সিন্ধু সভ্যতা / হরপ্পা সভ্যতাটা কী? সিন্ধু সভ্যতা-আবিষ্কৃত হওয়ার অনেক আগে বিশেষত ইউরোপীয় পণ্ডিতগণের মধ্যে এই ধারণাই প্রচলিত ছিল যে, ভারত...
সিন্ধু সভ্যতা / হরপ্পা সভ্যতাটা কী?
সিন্ধু সভ্যতা-আবিষ্কৃত হওয়ার অনেক আগে বিশেষত ইউরোপীয় পণ্ডিতগণের মধ্যে এই ধারণাই প্রচলিত ছিল যে, ভারতের প্রাচীনতম সভ্যতা হল বৈদিক সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে একথা প্রমাণিত হয়েছে যে, যিশুখ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে ভারতে উন্নত নগর সভ্যতার উন্মেষ ঘটেছিল এবং এই সভ্যতা গুলি ছিলো মিশর, সুমের, ব্যাবিলনীয় সভ্যতার সমসাময়িক।সেই প্রাচীন সভ্যতার লীলাভূমি ছিল ভারতও। সেই সুপ্রাচীনকালেই এখানে গড়ে উঠেছিল নাগরিক সভ্যতা এবং সেই সভ্যতা প্রথম গড়ে উঠেছিল ভারতবর্ষের উত্তর-পশ্চিমে সিন্ধুনদের উর্বর উপত্যকায়। সিন্ধুনদের পশ্চিম তীরে গড়ে উঠেছিল যেমন একটি নগরী তেমনি ইরাবতীর তীরেও পাওয়া যায় সমকালীন সভ্যতার আর একটি নগরীর ধ্বংসাবশেষ। স্যার জন মার্শালের নেতৃত্বে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় মহেঞ্জোদড়োয় মাটি খুঁড়ে ১৯২২-এ প্রথম আবিষ্কার হয় সিন্ধুসভ্যতার নিদর্শন।
পাশাপাশি প্রায় একই সময়ে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে দয়ারাম সাহানীও একই ধরনের সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। হরপ্পা নগরীর ধ্বংশাবশেষ আবিষ্কার করেন দয়ারাম সাহানী। প্রত্নবিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফলে জানা যায় আজ থেকে প্রায় চার -পাঁচ হাজার বছর আগে এই প্রাচীন নগর সভ্যতা আশেপাশে বিস্তৃতি লাভ করেছিল। সিন্ধু উপত্যকার উত্তরে রূপাড় থেকে দক্ষিণে গুজরাটের লোথাল এবং পূর্বে গঙ্গানদীর উপত্যকায় কালিবঙ্গান পর্যন্ত কয়েক হাজার মাইল এলাকায় এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল। সিন্ধুনদের অবাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল বলে একে বলা হয় সিন্ধু সভ্যতা। বর্তমানে ভারত ও ভারতের বাইরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতার ১৫০০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা একথা প্রমাণিত হয়েছে যে মহেন-জো-দারোর তুলনায় হরপ্পায় প্রাপ্ত প্রত্নবস্তুগুলির প্রাচীনত্ব অনেক বেশি ও গুরুত্বপূর্ণ। এই কারণে বর্তমানে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলে অভিহিত করা হয়ে থাকে। স্যার আলেকজান্ডার কানিংহামের মতে, হরপ্পা নামটির উৎপত্তি লোকমুখে প্রচলিত রাজা হরপাল সপ্তম থেকে অষ্টম শতাব্দী-এর নাম থেকে এসেছে। আবার কারও মতে, ঋগ্বেদ বর্ণিত ‘হরি-যূপূয়া' নাম থেকেই এই নামের উদ্ভব হয়।
তাহলে আমরা জানলাম : আজ থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার হাজার বছর পূর্বে ভারতীয় উপমহাদেশে সিন্ধু অববাহিকা অঞ্চল জুড়ে এক সুপ্রাচীন সভ্যতার উদয় ঘটে, ইতিহাসে যা হরপ্পা বা সিন্ধু সভ্যতা নামে পরিচিত।
তাহলে আমরা জানলাম : আজ থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার হাজার বছর পূর্বে ভারতীয় উপমহাদেশে সিন্ধু অববাহিকা অঞ্চল জুড়ে এক সুপ্রাচীন সভ্যতার উদয় ঘটে, ইতিহাসে যা হরপ্পা বা সিন্ধু সভ্যতা নামে পরিচিত।
Keyword : হরপ্পা সভ্যতার ইতিহাস সিন্ধু সভ্যতা,সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা,হরপ্পা,হরপ্পা সভ্যতার অজানা রহস্য,হরপ্পা সভ্যতার পতনের কারণ কি,সিন্ধু সভ্যতা pdf,হরপ্পা সভ্যতা নেট,হরপ্পা সভ্যতা mcq,হরপ্পা সভ্যতা প্রশ্ন,হরপ্পা সভ্যতার নোট,হরপ্পা সভ্যতা mcq wbcs,সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন,হরপ্পা সভ্যতার বৈশিষ্ট
No comments
Hi Welcome ....