সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ গাইড | সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর | Class7 Bengali Grammar Chapter1 Question Answer ১. অর্ধতৎসম...
সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ গাইড | সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর | Class7 Bengali Grammar Chapter1 Question Answer
১. অর্ধতৎসম শব্দ কাকে বলে?
উত্তরঃ যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও উচ্চারণের প্রভাবে অল্পবিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে, সেগুলিকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন—কৃষ্ণ > কেষ্ট, গৃহিণী>গিন্নি প্রভৃতি।
২. নীচের শব্দ দুটির উৎস নির্ণয় করো: বৎসর, পেন্নাম
উত্তরঃ বৎসর—তৎসম, পেন্নাম—অর্ধতৎসম।
৩. কোনটি কোন শ্রেণির শব্দ লেখো (দুটি): আলমারি, চন্দ্র,সন্তান, কাঠ।
উত্তরঃ আলমারি—পোর্তুগিজ, চন্দ্ৰ—তৎসম, সন্তান–তৎসম, কাঠ — তদ্ভব।
৪. বিদেশি প্রত্যয়যুক্ত একটি মিশ্র শব্দ লেখো এবং প্রত্যয়টি চিহ্নিত করো।
উত্তরঃ বাঁশি + ওয়ালা = বাঁশিওয়ালা। ‘ওয়ালা' বিদেশি প্রত্যয়।
৫. তদ্ভব' শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘তদ্ভব’ শব্দের অর্থ তার থেকে হয়েছে অর্থাৎ তার থেকে সৃষ্ট হয়েছে।
৬. নীচের মিশ্র বা সংকর শব্দগুলির উৎস নির্ণয় করো—জলহাওয়া, রেলগাড়ি, গরমিল ।
উত্তরঃ জলহাওয়া—তৎসম + বিদেশি, রেলগাড়ি—বিদেশি + তদ্ভব, গরমিল—বিদেশি উপসর্গ + বিদেশি শব্দ।
৭. দেশি শব্দগুলি কোন কোন ভাষাবর্গের মানুষরা ব্যবহার করতেন?
উত্তরঃ অস্ট্রিক, দ্রাবিড় ভাষাবর্গের মানুষরা দেশি শব্দগুলি ব্যবহার করতেন।
৮. তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও।
উত্তরঃ তদ্ভব শব্দের একটি উদাহরণ হল - কাঠ (কাষ্ঠ > কাঠ)
৯. কোনটি কোন শ্রেণির শব্দ লেখো : চন্দ্র, ডাক্তারখানা, ফোন ।
উত্তরঃ চন্দ্র—তৎসম, ডাক্তারখানা—মিশ্র, ফোন—খণ্ডিত শব্দ ।
১০. কোনটি কোন শ্রেণির শব্দ নির্ণয় করো: বৃক্ষ, কেষ্ট, ঘুগনি, ঝিঙে, তেঁতুল, আলমারি, ডাক্তারখানা, রাজপুত্তুর।
উত্তরঃ বৃক্ষ—তৎসম, কেষ্ট—অর্ধতৎসম, ঘুগনি—হিন্দি, ঝিঙে—দেশি, তেঁতুল—দেশি, আলমারি—পোর্তুগিজ, ডাক্তারখানা— মিশ্র শব্দ, রাজপুত্তুর—অর্ধতৎসম।
১১. কোনটি কোন শ্রেণির শব্দ নির্ণয় করো: শিক্ষা, মুকুল, হরতন।
উত্তরঃ শিক্ষা—তৎসম, মুকুল—তৎসম, হরতন—ওলন্দাজ ।
১২. শব্দের উৎসগত শ্রেণি বিচার করো—ঘড়ি, গিন্নি, বাবা, খুশি, শিকড়, জল।
উত্তরঃ ঘড়ি—তদ্ভব, গিন্নি—অর্ধতৎসম, বাবা–তুর্কি, খুশি—ফারসি, শিকড়—দেশি, জল—তৎসম।
১৩. কোনটি কোন শ্রেণির শব্দ উল্লেখ করো : ভক্তি, মোট, সোয়াদ, লুচি
উত্তরঃ ভক্তি—সংস্কৃত, মোট— তদ্ভব, সোয়াদ – তদ্ভব, লুচি—চিনা শব্দ।
১৪. ‘ভাত’শব্দটির সংস্কৃত রূপ কী ?
উত্তরঃ ‘ভাত' শব্দটির সংস্কৃত রূপ ‘ভক্ত’।
১৫. লুচি, লিচু, চা—এগুলি কী জাতীয় বিদেশি শব্দ ?
উত্তরঃ লুচি, লিচু, চা—এগুলি চিনা শব্দ ।
১৬. ‘মেয়ে' শব্দটির উৎসগত বিবর্তন দেখাও।
উত্তরঃ মাতৃকা > মাইআ > মেয়ে।
সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর |
---|
প্রথম অধ্যায় : বাংলা ভাষার শব্দ |
(হাতে কলমে) পৃষ্ঠা নম্বরঃ ১১/১২ |
Click Here |
MCQ Question
১. প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ?
Ⓐ কেষ্ট
Ⓑ কানাই
Ⓒ কাট
Ⓓ কৃষ্ণ
উত্তরঃ Ⓑ কানাই
২. ধামা, ঢোল কোন ধরনের শব্দ?
Ⓐ বিদেশি
Ⓑ তদ্ভব
Ⓒ দেশি
Ⓓ তৎসম
উত্তরঃ Ⓒ দেশি
৩. চা, চিনি, লুচি—এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?
Ⓐ গ্রিক
Ⓑ বার্মি
Ⓒ ফরাসি
Ⓓ চিনা
উত্তরঃ Ⓓ চিনা
৪. ‘হরতাল' শব্দটি আসলে?
Ⓐ সংকর
Ⓑ গুজরাটি
Ⓒ আরবি
Ⓓ ফরাসি
উত্তরঃ Ⓑ গুজরাটি
৫. কোনটি তৎসম শব্দ?
Ⓐ চাঁদ
Ⓑ শিক্ষা
Ⓒ কেষ্ট
Ⓓ তদ্ভব
উত্তরঃ Ⓑ শিক্ষা
৬. নীচের কোনটি দেশি শব্দ?
Ⓐ মধু
Ⓑ জামা
Ⓒ চাল
Ⓓ উপরের কোনটিই নয়
উত্তরঃ Ⓒ চাল
৭. মাষ্টারমশাই শব্দটি____________শব্দ।
Ⓐ মিশ্র
Ⓑ দেশি
Ⓒ তদ্ভব
Ⓓ তৎসম
উত্তরঃ Ⓐ মিশ্র
৮. দেশলাই কোন ধরনের শব্দ?
Ⓐ তৎসম
Ⓑ তদ্ভব
Ⓒ দেশি
Ⓓ বিদেশি
উত্তরঃ Ⓑ তদ্ভব
৯. সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে?
Ⓐ তৎসম শব্দ
Ⓑ মিশ্র শব্দ
Ⓒ অর্ধতৎসম শব্দ
Ⓓ তদ্ভব শব্দ
উত্তরঃ Ⓓ তদ্ভব শব্দ
১০. গেরাম কোন ধরনের শব্দ?
Ⓐ তদ্ভব
Ⓑ অর্ধতৎসম
Ⓒ বিদেশি
Ⓓ তুর্কি
উত্তরঃ Ⓑ অর্ধতৎসম
No comments
Hi Welcome ....