Class 8 History Chapter 1 | Class 8 History Chapter 1 Notes | অষ্টম শ্রেণি ইতিহাস ( অধ্যায় -১ ইতিহাসের ধারণা) 𖣠 সঠিক উত্তরটি নির্বাচন ...
Class 8 History Chapter 1 | Class 8 History Chapter 1 Notes | অষ্টম শ্রেণি ইতিহাস ( অধ্যায় -১ ইতিহাসের ধারণা)
𖣠 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)
১. রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় আমাদের ইতিহাসকে কী রকম মনে করতেন?
Ⓐ আকর্ষণীয়
Ⓑ মজার
Ⓒ কৌতূহলোদ্দীপক
Ⓓ একঘেয়ে
Answer : Ⓓ একঘেয়ে
২. প্রকৃতিগতভাবে ইতিহাস কীসের ওপর নির্ভরশীল?
Ⓐ প্রমাণ ও যুক্তি
Ⓑ যুগ বিভাগ
Ⓒ দুর্বোধ্যতা
Ⓓ গল্প
Answer : Ⓐ প্রমাণ ও যুক্তি
৩. কীরকম দৃষ্টিকোণের ওপর নির্ভর করে একজন ঐতিহাসিকের ইতিহাস রচনা করা জরুরি?
Ⓐ তথ্যপ্রমাণ সংগ্রহ না করে
Ⓑ অযৌক্তিকভাবে
Ⓒ একপেশেভাবে
Ⓓ সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে
Answer : Ⓓ সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে
৪. 'আধুনিক' শব্দটি কী থেকে এসেছে?
Ⓐ অধুনা' শব্দ থেকে
Ⓑ 'আধিভৌতিক' শব্দ থেকে
Ⓒ 'অধ্যয়ন' শব্দ থেকে
Ⓓ 'আধুনিকা' শব্দ থেকে
Answer : Ⓐ অধুনা' শব্দ থেকে
৫. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা বইটির নাম কী?
Ⓐ ইন্ডিকা
Ⓑ সোমেশ্বর
Ⓒ রাজাবলি
Ⓓ রাজতরঙ্গিনী
Answer : Ⓒ রাজাবলি
৬. ‘History of British India' বইটির লেখক কে?
Ⓐ জেমস মিল
Ⓑ টমসন ও গ্যারাট
Ⓒ আবুল ফজল
Ⓓ কলহন
Answer : Ⓐ জেমস মিল
৭. ঔরঙ্গজেব কবে মারা যান?
Ⓐ 1707 খ্রিস্টাব্দে
Ⓑ 1708 খ্রিস্টাব্দে
Ⓒ 1770 খ্রিস্টাব্দে
Ⓓ 1777 খ্রিস্টাব্দে
Answer : Ⓐ 1707 খ্রিস্টাব্দে
৮. দিল্লির সিংহাসনের প্রথম নারী শাসিকা কে ছিলেন?
Ⓐ নূরজাহান
Ⓑ বেগম হজরতমল
Ⓒ রাজিয়া
Ⓓ গুলবদন বেগম
Answer : Ⓒ রাজিয়া
৯. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কবে ‘রাজাবলি' বইটি লিখেছিলেন?
Ⓐ 1708 খ্রিস্টাব্দে
Ⓑ 1808 খ্রিস্টাব্দে
Ⓒ 1810 খ্রিস্টাব্দে
Ⓓ 1820 খ্রিস্টাব্দে
Answer : Ⓑ 1808 খ্রিস্টাব্দে
১০. জেমস মিল ইতিহাসকে ভাগ করেছেন?
Ⓐ তিন ভাগে
Ⓑ চার ভাগে
Ⓒ পাঁচ ভাগে
Ⓓ ছয় ভাগে
Answer : Ⓐ তিন ভাগে
১১. জেমস মিল ভারত ইতিহাসে ‘অন্ধকারময় যুগ' বলেছেন?
Ⓐ গুপ্ত যুগকে
Ⓑ মৌর্য যুগকে
Ⓒ মুসলিম যুগকে
Ⓓ ব্রিটিশ শাসনকালকে
Answer : Ⓒ মুসলিম যুগকে
১২. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার হলেন?
Ⓐ উইলিয়াম কোল্ট
Ⓑ উইলিয়াম ওয়েডারবার্ন
Ⓒ উইলিয়াম হাডসন
Ⓓ উইলিয়াম গিবসন
Answer : Ⓑ উইলিয়াম ওয়েডারবার্ন
𖣠 সংক্ষিপ্ত প্রশ্ন (মান - ২)
১. সাম্রাজ্যবাদ কাকে বলে?
➛ সাম্রাজ্যবাদ বা Imperialism (ইম্পিরিয়ালিজম) হল একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ অপর একটি দুর্বল দেশের উপর প্রভুত্ব করে এবং তাকে নিজের দখলে আনে, শক্তিশালী দেশ অধীনস্থ দুর্বল দেশের জনগণ ও সম্পদ সবকিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করে, সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলে।
২. উপনিবেশবাদ কাকে বলে?
➛ উপনিবেশবাদ বা Colonialism (কলোনিয়ালিজম) কথাটি এসেছে Colony কথাটি থেকে। যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে নিজের অধীনস্থ করে তখন এই অধীনস্থ ভূখণ্ডকে উপনিবেশ বলা হয়। উপনিবেশবাদ সম্পর্কে Encyclopedia of Social Science-এ বলা হয়েছে যে, অন্য ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে সেখানকার অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হল উপনিবেশবাদ।
৩. জাতীয়তাবাদ কাকে বলে?
➛ জাতীয়তাবাদ হল একটি মানসিক অনুভূতি। একটি জনসমাজের মধ্যে বংশ, ভাষা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি কোনো এক বা একাধিক কারণে একাত্মবোধ সৃষ্টি হলে এবং ওই একাত্মবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে, তাকে জাতীয়তাবাদ বলে।
৪. ইতিহাসের উপাদান কাকে বলে? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান প্রসঙ্গে আলোচনা করো।
➛ ইতিহাসের উপাদান : যেসমস্ত প্রামাণ্য তথ্য থেকে ইতিহাস রচনা করা হয় তাকে ইতিহাসের উপাদান বলে। ইতিহাসের উপাদনগুলি সাধারণত প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক—এই দুটি ভাগে বিভক্ত ।
➛ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান : আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য যেসমস্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বই, ছবি, কাগজপত্র, প্রশাসনিক তথ্য, ডায়ারি, চিঠি, জমি বিক্রির দলিল, আত্মজীবনী ইত্যাদি।
৫. আত্মজীবনী কাকে বলে?
➛ নিজের জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনাবলি কোনো ব্যক্তি যদি নিজেই লিপিবদ্ধ করেন তবে তাকে আত্মজীবনী বলে। যেমন-বাবরনামা।
✱ অষ্টম শ্রেণি ইতিহাস (অতীত ও ঐতিহ্য)
✱ প্রথম অধ্যায় : ১. ইতিহাসের ধারণা
✱ ভিডিও লেকচার ক্লাস - ০১
No comments
Hi Welcome ....