Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

UGC NET HISTORY CONCEPTS IDEAS AND TERMS MCQ QUESTIONS AND ANSWERS PART-01

  NET/SET HISTORY PAPER-II (Concepts, Ideas and Terms) MCQ Practice

 

NET/SET HISTORY PAPER-II (Concepts, Ideas and Terms) MCQ Practice


Q1. Which revenue system did Elphinstone introduce in the Bombay Presidency? 
(A) The permanent settlement 
(B) Ryotwari system 
(C) Mahalwari system 
(D) Talukdari system
Answer : (B) Ryotwari system

Q. এলফিনস্টোন বোম্বে প্রেসিডেন্সিতে কোন রাজস্ব ব্যবস্থা চালু করেন? 
(A) চিরস্থায়ী বন্দোবস্ত 
(B) রায়তওয়ারী ব্যবস্থা 
(C) মহলওয়ারী ব্যবস্থা 
(D) তালুকদারি ব্যবস্থা

Q2. The Maduravijayam is a Sanskrit source that describes?
(A) The attack on the Pandya kingdom of Madurai by Malik Kafur 
(B) Rajaraja Chola’s expedition into north India 
(C) The expansion of the Vijayanagar kingdom into Madurai territory 
(D) The trade links between Madurai and Indonesia 
Answer : (C) The expansion of the Vijayanagar kingdom into Madurai territory 

Q. মাদুরবিজয়ম একটি সংস্কৃত উৎস যা বর্ণনা করে?
(A) মালিক কাফুরের মাদুরাইয়ের পান্ড্য রাজ্যের উপর আক্রমণ 
(B) রাজারাজা চোলের উত্তর ভারতে অভিযান 
(C) মাদুরাই অঞ্চলে বিজয়নগর রাজ্যের বিস্তৃতি 
(D) মাদুরাই এবং ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য সংযোগ

Q3. Which of the following statements is/are true? Select your answer from the codes given below the statements.
I. Vidatha was more popular than either sabha or samiti in the Rig Vedic period. 
II. Men and women both participated in Vidatha. 
III. The members of samiti were called Vishah. 

(A) I       
(B) II & III 
(C) I, II & III 
(D) II 
Answer : (C) I, II & III 
Q. নিচের কোন বিবৃতিটি সত্য/সঠিক? বিবৃতিগুলির নীচে দেওয়া কোডগুলি থেকে আপনার উত্তর নির্বাচন করুন।
I. ঋক বৈদিক যুগে সভা বা সমিতির চেয়ে বিধাতা বেশি জনপ্রিয় ছিল।
II. নারী-পুরুষ উভয়েই বিধাতার অংশগ্রহণ করেন।
III. সমিতির সদস্যদের বলা হতো বিষহ।

(A)  I  
(B) II এবং III
(C) I, II এবং III 
(D) II

Q4. Who among the following is known as ‘dayad’ in the Maratha polity? 
(A) Watandar 
(B) Jagirdar 
(C) Mirasdar 
(D) Saranjamdar 
Answer : (A) Watandar 

Q. নিচের মধ্যে কে মারাঠা রাজ্যে 'দয়াদ' নামে পরিচিত? 
(A) ওয়াতানদার 
(B) জায়গিরদার 
(C) মিরাসদার 
(D) সরঞ্জামদার

Q5. What is the subject matter of the following texts – Mayamata, Manasara, Kamikagama? 
(A) Political Philosophy
(B) Varna-jati samskara 
(C) Ritual practices in central India 
(D) Temple architecture 
Answer :  (D) Temple architecture 

Q. নিম্নলিখিত গ্রন্থগুলির বিষয়বস্তু কী - মায়ামতা, মানসারা, কামিকাগামা? 
(A) রাজনৈতিক দর্শন 
(B) বর্ণ-জাতি সংস্কার 
(C) মধ্য ভারতে আচার-অনুষ্ঠান 
(D) মন্দির স্থাপত্য

Q6. Who wrote the Dandanitiprakaranam? 
(A) Keshav Pandit 
(B) Gagabhatta 
(C) Nischalapuri 
(D) Venkatadhvari 
Answer : (A) Keshav Pandit 

Q. দন্ডনিতিপ্রকরণম কে লিখেছেন? 
(A) কেশব পণ্ডিত 
(B) গগাভট্ট 
(C) নিসচালাপুরী 
(D) ভেঙ্কটধ্বরী 

Q7. Which of the following ashramas has the objective of dharma? 
(A) Brahmacharya 
(B) Grihastha 
(C) Vanaprastha 
(D) Sanyasa 
Answer : (D) Sanyasa 

Q. নিচের কোন আশ্রমে ধর্মের উদ্দেশ্য আছে?
(A) ব্রহ্মচর্য
(B) গৃহস্থ
(C) বানপ্রস্থ
(D) সন্ন্যাস
Q8. Match the following List I List II :
         
        List I                                                List II 
     (Temples)                                            (Styles) 

A. Kandariya Mahadev                         1. Dravida 
B. Teli-ka Mandir at Gwalior                2. Nagara 
C. Rajarajesvara Temple at Tanjore       3. Vesara

Codes: 
         A         B         C
(A)    1          2        3
(B)    2          3        1
(C)    1          3        2
(D)    3          2        1
Answer :  C

Q. নিম্নলিখিত তালিকা I তালিকা II এর সাথে মিল করুন :
         
           তালিকা I                             তালিকা II
          (মন্দির)                                   (শৈলী)

A. কান্দারিয়া মহাদেব                         1.দ্রাবিড়
B. গোয়ালিয়রের তেলি-কা মন্দির         2. নাগারা
C. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির        3. ভেসারা

কোড :
           A         B         C
(A)      1          2        3
(B)      2          3        1
(C)      1          3        2
(D)      3          2        1
     
Q9. Who among the following historians has characterized the Bijapur state as ‘feudal’? 
(A) M.A. Nayeem 
(B) J.F. Richards 
(C) Richard Eaton 
(D) Salma Farouqui 
Answer : (A) M.A. Nayeem 

Q. নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে বিজাপুর রাজ্যকে 'সামন্ত' হিসেবে চিহ্নিত করেছেন? 
(A) এম.এ.নাঈম 
(B) JF রিচার্ডস 
(C) রিচার্ড ইটন 
(D) সালমা ফারুকী

Q10. What was ijara?
(A) The system of revenue farming 
(B) The tax to be paid on entry into a market town 
(C) The tax to be paid when re-shipping goods from a port 
(D) The system of share-cropping 
Answer : (A) The system of revenue farming

Q. ইজারা কি ছিল? 
(A) রাজস্ব চাষের ব্যবস্থা 
(B) একটি বাজার শহরে প্রবেশের সময় যে কর দিতে হবে 
(C) একটি বন্দর থেকে পণ্য পুনরায় শিপিং করার সময় দিতে হবে ট্যাক্স 
(D) শেয়ার-ফসলিংয়ের ব্যবস্থা

Q11. Sabha was―
(A) a procedure to elect king 
(B) an advisory council 
(C) a judicial body 
(D) All the above
Answer :  (B) an advisory council 

Q. সভা ছিল―
(A) রাজা নির্বাচনের একটি পদ্ধতি
(B) একটি উপদেষ্টা পরিষদ
(C) একটি বিচারিক সংস্থা
(D) উপরের সবগুলো
Q12. Sanchi stupa was built by
(A) Chandragupta Maurya 
(B) Asoka 
(C) Skandagupta 
(D) None of the above
Answer : (B) Asoka 

Q. সাঁচি স্তূপ নির্মাণ করেন
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) অশোক
(C) স্কন্দগুপ্ত
(D) উপরের কোনটি নয়

Q13. Who wrote Gitawali, Kavitawali and Vinaya Patrika? 
(A) Tulsidas 
(B) Surdas 
(C) Chaitanya 
(D) Namadeva 
Answer : (A) Tulsidas 

Q. গীতাবলী, কবিতাাবলী ও বিনয় পত্রিকা কে লিখেছেন? 
(A) তুলসীদাস 
(B) সুরদাস 
(C) চৈতন্য 
(D) নমদেব

Q14. Bodhisattva is the stage when : 
(A) A person leaves home and becomes a wanderer for knowledge 
(B) A person becomes a reformer and fight against social evils 
(C) A person becomes next to Buddha and generates awakening and compassion 
(D) A person becomes the supreme head of a monastery and takes care of each one
Answer : (C) A person becomes next to Buddha and generates awakening and compassion 

Q. বোধিসত্ত্ব হল সেই পর্যায় যখন : 
(A) একজন ব্যক্তি বাড়ি ছেড়ে জ্ঞানের জন্য পরিভ্রমণকারী হন 
(B) একজন ব্যক্তি সংস্কারক হয়ে ওঠেন এবং সামাজিক মন্দের বিরুদ্ধে লড়াই করেন 
(C) একজন ব্যক্তি বুদ্ধের পাশে হন এবং জাগরণ ও করুণা সৃষ্টি করেন 
(D) একজন ব্যক্তি একটি মঠের সর্বোচ্চ প্রধান হয়ে ওঠে এবং প্রত্যেকের যত্ন নেয়

Q15. Match the following List I List II 
A. Rishabha             1. Bull 
B. Ajita                    2. Elephant 
C. Arishtanemi        3. Conch shell 
D. Parsvanatha       4. Hooded snake 
E. Mahavira             5. Lion 

Codes:
           A       B         C      D      E
(A)      1        2        3      4       5
(B)      2        3        4      5      1
(C)      3        4        5      1      2
(D)      4        5        1      2      3
Answer :  A

Q. নিম্নলিখিত তালিকা I তালিকা II এর সাথে মিল করুন :
A. ঋষভ            1. ষাঁড়
B. অজিতা         2. হাতি
C. অরিষ্টনেমি    3. শঙ্খ খোল
D. পার্শ্বনাথ        4. হুডেড সাপ
E. মহাবীর          5. সিংহ

কোড :
           A        B       C      D       E
(A)      1        2        3      4       5
(B)      2        3        4      5      1
(C)      3        4        5      1      2
(D)      4        5        1      2      3
Q16. Sreni was ―
(A) Caste 
(B) Administrative officer 
(C) Trade guild 
(D) None of the above
Answer : (C) Trade guild 

Q. শ্রেনি ছিলেন―
(A) জাত
(B) প্রশাসনিক কর্মকর্তা
(C) ট্রেড গিল্ড
(D) উপরের কোনটি নয়

Explain : মধ্যযুগে ইউরােপীয় সমাজে গিল্ড প্রথা গড়ে ওঠে। গিল্ড মূলত একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান যা বণিকদের দ্বারা গঠিত হয়েছিল। সর্বপ্রথম ইংল্যান্ডে গিল্ড ব্যবস্থা গড়ে ওঠে। চতুদর্শ শতকের দিকে ইউরােপে ব্যবসা-বাণিজ্যের অনেক বিস্তৃতি ঘটে। ইউরােপীয় ব্যবসা-বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেসময় বণিকদের জন্য অনেক প্রয়ােজনীয় বিষয় ছিল বাণিজ্যিক নিরাপত্তা। যার কারণে বণিক সমাজ স্থায়ী সংঘ গড়ে তােলে যাকে গিল্ড বলে। কেবল মাত্র যাদের সম্পত্তি আছে তারাই গিল্ডের সদস্য হতে পারতাে। 

Q17. Which of the following cities was located on the junction of Uttarapatha and Dakshinapatha, the trade routes of ancient India? 
(A) Mathura 
(B) Prayag 
(C) Dwarka 
(D) Hampi 
Answer : (A) Mathura

Q. নিচের কোন শহরটি প্রাচীন ভারতের বাণিজ্য পথ উত্তরপথ ও দক্ষিণপথের সংযোগস্থলে অবস্থিত ছিল?
(A) মথুরা 
(B) প্রয়াগ 
(C) দ্বারকা 
(D) হাম্পি

Q18. Which of the following scholars has recently identified the king Chandra mentioned in the Mehrauli Pillar inscription with Gupta king Samudragupta? 
(A) Shriram Goyal 
(B) Parameshvarilal Gupta 
(C) Ram Sharan Sharma 
(D) Amiteshvar Jha 
Answer :  (A) Shriram Goyal

Q. নিম্নলিখিত কোন পণ্ডিত সম্প্রতি গুপ্ত রাজা সমুদ্রগুপ্তের সাথে মেহরাউলি স্তম্ভের শিলালিপিতে উল্লেখিত রাজা চন্দ্রকে চিহ্নিত করেছেন? 
(A) শ্রীরাম গয়াল 
(B) পরমেশ্বরীলাল গুপ্ত 
(C) রাম শরণ শর্মা 
(D) অমিতেশ্বর ঝা
Q19. Chauth was―
(A) 1/3 of the crop revenue 
(B) 1/2 of the trade revenue 
(C) 1/2 of the loot portion during wars 
(D) 1/4 of the land revenue 
Answer : (D) 1/4 of the land revenue 

Q. চৌথ ছিল―
(A) শস্য রাজস্বের 1/3
(B) বাণিজ্য রাজস্বের 1/2
(C) যুদ্ধের সময় লুটের অংশের 1/2 অংশ
(D) ভূমি রাজস্বের 1/4
 
Explain : চৌথ ছিল ভারতীয় উপমহাদেশে মারাঠা সাম্রাজ্য কর্তৃক আরোপিত রাজস্বের এক চতুরাংশ একটি নিয়মিত কর। রানাডের মতে, অন্য কোন তৃতীয় শক্তির আক্রমণ থেকে রক্ষার বিনিময়ে প্রতিবেশী অঞ্চল থেকে এই কর আদায় করা হতো। কিন্তু ঐতিহাসিক যোদুনাথ সরকারের মতে, প্রতিবেশী অঞ্চলগুলিকে মারাঠা সেনার লুণ্ঠন ও অত্যাচার থেকেই রক্ষা পাওয়ার জন্য চৌথ দিতে হতো।

Q20. During Akbar's reign, jagirs were allotted to―
(A) learned and religious men 
(B) nobles and members of the royal family 
(C) queens 
(D) B and C both 
Answer :  (D) B and C both 

Q. আকবরের শাসনামলে জায়গির বরাদ্দ করা হয়―
(A) বিদ্বান ও ধার্মিক ব্যক্তি
(B) সম্ভ্রান্ত ব্যক্তিরা এবং রাজপরিবারের সদস্যগণ
(C) রানী
(D) B এবং C উভয়

Q21. Who among the following cannot be included in economic nationalism?
(A) Dadabhai Naoroji 
(B) Romesh Chandra 
(C) Mahadev Govind Ranade 
(D) Bal Gangadhar Tilak
Answer :  (D) Bal Gangadhar Tilak

Q. নিম্নলিখিতগুলির মধ্যে কাকে অর্থনৈতিক জাতীয়তাবাদের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না?
(A) দাদাভাই নওরোজি 
(B) রমেশ চন্দ্র 
(C) মহাদেব গোবিন্দ রানাডে 
(D) বাল গঙ্গাধর তিলক

Q22. Vishti tax was referred to―
(A) uncultivated land 
(B) cultivated land 
(C) Forced labour 
(D) Crop revenue 
Answer :  (C) Forced labour 

Q. বিষ্টি কর উল্লেখ করা হয়েছে―
(A) অনাবাদি জমি
(B) চাষের জমি
(C) জোরপূর্বক শ্রম
(D) শস্য রাজস্ব

Q23. Who was known as ‘Colonel Clive’s Jackal’ in the eighteenth Century India? 
(A) Amichand 
(B) Jagat Seth 
(C) Mir Jafar 
(D) Mir Qasim
Answer : (C) Mir Jafar
Q. অষ্টাদশ শতাব্দীর ভারতে 'কর্নেল ক্লাইভের জ্যাকল' নামে পরিচিত ছিলেন কে? 
(A) অমিচাঁদ 
(B) জগৎ শেঠ 
(C) মীরজাফর 
(D) মীর কাসিম

Q24. Which of the following Gupta kings had issued a gold coin which depicts a rhinoceros? 
(A) Chandragupta II 
(B) Samudragupta 
(C) Kumaragupta I 
(D) Skandagupta 
Answer : (C) Kumaragupta I 

Q. নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কোনটি একটি স্বর্ণমুদ্রা জারি করেছিলেন যা একটি গন্ডারকে চিত্রিত করে? 
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
(B) সমুদ্রগুপ্ত 
(C) প্রথম কুমারগুপ্ত 
(D) স্কন্দগুপ্ত

Q25. Who is the author of the famous Allahabad Prasasti? 
(A) Harisena 
(B) Kalidasa 
(C) Sudraka 
(D) Ravikirti 
Answer : (A) Harisena 

Q. বিখ্যাত এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? 
(A) হরিসেন 
(B) কালিদাস 
(C) সুদ্রক 
(D) রবিকীর্তি

Q26. Junagadh Rock Inscription referred to Rudradamana as―
(A) Chakravartin 
(B) Lord of Dakshinapatha
(C) King of the sea (Arabian Sea) 
(D) Maharaja 
Answer : (B) Lord of Dakshinapatha

Q. জুনাগড় শিলালিপি রুদ্রদামনকে _________হিসাবে উল্লেখ করেছে 
(A) চক্রবর্তী 
(B) দক্ষিণপথের প্রভু 
(C) সমুদ্রের রাজা (আরব সাগর) 
(ঘ) মহারাজা

Q27. Which of the following is the earliest known epigraphic evidence mentioning the custom of Sati? 
(A) Eran pillar inscription of Bhanugupta 
(B) Bilsad pillar inscription of Kumaragupta I 
(C) Mathura pillar inscription of Chandragupta II 
(D) Allahabad pillar inscription of Samudragupta 
Answer : (A) Eran pillar inscription of Bhanugupta 

Q. নিচের কোনটি সতীদাহ প্রথার উল্লেখযোগ্য প্রাচীনতম লিপিগ্রাফিক প্রমাণ? 
(A) ভানুগুপ্তের এরান স্তম্ভের শিলালিপি 
(B) প্রথম কুমারগুপ্তের বিলসাদ স্তম্ভের শিলালিপি 
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা স্তম্ভের শিলালিপি 
(D) সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের শিলালিপি 
Q28. Amaravati Stupa was constructed during the period of the―
(A) Satavahana 
(B) Chola 
(C) Pandya 
(D) Cheras 
Answer : (A) Satavahana

Q. অমরাবতী স্তূপ কার আমলে নির্মিত হয়েছিল। 
(A) সাতবাহন 
(B) চোল 
(C) পান্ড্য 
(D) চেরাস

Q29. Who was the only king of the Vakataka dynasty who took the title of ‘Samrat’? 
(A) Vindhyashakti 
(B) Rudrasen I 
(C) Pravarsen I 
(D) Pruthvishen I 
Answer : (C) Pravarsen I 

Q. ভাকাটক রাজবংশের একমাত্র কোন রাজা যিনি 'সম্রাট' উপাধি গ্রহণ করেছিলেন? 
(A) বিন্ধ্যশক্তি 
(B) রুদ্রসেন প্রথম 
(C) প্রভারসেন প্রথম 
(D) প্রথবিশেন প্রথম

Q30. In early medieval Deccan, Upakriti and Kanika were―
(A) Names of queens 
(B) Customary taxes 
(C) System of checking metal purity 
(D) Practice of saluting the feudal lord
Answer : (B) Customary taxes 

Q. প্রাথমিক মধ্যযুগীয় দাক্ষিণাত্যে, উপকৃতি এবং কণিকা ছিল―
(A) রাণীদের নাম 
(B) প্রথাগত কর 
(C) ধাতব বিশুদ্ধতা পরীক্ষা করার ব্যবস্থা 
(D) সামন্ত প্রভুকে অভিবাদন করার অনুশীলন

Q31. The poets Periyalvar and Nammalvar belonged to which of the following religious traditions? 
(A) Mahanubhav 
(B) Ajivika 
(C) Alvar 
(D) Nayanmar or Nayanar 
Answer : (C) Alvar 

Q. কবি পেরিয়ালভার এবং নম্মালভার ছিলেন নিচের কোন ধর্মীয় ঐতিহ্যের অন্তর্গত? 
(A) মহানুভব 
(B) আজিবিকা 
(C) আলভার 
(D) নয়নমার বা নয়নার

Q32. After Qutbuddin Aibak’s death, who among the following asserted independence in Sindh? 
(A) Bakhtiyar Khilji 
(B) Jalaluddin Mangarbarani 
(C) Ali Mardan 
(D) Qubacha 
Answer :  (D) Qubacha 

Q. কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর, নিম্নলিখিতদের মধ্যে কে সিন্ধুতে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? 
(A) বখতিয়ার খিলজি 
(B) জালালউদ্দিন মঙ্গারবারানি 
(C) আলী মর্দান 
(D) কুবাছা
Q33. Who among the following historians said that the Kakatiya king Prataparudra marks the beginning of two different state systems in the Deccan? 
(A) Richard Eaton 
(B) John F. Richards 
(C) Kenneth R. Hall 
(D) Stewart Gordon
Answer : (A) Richard Eaton 

Q. নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে বলেছেন যে কাকতীয় রাজা প্রতাপরুদ্র দাক্ষিণাত্যে দুটি ভিন্ন রাষ্ট্র ব্যবস্থার সূচনা করেছিলেন? 
(A) রিচার্ড ইটন 
(B) জন এফ. রিচার্ডস 
(C) কেনেথ আর হল 
(D) স্টুয়ার্ট গর্ডন

Q34. Why is Iltutmish regarded as the first independent Muslim sovereign of India? 
(A) He had the khutba read in his name 
(B) He defeated all his opponents 
(C) He was officially designated as Sultan by Aibak 
(D) He was given a letter of investiture by the Caliph 
Answer : (D) He was given a letter of investiture by the Caliph 

Q. কেন ইলতুৎমিশকে ভারতের প্রথম স্বাধীন মুসলিম সার্বভৌম হিসাবে গণ্য করা হয়? 
(A) তিনি তার নামে খুৎবা পাঠ করেছিলেন 
(B) তিনি তার সমস্ত প্রতিপক্ষকে পরাজিত করেছিলেন 
(C) তাকে আইবক কর্তৃক আনুষ্ঠানিকভাবে সুলতান হিসাবে মনোনীত করা হয়েছিল 
(D) খলিফা কর্তৃক তাকে তদন্তের একটি চিঠি দেওয়া হয়েছিল

Q35. The three most important items of trade in the intra-Asian network were―
(A) Silk, cotton cloth and pepper 
(B) Gold, silver and horses 
(C) Cotton cloth, pepper, and horses 
(D) Pepper, silk and horses
Answer : (C) Cotton cloth, pepper, and horses 

Q. আন্তঃ-এশীয় নেটওয়ার্কে বাণিজ্যের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম ছিল―
(A) সিল্ক, সুতি কাপড় এবং মরিচ 
(B) সোনা, রূপা এবং ঘোড়া 
(C) সুতি কাপড়, মরিচ এবং ঘোড়া 
(D) মরিচ, সিল্ক এবং ঘোড়া

Page No :  1 | 2 |  3 | 4 |  5

Tags : concepts,ugc net concepts,#concepts #ideas #history,ideas,terms,net concepts,ugc net ideas,ugc net terms,history ideas,history terms,difference between republic and monarchy,nta net history concepts by soni kumari,history concepts explained by soni kumari,maktab and madrasah upsc,colonialism and imperialism

No comments

Hi Welcome ....