষণের ফলে
🄱 আর্সেনিক দূষণের ফলে
🄲 ফুরাইড দূষণের ফলে
🄳 ক্যাডমিয়াম দূষণের ফলে
উত্তরঃ 🄳 ক্যাডমিয়াম দূষণের ফলে
৯০. কবে ‘Environmental Science’ গ্রন্থটি প্রকাশিত হয়?
🄰 ১৯৯৪ খ্রিস্টাব্দে
🄱 ১৯৯৬ খ্রিস্টাব্দে
🄲 ১৯৯৭ খ্রিস্টাব্দে
🄳 ১৯৯৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ 🄰 ১৯৯৪ খ্রিস্টাব্দে
৯১. একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হল―
🄰 ক্যাসিয়া সসাফেরা
🄱 কোকোস নুসিফেরা
🄲 সোফোরা টরোনিরো
🄳 সোরিয়া রোবাস্টা
উত্তরঃ 🄲 সোফোরা টরোনিরো
৯২. ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনে অন্যতম কর্ণধার হলেন?
🄰 সুন্দরলাল বহুগুণা
🄱 লাল বাহাদুর শাস্ত্রী
🄲 রাজীব গান্ধী
🄳 ইন্দিরা গান্ধী
উত্তরঃ 🄰 সুন্দরলাল বহুগুণা
No comments
Hi Welcome ....