স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি। বিষয় - ভূগোল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট - ১
স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি। বিষয় - ভূগোল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট - ১
১. মহীসঞ্চরণ মতবাদ কোন বিজ্ঞানী তত্ত্ব আকারে প্রকাশ করেন?
Ⓐ ইমানুয়েল কান্ট
Ⓑ ওয়েগনার
Ⓒ টেলর
Ⓓ বেনথস
Ans. Ⓑ ওয়েগনার
Explain : 1912 সালে আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ তত্ত্বের পূর্ণাঙ্গ ভাবনার অবতারণা করেন।
তাঁর মতে, প্রায় 30
কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটিমাত্র ভূখণ্ড হিসেবে অবস্থান করত, যার
নাম প্যানজিয়া এবং প্যানজিয়াকে ঘিরে একটিমাত্র সমুদ্র অবস্থান করত, যার নাম
প্যানথালাসা। পরবর্তী সময়ে এই সুবিশাল প্যানজিয়া অনেকগুলি খণ্ডে ভেঙে যায়
এবং বিভিন্ন দিকে সারিত হয়। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক (SIAL) বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক (SIMA)-এর ওপর সঞ্চারিত হতে শুরু করে। বিভিন্ন দিকে মহাদেশগুলির এই স্থানান্তর বা
চলনকে ওয়েগনার তাঁর তত্ত্বে মহীসঞ্চরণ নামে অভিহিত করেন।
২. অ্যাসথেনোস্ফিয়ারের উপর ভাসমান রয়েছে কোন স্তরটি?
Ⓐ গুরুমন্ডল
Ⓑ কেন্দ্রমন্ডল
Ⓒ জীবমন্ডল
Ⓓ শিলামন্ডল
Ans. Ⓓ শিলামন্ডল
Explain : ভূত্বকের মতো গুরুমন্ডলের উপরের সামান্য পরিমান অংশ শীতল ও কঠিন প্রকৃতির হয়।
তাই গুরুমন্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত মহাদেশীয় স্থলভাগ ও মহাসাগরীয়
স্থলভাগের সমষ্টিকে শিলামন্ডল বলে। শিলামন্ডলের গভীরতা ১০০ কিমি পর্যন্ত হয়ে
থাকে। শিলামণ্ডল গুলি একত্রিত অবস্থায় না থেকে খন্ডিত অবস্থায় অবস্থান করে, যা
পাত বা প্লেটের সৃষ্টি করে।
৩. ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন চ্যুতির উদাহরণ?
Ⓐ পরিখা চ্যুতি
Ⓑ অনুলোম চ্যুতি
Ⓒ সোপান চ্যুতি
Ⓓ আয়াম স্খলন চ্যুতি
Ans. Ⓒ সোপান চ্যুতি
৪. দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষ সীমানায় কোনটি অনুপস্থিত—
Ⓐ গ্রস্ত উপত্যকা
Ⓑ গভীর সমুদ্রখাত
Ⓒ গভীর কেন্দ্রবিশিষ্ট ভূমিকম্পের কেন্দ্রস্থল
Ⓓ বৃত্তচাপীয় দ্বীপমালা
Ans. Ⓐ গ্রস্ত উপত্যকা
Explain : দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয়, তাকে
গ্রস্ত উপত্যকা বলে। উদাহরণ— ভারতের নর্মদা ও দামোদর নদী উপত্যকা এবং ফ্রান্সের
ভোজ পর্বত ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতের মধ্যবর্তী রাইন নদী উপত্যকা হল
গ্রস্ত উপত্যকার উদাহরণ।
৫. হ্যারি হেসের হিসাব অনুযায়ী সমুদ্র তলদেশের বিস্তারের হার বছরে কত?
Ⓐ ২ মিটার
Ⓑ ২ সেমি
Ⓒ ২ ডেসিমি
Ⓓ ১২ ডেসিমি
Ans. Ⓑ ২ সেমি
৬. এম. মরিসওয়া কত সালে মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রককে দুই ভাগে ভাগ
করেন?
Ⓐ ১৯৫৮ সালে
Ⓑ ১৯৬৮ সালে
Ⓒ ১৯৬০ সালে
Ⓓ ১৯৭৮ সালে
Ans. Ⓑ ১৯৬৮ সালে
৭. Biosphere শব্দের অর্থ?
Ⓐ বায়ুমণ্ডল
Ⓑ উদ্ভিদমণ্ডল
Ⓒ জলমণ্ডল
Ⓓ জীবমণ্ডল
Ans. Ⓓ জীবমণ্ডল
Explain : পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চল গুলিকে একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা
হয়। বিজ্ঞানী জোনাথান টার্ক এর মতে পৃথিবী ও তার বায়ু মণ্ডলের যে অংশ প্রান
ধারনের উপযুক্ত তাকে জীবমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবী ও তার বায়ুমণ্ডলে যেখানে
প্রানের স্ফুলন ঘটে, সেই অংশটি হল জীবমণ্ডল। এককথায় জীবমণ্ডল একটি সামগ্রিক
এলাকা। পৃথিবীর জল, মাটি, বাতাস যেখানেই প্রানের অস্তিত্ব আছে, তা জীবমণ্ডলের
অন্তর্গত।
৮. 'বায়োম হল পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক'- কে বলেছেন?
Ⓐ সিমসন
Ⓑ স্মিথ
Ⓒ টেলর
Ⓓ হেনরি জর্জ
Ans. Ⓐ সিমসন
৯. বায়ুদূষণের ফলে মানবদেহে কোন রোগ হয়?
Ⓐ ফুসফুসে ক্যান্সার
Ⓑ হাতের বিকৃতি
Ⓒ হৃদরোগ
Ⓓ কোনটিই নয়
Ans. Ⓐ ফুসফুসে ক্যান্সার
১০. শক্তি পরিবেশে উন্মুক্ত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে, এই বিশৃঙ্খল
অবস্থাকে কি বলে?
Ⓐ পরিবেশ অবনমন
Ⓑ ধোঁয়াশা
Ⓒ এনট্রপি
Ⓓ কোনটিই নয়
Ans. Ⓒ এনট্রপি
Explain : কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাপকে এনট্রপি (Entropy) বলে। ইংরেজিতে বলা হয়, “Entropy is a measure of disorderliness”. বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে উপলব্ধি করেন
যে, সমোষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে, তেমন রুদ্ধতাপ
প্রক্রিয়ায় (thermodynamic process) বস্তুর ‘কোনো কিছু’ স্থির থাকে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর সঙ্গে যখন
পরিপার্শ্বের কোনো তাপ আদান-প্রদান হয় না, তখন বস্তুর যে তাপীয় ধর্ম অপরিবর্তিত
থাকে ক্লাসিয়াস তার নাম দেন এনট্রপি।
১১. নর্থ সাউথ বিতর্ক দেখা দিয়েছিল—
Ⓐ উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে
Ⓑ উন্নতদেশগুলির মধ্যে
Ⓒ উন্নয়নশীল দেশগুলির মধ্যে
Ⓓ উপরের সবগুলি ঠিক
Ans. Ⓐ উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে
১২. দূর্যোগ কয় প্রকার?
Ⓐ ২ প্রকার
Ⓑ ৩ প্রকার
Ⓒ ৪ প্রকার
Ⓓ ৫ প্রকার
Ans. Ⓐ ২ প্রকার
১৩. সমস্থিতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন মার্কিন ভৌগোলিক?
Ⓐ লুইস বার্গ
Ⓑ প্র্যাট
Ⓒ ডাটন
Ⓓ এইরি
Ans. Ⓒ ডাটন
১৪. কোনটি রাসায়নিক আবহবিকারের নিয়ন্ত্রক নয়?
Ⓐ হাইড্রোজেন আয়নের পরিমাণ (PH)
Ⓑ রেডোক্স পোটেনশিয়াল
Ⓒ তাপের কুপরিবাহিতা
Ⓓ আয়নিক পোটেনশিয়াল
Ans. Ⓒ তাপের কুপরিবাহিতা
১৫. বস্তুপুঞ্জের ঘর্ষণে ভূ-গাত্রের ক্ষয়কে বলে—
Ⓐ পুঞ্জিত ক্ষয়
Ⓑ নগ্নিভবন
Ⓒ ক্ষয়িভবন
Ⓓ আবহবিকার
Ans. Ⓐ পুঞ্জিত ক্ষয়
Explain : অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণবিচূর্ণ
শিলারাশি ধীর গতিতে ভূমির ঢাল বরাবর উপর থেকে নিচে নেমে আসার প্রক্রিয়াকে
পুঞ্জিত ক্ষয় বলে।
১৬. চারদিকে ঢাল সম্পন্ন শঙ্কু আকৃতির সঞ্চয়জাত পাহাড় তৈরি হয়?
Ⓐ ক্ষারকীয় লাভা দ্বারা
Ⓑ শঙ্কু আকৃতির লাভা দ্বারা
Ⓒ আম্লিক লাভা দ্বারা
Ⓓ মধ্যবর্তী লাভা দ্বারা
Ans. Ⓒ আম্লিক লাভা দ্বারা
১৭. ঢালের বিবর্তন সম্পর্কে ইয়ং যে বইতে তার মতবাদ প্রকাশ করেন সেটির নাম
কী?
Ⓐ Mountain
Ⓑ Slope
Ⓒ Angle
Ⓓ Relief
Ans. Ⓑ Slope
১৮. তুষার কঠিন বরফে পরিণত হতে কত বছর সময় লাগে?
Ⓐ ৫-১০ বছর
Ⓑ ১০-৭০ বছর
Ⓒ ৫-৫০ বছর
Ⓓ ৫-৮০ বছর
Ans. Ⓒ ৫-৫০ বছর
১৯. চুনাপাথর গঠিত অঞ্চলে লাল কর্দমাক্ত মৃত্তিকাকে বলা হয়?
Ⓐ চারনোজেম
Ⓑ সিরোজেম
Ⓒ টেরারোসা
Ⓓ ল্যাটেরাইট
Ans. Ⓒ টেরারোসা
Explain : টেরা-রোসা [Terra-Rossa] হল ইতালীয় ভাষার শব্দ। ‘টেরা’ মানে হল ‘লাল’ এবং ‘রোসা’ মানে ‘মাটি’। অর্থাৎ
চুনাপাথর অঞ্চলের লৌহমিশ্রিত লাল বর্ণের এক প্রকারের কাদা মাটিকে বলা হয়
টেরা-রোসা। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এ ধরনের মাটি বেশি দেখা যায়।
এই মাটি সৃষ্টির মূল কারণ হল- স্বল্প থেকে মধ্যম ঢালবিশিষ্ট চুনাপাথর
অঞ্চলে কার্বনিক অ্যাসিড যুক্ত জল দ্রবণের মাধ্যমে ভূপৃষ্ঠে আবরণ সৃষ্টি করে।
যার বর্ণ হয় লাল এবং আবরণ হয় আম্লিক কাদাবিশিষ্ট। ক্রান্তীয় এবং উপক্রান্তীয়
অঞ্চলে এ ধরনের ভূ-ভাগ দেখতে ল্যাটারাইট মাটির মত হয়। টেরা-রোসার স্তর কয়েক
মিটার থেকে কয়েক শত মিটার পর্যন্ত পুরু হয়ে থাকে।
২০. সংকীর্ণ অর্থে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথড কার উপর নির্ভরশীল?
Ⓐ ডেটা
Ⓑ চিত্র
Ⓒ ইনফরমেশান
Ⓓ কোনটিই নয়
Ans. Ⓐ ডেটা
২১. ভারতীয় স্যাটেলাইট লঞ্চ ভেইক্যাল এর সাহায্যে প্রথম উপস্থাপিত
স্যাটেলাইটের নাম কী?
Ⓐ IRSAT-2C
Ⓑ IRS-1B
Ⓒ INSAT-3E
Ⓓ IRS-1A
Ans. Ⓓ IRS-1A
Explain : IRS-1A, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট-1A, দেশীয় অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইটের সিরিজের প্রথম, 17 মার্চ 1988
সালে বাইকোনুরের সোভিয়েত কসমোড্রোম থেকে একটি মেরু সূর্য-সিঙ্ক্রোনাস কক্ষপথে
সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।
২২. নিম্নলিখিত কোন স্যটেলাইটটি OCEANSAT-1 নামে পরিচিত?
Ⓐ IRS-P4
Ⓑ INSAT-3E
Ⓒ IRS-1A
Ⓓ INSAT-2C
Ans. Ⓐ IRS-P4
Explain : Oceansat-1 বা IRS-P4
ছিল প্রথম ভারতীয় উপগ্রহ যা মূলত সমুদ্রের অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা
হয়েছিল। এটি ভারতীয় রিমোট সেন্সিং প্রোগ্রাম স্যাটেলাইট সিরিজের একটি অংশ
ছিল। স্যাটেলাইটটিতে একটি মহাসাগরের রঙ মনিটর এবং একটি মাল্টি-ফ্রিকোয়েন্সি
স্ক্যানিং মাইক্রোওয়েভ রেডিওমিটার সমুদ্র সংক্রান্ত গবেষণার জন্য
রয়েছে।
২৩. WIFS এর সম্পূর্ণ নাম?
Ⓐ ওয়াইল্ড লাইফ ইনফরমেশান সিস্টেম
Ⓑ ওয়াইড ফিল্ড সেন্সর
Ⓒ ওয়াইড ফিল্ড স্ক্যানার
Ⓓ কোনটিই নয়
Ans. Ⓑ ওয়াইড ফিল্ড সেন্সর
Explain : WiFS
(ওয়াইড ফিল্ড-অফ-ভিউ সেন্সর) ছিল একটি উপগ্রহ-জনিত সেন্সর যা বিশ্বব্যাপী
সমুদ্রের জৈবিক তথ্য সংগ্রহ করার জন্য ডিজাইন করা হয়েছে। সেপ্টেম্বর 1997 থেকে ডিসেম্বর 2010
পর্যন্ত সক্রিয়, এর প্রাথমিক লক্ষ্য ছিল সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন
(অণুবীক্ষণিক উদ্ভিদ) দ্বারা উত্পাদিত ক্লোরোফিলের পরিমাণ নির্ধারণ করা।
২৪. ন্যাপ সৃষ্টির সময় প্রাচীনশিলা বিচ্ছিন্ন হয়ে নবীন শিলার ওপর পতিত হলে
তাকে কি বলে?
Ⓐ বহিঃস্থ স্তর
Ⓑ কৌণিক স্তর
Ⓒ মধ্যবর্তী স্তর
Ⓓ অন্তঃস্থ স্তর
Ans. Ⓓ অন্তঃস্থ স্তর
২৫. অধোভঙ্গের মধ্য দিয়ে সর্বপ্রথম যে নদী প্রবাহিত হয় সেটি হল—
Ⓐ অনুগামী নদী
Ⓑ বিপরা নদী
Ⓒ লম্ব অনুগামী নদী
Ⓓ পরবর্তী নদী
Ans. Ⓐ অনুগামী নদী
২৬. পেরিডোরাইট রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
Ⓐ টাফ
Ⓑ নিস
Ⓒ ম্যাগনেশিয়াম
Ⓓ ব্যাসল্ট
Ans. Ⓒ ম্যাগনেশিয়াম
২৭. পরিচলন স্রোত তত্ত্বের প্রবর্তক কে?
Ⓐ কোবার
Ⓑ আর্থার হোমস্
Ⓒ পার্কার
Ⓓ পিচো
Ans. Ⓑ আর্থার হোমস্
২৮. সিসমোগ্রাফ যন্ত্রটির উদ্ভাবন করেন?
Ⓐ জন মিলনে, 1880
Ⓑ ইগেন, 1828
Ⓒ এবারহার্ট রুডলফ, 1880
Ⓓ কানোমারি, 1977
Ans. Ⓐ জন মিলনে, 1880
২৯. কোন ভূবিজ্ঞানী রিখটার স্কেলের সঙ্গে সিসমিক মোমেন্টের সম্পর্ক খুঁজে
পান?
Ⓐ ইগেন, 1828
Ⓑ এবারহার্ট রুডলফ, 1880
Ⓒ জন মিলনে, 1892
Ⓓ কানোমারি, 1977
Ans. Ⓓ কানোমারি, 1977
৩০. ছায়াবলয় কে গণনা করেন?
Ⓐ বেনো গুটেনবার্গ
Ⓑ ইগেন
Ⓒ জন মিলনে
Ⓓ উপরের কেউই নন
Ans. Ⓐ বেনো গুটেনবার্গ
৩১. ব্যাসল্টিক ম্যাগমা কী প্রকৃতির?
Ⓐ আম্লিক
Ⓑ প্রশম
Ⓒ ক্ষারকীয়
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓒ ক্ষারকীয়
৩২. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অবস্থিত?
Ⓐ ভিয়েতনামে
Ⓑ ইন্দোনেশিয়ায়
Ⓒ থাইল্যান্ডে
Ⓓ মালয়েশিয়ায়
Ans. Ⓑ ইন্দোনেশিয়ায়
৩৩. সিল শিলার গঠনতলের সঙ্গে কীভাবে অবস্থান করে?
Ⓐ সমান্তরালভাবে
Ⓑ উল্লম্বভাবে
Ⓒ তির্যকভাবে
Ⓓ সমান্তরাল ও উল্লম্বভাবে
Ans. Ⓐ সমান্তরালভাবে
৩৪. ব্যাসল্টিক ম্যাগমায় সিলিকার পরিমাণ—
Ⓐ 50 শতাংশ
Ⓑ 52 শতাংশ
Ⓒ 55 শতাংশ
Ⓓ 60 শতাংশ
Ans. Ⓐ 50 শতাংশ
৩৫. কোনটি ভারতের সর্বাধিক জোয়ার উৎপাদনকারী রাজ্য?
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ রাজস্থান
Ans. Ⓓ রাজস্থান
৩৬. ভারতের প্রধান তৈলবীজ হল—
Ⓐ তিল
Ⓑ রেডিসিটা
Ⓒ চীনাবাদাম
Ⓓ রেডি
Ans. Ⓒ চীনাবাদাম
৩৭. চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ গুজরাট
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ কর্ণাটক
Ans. Ⓑ গুজরাট
৩৮. রাগী চাষ জনপ্রিয় কোন রাজ্যে?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ তামিলনাড়ু
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ কৰ্ণাটক
Ans. Ⓓ কৰ্ণাটক
৩৯. Ramon peak কোথায় অবস্থিত?
Ⓐ মান্নার উপসাগর
Ⓑ বঙ্গোপসাগর
Ⓒ আরবসাগর
Ⓓ আন্দামান ও নিকোবর
Ans. Ⓒ আরবসাগর
Explain : আরব সাগরে অবস্থিত একটি সাবমেরিন পর্বতশৃঙ্গের নাম রমন পিক।
৪০. মানুষের চোখের স্পেকট্রাল রেঞ্জ কত?
Ⓐ ০৩ - ০.৭ মাইক্রন
Ⓑ ০৪ - ০.৭ মাইক্রন
Ⓒ ০.৩ - ০.৯ মাইক্রন
Ⓓ ০.২ - ১.০ মাইক্রন
Ans. Ⓑ ০৪ - ০.৭ মাইক্রন
No comments
Hi Welcome ....