❐ আরো পড়ুনঃ B.ED 1st Sem Study Notes Page - 1 79. প্রক্ষেপণ অভীক্ষা কী? ➛ সাধারণ প্রক্ষেপণ বলতে বোঝায় কোনো বিষয়ের উপস্থাপনাকে। ব্যক্...
❐ আরো পড়ুনঃ
79. প্রক্ষেপণ অভীক্ষা কী?
➛ সাধারণ প্রক্ষেপণ বলতে বোঝায় কোনো বিষয়ের উপস্থাপনাকে। ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যক্তির অবচেতন মনের প্রক্ষোভ, জটিলতা, সমস্যা, চাহিদা ইত্যাদি অন্যান্যদের সান্য উপস্থাপনকেই প্রক্ষেপণ বা Projection বলা হয়। যেমন—ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ভয়, সন্দেহ, মনোভাব,ব্যক্তির অবচেতন মনের বিভিন্ন যোগ্যতা ইত্যাদির পরিমাপক হিসেবে প্রক্ষেপণ অভীক্ষা ব্যবহার করা হয়।
80. রেটিং স্কেল কী?
➛ ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল রেটিং স্কেল। ব্যক্তিকে পর্যবেক্ষন করার পর তার বিশেষ বৈশিষ্ট্যের মাত্রা কীরূপ তা বোঝানোর জন্য এই পদ্ধতির ব্যবহার করা হয়। এর সাহায্যে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে অন্যান্যদের মতামত জানা যায়। প্রকৃত অর্থে Rating হল কোনো অবস্থা, বিষয়, বৈশিষ্ট্য বা গুণাগুণের ভিত্তিতে মতবাদ বা Judgement.
81. পঞ্চ উপাদান তত্ত্বগুলি কী কী?
➛ পঞ্চ উপাদান তত্ত্বে ৫টি উপাদান বিদ্যমান। সেগুলি হল—
T — O মুক্ত অভিজ্ঞতা বনাম বন্ধ অভিজ্ঞতা।
R — C নৈতিকতা বনাম অনৈতিকতা।
A — E বহির্মুখিতা বনাম অন্তর্মুখিতা
I — A গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব।
T— N নিউরোটিসিজম বনাম আবেগসাম্যতা।
82. ব্যক্তিবৈষম্যের সংজ্ঞা লিখুন।
Or, ব্যক্তিবৈষম্য কী?
➛ ব্যক্তিবৈষম্যের সংজ্ঞায় Plato বলেছেন – “কোনো দুজন ব্যক্তি সম্পূর্ণ একইরকমভাবে জন্মায় না। প্রকৃতিগতভাবেই একজন অন্য কারও থেকে আলাদা হয়; একজন কোনো একটি পেশার জন্য উপযুক্ত এবং অন্য কেউ অন্য কোনো পেশার জন্য উপযুক্ত।”
83. ব্যক্তিত্ব বলতে কী বোঝেন ?
➛ ব্যক্তিত্ব হল মানুষের অভ্যন্তরীণ এমন কিছু বৈশিষ্ট্য, যা প্রত্যেক ব্যক্তির বিরাজমান এবং এই বৈশিষ্ট্যের করণেই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অন্যদের থেকে হিসেবে চিহ্নিত করা যায়। মনোবিদ আলপোর্ট ব্যক্তিসত্বার সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন – “ ব্যক্তিত্ব হল ব্যক্তির অন্তস্থিত এক ধরনের জৈব মানসিক সংগঠন যা তাকে পরিবেশের সঙ্গে অনন্য সাধারণভাবে সামান্য বিধান করতে সাহায্য করে।”
84. টেলিগ্রাফিক স্তর কী?
➛ 18-24 মাস বয়সে শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে 200-র কাছাকাছি পৌঁছায় এবং শিশু দুটি শব্দ ব্যবহার করতে সক্ষম হয়। একে Telegraphic speech বা টেলিগ্রাফিক স্তর বলা হয়।
85. প্রতিফলন বা প্রক্ষেপণ কী ?
➛ পরিমাপের ক্ষেত্র থেকে ব্যক্তিগত প্রভাব দূর করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাকে বলে প্রতিফলন। প্রতিফলন কথার অর্থ হল— নিজের কোনো বৈশিষ্ট্যকে অপরের মধ্যে প্রতিফলিত হতে দেখা।
86. আত্তীকরণ ও সহযোজন কী বোঝেন?
➛ নতুন তথ্যকে বর্তমান বিদ্যমান স্কিমাতে অর্ন্তভুক্তকরণ হল আত্তীকরণ। আর নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে বিদ্যমান স্কিমার পরিবর্তন সাধন বা নতুন স্কিমার গঠন প্রক্রিয়া হল সহযোজন।
87. মূর্ত ও বিমূর্ত চিন্তন কী?
Or, সংজ্ঞ লিখুন : মূর্ত ও বিমূর্ত চিন্তন।
➛ যে ধারণা মূর্ত বস্তু অর্থাৎ পঞ্চইন্দ্রিয় দিয়ে আমরা প্রত্যক্ষণ করতে পারি, সেগুলি হল মূর্ত ধারণা। যেমন—চেয়ার, টেবিল, বই ইত্যাদি। এই ধারণার জন্য যে চিন্তন কাজ করে, তাকে বলে মূর্ত চিন্তন। কিন্তু সমস্ত ধারণা মূর্ত নয়, যেমন – স্বাধীনতা, সততা, ভালোবাসা এই ধারণাগুলি কিন্তু মূর্তভাবে প্রত্যক্ষণ করতে পারি না, এগুলিকে বলে বিমূর্ত ধারণা। এই ধারণার জন্য চিন্তাকে বলে বিমূর্ত চিন্তন।
88. বঞ্চনা কী?
or, বঞ্চনা বলতে কী বোঝেন?
➛ বঞ্চনার অভিধানক অর্থ হল – “The state of not having something that people need.” অর্থাৎ, বঞ্চনা হল মানুেষের প্রয়োজনীয়তাকে না পাওয়ার অবস্থা। শিক্ষাবিদ Jack Fincher-এর মতে, “Deprivation the act or process of removing or the condition resulting from removal of something normally present and usually essential for mental or physical wellbeing.” অর্থাৎ, বঞ্চনা হল মানসিক ও শারীরিক/ দৈহিক বিকাশের জন্য প্রয়োজনীয় স্বাভাবিক বিষয় থেকে দূরে সরিয়ে দেওয়ার অবস্থা বা প্রক্রিয়া।
89. সাক্ষাৎকার কী?
➛ ব্যক্তির মুখোমুখি হয়ে তার ব্যক্তিত্ব সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করার পদ্ধতিকে সাক্ষাৎকার বলা হয়। অন্যভাবে বললে, সাক্ষাৎকার হল মুখোমুখি আন্তঃব্যক্তিকেন্দ্রীক এক পরিহিত, যেখানে একজন সাক্ষাৎকার গ্রহণকারী, অন্য ব্যক্তির ব্যক্তিত্ব নির্ণায়ক প্রশ্নের উত্তর সংগ্রহ করে ব্যক্তিত্ব পরিমাপের চেষ্টা করেন।
⚡Letest update
No comments
Hi Welcome ....