WB SET HISTORY PAPER – 2 (Unit- I) MCQ Question
Page No : 1 | 2 | 3 | 4 | 5
১. ভারতে প্রাথমিক লেখমালাগুলি কোন ভাষায় রচিত?
🄰 সংস্কৃত
🄱 পালি
🄲 তামিল
🄳 প্রাকৃত
২. কোন সভ্যতার ধারা “সিন্ধু-সরস্বতী সভ্যতা” নামে অ্যাখ্যায়িত?
🄰 হরপ্পা সভ্যতা
🄱 মেহেরগড় হরপ্পা ও বৈদিক সভ্যতা
🄲 মেহেরগড় সভ্যতা
🄳 উপরের কোনোটিই নয়
৩. কোনটি সঠিক নয়?
🄰 অ্যারিস্টোবুলিস
🄱 ওনেসিক্রিটাস
🄲 নিয়ারকাস
🄳 টলেমি
৪. রেডিও ‘কার্বন-১৪’ পদ্ধতির আবিষ্কর্তা কে?
🄰 উইলার্ড ফ্রাঙ্কলিবি
🄱 ফ্রাসোঁয়া জারিজ
🄲 উইলসন
🄳 ডগলাস
৫. ভারতের প্রস্তর যুগ সম্বন্ধে তথ্যগুলি বিচার করো।
1. প্রস্তর নির্মিত উপকরণগুলি দেখে বিভিন্ন সময়কালগুলি নির্ণয় করা যায়।
2. বিভিন্ন সময়কালে ব্যবহৃত উপকরণগুলির ধরন ও প্রযুক্তির মধ্যে কোনো বিবিধতা বা বৈচিত্র নেই।
3. বিভিন্ন সময়ের প্রস্তর যুগের সংস্কৃতি সমগ্র উপমহাদেশে একটি একরৈখিক ফ্যশন অভিন্ন ভাবে আবর্তিত হয়েছে।
উপরের তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক?
🄰 1 এবং 2
🄱 1 2, 3
🄲 শুধুমাত্র 1
🄳 শুধুমাত্র 3
৬. তাম্র-প্রস্তর যুগের কেন্দ্র এরান কোন সংস্কৃতির সঙ্গে যুক্ত?
🄰 কায়থা সংস্কৃতি
🄱 জোরউই সংস্কৃতি
🄲 মালওয়া সংস্কৃতি
🄳 আপুর সংস্কৃতি
৭. আমরা তিনটি পর্যায় কোথায় পাই ধারাবাহিকভাবে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সংস্কৃতি।
🄰 কৃষ্ণ উপত্যকা
🄱 গোদাবরী উপত্যকা
🄲 বেলান উপত্যকা
🄳 কাশ্মীর উপত্যকা
৮. ষোড়শ মহাজনপদ সময়কালে শিল্পকলা হিসাবে কোন জিনিসটি খ্যাতি লাভ করে?
🄰 হিন্দুধর্ম শিল্পরীতি
🄱 গান্ধার শিল্পরীতি
🄲 গ্রিক শিল্পনীতি
🄳 মথুরা শিল্পরীতি
৯. প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়—
🄰 ৩০০ খ্রিষ্টপূর্বাব্দে
🄱 ৩৪২ খ্রিষ্টপূর্বাব্দে
🄲 ৫০৭ খ্রিষ্টপূর্বাব্দে
🄳 ৫১২ খ্রিষ্টপূর্বাব্দে
১০. ‘ধর্ম’ এবং ‘চরিতা’ ভারতের প্রাচীন বৈদিক সভ্যতার একটি কেন্দ্রীয় ধারণা চিত্রিত করে। এর সঙ্গে নিম্মলিখিত বিবৃতি বিবেচনা করো?
1. ধর্ম একটি বাধ্যতামূলক এবং নিজের ও অন্যের প্রতি কর্তব্য পালনের ধারণা ছিল।
2. ‘রীতা’ মহাবিশ্বের কার্যকারিতা পরিচালনা করে এবং এটিতে যা কিছু ছিল তা পরিচালিত করে এমন একটি মৌলিক নৈতিক আইন।
নিচের কোনটি সঠিক :
🄰 1
🄱 2
🄲 1 এবং 2
🄳 কোনটিই নয়
✱ Answer Question No : 1 to 10
| ১. 🄳 প্রাকৃত | ২. 🄱 মেহেরগড় হরপ্পা ও বৈদিক সভ্যতা |
|---|---|
| ৩. 🄳 টলেমি | ৪. 🄰 উইলার্ড ফ্রাঙ্কলিবি |
| ৫. 🄲 শুধুমাত্র 1 | ৬. 🄲 মালওয়া সংস্কৃতি |
| ৭. 🄲 বেলান উপত্যকা | ৮. 🄱 গান্ধার শিল্পরীতি |
| ৯. 🄰 ৩০০ খ্রিষ্টপূর্বাব্দে | ১০. 🄲 1 এবং 2 |
১১. নিম্মলিখিত গুলির মধ্যে কোনটি জৈনধর্মে ত্রিরত্নের মধ্যে পড়ে না?
🄰 সৎ জ্ঞান
🄱 সৎ বিশ্বাস
🄲 সৎ আচরণ
🄳 সম্যক সমাধি
১২. নিচের কোনটি প্রাচীন প্রস্তর যুগের কোন কেন্দ্র পশ্চিমবঙ্গে ছিল না?
🄰 অযোধ্যা পাহাড়
🄱 শুশুনিয়া
🄲 জীবটরপুর
🄳 বক্সার
১৩. প্রস্তর যুগের মানুষেরা কোন জাতিভুক্ত ছিল?
🄰 আদি-অস্ট্রালয়েড
🄱 নেগ্রিটো
🄲 ভূমধ্যসাগরীয়
🄳 পিথেকানথ্রোপাস
১৪. বিশ্বের প্রথম কোথায় মাটির বাসনপত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে?
🄰 চোপানি মান্ডো
🄱 চিরান্ড
🄲 পিকিহাল
🄳 সবগুলিতে
১৫. বৌদ্ধ ধর্মে ‘পতিমোখা’ বলতে কী বোঝায়?
🄰 সুঙ্গদের নিয়মাবলী
🄱 মহাযান বৌদ্ধধর্মের বিবরণ
🄲 হীনযান বৌদ্ধধর্মের বিবরণ
🄳 মিনান্দা রাজার প্রশ্নাবলী
১৬. ষোলোটি মহাজনপদের নাম পাওয়া যায় কোন গ্রন্থ থেকে?
🄰 উপনিষদ
🄱 অঙ্গুত্তর নিকায়
🄲 মহাভারত
🄳 পুরান
১৭. সংঘবদ্ধ মৈত্রী সংহিতায় কোন প্রজাতন্ত্রিক রাজ্যটি ছিলো?
🄰 মগধ
🄱 বৎস
🄲 মল্ল
🄳 বৃজি
১৮. মগধের রাজধানী স্থানান্তরিত করা হয়।
🄰 কনৌজ
🄱 উজ্জয়িনী
🄲 পাটলিপুত্র
🄳 বারানসী
১৯. কোন রাজবংশগুলি মগধে রাজত্ব করেছিল?
🄰 হর্ষঙ্ক
🄱 শিশুনাথ
🄲 নন্দ
🄳 উপরের সবগুলিই
২০. কোথায় জনপদগুলি সম্পর্কে দীর্ঘ ভাবে আলোচনা করা হয়েছে?
🄰 আরণ্যক
🄱 বুদ্ধলিপি
🄲 জৈনলিপি
🄳 ব্রাহ্মলিপি
✱ Answer Question No : 11 to 20
| ১১. 🄳 সম্যক সমাধি | ১৬. 🄱 অঙ্গুত্তর নিকায় |
|---|---|
| ১২. 🄳 বক্সার | ১৭. 🄳 বৃজি |
| ১৩. 🄱 নেগ্রিটো | ১৮. 🄲 পাটলিপুত্র |
| ১৪. 🄰 চোপানি মান্ডো | ১৯. 🄳 উপরের সবগুলিই |
| ১৫. 🄰 সুঙ্গদের নিয়মাবলী | ২০. 🄲 জৈনলিপি |
২১. হরপ্পা সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান কী?
🄰 লেখমালা
🄱 সহিত্য
🄲 পুরাতাত্মিক নিদর্শন
🄳 উপরের সবগুলিই
২২. মেলুহা কোন নামের অপভ্রংশ?
🄰 হরপ্পা
🄱 সিন্ধু
🄲 লোথাল
🄳 কালিবঙ্গান
২৩. খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতকের মধ্যে হেটেরোডক্স সম্প্রদায় (Heterodox Sect) সম্পর্কে সঠিক—
1. পার্শ্ব (Parshva) সপ্তম খ্রিষ্টপূর্বাব্দে জৈন ধর্ম সম্বন্ধে ধারণা ছড়িয়ে দিয়েছিলেন
2 . যদিও বৌদ্ধধর্ম ও জৈনধর্ম পার্থিব জীবনে পরিবর্তন এনেছিল এবং গোঁড়ামির বিরোধিতা করেছিল; কিন্তু তারা বর্ণপ্রথার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি
3. মহাবীরের প্রথম শিষ্যা ছিলেন একজন বন্দী মহিলা দাস
4. বুদ্ধ বলেছিলেন সন্ন্যাসীদের মতো সন্ন্যাসিনীরাও আধ্যাত্মিক মুক্তির স্বাদ পাবে
সঠিক কোডটি চয়ন করুন :
🄰 1, 2, 3 এবং 4
🄱 1, 2 এবং 4
🄲 1, 2 এবং 3
🄳 3 এবং 4
২৪. বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কী নামে পরিচিত?
🄰 অভিধম্ম পিটক
🄱 জাতক
🄲 সুত্র পিটক
🄳 বিনয় পিটক
২৫. বুদ্ধের ঘোড়া ও রথের নাম কী?
🄰 কণ্ঠক, চন্ডক
🄱 কণ্টক, চুন্ডা
🄲 চুন্ডা, চন্ডক
🄳 কোনটিই নয়
২৬. সিন্ধু সভ্যতা নিম্নের কোনটির মধ্যে পড়ে?
🄰 মিসোলেথিক যুগ
🄱 নিউলেথিক যুগ
🄲 চ্যালকোলিথিক যুগ
🄳 প্যালিওলেথিক যুগ
২৭. নিচের কোনটি সঠিক নয়?
🄰 খননকার্যে ব্রোঞ্জ ও পোড়ামাটির মডেল কার্ট পাওয়া গিয়েছে পাশাপাশি শীলগুলিতে নৌকার চিত্র রয়েছে
🄱 হরপ্পার অর্থনীতির একটি শক্তিশালী উপাদান তাদের বাণিজ্য নিয়ে গঠিত ছিল
🄲 হরপ্পানরা সমুদ্র ব্যবসার পাশাপাশি অন্তর্দেশীয় ব্যবসাও পরিচালনা করত
🄳 হরপ্পানদের নীলভ্যালি সভ্যতার সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল
২৮. বিভাষাশাস্ত্র কী?
🄰 প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা
🄱 দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা
🄲 তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা
🄳 চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্মের ব্যাখা
২৯. ঋকবৈদিক নারীদের সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়?
🄰 মহিলারা প্রায়শই নিজেদের মত অনুযায়ী পতি নির্বাচন করতে পারতেন
🄱 তারা তাদের স্বামীর সাথে সভা ও বলিদানে অংশ গ্রহণ করতে সক্ষম ছিলেন
🄲 কিছু অবিবাহিত মহিলা নিজেরাই বলিদান অর্জন করতেন
🄳 মহিলারা সর্বোচ্চ অবস্থান কর্তৃত্ব লাভ করতে সক্ষম হতেন
৩০. দ্রাপী হল?
🄰 নর্তকীদের পোষাক
🄱 মাথায় আচ্ছাদনসহ ঢিলেঢালা পোষাক
🄲 নববধূদের পোষাক
🄳 সবগুলিই ঠিক
৩১. বৌধায়ন, মানব, আপস্তম্ভ, কাত্যায়ন কারা ছিলেন?
🄰 প্রাচীন ভারতের গণিতবিদ্
🄱 প্রাচীন ভারতীয় রাজা যারা দশাবতার নামে পরিচিত
🄲 প্রাচীন ভারতের ক্ষত্রিয়
🄳 প্রাচীন ভারতের রহস্যজনক সাধু
৩২. নিম্নলিখিত কোনটি ঋগ্বেদের ধর্মাচারণ সম্পর্কে বর্ণনা দেয়?
1. ঋক্বেদকে প্রকৃতিবাদী বহুবিধ দেবতা বিশিষ্ট ধর্ম বলে অভিহিত করা যায়।
2. ইরানীয়ান আবেস্তা ও ঋক্ বেদের মধ্যে অদ্ভুত মিল পাওয়া যায়।
3. বলিদান কাৰ্য্য অনুষ্ঠিত হত পুরোহিতের বাড়িতে পুরোহিতকে জমান বলা হত।
4. বৈদিক যুগে বলিদান হত দু’প্রকারের— এক, যা বাড়িতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হত আর দুই, যেখানে বিধি জানা ব্যক্তির দরকার হত।
সঠিক কোডটি চয়ন করুন :
🄰 1 ও 2 নং
🄱 3 নং
🄲 1, 2 এবং 4 নং
🄳 1, 2, 3 এবং 4 নং
৩৩. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভৌগোলিক স্থান অনুসারে ভারতের কোথায় সবচেয়ে বেশি মহাজনপদ গড়ে উঠেছিল?
🄰 মালব মালভূমি
🄱 উত্তর-পশ্চিম ভারত ও সীমান্ত
🄲 উত্তর ভারত
🄳 গোদাবরী উপত্যকা
৩৪. ‘বুর্জাহাম’ কথাটির অর্থ কী?
🄰 পবিত্রভূমি
🄱 মৃত্যুস্থান
🄲 জন্মভূমি
🄳 উপরের সবগুলিই ঠিক
৩৫. মেগাস্থিনিস বর্ণিত পালিবোথরো কোন স্থান?
🄰 পাটলিপুত্র
🄱 রাজগৃহ
🄲 মগধ
🄳 কোনোটিই নয়
৩৬. হরপ্পা সভ্যতাতে কোনটি ছিল না?
🄰 চানহুদাড়ো
🄱 সোহাগৌড়া
🄲 কোটদিজি
🄳 দেশালপুর
৩৭. ষোড়শ মহাজনপদ সময়কালে নির্ভরযোগ্য সাহিত্যিক উপাদান কোনটি?
🄰 ইন্ডিকা
🄱 পরিবেষ্ট
🄲 পুরাণ
🄳 মহাভারত
৩৮. নিম্নোক্ত কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাস্থান ছিল আর্কটিক অঞ্চল?
🄰 দয়ারাম সরস্বতী
🄱 বাল গঙ্গাধর তিলক
🄲 ম্যাক্সমুলার
🄳 এ.সি. দাস
৩৯. ঋক্বেদে গায়ত্রীমন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে?
🄰 ইন্দ্ৰ
🄱 অগ্নি
🄲 উসহাস্
🄳 সাবিত্রী
৪০. কোন ধর্মমতে “ভাগ্যই সবকিছুর নির্মাতা, মানুষ ক্ষমতাহীন”—
🄰 আজিবক
🄱 বৌদ্ধ
🄲 জৈন
🄳 মিমাংসা
✱ Answer Question No : 21 to 40
| ২১. 🄲 পুরাতাত্মিক নিদর্শন | ২২. 🄰 হরপ্পা |
|---|---|
| ২৩. 🄱 1, 2 এবং 4 | ২৪. 🄱 জাতক |
| ২৫. 🄰 কণ্ঠক, চন্ডক | ২৬. 🄲 চ্যালকোলিথিক যুগ |
| ২৭. 🄳 হরপ্পানদের নীলভ্যালি সভ্যতার সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল | ২৮. 🄳 চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ ধর্মের ব্যাখা |
| ২৯. 🄳 মহিলারা সর্বোচ্চ অবস্থান কর্তৃত্ব লাভ করতে সক্ষম হতেন | ৩০. 🄱 মাথায় আচ্ছাদনসহ ঢিলেঢালা পোষাক |
| ৩১. 🄰 প্রাচীন ভারতের গণিতবিদ্ | ৩২. 🄳 1, 2, 3 এবং 4 নং |
| ৩৩. 🄲 উত্তর ভারত | ৩৪. 🄲 জন্মভূমি |
| ৩৫. 🄰 পাটলিপুত্র | ৩৬. 🄱 সোহাগৌড়া |
| ৩৭. 🄰 ইন্ডিকা | ৩৮. 🄱 বাল গঙ্গাধর তিলক |
| ৩৯. 🄳 সাবিত্রী | ৪০. 🄰 আজিবক |
৪১. নিম্নের কোন সম্প্রদায়টি গোশালা মাসকারিপুত্র (Gosala Maskariputra)-এর সাথে সম্পর্কিত?
🄰 বজ্রযান
🄱 স্থাবিরাবন্দিস
🄲 আজিবক
🄳 মহাসঙ্গিকাস
৪২. "Leshan Giant Buddha" নির্মিত হয়েছে?
🄰 ইন্দোনেশিয়ায়
🄱 থাইল্যান্ড
🄲 চিনে
🄳 জাপানে
৪৩. বৌদ্ধবিহারগুলি মূলত যে কাজে ব্যবহৃত হত—
1. শিক্ষাকেন্দ্র হিসেবে
2. বৌদ্ধ ধর্মাবলম্বী / অনুগামীদের বাসস্থানস্বরূপ
3. বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের বাসগৃহ হিসেবে
4. ধর্মপ্রচারের প্রতিষ্ঠানস্বরূপ
🄰 শুধুমাত্র 2
🄱 2 এবং 3
🄲 1 এবং 4
🄳 3 এবং 4
৪৪. মহাজন শব্দের অর্থ হল?
🄰 বৃহৎ রাজ্য
🄱 মাঝারি রাজ্য
🄲 ক্ষুদ্র রাজ্য
🄳 কোনোটিই নয়
৪৫.মহেঞ্জোদাড়োকে কোন ভাষায় মৃতের স্তূপ বলা হয়?
🄰 প্রাকৃত
🄱 সংস্কৃত
🄲 সিন্ধ্রি
🄳 পালি
৪৬. ঋকবেদের কোন অংশ গদ্যে লিখিত?
🄰 প্রতিভাষ্য
🄱 উপনিষদ
🄲 বৃহদাকরণ্য
🄳 চর্তুবেদ
৪৭. পরবর্তী বৈদিক যুগে নিয়মিতভাবে কোন দুটি কর আদায় করা হত?
🄰 বলি ও শুল্ক
🄱 নিষ্ক ও বলি
🄲 নিষ্ক ও মনা
🄳 বলি ও সবা
৪৮. বুদ্ধদেব যখন নির্বাণ লাভ করেন— তখন মগধের শাসক কে ছিলেন?
🄰 কালাশোক
🄱 প্রসেনজিত
🄲 কণিষ্ক
🄳 অজাতশত্রু
৪৯. জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে যে ভাষায় লেখা হয়েছিল—
🄰 বাংলা
🄱 সংস্কৃত
🄲 পালি
🄳 প্রাকৃত
৫০. পাণিনি ভারতের সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ তাঁর জীবনদশার সময় সীমা হল—
🄰 খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
🄱 খ্রিস্টপূর্ব ষষ্ঠ-পঞ্চম শতক
🄲 খ্রিস্টপূর্ব সপ্তম শতক
🄳 খ্রিস্টপূর্ব পঞ্চম-অষ্টম শতক
৫১. কিছু বৌদ্ধ গুহাকে বলা হয় ‘চৈত্য’ আবার কিছুকে বলা হয় ‘বিহার'— এদের মধ্যে পার্থক্য কোথায়?
🄰 বিহার হল উপাসনা গৃহ যেখানে চৈত্য হল সন্ন্যাসীদের আবাসস্থল
🄱 চৈত্য হল উপাসনা গৃহ যেখানে বিহার হল সন্ন্যাসীদের আবাসস্থল
🄲 এই দুটির মধ্যে কোন পদার্থগত পার্থক্য নেই
🄳 চৈত্য হল স্তুপ যা গুহার শেষে অবস্থিত, যেখানে বিহার হল বড় হল ঘরের মধ্যে অবস্থিত
৫২. জৈন দর্শনে বলা হয় পৃথিবী সৃষ্টি এবং ধারণ হয়?
🄰 সার্বজনীন বিশ্বাস
🄱 সার্বজনীন সত্য
🄲 সার্বজনীন আইন
🄳 সার্বজনীন আত্মা
৫৩. প্রায় ২০,০০০ সংখ্যক নাগরিক আলেকজান্ডারের প্রতি সাহসী প্রতিরোধের পরে তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে আগুনে জ্বলতে লাগল, পরবর্তী দিনের রাজপুত জৌহরকে অনুমান করে, নিম্নলিখিত ভারতীয় কোন উপজাতিটি ছিল?
🄰 জ্যাথি
🄱 আগলাসোই
🄲 মল্লয়
🄳 অক্সিদ্রাকাই
৫৪. কোন ধ্রুপদী (গ্রীক-রোমান) লেখক লক্ষ্য করেছিলেন— “সাধারণত ভারতবর্ষে লেখা পুরুষেরা মিথ্যাবাদী ছিলেন
তালিকায় দেমাচাস প্রথম স্থান অধিকার করেছিলেন, মেগাস্থিনিস তারপর আসে ওনেসিক্রিটাস ও নেক্রাকাস একই শ্রেণির অন্যান্যদের সাথে মিলিয়ে কিছু শব্দ সত্য ছড়ানোর চেষ্টা করেছেন”?
🄰 স্ট্যাবো
🄱 প্লুটার্ক
🄲 জাস্টিন
🄳 আরিয়ান
৫৫. প্রাচীন ভারতীয় মহাজনপদ সম্বন্ধে কোন তথ্যটি সঠিক?
🄰 মহাজনপদগুলির কোনো সৈন্যদল ছিল না
🄱 সমস্ত মহাজনপদগুলি পূর্ব ভারতে অবস্থিত ছিল
🄲 সমস্ত মহাজনপদে অভিজাততন্ত্র কায়েম ছিল, মুষ্টিমেয় মানুষ ক্ষমতা ব্যবহারের সুযোগ পেত
🄳 বৌদ্ধ ও জৈন গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে
৫৬. নিম্নের কে শুদ্রদেরকে কৃষক হিসেবে বর্ণনা করেছেন?
🄰 হিউয়েন সাঙ
🄱 নারদ
🄲 ফা-হিয়েন
🄳 মনু
৫৭. প্ৰাক ঐতিহাসিক সময়ে আঁকা রক শেল্টার বৃহত্তম বেল্টটি ক্ষেত্রটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গিয়েছে?
🄰 অজন্তা
🄱 ভীমবেটকা
🄲 ইলোরা
🄳 বাগোর
৫৮. মনুষ্য কার্যকলাপ ও সভ্যতার প্রাক ঐতিহাসিক সমাজের নিরিখে নীচের কোন বিকল্পটি কালক্রম অনুযায়ী সঠিক?
🄰 প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড
🄱 নিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড,প্যালিওলিথিক পিরিয়ড
🄲 মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড,প্যালিওলিথিক পিরিয়ড
🄳 মেসোলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড,নিওলিথিক পিরিয়ড
৫৯."The most unique feature of this site is its dockyard. The world's first tidal port, which served as a main seaport for the Indus people" মন্তব্যটি কোন শহরের সাথে সম্পর্কিত?
🄰 রাখিগড়ি
🄱 লোথাল
🄲 বানওয়ালি
🄳 রোপার
৬০. নিম্নলিখিত সঠিক কালানুক্রমিক অনুসারে সাজাও?
1. সোনার মুদ্রা
2. পাঞ চিহ্নিত রুপালি মুদ্রা
3. লোহার লাঙল
4. নগর সংস্কৃতি
🄰 3, 4, 1, 2
🄱 4, 3, 1, 2
🄲 3, 4, 2, 1
🄳 4, 3, 2, 1
৬১. নিম্মলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু জনগণের রফতানির মূল বিষয় ছিল?
(i) স্বর্ণ ও রৌপ্য
(ii) তুলার পণ্য
(iii) টেরাকোটা
(iv) সীল
(v) মৃৎশিল্প
সঠিক কোডটি চয়ন করুন :
🄰 ii, iii, v
🄱 i, ii, iv, v
🄲 i, iii, iv
🄳 উপরের সবগুলিই
৬২. নীচের কোন বৌদ্ধগ্রন্থটি সংস্কৃত ভাষায় লিখিত?
🄰 মিলিন্দপনহো
🄱 দীপ বংশ
🄲 মহাবংশ
🄳 দীব্যবদান
৬৩. নীচের কোনটিকে ‘বৌদ্ধ ধর্মের বিশ্বকোশ’ নামে অভিহিত করা হয়?
🄰 মহাবিভাষা
🄱 বুদ্ধচরিত
🄲 বিনয় পিটক
🄳 মনুস্মৃতি
✱ Answer Question No : 41 to 63
| ৪১. 🄲 আজিবক | ৪২. 🄳 জাপানে |
|---|---|
| ৪৩. 🄳 3 এবং 4 | ৪৪. 🄰 বৃহৎ রাজ্য |
| ৪৫. 🄲 সিন্ধ্রি | ৪৬. 🄳 চর্তুবেদ |
| ৪৭. 🄰 বলি ও শুল্ক | ৪৮. 🄳 অজাতশত্রু |
| ৪৯. 🄱 সংস্কৃত | ৫০. 🄱 খ্রিস্টপূর্ব ষষ্ঠ-পঞ্চম শতক |
| ৫১. 🄱 চৈত্য হল উপাসনা গৃহ যেখানে বিহার হল সন্ন্যাসীদের আবাসস্থল | ৫২. 🄳 সার্বজনীন আত্মা |
| ৫৩. 🄱 আগলাসোই | ৫৪. 🄰 স্ট্যাবো |
| ৫৫. 🄳 বৌদ্ধ ও জৈন গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে | ৫৬. 🄳 মনু |
| ৫৭. 🄱 ভীমবেটকা | ৫৮. 🄰 প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড |
| ৫৯. 🄱 লোথাল | ৬০. 🄳 4, 3, 2, 1 |
| ৬১. 🄰 ii, iii, v | ৬২. 🄳 দীব্যবদান |
| ৬৩. 🄰 মহাবিভাষা | WB SET History Paper - II (Unit- 2) MCQ |
