Important Modern Indian History Mcq ( Bengali ) আধুনিক ভারতের ইতিহাস MCQ কোশ্চেন Latest Modern Indian History MCQ in Bengali is very imp...
Important Modern Indian History Mcq (Bengali) আধুনিক ভারতের ইতিহাস MCQ কোশ্চেন
Latest Modern Indian History MCQ in Bengali is very important for all competitive exams | Student's Help for West Bengal State Exams like WBCS, SSC, WB SET, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, etc.
❏ WB SSC SLST History Study Notes
❏ WB SSC SLST Geography Study Notes
১. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার' নামে জনপ্রিয় ছিলেন?
🄰 ই. ভি. রামস্বামী নাইকার
🄱 সি. ভি. রমন পিল্লাই
🄲 বি. আর. আম্বেদকর
🄳 জ্যোতিবা ফুলে
উত্তরঃ 🄰
২. “হিন্দ-হিন্দী-হিন্দু” কে প্রচার করেছিলেন?
🄰 লালা লাজপত রাই
🄱 মদন মোহন মালব্য
🄲 শ্যামাপ্রসাদ মুখার্জী
🄳 বালগঙ্গাধর তিলক
উত্তরঃ 🄱
৩. “By far the most serious rebellion since 1857" বলে কে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন?
🄰 ভাইসরয় লর্ড লিনলিথগো
🄱 ফ্রাংকলিন রুজভেল্ট
🄲 চিয়াং কাইশেক
🄳 উইনস্টন চার্চিল
উত্তরঃ 🄰
৪. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি?
🄰 ক্লাইভ
🄱 রিপন
🄲 মেয়ো
🄳 নর্থব্রুক
উত্তরঃ 🄲
৫. কে ‘বারভাইস সভা' সংগঠিত করেছিলেন?
🄰 মাধবরাও নারায়ণ
🄱 দ্বিতীয় বাজীরাও
🄲 মহাদজী সিন্ধিয়া
🄳 নানা ফড়নবিশ
উত্তরঃ 🄳
৬. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল?
🄰 ১ অক্টোবর, ১৯৩৯
🄱 ১০ আগস্ট, ১৯৪০
🄲 ১১ মে, ১৯৪১
🄳 ১ সেপ্টেম্বর, ১৯৪২
উত্তরঃ 🄳
৭. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল?
🄰 ১৩ এপ্রিল, ১৯১৯
🄱 ১৫ আগস্ট, ১৯২১
🄲 ২১ এপ্রিল, ১৯২২
🄳 ২৫ সেপ্টেম্বর, ১৯২৫
উত্তরঃ 🄰
৮. ভারতীয় জাতীয় বাহিনীর আই. এন. এ প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?
🄰 রাসবিহারী বসু
🄱 ক্যাপ্টেন মোহন সিং
🄲 নেতাজি সুভাষচন্দ্র বোস
🄳 উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ 🄱
৯. ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে?
🄰 কৃষ্ণ ভার্মা
🄱 রাসবিহারী বসু
🄲 সুভাষচন্দ্র বসু
🄳 উপরের কেউই নয়
উত্তরঃ 🄱
১০. ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগানটি কে দিয়েছিলেন?
🄰 মহম্মদ ইকবাল
🄱 ভগৎ সিং
🄲 সুভাষচন্দ্র বসু
🄳 লালা লাজপত রায়
উত্তরঃ 🄱
১১. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
🄰 অ্যানি বেসান্ত
🄱 বিজয়লক্ষ্মী পণ্ডিত
🄲 সরোজিনী নাইডু
🄳 অরুনা আসফ আলি
উত্তরঃ 🄰
১২. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
🄰 রামমোহন রায়
🄱 ডিরোজিও
🄲 দেবেন্দ্রনাথ ঠাকুর
🄳 ডেভিড হেয়ার
উত্তরঃ 🄱
১৩. কাকে Traditional Modernizer বলা হয়?
🄰 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
🄱 স্বামী বিবেকানন্দ
🄲 রামমোহন রায়
🄳 রাজাগোপালাচারী
উত্তরঃ 🄰
১৪. কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন?
🄰 মতিলাল নেহরু
🄱 সি. আর. দাশ
🄲 রাজেন্দ্র প্রসাদ
🄳 বি. জি. তিলক
উত্তরঃ 🄱
১৫. মুসলিম লিগ অন্তবর্তীকালীন সরকারে যেগাদান করেন কবে?
🄰 অক্টোবর, ১৯৪৬
🄱 নভেম্বর, ১৯৪৬
🄲 ডিসেম্বর, ১৯৪৬
🄳 জানুয়ারি, ১৯৪৭
উত্তরঃ 🄰
১৬. সাইমন কমিশন গঠন করা হয়েছিল কীসের জন্য?
🄰 ভারতীয় সংবিধানের সংস্কার
🄱 প্রশাসনিক সংস্কার
🄲 শিক্ষা সংস্কার
🄳 জেল কোড সংস্কার
উত্তরঃ 🄱
১৭. বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে?
🄰 ১৯০৫ সালে
🄱 ১৯০৬ সালে
🄲 ১৯১১ সালে
🄳 ১৯০৯ সালে
উত্তরঃ 🄲
১৮. গণপরিষদের সভাপতি কে ছিলেন?
🄰 বি. আর. আম্বেদকর
🄱 সি. রাজাগোপালাচারী
🄲 রাজেন্দ্র প্রসাদ
🄳 জওহরলাল নেহরু
উত্তরঃ 🄲
১৯. কোন বছরে ভারতের রাজধানী কোলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
🄰 ১৯০৫ সালে
🄱 ১৯১১ সালে
🄲 ১৯৩১ সালে
🄳 ১৯৪৭ সালে
উত্তরঃ 🄱
২০. পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়?
🄰 ১৭৭৩ সালে
🄱 ১৭৮১ সালে
🄲 ১৭৮৪ সালে
🄳 ১৮৫৮ সালে
উত্তরঃ 🄲
২১. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে সাক্ষরিত হয়?
🄰 পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে ১৮০২ খ্রি.
🄱 টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ১৭৮৪ খ্রি.
🄲 মারাঠা ও আহম্মদ শাহ আবদালির মধ্যে ১৭৬১ খ্রি.
🄳 রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে ১৮০৯ খ্রি.
উত্তরঃ 🄰
২২. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়?
🄰 ১৮৫৬ সালে
🄱 ১৮১৭ সালে
🄲 ১৮৩৮ সালে
🄳 ১৮৬৭ সালে
উত্তরঃ 🄰 ১৮৫৬ সালে
২৩. ১৮৩৫ খ্রী. ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়?
🄰 আরবি
🄱 ফারসি
🄲 তুর্কি
🄳 উর্দু
উত্তরঃ 🄱
২৪. সংবাদপত্রের মুক্তিদাতারূপে কে পরিচিত ছিলেন?
🄰 বেন্টিঙ্ক
🄱 মেকলে
🄲 হেস্টিংস
🄳 মেটকাফ
উত্তরঃ 🄳
২৫. ১৮৫৭ অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি?
🄰 বাংলা
🄱 পাঞ্জাব
🄲 অযোধ্যা
🄳 সবকটি অঞ্চলেই
উত্তরঃ 🄱
২৬. ত্রিপুরি অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন?
🄰 পট্টভি সীতারামাইয়া
🄱 রাজেন্দ্র প্রসাদ
🄲 মৌলনা আজাদ
🄳 জওহরলাল নেহরু
উত্তরঃ 🄰
২৭. কংগ্রেস ১৯০৭ সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে?
🄰 সত্যাগ্রহ
🄱 স্বরাজ
🄲 শিক্ষা
🄳 বয়কট
উত্তরঃ 🄱
২৮. কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল?
🄰 ১৯০৬ সালে
🄱 ১৯০৯ সালে
🄲 ১৯১৬ সালে
🄳 ১৯৪০ সালে
উত্তরঃ 🄳
২৯. বোম্বাইতে আর্যসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৮৭০ সালে
🄱 ১৮৭৫ সালে
🄲 ১৮৭৬ সালে
🄳 ১৮৮০ সালে
উত্তরঃ 🄱
৩০. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন?
🄰 ১৯৪২ সালে
🄱 ১৯৪৫ সালে
🄲 ১৯৪৬ সালে
🄳 ১৯৪৭ সালে
উত্তরঃ 🄲
৩১. এদের মধ্যে কে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না?
🄰 অ্যানি বেসান্ত
🄱 তিলক
🄲 এম. এ. জিন্না
🄳 মৌলনা আজাদ
উত্তরঃ 🄳
৩২. বঙ্গবিভাগ কার্যকারী হওয়ার তারিখ কী ছিল?
🄰 ১৬ অক্টোবর, ১৯০৫
🄱 ২৯ মার্চ, ১৯০১
🄲 ২২ জুলাই, ১৯১১
🄳 ১৪ আগস্ট, ১৯৪৬
উত্তরঃ 🄰
৩৩. কবে এবং কোথায় ‘গদর পার্টি’ প্রতিষ্ঠিত হয়?
🄰 আমেরিকা, ১৯১৩
🄱 ইংল্যান্ড, ১৯১৭
🄲 ডেনমার্ক, ১৯২১
🄳 স্কটল্যান্ড, ১৯২৫
উত্তরঃ 🄰
৩৪. ভারতে 'সিভিল সার্ভিস' কে শুরু করেন?
🄰 লর্ড হার্ডিঞ্জ
🄱 উইলিয়াম বেন্টিঙ্ক
🄲 ওয়ারেন হেস্টিংস
🄳 লর্ড কর্নওয়ালিশ
উত্তরঃ 🄳
৩৫. লক্ষ্ণৌচুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
🄰 হোমরুল লিগ ও মুসলিম লিগ
🄱 স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
🄲 মুসলিম লিগ ও ভারতসভা
🄳 ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগ
উত্তরঃ 🄳
৩৬. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?
🄰 লর্ড লিটন
🄱 লর্ড ডালহৌসি
🄲 লর্ড ওয়েলেসলি
🄳 লর্ড কার্জন
উত্তরঃ 🄰
৩৭. লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী' বলে উল্লেখ করেছেন?
🄰 আব্দুল গফফর খান
🄱 সুভাষচন্দ্র বসু
🄲 শরৎ বসু
🄳 এম. কে. গান্ধি
উত্তরঃ 🄳
৩৮. কবে ‘মুসলিম লিগ' প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৯০১ সালে
🄱 ১৯০৬ সালে
🄲 ১৯১০ সালে
🄳 ১৯১৫ সালে
উত্তরঃ 🄱
৩৯. ১৮৫৭ মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে?
🄰 পাবনা বিদ্রোহ
🄱 নীল বিদ্রোহ
🄲 সন্ন্যাসী বিদ্রোহ
🄳 সাঁওতাল বিদ্রোহ
উত্তরঃ 🄱
৪০. গান্ধিজি ‘হিন্দ স্বরাজ' লিখেছিলেন?
🄰 ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে
🄱 সবরমতি আশ্রমে
🄲 ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে
🄳 চম্পারণ সত্যাগ্রহের সময়
উত্তরঃ 🄲
৪১. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?
🄰 স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
🄱 লর্ড ওয়াভেল
🄲 স্যার পেথিক লরেন্স
🄳 এ. ভি. আলেকজান্ডার
উত্তরঃ 🄱
৪২. গান্ধিজির বিখ্যাত উক্তি—‘ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক' কার আগমন উপলক্ষ্যে করা হয়?
🄰 সাইমন কমিশন
🄱 ক্যাবিনেট মিশন
🄲 ক্রিপস মিশন
🄳 লর্ড ওয়াভেল
উত্তরঃ 🄲
৪৩.‘তিতুমীর’ কে ছিলেন?
🄰 ওয়াহাবি আন্দোলনের নেতা
🄱 ফরাজি আন্দোলনের নেতা
🄲 সিপাহি বিদ্রোহের নেতা
🄳 নীল বিদ্রোহের নেতা
উত্তরঃ 🄰
৪৪. ১৯৪৬ সালের আই. এন. এ বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?
🄰 জওহরলাল নেহরু
🄱 ভুলাভাই দেশাই
🄲 তেজবাহাদুর সপ্রু
🄳 পূর্বে উক্ত সকলেই
উত্তরঃ 🄰
৪৫. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?
🄰 কথামৃত
🄱 কথামালা
🄲 বর্তমান ভারত
🄳 এ নেশন ইন মেকিং
উত্তরঃ 🄲
৪৬. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?
🄰 লর্ড ডালহৌসি
🄱 লর্ড ক্যানিং
🄲 লর্ড হার্ডিঞ্জ
🄳 লর্ড রিপন
উত্তরঃ 🄰
৪৭. কবে ‘ডাণ্ডি অভিযান' হয়েছিল?
🄰 ১২ এপ্রিল, ১৯২৫
🄱 ৭ আগস্ট, ১৯৪২
🄲 ১২ মার্চ, ১৯৩০
🄳 ১৪ মে, ১৯৩৫
উত্তরঃ 🄲
৪৮. প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে?
🄰 ওয়ারেন হেস্টিংস
🄱 উইলিয়াম বেন্টিঙ্ক
🄲 মাকুয়েস কর্নওয়ালিশ
🄳 চার্লস ক্যানিং
উত্তরঃ 🄰
৪৯. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?
🄰 ডব্লু. সি. ব্যানার্জী
🄱 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
🄲 লালা লাজপত রাই
🄳 দাদাভাই নৌরজি
উত্তরঃ 🄱
৫০. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 দেবেন্দ্রনাথ ঠাকুর
🄱 শিবনাথ শাস্ত্রী
🄲 কেশবচন্দ্র সেন
🄳 রাজা রামমোহন রায়
উত্তরঃ 🄰
৫১. অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন?
🄰 বিপিন চন্দ্র পাল
🄱 গোখলে '
🄲 আর. সি. দত্ত
🄳 এম. এস. মালব্য
উত্তরঃ 🄲
৫২. স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল?
🄰 ১৯২৩, ১৯২৬ সালে
🄱 ১৯১৯, ১৯২৩ সালে
🄲 ১৯২০, ১৯২৬ সালে
🄳 ১৯১৯, ১৯২০ সালে
উত্তরঃ 🄰
৫৩. ১৯২১-এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?
🄰 আসাম
🄱 কেরল
🄲 পাঞ্জাব
🄳 বাংলা
উত্তরঃ 🄱
৫৪. ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন?
🄰 মহাত্মা গান্ধি
🄱 জওহরলাল নেহরু
🄲 জে. বি. কৃপালিনী
🄳 সর্দার প্যাটেল
উত্তরঃ 🄲
৫৫. দ্য মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনএর শুরু করেছিলেন?
🄰 স্যার সৈয়দ আহমদ খান
🄱 টি, বেক
🄲 এ. এস. স্যামুয়েলসেন
🄳 এম. এম. মুলক
উত্তরঃ 🄱
৫৬. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন―
🄰 কনজারভেটিভ পার্টি
🄱 লেবার পার্টি
🄲 লিবেরাল পার্টি
🄳 অফিসিয়াল পার্টি
উত্তরঃ 🄱
৫৭. ১৬২১ খ্রি. ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল?
🄰 গোয়া
🄱 সুরাট
🄲 কালিকট
🄳 মাদ্রাজ
উত্তরঃ 🄱
৫৮. রণজিৎ সিংহ কোন মিস্লের নেতা ছিলেন?
🄰 সুকারচাকিয়া মিস্ল
🄱 ভেঙ্গি মিস্ল
🄲 কানহেয়া মিস্ল
🄳 গোবিন্দ মিস্ল
উত্তরঃ 🄰
৫৯. ১৯০৭ সালে 'স্যার কার্জন উইলিকে' কে হত্যা করেন?
🄰 বি. এন. দত্ত
🄱 এম. এল. ধিংরা
🄲 সর্দার অজিত সিং
🄳 এম. সি. চ্যাটার্জী
উত্তরঃ 🄱
৬০. ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন?
🄰 লিনলিথগো
🄱 উইলিংটন
🄲 ওয়াভেল
🄳 মিন্টো
উত্তরঃ 🄰
৬১. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?
🄰 লর্ড ওয়েলেসলি
🄱 লর্ড কর্নওয়ালিশ
🄲 লর্ড ডালহৌসি
🄳 জন শোর
উত্তরঃ 🄰
৬২. কে ‘অনুশীলন সমিতি' সংগঠিত করেছিলেন?
🄰 যতীন দাশ
🄱 বঁটুকেশ্বর দত্ত
🄲 পি. মিত্র
🄳 অশ্বিনীকুমার দত্ত
উত্তরঃ 🄲
৬৩. ১৯৩৫ সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রীসভা গঠিত হয়নি?
🄰 বিহার
🄱 মাদ্রাজ
🄲 উড়িষ্যা
🄳 পাঞ্জাব
উত্তরঃ 🄳
৬৪. থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন?
🄰 হেনরি ডিরোজিও
🄱 অ্যানি বেসান্ত
🄲 ভগিনী নিবেদিতা
🄳 মাদাম এইচ. পি. ব্লাভাটস্কি
উত্তরঃ 🄳
৬৫. কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন?
🄰 দয়ানন্দ সরস্বতী
🄱 রাজা রামমোহন রায়
🄲 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
🄳 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
উত্তরঃ 🄲
৬৬. দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল?
🄰 ৫৫৫ টি
🄱 ৫৫৮ টি
🄲 ৫৬০ টি
🄳 ৫৬২ টি
উত্তরঃ 🄳
৬৭. ডেভিড হেয়ার ও আলেকজাণ্ডার ডাফ-এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
🄰 এইচ. এল. ভি. ডিরোজিও
🄱 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
🄲 কেশবচন্দ্র সেন
🄳 রাজা রামমোহন রায়
উত্তরঃ 🄳
৬৮. কে ১৯৩২ খ্রি. কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন?
🄰 জিন্না
🄱 সৈয়দ আহমেদ
🄲 র্যামসে ম্যাকডোনাল্ড
🄳 লর্ড কার্জন
উত্তরঃ 🄲
৬৯. ডান্ডি মার্চ-এর সঙ্গে শুরু হয়।
🄰 হোমরুল আন্দোলন
🄱 অসহযোগ আন্দোলন
🄲 আইন অমান্য আন্দোলন
🄳 ভারত ছাড়ো আন্দোলন
উত্তরঃ 🄲
৭০. ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন?
🄰 সৈফুদ্দিন কিচুলু
🄱 এম. এন. রায়
🄲 সি. রাজাগোপালাচারী
🄳 মৌলনা মহম্মদ আলি
উত্তরঃ 🄰
৭১. নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল?
🄰 ব্রাহ্মসমাজ
🄱 আর্যসমাজ
🄲 রামকৃষ্ণ মিশন
🄳 উপরোক্ত সবকটি
উত্তরঃ 🄳
৭২. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল?
🄰 লর্ড ডালহৌসি
🄱 লর্ড কার্জন
🄲 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
🄳 লর্ড কর্নওয়ালিশ
উত্তরঃ 🄳
৭৩. ‘Drain of Wealth' বইয়ের লেখক কে?
🄰 জওহরলাল নেহরু
🄱 দাদাভাই নৌরজি
🄲 মহাত্মা গান্ধি
🄳 রমেশচন্দ্র দত্ত
উত্তরঃ 🄱
৭৪. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৪৪ খ্রি. অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ হয়েছিল?
🄰 শহীদভূমি
🄱 শহীদ ও স্বরাজ দ্বীপ
🄲 আজাদ হিন্দুস্তান
🄳 জয় হিন্দ দ্বীপ
উত্তরঃ 🄱
৭৫. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?
🄰 রাসবিহারী বসু, ১৯৪২
🄱 সুভাষচন্দ্র বসু, ১৯৪৩
🄲 ক্যাপ্টেন মোহন সিং-এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) ১৯৪২-এ
🄳 উপরোক্ত কোনো ব্যক্তি নয়
উত্তরঃ 🄱
৭৬. কোন বছর সুভাষচন্দ্রর জার্মানিতে 'মহা নিষ্ক্রমণ’ ঘটেছিল?
🄰 ১৯৩৯ সালে
🄱 ১৯৪০ সালে
🄲 ১৯৪১ সালে
🄳 ১৯৪২ সালে
উত্তরঃ 🄲
৭৭. ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কী?
🄰 নরমপন্থীদের আন্দোলনে সরকারি অবজ্ঞা
🄱 ভারতীয়দের ওপর ব্রিটিশ সরকারের অত্যাচার
🄲 বঙ্গবিভাগ
🄳 বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান
উত্তরঃ 🄲
৭৮. ভারতসেবা সমাজের’ (Servants of India Society) প্রতিষ্ঠাতা কে?
🄰 জি. কে. গোখলে
🄱 এম. জি. রাণাডে
🄲 বি. জি. তিলক
🄳 ভি.ডি, সাভারকার
উত্তরঃ 🄰
৭৯. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 বি. জি. তিলক
🄱 এন. এম. লেখান্তি
🄲 এম. কে. গান্ধি
🄳 বি. আর আম্বেদকর
উত্তরঃ 🄲
৮০. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি ছিল?
🄰 অযোধ্যা
🄱 কাশ্মীর
🄲 ত্রিবাঙ্কুর
🄳 মহীশূর
উত্তরঃ 🄲
৮১. জাতীয়তাবাদী সংগঠন ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় যে বছরে সেটি হল―
🄰 ১৮৭০ সালে
🄱 ১৮৮৫ সালে
🄲 ১৮৯০ সালে
🄳 ১৯০০ সালে
উত্তরঃ 🄰
৮২. ‘সতী’ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল?
🄰 ১৭৯৫ সালে
🄱 ১৮০০ সালে
🄲 ১৮২৯ সালে
🄳 ১৮৫৮ সালে
উত্তরঃ 🄲
৮৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটির নাম?
🄰 কলকাতা
🄱 বোম্বাই
🄲 মাদ্রাজ
🄳 এলাহাবাদ
উত্তরঃ 🄱
৮৪. যে ভাইসরয় তিব্বত ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান তিনি হলেন?
🄰 রিপন
🄱 লিটন
🄲 মেয়ো
🄳 কার্জন
উত্তরঃ 🄳
৮৫. রামমোহন রায়কে ‘রাজা' উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট?
🄰 জাহান্দার শাহ
🄱 মুহম্মদ শাহ
🄲 দ্বিতীয় আকবর
🄳 বাহাদুর শাহ জাফর
উত্তরঃ 🄲
৮৬. ‘নীলদর্পণ’-এর রচয়িতা হলেন কে?
🄰 রবীন্দ্রনাথ ঠাকুর
🄱 দীনবন্ধু মিত্র
🄲 গিরিশচন্দ্র ঘোষ
🄳 বিপিনচন্দ্র পাল
উত্তরঃ 🄱
৮৭. মুণ্ডা বিদ্রোহে উলগুলান-এর নেতৃত্ব দেন?
🄰 সিধো
🄱 বিরসা
🄲 বাপট
🄳 কোরামাল্লা
উত্তরঃ 🄱
৮৮. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
🄰 ১৮৮৩ খ্রিস্টাব্দে
🄱 ১৮৮৫ খ্রিস্টাব্দে
🄲 ১৮৯১ খ্রিস্টাব্দে
🄳 ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ 🄱
৮৯. “স্বরাজ আমার জন্মগত অধিকার”- উক্তিটি কার?
🄰 লালা লাজপত রাই
🄱 অরবিন্দ ঘোষ
🄲 নেতাজি সুভাষচন্দ্র বসু
🄳 বালগঙ্গাধর তিলক
উত্তরঃ 🄳
৯০. ১৯০৬ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়?
🄰 ভারত সভা
🄱 মুসলিম লিগ
🄲 বেঙ্গল জমিদার লিগ
🄳 ভারতের কমিউনিস্ট পার্টি
উত্তরঃ 🄱
৯১. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?
🄰 সাঁওতাল
🄱 চাকমা
🄲 খাসি
🄳 নীল
উত্তরঃ 🄰
৯২. হিন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন?
🄰 এন. এম. জোশী
🄱 ভি. বি. প্যাটেল
🄲 জি. এল. নন্দ
🄳 দাদাভাই নৌরজি
উত্তরঃ 🄲
৯৩. সিপাহি বিদ্রোহের সময় (১৮৫৭) ভারতের বড়োলাট কে ছিলেন?
🄰 উইলিয়াম বেন্টিঙ্ক
🄱 লর্ড কর্নওয়ালিস
🄲 লর্ড ক্যানিং
🄳 লর্ড ডালহৌসি
উত্তরঃ 🄲
৯৪. কোন ঘটনার পর মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
🄰 চৌরিচৌরা
🄱 রাওলাট আইন
🄲 জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
🄳 ডান্ডি মার্চ
উত্তরঃ 🄰
৯৫. জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লক্ষ্ণৌচুক্তি স্বাক্ষরিত হয়?
🄰 ১৯০৭ সালে
🄱 ১৯১১ সালে
🄲 ১৯১৬ সালে
🄳 ১৯১৯ সালে
উত্তরঃ 🄲
৯৬. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল―
🄰 দেওবন্দ স্কুল
🄱 অ্যাংলোওরিয়েন্টাল কলেজ
🄲 পীর ফকির মসলিস
🄳 খিলাফৎ কমিটি
উত্তরঃ 🄱
৯৭. ‘মলে-মিন্টো সংস্কার' কত সালে ঘোষিত হয়?
🄰 ১৯০৭ সালে
🄱 ১৯০৯ সালে
🄲 ১৯১১ সালে
🄳 ১৯১৯ সালে
উত্তরঃ 🄱
৯৮. জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল?
🄰 ১৯০৬ গুজরাট
🄱 ১৯০৬ লাহোর
🄲 ১৯১৯ করাচি
🄳 ১৯১৯ অমৃতসর
উত্তরঃ 🄳
৯৯. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন?
🄰 উমেশচন্দ্র ব্যানার্জী
🄱 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
🄲 ফিরোজশাহ মেহেতা
🄳 এ.ও. হিউম
উত্তরঃ 🄰
১০০. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়?
🄰 ১৮৮৫-১৮৯৫ সাল
🄱 ১৮৮৫-১৯০৫ সাল
🄲 ১৯০৫-১৯১৫ সাল
🄳 ১৮৯৫-১৯২৫ সাল
উত্তরঃ 🄱
১০১. কে গান্ধিজিকে ‘রাজদ্রোহী ফকির’ বলে উপহাস করেন?
🄰 উইনস্টন চার্চিল
🄱 র্যামসে ম্যাকডোনাল্ড
🄲 লর্ড আরউইন
🄳 ক্লিপস
উত্তরঃ 🄰
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
১০২. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি “করেঙ্গে ইয়া মরেঙ্গে”এর ডাক দিয়েছিলেন?
🄰 খিলাফৎ আন্দোলন
🄱 নৌবিদ্রোহ
🄲 ভারত ছাড়ো আন্দোলন
🄳 দলিত হরিজন আন্দোলন
উত্তরঃ 🄲
১০৩. ১৯৪৬ সালে কোন মিশন/কমিশন ভারতে আসে?
🄰 ক্রিপস মিশন
🄱 ক্যাবিনেট মিশন
🄲 সাইমন কমিশন
🄳 হান্টার কমিশন
উত্তরঃ 🄱
১০৪. কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়?
🄰 ১৯৩০ সূর্যসেন
🄱 ১৯২৯ বটুকেশ্বর দত্ত
🄲 ১৯২৯ শচীন্দ্রনাথ সান্যাল
🄳 ১৯৩০ রামপ্রসাদ বিসমিল
উত্তরঃ 🄰
১০৫. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল?
🄰 জুলাই, ১৯৪৭
🄱 জুন, ১৯৪৬
🄲 আগস্ট, ১৯৪৭
🄳 আগস্ট, ১৯৪৬
উত্তরঃ 🄲
১০৬. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন?
🄰 চক্রবর্তী রাজাগোপালাচারী
🄱 ক্লিমেন্ট এটলি
🄲 লর্ডওয়াভেল
🄳 লর্ড মাউন্ট ব্যাটেন
উত্তরঃ 🄳
১০৭. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন?
🄰 লর্ড মাউন্ট ব্যাটেন
🄱 মহম্মদ আলি জিন্না
🄲 সৈয়দ আমির আলি
🄳 মহম্মদ শেখ আবদুল্লা
উত্তরঃ 🄱
১০৮. ‘অভিনব ভারত’ নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা?
🄰 ক্ষুদিরাম বোস দ্বারা
🄱 ভি. ডি. সাভারকার দ্বারা
🄲 প্রফুল্ল চাকী দ্বারা
🄳 ভগৎ সিং দ্বারা
উত্তরঃ 🄱
১০৯. গদর দলের নেতা কে ছিলেন?
🄰 ভগৎ সিং
🄱 লালা হরদয়াল
🄲 বি. জি. তিলক
🄳 ভি. ডি. সাভারকার
উত্তরঃ 🄱
১১০. কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ-কষ্টের বিবরণ দেয়?
🄰 দীনবন্ধু
🄱 নীলদর্পণ
🄲 নীলদর্শন
🄳 আনন্দমঠ
উত্তরঃ 🄱
১১১. ‘কৃষকপ্রজা’ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 ফজলুল হক
🄱 জাফর আলি খান
🄲 হামিদ খান
🄳 করম শাহ
উত্তরঃ 🄰
১১২. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন?
🄰 হায়দার আলি
🄱 সফদর জঙ্গ
🄲 মীরকাশিম
🄳 টিপু সুলতান
উত্তরঃ 🄳
১১৩. 'Back to Vedas' এই স্লোগান কে প্রবর্তন করেন?
🄰 লালা হংসরাজ
🄱 পণ্ডিত গুরু দত্ত
🄲 স্বামী দয়ানন্দ সরস্বতী
🄳 লালা লাজপত রাই
উত্তরঃ 🄲
১১৪. জাতীয় কংগ্রেস তার ১৯২৯ সালের লাহোর অধিবেশন-এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল?
🄰 পূর্ণ স্বরাজ
🄱 ডোমিনিয়ন স্ট্যাটাস
🄲 ভারত ছাড়ো
🄳 উপরের কোনোটিই নয়
উত্তরঃ 🄰
১১৫. আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে?
🄰 রাসবিহারী বসু
🄱 সুভাষচন্দ্র বসু
🄲 শাহনওয়াজ খান
🄳 ক্যাপ্টেন মোহন সিং
উত্তরঃ 🄰
১১৬. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-dated Cheque' বলে অভিহিত করেছিলেন?
🄰 মৌলানা আবুল কালাম আজাদ
🄱 সর্দার বল্লভভাই প্যাটেল
🄲 মহাত্মা গান্ধি
🄳 বি. আর. আম্বেদকর
উত্তরঃ 🄲
১১৭. কারা ‘প্রত্যক্ষ সংগ্রাম'-এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?
🄰 মুসলিম লিগ (১৬ আগস্ট, ১৯৪৬)
🄱 জাতীয় কংগ্রেস (৮ আগস্ট, ১৯৪২)
🄲 হিন্দু মহাসভা (৩ জুন, ১৯৪৬)
🄳 ইন্ডিয়ান ন্যাশানল আর্মি (১৮ আগস্ট, ১৯৪৫)
উত্তরঃ 🄰
১১৮. 1853 সালে ভারতে প্রথম রেললাইন চালু হয়?
🄰 হাওড়া ও দিল্লির মধ্যে
🄱 বোম্বে ও থানের মধ্যে
🄲 হাওড়া ও বোম্বের মধ্যে
🄳 উপরের কোনোটিই নয়
উত্তরঃ 🄱
১১৯. ‘গোলামগিরি' গ্রন্থটি কে লেখেন?
🄰 স্যার সৈয়দ আহমেদ খান
🄱 রামমোহন রায়
🄲 জ্যোতিবা ফুলে
🄳 বি. আর. আম্বেদকর
উত্তরঃ 🄲
১২০. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
🄰 আবুল কালাম আজাদ
🄱 সৈয়দ আহমেদ খান
🄲 বদরুদ্দীন তৈয়াবজি
🄳 ফজলুল হক
উত্তরঃ 🄲
১২১. সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি ছিল?
🄰 ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
🄱 আজাদ হিন্দ ফৌজ
🄲 রেভোলিউশনারি ফ্রন্ট
🄳 ফরওয়ার্ড ব্লক
উত্তরঃ 🄳
১২২. মুসলিম লিগের লাহোর প্রস্তাবের (১৯৪০) মূল গুরুত্ব ছিল?
🄰 জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা
🄱 মুসলিম লিগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা
🄲 ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা
🄳 পাকিস্তান প্রস্তাব গ্রহণ
উত্তরঃ 🄳
১২৩. মুসলিম লিগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল কারণ―
🄰 মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল
🄱 এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি
🄲 পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল
🄳 মুসলিম লিগকে স্বীকৃতি দিয়েছিল
উত্তরঃ 🄲
১২৪. ‘ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?
🄰 প্রফুল্ল চাকী
🄱 পুলিন দাস
🄲 এস. এন. সান্যাল
🄳 যতীন্দ্রনাথ মুখার্জী
উত্তরঃ 🄱
১২৫. ১৮৫৭-র বিদ্রোহের সময় কে লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দেন?
🄰 বাহাদুর শাহ
🄱 লিয়াকৎ আলি
🄲 নানা সাহেব
🄳 বেগম হজরৎ মহল
উত্তরঃ 🄳
১২৬. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লিগ’ কে প্রতিষ্ঠা করেন?
🄰 তিলক
🄱 সুভাষ বোস
🄲 সি. আর. দাশ
🄳 রাসবিহারী বোস
উত্তরঃ 🄳
১২৭. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন?
🄰 সি. রাজাগোপালাচারী
🄱 জে. বি. কৃপালিনী
🄲 জওহরলাল নেহরু
🄳 মৌলানা আবুল কালাম আজাদ
উত্তরঃ 🄱
১২৮. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর-এর জন্য ১৯৪৬ সালে 'Break down plan' প্রস্তাব করেন?
🄰 উইনস্টন চার্চিল
🄱 ভাইসরয় লর্ড ওয়াভেল
🄲 লর্ড মাউন্ট ব্যাটেন
🄳 ক্লিমেন্ট এটলি
উত্তরঃ 🄱
১২৯. নিম্নলিখিতদের মধ্যে কে ‘নিউ ল্যাম্পস ফর ওল্ড’ এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসংগতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন?
🄰 অরবিন্দ ঘোষ
🄱 আর. সি. দত্ত
🄲 সৈয়দ আহমেদ খান
🄳 এঁদের কেউই নন
উত্তরঃ 🄰
১৩০. কে ‘সত্যশোধক সমাজ' (১৮৭৩) সালে প্রতিষ্ঠা করেন?
🄰 বি. আর. আম্বেদকর
🄱 গোপালহরি দেশমুখ
🄲 শ্রী নারায়ণ গুরু
🄳 জ্যোতিবা ফুলে
উত্তরঃ 🄳
১৩১. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটি হল―
🄰 গৌহাটি অধিবেশন (১৯২৬)
🄱 মাদ্রাজ অধিবেশন (১৯২৭)
🄲 লাহোর অধিবেশনে (১৯২৯)
🄳 করাচি অধিবেশনে (১৯৩১)
উত্তরঃ 🄳
১৩২. কংগ্রেসকে ‘আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ' বলে কে সমালোচনা করেছিলেন?
🄰 স্যার সৈয়দ আহমেদ খান
🄱 লর্ড ডাফরিন
🄲 লর্ড কার্জন
🄳 থিওডোর বেক
উত্তরঃ 🄱
১৩৩. কংগ্রেস কর্তৃক গঠিত ‘জাতীয় পরিকল্পনা কমিটি’র সভাপতি কে ছিলেন?
🄰 আসফ আলি
🄱 জওহরলাল নেহরু
🄲 তেজবাহাদুর সপ্রু
🄳 রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ 🄱
১৩৪. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?
🄰 ফরাসি
🄱 ওলন্দাজ
🄲 পোর্তুগিজ
🄳 ইংরেজ
উত্তরঃ 🄲
১৩৫. বক্সারের যুদ্ধের সময়ে (১৭৬৪) বাংলার নবাব কে ছিলেন?
🄰 মীরকাশিম
🄱 মীরজাফর
🄲 নজমউদদৌল্লা
🄳 সুজাউদ্দৌলা
উত্তরঃ 🄱
১৩৬. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?
🄰 মোতিলাল নেহরু
🄱 চিত্তরঞ্জন দাশ
🄲 গান্ধিজি
🄳 হসরত মোহানি
উত্তরঃ 🄱
১৩৭. ১৯১৬ সালে তিলক কোথায় হোমরুল লিগের প্রতিষ্ঠা করেন?
🄰 সাতারা
🄱 পুনে
🄲 বেলগাঁও
🄳 বেরার
উত্তরঃ 🄲
১৩৮. নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিল?
🄰 স্বরাজ দল
🄱 ১৯৩৬-এ কংগ্রেস
🄲 ১৯৪২-এ মুসলিম লিগ
🄳 ১৯৪৬-এ সর্বদলীয় সম্মেলন
উত্তরঃ 🄱
১৩৯. ১৯২৭ সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল―
🄰 কমিশনে ভারতীয় কোনো সদস্য ছিলেন না
🄱 এটি মুসলিম লিগকে সমর্থন করেছিল
🄲 কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী
🄳 এগুলির কোনোটিই নয়
উত্তরঃ 🄰
১৪০. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (AITUC ৩১ অক্টোবর, ১৯২০) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?
🄰 ভি. ভি. গিরি
🄱 সুভাষচন্দ্র বসু
🄲 লালা লাজপত রাই
🄳 সি. আর. দাশ
উত্তরঃ 🄲
১৪১. বঙ্গভঙ্গ কবে রদ হয়?
🄰 ১৯১১ সালে
🄱 ১৯০৯ সালে
🄲 ১৯১৪ সালে
🄳 ১৯৪৭ সালে
উত্তরঃ 🄰
১৪২. অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়?
🄰 লাহোর অধিবেশনে
🄱 কংগ্রেসের নাগপুর অধিবেশনে
🄲 গুজরাট কংগ্রেসে
🄳 দ্বিতীয় গোলটেবিল বৈঠকে
উত্তরঃ 🄱
১৪৩. ‘গ্র্যান্ড ওলড্ ম্যান অব ইন্ডিয়া' কাকে বলা হয়?
🄰 বদরুদ্দীন তৈয়াবজী
🄱 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
🄲 গোপালকৃষ্ণ গোখলে
🄳 দাদাভাই নওরজী
উত্তরঃ 🄳
১৪৪. কে তাঁর বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে ‘স্বরাজ’ অবশ্যই ‘জনগণের’ হবে এবং শুধুমাত্র ‘শ্রেণি’দের জন্য নয়?
🄰 মোতিলাল নেহরু
🄱 গান্ধিজি
🄲 সুভাষচন্দ্র বোস
🄳 সি. আর. দাস
উত্তরঃ 🄳
১৪৫. ‘হিন্দ স্বরাজ’ গ্রন্থটি কার রচনা?
🄰 জওহরলাল নেহরু
🄱 লালবাহাদুর শাস্ত্রী
🄲 মহাত্মা গান্ধি
🄳 মওলানা আবুল কালাম আজাদ
উত্তরঃ 🄲
১৪৬. নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন' (Vernacular Press Act) বাতিল করেন?
🄰 লর্ড লিটন
🄱 লর্ড কার্জন
🄲 লর্ড ডাফরিন
🄳 লর্ড রিপন
উত্তরঃ 🄳
১৪৭. ‘Bharat Mata Painting' কে অঙ্কন করেছেন?
🄰 রবীন্দ্রনাথ ঠাকুর
🄱 অবনীন্দ্রনাথ ঠাকুর
🄲 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
🄳 মহাত্মা গান্ধি
উত্তরঃ 🄱
১৪৮. কবে 'Gandhi–Irwin Pact' সম্পাদিত হয়?
🄰 1931 সালে
🄱 1930 সালে
🄲 1932 সালে
🄳 1929 সালে
উত্তরঃ 🄰
১৪৯. নিম্নলিখিতদের মধ্যে কে ‘দ্য ফিলোসফি অফ দ্য বম্ব’ (বোমার দর্শন) গ্রন্থটির রচিয়তা?
🄰 ভগবতী চরণ ভোহরা
🄱 বিপিনচন্দ্র পাল
🄲 যশপাল
🄳 অরবিন্দ ঘোষ
উত্তরঃ 🄰
১৫০. 'অনুশীলন সমিতি'র প্রতিষ্ঠাতা কে?
🄰 অশ্বিনীকুমার দত্ত
🄱 বিপিনচন্দ্র পাল
🄲 অরবিন্দ ঘোষ
🄳 প্রমথনাথ মিত্র
উত্তরঃ 🄳
১৫১. কে 'Servants of India Society' সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন?
🄰 অ্যানি বেসান্ত
🄱 মহাদেব গোবিন্দ রাণাডে
🄲 গোখেল
🄳 বি. জি. তিলক
উত্তরঃ 🄲
১৫২. নিম্নলিখিত সংবাদপত্র/জার্নালগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রের?
🄰 ক্রান্তি
🄱 আত্মশক্তি
🄲 সারথি
🄳 সন্ধ্যা
উত্তরঃ 🄰
১৫৩. কার আমলে ভারতে ইউরোপীয় সৈন্যরা 'শ্বেতাঙ্গ বিদ্রোহ' ঘটিয়েছিল?
🄰 ডালহৌসি
🄱 ক্যানিং
🄲 মেয়ো
🄳 রিপন
উত্তরঃ 🄱
১৫৪. নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি ব্রিটিশ ভারতে মহাজনদের উত্থানের জন্য দায়ী ছিল না?
🄰 নতুন রাজস্বনীতি
🄱 নতুন আইন ব্যবস্থা
🄲 নতুন শিক্ষা ব্যবস্থা
🄳 কৃষির বাণিজ্যিকরণ
উত্তরঃ 🄲
১৫৫. আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সরকারের প্রবর্তক হিসেবে কে সাধারণত স্বীকৃত হন?
🄰 রিপন
🄱 প্রথম হার্ডিঞ্জ
🄲 এম. কে. গান্ধি
🄳 কার্জন
উত্তরঃ 🄰
১৫৬. কে প্রথম অর্থ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা করেন?
🄰 রিপন
🄱 মেয়ো
🄲 কার্জন
🄳 লিটন
উত্তরঃ 🄱
১৫৭. কোন ব্রিটিশ অফিসার মিরকাশিমকে ১৭৬৩ খ্রিস্টাব্দের যুদ্ধে ধারাবাহিকভাবে পরাজিত করেন?
🄰 মেজর হেক্টর মুনরো
🄱 মেজর অ্যাডামস
🄲 কর্ণেল ম্যালসন
🄳 কর্ণেল হলওয়েল
উত্তরঃ 🄱
১৫৮. কে এইভাবে স্বীকারোক্তি করেছেন 'আমাদের সিন্ধুদেশ দখল করার কোন অধিকার নেই, তবুও আমরা এটা করব এবং এটি একটি খুব বড়ো লাভজনক, উপযোগী মানব শঠতার নমুনা হয়ে উঠবে।'?
🄰 লর্ড অকল্যান্ড
🄱 লর্ড এলেনবরা
🄲 স্যার চার্লস নেপিয়ার
🄳 মেজর জেমস আউট্রাম
উত্তরঃ 🄲
১৫৯. যখন সিন্ধু প্রদেশ অধিকৃত হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন?
🄰 লর্ড অকল্যান্ড
🄱 লর্ড এলেনবরা
🄲 লর্ড ডালহৌসি
🄳 প্রথম হার্ডিঞ্জ
উত্তরঃ 🄱
১৬০. কার শাসনকালে পেশোয়া পদটি শুধুমাত্র ক্ষমতাশালীই হয়ে ওঠেনি বংশগতও হয়ে ওঠে?
🄰 রাজারাম
🄱 দ্বিতীয় শিবাজী
🄲 শম্ভুজী
🄳 শাহ্
উত্তরঃ 🄳
১৬১. নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে‘সেনাকার্তে' উপাধি লাভ করেছিল?
🄰 বালাজি বিশ্বনাথ
🄱 বালাজি বাজীরাও
🄲 রাজারাম
🄳 দ্বিতীয় বাজীরাও
উত্তরঃ 🄰
১৬২. ভারতের কোন অঞ্চল ইউরোপীয়দের সর্বোৎকৃষ্ট সামুদ্রিক লবণ এবং আফিমের যোগান দিত?
🄰 করমণ্ডল
🄱 গুজরাট
🄲 বিহার
🄳 মালাবার
উত্তরঃ 🄲
১৬৩. কবে এবং কার দ্বারা পোর্তুগিজরা বাংলার হুগলি থেকে বিতাড়িত হয়েছিল?
🄰 ১৬২৫ খ্রি. শায়েস্তা খাঁ
🄱 ১৬৩১ খ্রি. কাশিম খাঁ
🄲 ১৬৫০ খ্রি. যুবরাজ মুরাদ
🄳 ১৬৬৬ খ্রি. যুবরাজ সুজা
উত্তরঃ 🄱
১৬৪. ভারতে পোর্তুগিজদের প্রারম্ভিক রাজধানী কী ছিল?
🄰 গোয়া
🄱 কোচিন
🄲 কালিকট
🄳 কান্নানোর
উত্তরঃ 🄱
১৬৫. ১৮৭২ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত বাংলা মাসিক পত্রিকাটির নাম কী?
🄰 সোমপ্রকাশ
🄱 বঙ্গদূত
🄲 বঙ্গদর্শন
🄳 বেঙ্গলি
উত্তরঃ 🄲
১৬৬. কবে এবং কার দ্বারা 'নায়ার পরিষেবা সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়েছিল?
🄰 ১৯০৫ নারায়ণ গুরু
🄱 ১৯১০ টি. এম. নায়ার
🄲 ১৯১৪ এম. পদ্মনাভ পিল্লাই
🄳 ১৯১৬ কে. রামকৃষ্ণ পিল্লাই
উত্তরঃ 🄲
১৬৭. তামিল জার্নাল ‘কুডিআরাসু’ কার দ্বারা প্রকাশিত হয়েছিল?
🄰 আন্নাদুরাই
🄱 পি. ত্যাগরাজা ইহেত্তি
🄲 টি. এম. নায়ার
🄳 ই. ভি রামাস্বামী পেরিয়ার
উত্তরঃ 🄳
১৬৮. নিম্নলিখিতদের মধ্যে কারা থিয়োসফিক্যাল সোসাইটির মূল প্রতিষ্ঠাতা ছিলেন?
(i) মাদাম এইচ. পি. ব্লাভাস্কি
(ii) মিসেস অ্যানি বেসান্ত
(iii) কর্ণেল এইচ. এস. ওলকট
(iv) কর্ণেল ও. পি. ওয়েলবার্ন
নিম্নলিখিত সংকেতগুলি থেকে উত্তরটি বেছে নাও :
🄰 (i) এবং (ii)
🄱 (ii) এবং (iii)
🄲 (i) এবং (iii)
🄳 (iii) এবং (iv)
উত্তরঃ 🄲 (i) এবং (iii)
১৬৯. কেশবচন্দ্ৰ সেন―
(i) সমাজ সংস্কারের একটি মৌলিক এবং সর্বাঙ্গীন পরিকল্পনা গ্রহণ করেন।
(ii) ভক্তির ধারণাকে ব্রাহ্মধর্মের সঙ্গে মিলিয়েছিলেন
(iii) বম্বে ও মাদ্রাজের সামাজিক ধর্মীয় সংস্কারকদের প্রভাবিত করেছিলেন।
(iv) ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের বিরোধিতা করেছিলেন।
কোনটি সঠিক?
🄰 (i), (ii) এবং (iii)
🄱 (ii), (iii) এবং (iv)
🄲 (i), (iii) এবং (iv)
🄳 সবগুলি
উত্তরঃ 🄳
১৭০. নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা লিখিত নয়?
🄰 সত্যার্থ প্রকাশ
🄱 বেদপ্রকাশ
🄲 সত্যার্থ ভূমিকা
🄳 বেদভাষ্য ভূমিকা
উত্তরঃ 🄲
১৭১. গুপ্তসমিতি ‘অভিনব ভারতের’ প্রতিষ্ঠাতা কে?
🄰 নরেন ভট্টাচার্য
🄱 যতীন মুখার্জী
🄲 গণেশ সাভারকর
🄳 দামোদর চাপেকর
উত্তরঃ 🄲
১৭২. সমস্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং গোষ্ঠীসমূহ সাইমন কমিশন কে বয়কট করেছিল, ব্যতিক্রম দুটি দল, ওই দুটি দল কী ছিল?
(i) হিন্দু মহাসভা
(ii) জাস্টিস পার্টি
(iii) মুসলিম লিগ
(iv) পাঞ্জাব ইউনিয়নিস্ট
নিম্নলিখিত সংকেতগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও :
🄰 (ii) এবং (iii)
🄱 (i) এবং (ii)
🄲 (iv) এবং (ii)
🄳 (iii) এবং (iv)
উত্তরঃ 🄲 (iv) এবং (ii)
১৭৩. আত্ম-সম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়?
🄰 আম্বেদকরের দ্বারা
🄱 পেরিয়ার ই. ভি রামস্বামী নাইকারের দ্বারা
🄲 দিনকররাও জাভালকরের দ্বারা
🄳 কেশবরাও জেধের দ্বারা
উত্তরঃ 🄱
১৭৪. ‘কার্লাইল সার্কুলার’ কবে জারি হয়?
🄰 1905 সালে
🄱 1901 সালে
🄲 1902 সালে
🄳 1906 সালে
উত্তরঃ 🄰
১৭৫. রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত?
🄰 কাকোরি ষড়যন্ত্র মামলা
🄱 লাহোর ষড়যন্ত্র মামলা
🄲 আলিপুর বোমা মামলা
🄳 মিরাট ষড়যন্ত্র মামলা
উত্তরঃ 🄰
১৭৬. চৌরিচৌরা কোথায়?
🄰 পাটনা
🄱 ভাগলপুর
🄲 গয়া
🄳 গোরখপুর
উত্তরঃ 🄳
১৭৭. অরবিন্দ ঘোষ কাকে ‘The Prophet of a Great Political Creed’ (একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর) বলে সম্মানিত করেছেন?
🄰 ব্রহ্মবান্ধব উপাধ্যায়
🄱 অশ্বিনীকুমার দত্ত
🄲 রাসবিহারী বসু
🄳 বিপিনচন্দ্র পাল
উত্তরঃ 🄳
১৭৮. বঙ্গভঙ্গের সময় ‘রাখিবন্ধন' উৎসব-এর আহ্বান করেন কে?
🄰 চিত্তরঞ্জন দাশ
🄱 রবীন্দ্রনাথ ঠাকুর
🄲 প্রমথনাথ মিত্র
🄳 পুলিনবিহারী দাস
উত্তরঃ 🄱
১৭৯. ‘র্যাডক্লিফ লাইন’ যে দুটি দেশের সীমানা নির্দেশ করছে?
🄰 ভারত ও চিন
🄱 ভারত ও বাংলাদেশ
🄲 ভারত ও ভুটান
🄳 ভারত ও পাকিস্তান
উত্তরঃ 🄳
১৮০. বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 দাদোবা পান্ডুরঙ্গ
🄱 দেবেন্দ্রনাথ ঠাকুর
🄲 রাধাকান্ত দেব
🄳 কেশবচন্দ্র সেন
উত্তরঃ 🄱
১৮১. 'নবজীবন'-এর সম্পাদনা করেন?
🄰 রাজেন্দ্র প্রসাদ
🄱 গান্ধিজি
🄲 মোতিলাল নেহরু
🄳 বাল গঙ্গাধর তিলক
উত্তরঃ 🄱
১৮২. নিম্নলিখিতদের মধ্যে কে বারদোলি সত্যাগ্রহের (1928) সঙ্গে যুক্ত ছিলেন?
🄰 রাসবিহারী বসু
🄱 বল্লভভাই প্যাটেল
🄲 লালা হরদয়াল
🄳 জওহরলাল নেহরু
উত্তরঃ 🄱
১৮৩. কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল?
🄰 আর্মস অ্যাক্ট
🄱 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
🄲 রাওলাট অ্যাক্ট
🄳 অ্যাক্ট থ্রি 1882
উত্তরঃ 🄲
১৮৪. হুইটলি কমিশন কোন বিষয় সম্পর্কিত ছিল?
🄰 শ্রম
🄱 শিক্ষা
🄲 জনস্বাস্থ্য
🄳 সিভিল সার্ভিস পুনসংগঠনে
উত্তরঃ 🄰
১৮৫. ভারত সভা জাতীয় চেতনা জাগিয়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কোন সংগঠনের মাধ্যমে?
🄰 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
🄱 বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি
🄲 ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স
🄳 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন
উত্তরঃ 🄲
১৮৬. কে ভারতের জাতীয় পতাকার নকশাটি তৈরি করেন যেটি ১৯৪৭ খ্রি. ২১শে জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত হয়?
🄰 বদর উদ্দিন তায়েবজি
🄱 রবীন্দ্রনাথ ঠাকুর
🄲 অবনীন্দ্রনাথ ঠাকুর
🄳 আবুল কালাম আজাদ
উত্তরঃ 🄰
১৮৭. নীচের কোন জোড়টি সঠিক?
🄰 পাঞ্জাবি-টি. প্রকাশম এবং এম. কৃষ্ণ. রাও
🄱 ভারত মাতা-অজিত সিং
🄲 কৃষ্ণ পত্রিকা-এম. জি. রাণাডে
🄳 কোয়ার্টরলি জার্নাল-লাজপত রাই
উত্তরঃ 🄱
১৮৮. নীচের কোন জোড়টি সঠিক?
🄰 বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশি আন্দোলন – লর্ড ল্যান্সডাউন
🄱 ১৮৯১ খ্রিস্টাব্দের ফ্যাক্টরি অ্যাক্ট – লর্ড কার্জন
🄲 পুষাতে একটি কৃষি গবেষণাগার প্রতিষ্ঠা – লর্ড মিন্টো
🄳 রাওলাট অ্যাক্ট – লর্ড চেমসফোর্ড
উত্তরঃ 🄳
১৮৯. কে বলেছিলেন, 'যেমন কংগ্রেসের আন্দোলন সাধারণ মানুষের দ্বারা অনুপ্রাণিত ছিল না, তেমনি তাদের দ্বারা পরিকল্পিত বা চিন্তিত ও ছিল না।’?
🄰 লালা লাজপত রাই
🄱 স্যার সৈয়দ আহমেদ খান
🄲 লর্ড কার্জন
🄳 লর্ড ডাফরিন
উত্তরঃ 🄰
১৯০. কে বালগঙ্গাধর তিলককে 'ভারতীয় বিক্ষোভের জনক' বলে বর্ণনা করেছিলেন?
🄰 ভ্যালেনটাইন চিরোল
🄱 ডিসরাচি
🄲 দ্বিতীয় মিন্টো
🄳 চেমস্ফোর্ড
উত্তরঃ 🄰
১৯১. ‘ভারতীয় মুসলিম লিগ’ কর্তৃক প্রকাশিত সংবাদপত্রটির নাম কী?
🄰 কোয়াম
🄱 ইনক্লাব
🄲 স্টার অব্ ইন্ডিয়া
🄳 ডন
উত্তরঃ 🄳
১৯২. ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) কবে প্রতিষ্ঠিত হয়?
🄰 ১৯০৫ খ্রিস্টাব্দে
🄱 ১৯০৭ খ্রিস্টাব্দে
🄲 ১৯১৭ খ্রিস্টাব্দে
🄳 ১৯২৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ 🄳
১৯৩. কে বলেছিলেন : ‘এই সুশৃঙ্খল নিয়মনিষ্ঠ অরাজকতা চলা উচিৎ, এবং যদি এর ফলে সম্পূর্ণ আইনভঙ্গ হয় তার দায়িত্ব আমি নেব’?
🄰 জওহরলাল নেহরু
🄱 মহাত্মা গান্ধি
🄲 রাজা গোপালাচারী
🄳 বল্লভভাই প্যাটেল
উত্তরঃ 🄱
১৯৪. কে বলেছিলেন; 'মুসলিমরা ছিল মূর্খ যে তারা রক্ষাকবচের প্রার্থনা করেছিল এবং হিন্দুরা ছিল অধিক মূর্খ যে, তারা তা প্রত্যাখ্যান করে।’?
🄰 জওহরলাল নেহরু
🄱 আবুল কালাম আজাদ
🄲 মহম্মদ আলি
🄳 সুভাষ বসু
উত্তরঃ 🄱
১৯৫. কে 'দীপাবলির ঘোষণা করেছিলেন এবং কবে?
🄰 লর্ড আরউইন ১৯২৯ খ্রিস্টাব্দে
🄱 লর্ড লিনলিথগো ১৯৪০ খ্রিস্টাব্দে
🄲 মহাত্মা গান্ধি ১৯৩০ খ্রিস্টাব্দে
🄳 সুভাষচন্দ্র বসু ১৯৪১ খ্রিস্টাব্দে
উত্তরঃ 🄰
১৯৬. নিম্নলিখিত পুঁজিপতিদের মধ্যে কে সুদীর্ঘকাল ধরে AICC-এর কোষাধ্যক্ষ হিসেবে বহুকর্ম সম্পন্ন করেন এবং ১৯৩০ খ্রিস্টাব্দে জেলে গিয়েছিলেন?
🄰 জি. (ডি) বিড়লা
🄱 যমুনালাল বাজাজ
🄲 জে. আর (ডি) টাটা
🄳 ওয়ালচাঁদ হীরাচাঁদ
উত্তরঃ 🄱
১৯৭. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
(i) মোতিলাল নেহরু
(ii) তেজবাহাদুর সপ্রু
(iii) মদনমোহন মালব্য
(iv) জয়াকর
(v) চিন্তামণি
নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও :
🄰 (i) এবং (ii)
🄱 (ii) এবং (v)
🄲 (ii), (iii) এবং (v)
🄳 (iv) এবং (v)
উত্তরঃ 🄱 (ii) এবং (v)
১৯৮. কংগ্রেসের কোন অধিবেশনে ১৮৮৯ জন প্রতিনিধি ছিলেন?
🄰 মাদ্রাজের তৃতীয় অধিবেশন
🄱 এলাহাবাদের চতুর্থ অধিবেশন
🄲 বোম্বের পঞ্চম অধিবেশন
🄳 কলকাতার যষ্ঠ অধিবেশন
উত্তরঃ 🄲
১৯৯. ১৮৭০ খ্রিস্টাব্দে কে 'Indian Reform Association' প্রতিষ্ঠা করেন?
🄰 রামমোহন রায়
🄱 দেবেন্দ্রনাথ ঠাকুর
🄲 কেশবচন্দ্র সেন
🄳 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ 🄲
২০০. নিম্নলিখিতদের মধ্যে কোন সম্প্রদায়টি ১৯৩৫ খ্রি. ভারত শাসন আইনানুযায়ী পৃথক নির্বাচক মণ্ডলীর স্বীকৃতি পায়নি?
🄰 অ্যাংলো ইন্ডিয়ানরা
🄱 ভারতীয় খ্রিস্টানরা
🄲 ইউরোপীয়রা
🄳 দলিত শ্রেণি
উত্তরঃ 🄳
◯ Next Page - ② ③ ④ ⑤
No comments
Hi Welcome ....