স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি। বিষয় - ভূগোল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট - ৪ ১৩১. " Profile is vertical section...
স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি। বিষয় - ভূগোল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট - ৪
১৩১. "Profile is vertical section of soil from surface to parent material” উক্তিটি কোন বিজ্ঞানীর?
Ⓐ ডকুচেভ
Ⓑ মিলনে
Ⓒ জেনি
Ⓓ ডারউইন
Ans. Ⓐ ডকুচেভ
১৩২. কোন প্রক্রিয়ায় মৃত্তিকার হিউমাস গঠিত হয়?
Ⓐ হিউমিফিকেশন
Ⓑ পডজলাইজেশন
Ⓒ ক্যালসিফিকেশন
Ⓓ স্যালিনাইজেশন
Ans. Ⓐ হিউমিফিকেশন
১৩৩. নরম কাদা জাতীয় শিলার সাহায্যে তৈরী হওয়া স্বল্পস্থায়ী প্রবাহগুলি কী নামে পরিচিত?
Ⓐ র্যাভাইন
Ⓑ গালি
Ⓒ রিল
Ⓓ সিট
Ans. Ⓒ রিল
১৩৪. জলের লবণতার জন্য সমুদ্রের জলের স্ফুটনাংক আপেক্ষিক ভাবে—
Ⓐ স্বাদুজলের তুলনায় কম
Ⓑ স্বাদু জলের তুলনায় বেশি
Ⓒ স্বাদু জলের তুলনায় সমান থাকে
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans. Ⓑ স্বাদু জলের তুলনায় বেশি
১৩৫. কুরোশিয়ো স্রোত প্রবাহিত হয়?
Ⓐ জাপানের দক্ষিণ উপকূল দিয়ে
Ⓑ জাপানের পশ্চিমে উপকূল দিয়ে
Ⓒ জাপানের পূর্ব উপকূল দিয়ে
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans. Ⓒ জাপানের পূর্ব উপকূল দিয়ে
১৩৬. এক নটিক্যাল মাইল কত ফুটের সমান?
Ⓐ 5,060 ফুট
Ⓑ 5,280 ফুট
Ⓒ 6,060 ফুট
Ⓓ 6,080 ফুট
Ans. Ⓓ 6,080 ফুট
Explain : নটিক্যাল মাইল হল সমুদ্রের দূরত্ব পরিমাপের একক। 6080 ফুট বা 1852 মিটারের একটি নির্বিচারে মান এক নটিক্যাল মাইলের দৈর্ঘ্য হিসাবে গৃহীত হয়। এই ভালভ IHO দ্বারা সেট করা হয় (আন্তর্জাতিক হাইগ্রোস্কোপিক সংস্থা)।
১৩৭. ডায়াটম অঞ্চলটির বিস্তৃতি দেখা যায়?
Ⓐ নিম্ন অক্ষাংশে
Ⓑ নিরক্ষীয় অঞ্চলে
Ⓒ উচ্চ অক্ষাংশে
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans. Ⓒ উচ্চ অক্ষাংশে
১৩৮. আটলান্টিক মহাসাগরের তলদেশে আবৃত রয়েছে সেই অবক্ষেপ দ্বারা তা হল—
Ⓐ রেডিও ল্যারিয়েন কর্দম
Ⓑ গ্লোবিজারিনা কদম
Ⓒ টেরোপড কর্দম
Ⓓ উপরের কোনোটিই নয়
Ans. Ⓑ গ্লোবিজারিনা কদম
১৩৯. সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত গরম ও শুষ্ক ধূলিকণাপূর্ণ বায়ু হল—
Ⓐ সিরোক্কো
Ⓑ চিনুক
Ⓒ ফন
Ⓓ আঁধি
Ans. Ⓐ সিরোক্কো
১৪০. “ভূ-দৃশ্যাবলী হল গঠন, প্রক্রিয়া ও অবস্থার অপেক্ষক।”—উক্তিটি কার?
Ⓐ এল. সি. কিং
Ⓑ হুমবোল্ড
Ⓒ ডব্লু. এম. ডেভিস
Ⓓ কেপলার
Ans. Ⓒ ডব্লু. এম. ডেভিস
১৪১. প্রস্তরময় মরুভূমিকে কি বলে?
Ⓐ আর্গ
Ⓑ ট্যালাস
Ⓒ রেগ
Ⓓ হামাদা
Ans. Ⓓ হামাদা
১৪২. প্রথম আন্তর্জাতিক মেঘ মানচিত্রাবলি উপস্থাপনা করা হয়—
Ⓐ 1796 সালে
Ⓑ 1895 সালে
Ⓒ 1896 সালে
Ⓓ 1996 সালে
Ans. Ⓒ 1896 সালে
১৪৩. ‘সিরাস’ কোন ধরনের মেঘ?
Ⓐ মাঝারি
Ⓑ উঁচু
Ⓒ নীচু
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓑ উঁচু
১৪৪. স্ট্রাবোর রচিত পুস্তকটির নাম?
Ⓐ গেস পিরিওডস
Ⓑ দি রিপাবলিক
Ⓒ জিওগ্রাফিয়া
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓒ জিওগ্রাফিয়া
১৪৫. ‘Geographia' পুস্তকে মোট খণ্ড রয়েছে?
Ⓐ 9টি খণ্ড
Ⓑ 11টি খণ্ড
Ⓒ 15টি খণ্ড
Ⓓ 17টি খণ্ড
Ans. Ⓓ 17টি খণ্ড
১৪৬. ওজোন গ্যাসের ঘনত্ব মাপক যন্ত্রটির নাম কী?
Ⓐ স্পেক্ট্রোব্যারোমিটার
Ⓑ স্পেক্ট্রোফটোমিটার
Ⓒ স্পেক্ট্রোলাইটোমিটার
Ⓓ স্পেক্ট্রোওজনোমিটার
Ans. Ⓑ স্পেক্ট্রোফটোমিটার
১৪৭. রামধনু দেখা যায়—
Ⓐ সিরাস মেঘে
Ⓑ সিরোস্ট্র্যাটাস মেঘে
Ⓒ অল্টোস্ট্র্যাটাস মেঘে
Ⓓ সিরোকিউমুলাস মেঘে
Ans. Ⓑ সিরোস্ট্র্যাটাস মেঘে
১৪৮. ‘সৌভ্রাতৃত্ব' কোন ধরনের সম্পদের উদাহরণ?
Ⓐ মানবিক
Ⓑ ব্যক্তিগত
Ⓒ সামাজিক
Ⓓ সাংস্কৃতিক
Ans. Ⓓ সাংস্কৃতিক
১৪৯. কোন আলোচনায় গৃহীত হয় যে, “মানুষের জন্যই সম্পদের উপাদান। কারণ মানুষ হলো সম্পদের উপভোক্তা।'
Ⓐ বসুন্ধরা সম্মেলন
Ⓑ এনসাইক্লোপিডিয়া অফ সোস্যাল সায়েন্সেস্
Ⓒ ইউনাইটেড নেশন্স্ ওয়ার্ল্ড ইকনিমক্ সার্ভেতে
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓒ ইউনাইটেড নেশন্স্ ওয়ার্ল্ড ইকনিমক্ সার্ভেতে
১৫০. "Rain follows the Sun" কাকে বলা হয়?
Ⓐ মৌসুমী জলবায়ুকে
Ⓑ মেরু জলবায়ুকে
Ⓒ নিরক্ষীয় জলবায়ুকে
Ⓓ ভূমধ্য সাগরীয় জলবায়ুকে
Ans. Ⓒ নিরক্ষীয় জলবায়ুকে
১৫১. ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবক্তা ছিলেন?
Ⓐ হ্যাডলি
Ⓑ পলম্যান
Ⓒ রসবী
Ⓓ বাইস ব্যালট
Ans. Ⓑ পলম্যান
Explain : ত্রিকোষীয় সংবহন মডেলের প্রবক্তা হলেন পলম্যান (১৯৫১)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় বায়ুপ্রবাহ সম্পর্কে বিভিন্ন তথ্যের প্রাপ্যতা এই ত্রি-কোশীয় সংবহন মডেল বা Tri-cellular Model এর বিকাশে সাহায্য করেছে। এই ত্রি-কোশীয় সংবহন মডেলের মূল বক্তব্য হল - সমগ্র পৃথিবীব্যাপী বায়ুচাপ বলয় গুলির উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক ভাবে সারা বছর ধরে যেমন নিয়ত বায়ু প্রবাহিত হয়ে থাকে ঠিক তেমনি বায়ুমণ্ডলীয় তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য ভূপৃষ্ঠের ওপরে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার বরাবর দ্রাঘিমারেখার সমান্তরালে বায়ু প্রবাহিত হয়ে থাকে। এভাবে বায়ুর অনুভূমিক ও উল্লম্ব সঞ্চালন একত্রে তিনটি কোশ গঠন করে সারা পৃথিবীব্যাপী চক্রাকারে আবর্তিত হতে থাকে। একেই ত্রি-কোশীয় সংবহন মডেল বলা হয়ে থাকে। ত্রি-কোশীয় সংবহন মডেলের কোশ তিনটি : ১) ক্রান্তীয় বা হ্যাডলি কোশ ২) ফেরেল কোশ ও ৩) মেরু কোশ।
১৫২. পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয় নিম্নলিখিত কোন কারণের জন্য?
Ⓐ বিকিরণ
Ⓑ ঘনীভবন
Ⓒ সঞ্চালন
Ⓓ সূর্যরশ্মির তাপীয় ফল
Ans. Ⓐ বিকিরণ
১৫৩. কোন অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসঙ্গে কাজ করে?
Ⓐ উষ্ণ-আর্দ্র অঞ্চলে
Ⓑ মেরু অঞ্চলে
Ⓒ মরু অঞ্চলে
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓐ উষ্ণ-আর্দ্র অঞ্চলে
১৫৪. অতিশয় লবণাক্ত প্লায়াকে কি বলে?
Ⓐ খাবারি
Ⓑ বোলসন
Ⓒ স্যালিনা
Ⓓ ওয়াদি
Ans. Ⓒ স্যালিনা
১৫৫. কোন মরুভূমির প্রসার রোধ করার জন্য 'গ্রেট গ্রিন ওয়াল' অরণ্য প্রাচীরটি নির্মাণ করা হয়েছে?
Ⓐ আটাকামা
Ⓑ সাহারা
Ⓒ প্যাটাগোনিয়া
Ⓓ সোনেরান
Ans. Ⓑ সাহারা
১৫৬. কোন ভূমিরূপটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না?
Ⓐ নিক পয়েন্ট
Ⓑ উপত্যকা মধ্য উপত্যকা
Ⓒ নদীমঞ্চ
Ⓓ পলল শঙ্কু
Ans. Ⓓ পলল শঙ্কু
Explain : পার্বত্য অঞ্চলের পরে সমভূমি প্রবাহের শুরুতে নদী উপত্যকায় বিভিন্ন আকৃতির শিলাখন্ড অবক্ষেপিত হয়ে তিনকোণা অর্থাৎ শঙ্কুর মত আকৃতির ভুমিরূপ সৃষ্টি হলে তাকে পলল শঙ্কু (Alluvial Cone) বলে। যেমন : হিমালয়ের পাদদেশে এরূপ অসংখ্য পলল শঙ্কু দেখা যায়। কাশ্মীর হিমালয়ের জাসকর, দ্রাগ, অ্যাস্টর, শিয়ক, শিগার প্রভৃতি নদীতে অনেক পলল শঙ্কু দেখা যায়।
১৫৭. ‘ফেচ্’ কথাটি কোন কার্যের সাথে যুক্ত?
Ⓐ হিমবাহের কার্য
Ⓑ সমুদ্রের কার্য
Ⓒ নদীর কার্য
Ⓓ বায়ুর কার্য
Ans. Ⓑ সমুদ্রের কার্য
১৫৮. 'Block Disintegration' কোন শিলায় সংগঠিত হয়?
Ⓐ চুনাপাথর
Ⓑ গ্রানাইট
Ⓒ মার্বেল
Ⓓ বেলেপাথর
Ans. Ⓓ বেলেপাথর
১৫৯. জল জমে বরফে পরিণত হলে আয়তনে কত শতাংশ বেড়ে যায়?
Ⓐ 6 শতাংশ
Ⓑ 8 শতাংশ
Ⓒ 10 শতাংশ
Ⓓ 12 শতাংশ
Ans. Ⓒ 10 শতাংশ
১৬০. 'Present is the key to the past' ধারণাটি কে দিয়েছেন?
Ⓐ জেমস হাটন
Ⓑ পাওয়েল
Ⓒ গিলবার্ট
Ⓓ ডব্লিউ ডি থর্নবেরী
Ans. Ⓐ জেমস হাটন
No comments
Hi Welcome ....