অর্থনীতি প্রশ্ন ও উত্তর (Indian Economy MCQ Question And Answer) ১. ভারতের মুদ্রাস্ফীতির হার হল? 🄰 দ্বিমাত্রিক (Double-digit)>0 🄱 একমাত...
অর্থনীতি প্রশ্ন ও উত্তর (Indian Economy MCQ Question And Answer)
১. ভারতের মুদ্রাস্ফীতির হার হল?
🄰 দ্বিমাত্রিক (Double-digit)>0
🄱 একমাত্রিক (Single-digit)>0
🄲 ঋণাত্মক
🄳 শূন্য
উত্তরঃ 🄱 একমাত্রিক (Single-digit)>0
২. বর্তমান ভারতের অর্থমন্ত্রী হলেন?
🄰 নির্মলা সিতারমন
🄱 অরুণ জেটলী
🄲 পি চিদাম্বরম
🄳 প্রণব মুখার্জী
উত্তরঃ 🄰 নির্মলা সিতারমন
৩. মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশিত হয়ㅡ
🄰 বিশ্ব ব্যাংকের সহায়তায়
🄱 আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (IMF) সহায়তায়
🄲 নীতি আয়োগের সহায়তায়
🄳 UNDP-এর সহায়তায়
উত্তরঃ 🄳 UNDP-এর সহায়তায়
৪. ভারতে জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে?
🄰 Finance Commission
🄱 Indian Statistical Institute
🄲 National Development Council
🄳 CSO
উত্তরঃ 🄳 CSO
৫. কোন সংস্থা জাতীয় আয়ের হিসাব প্রস্তুত করে?
🄰 পরিকল্পনা কমিশন
🄱 রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
🄲 কেন্দ্রীয় সংখ্যাতত্ত্ব সংস্থা
🄳 ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইন্সটিটিউট
উত্তরঃ 🄰 পরিকল্পনা কমিশন
৬. ভারত সরকারের কোন বিভাগ বা দপ্তর নিয়ন্ত্রণ করে ‘স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা’?
🄰 জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা
🄱 খাদি এবং গ্রামোদ্যোগ দপ্তর
🄲 পৌর সংস্থা
🄳 এগুলির কোনোটিই নয়
উত্তরঃ 🄰 জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা
৭. নিম্নলিখিত কোন ক্ষেত্রটি সেবাক্ষেত্রের (Service sector) মধ্যে পড়ে না?
🄰 হোটেল
🄱 কৃষি
🄲 ব্যাংক
🄳 রিয়েল এস্টেট
উত্তরঃ 🄱 কৃষি
৮. জাতীয় আয় পরিমাপে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
🄰 মূল্য যুক্ত পদ্ধতি (Value Added Method)
🄱 আয় পদ্ধতি (Income Method)
🄲 ব্যয় পদ্ধতি (Expenditure Method)
🄳 উপরোক্ত সবকটিই
উত্তরঃ 🄳 উপরোক্ত সবকটিই
৯. দেশের অর্থনৈতিক উন্নতির পরিমাপক হিসাবে কোনটি সবথেকে কার্যকরী?
🄰 মাথাপিছু আয়
🄱 জাতীয় আয়
🄲 কৃষিজনিত আয়
🄳 মূল্যবৃদ্ধি
উত্তরঃ 🄰 মাথাপিছু আয়
১০. কোন ধরনের ক্ষেত্র থেকে সর্বাধিক শক্তি উৎপন্ন হয় ভারতে?
🄰 জলবিদ্যুৎ
🄱 তাপবিদ্যুৎ
🄲 পারমাণবিক
🄳 সৌর
উত্তরঃ 🄱 তাপবিদ্যুৎ
১১. ‘স্মার্ট সিটি মিশন’ কোন সালে শুরু হয়?
🄰 2011 সালে
🄱 2012 সালে
🄲 2013 সালে
🄳 2015 সালে
উত্তরঃ 🄳 2015 সালে
১২. গোল্ডেন কোয়াড্রিল্যাটেরল কী?
🄰 জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প
🄱 সোনা নিলাম কেন্দ্ৰ
🄲 জাতীয় হাইওয়ে প্রকল্প
🄳 রেল উন্নয়ন প্রকল্প
উত্তরঃ 🄱 সোনা নিলাম কেন্দ্ৰ
১৩. ভারতীয় অর্থনীতিতে সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ করেছে কোন দেশ (2019-20 অৰ্থবর্ষে)?
🄰 আমেরিকা
🄱 সুইজারল্যান্ড
🄲 সিঙ্গাপুর
🄳 মরিশাস
উত্তরঃ 🄲 সিঙ্গাপুর
১৪. নিম্নলিখিত কোন দেশটি OPEC-এর সদস্য নয়?
🄰 আলজেরিয়া
🄱 ব্রাজিল
🄲 ইকুয়াডোর
🄳 নাইজেরিয়া
উত্তরঃ 🄱 ব্রাজিল
১৫. রাষ্ট্রপুঞ্জের ‘মানব উন্নয়ন সূচক' (Human Development Index) কত সাল থেকে চালু করে?
🄰 1990 সাল
🄱 1991 সাল
🄲 1993 সাল
🄳 1995 সাল
উত্তরঃ 🄰 1990 সাল
১৬. WTO এর সদর দফতর কোথায় অবস্থিত?
🄰 প্যারিস
🄱 ম্যানিলা
🄲 জেনিভা
🄳 ওয়াশিংটন ডিসি
উত্তরঃ 🄲 জেনিভা
১৭. যদি রপ্তানির চাহিদা বাড়ে তাহলেㅡ
🄰 টাকার মূল্য কমবে
🄱 একই থাকবে
🄲 টাকার মূল্য বাড়বে
🄳 কোনোটিই নয়
উত্তরঃ 🄲 টাকার মূল্য বাড়বে
১৮. কেন্দ্রীয় বাজেট কোন মাসে সাধারণত পেশ করা হয়?
🄰 জানুয়ারি মাসে
🄱 ফেব্রুয়ারি মাসে
🄲 জুলাই মাসে
🄳 ডিসেম্বর মাসে
উত্তরঃ 🄱 ফেব্রুয়ারি মাসে
১৯. মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক?
🄰 ঋণগ্রহীতা
🄱 ঋণদাতা
🄲 শ্রমিক শ্রেণি
🄳 বেতনভুক মানুষ
উত্তরঃ 🄰 ঋণগ্রহীতা
২০. ভারতীয় রেল বাজেট হল?
🄰 রাজ্য বাজেটের একটি অংশ
🄱 কেন্দ্রীয় বাজেটের একটি অংশ
🄲 কেন্দ্রীয় বাজেটের থেকে আলাদা
🄳 এগুলির কোনোটিই নয়
উত্তরঃ 🄲 কেন্দ্রীয় বাজেটের থেকে আলাদা
২১. ভারতের অর্থ-রাজস্বের বেশিরভাগটাই আসে কোথা থেকে?
🄰 প্রত্যক্ষ কর থেকে
🄱 অপ্রত্যক্ষ কর থেকে
🄲 প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর উভয় থেকে
🄳 এগুলির কোনোটিই নয়
উত্তরঃ 🄱 অপ্রত্যক্ষ কর থেকে
২২. SBI-এর পূর্বতন নাম কী ছিল?
🄰 Co-operative Bank of India
🄱 Syndicate Bank
🄲 Imperial Bank of India
🄳 Canara Bank
উত্তরঃ 🄲 Imperial Bank of India
২৩. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিম্নলিখিত কোন কর আদায় করতে পারে?
🄰 টোল কর ও জল কর
🄱 বিক্রয় কর
🄲 আয়কর
🄳 ভূমি রাজস্ব
উত্তরঃ 🄰 টোল কর ও জল কর
২৪. এক টাকার নোটে কার স্বাক্ষর দেখা যায়?
🄰 অর্থসচিব
🄱 গভর্নর, রিজার্ভ ব্যাংক
🄲 প্রধানমন্ত্রী
🄳 কেউই নন
উত্তরঃ 🄰 অর্থসচিব
২৫. নিম্নলিখিত কোন ব্যাংকের কর্মকাণ্ড কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে সীমাবদ্ধ?
🄰 SBI
🄱 NABARD
🄲 IFC
🄳 RBI
উত্তরঃ 🄱 NABARD
(নাবার্ড) ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হল ভারতের আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং শীর্ষ সমবায় ব্যাঙ্কগুলির সামগ্রিক নিয়ন্ত্রণের জন্য একটি শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ।এই ব্যাঙ্ককে "ভারতের গ্রামীণ এলাকায় কৃষি এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ঋণের ক্ষেত্রে নীতি, পরিকল্পনা এবং ক্রিয়াকলাপ সম্পর্কিত বিষয়গুলি" অর্পণ করা হয়েছে।
২৬. দেশের বাণিজ্যিক ব্যাংকগুলির কাছে গচ্ছিত আছে যে আমানত তাকে বলে?
🄰 পৌনঃপুনিক আমানত
🄱 চাহিদা আমানত
🄲 স্থায়ী আমানত
🄳 সঞ্জয়ী আমানত
উত্তরঃ 🄱 চাহিদা আমানত
২৭. ভারতে একটি চেকের বৈধতা কত দিন?
🄰 চার মাস
🄱 তিন মাস
🄲 দুই মাস
🄳 কোনো সময়সীমা নেই
উত্তরঃ 🄱 তিন মাস
২৮. ব্যাংক মিত্র বলতে কাদের বোঝায়?
🄰 ব্যাংকের মূল্যবান গ্রাহক
🄱 ব্যাংকের সিকিউরিটি কর্মী
🄲 ব্যাংকের অফিসিয়াল
🄳 ব্যাংকের সেই সমস্ত এজেন্ট যারা ব্যাংকের যেখানে শাখা নেই সেখানেও পরিষেবা প্রদান করে
উত্তরঃ 🄳 ব্যাংকের সেই সমস্ত এজেন্ট যারা ব্যাংকের যেখানে শাখা নেই সেখানেও পরিষেবা প্রদান করে
২৯. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হল?
🄰 1930 খ্রিঃ
🄱 1935 খ্রিঃ
🄲 1947 খ্রিঃ
🄳 1951 খ্রিঃ
উত্তরঃ 🄱 1935 খ্রিঃ
৩০. ভারতের এক্সিম (EXIM) ব্যাংক কাদের জন্য কাজ করে?
🄰 ভারতের চাষিদের জন্য
🄱 ভারতের আমদানি-রপ্তানিকারকদের জন্য
🄲 ভারতের শ্রমিকদের জন্য
🄳 ভারতের সংসদ সদস্যদের জন্য
উত্তরঃ 🄱 ভারতের আমদানি-রপ্তানিকারকদের জন্য
এক্সিম ব্যাঙ্ক ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1981-এর অধীনে রপ্তানি ক্রেডিট পরিশোধক হিসাবে, বিশ্বব্যাপী রপ্তানি ক্রেডিট এজেন্সিগুলির প্রতিফলন । 1982 সালে ভারতের বিদেশী বাণিজ্যকে অর্থায়ন, সহায়তা ও উন্নয়নের জন্য একটি সংসদ আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এক্সিম ব্যাঙ্ক।
৩১. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে?
🄰 রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
🄱 স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
🄲 অর্থমন্ত্রক, ভারত সরকার
🄳 এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া
উত্তরঃ 🄳 এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া
৩২. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
🄰 Central Bank of India
🄱 Reserve Bank of India
🄲 State Bank of India
🄳 Indian Overseas Bank
উত্তরঃ 🄱 Reserve Bank of India
৩৩. মূল্যবৃদ্ধি কী?
🄰 মুদ্রার মূল্যমান বৃদ্ধি
🄱 দ্রব্যের দাম বেড়ে যাওয়া
🄲 মুদ্রার মূল্যমান হ্রাস
🄳 এগুলির কোনোটিই নয়
উত্তরঃ 🄲 মুদ্রার মূল্যমান হ্রাস
৩৪. ভারতে ‘সবুজ বিপ্লব’-এর জনক কে?
🄰 নরম্যান বোরলগ
🄱 এম. এস. স্বামীনাথন
🄲 গ্যারি বেকার
🄳 কেউই নন
উত্তরঃ 🄱 এম. এস. স্বামীনাথন
৩৫. ভারতের কর্মক্ষম মানুষের কত শতাংশ কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত?
🄰 20%
🄱 30%
🄲 40%
🄳 65%
উত্তরঃ 🄳 65%
৩৬. কোন সংস্থা ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণ করে?
🄰 কৃষিমন্ত্ৰক
🄱 নাবার্ড
🄲 বাণিজ্যমন্ত্রক
🄳 Agricultural Cost and Price Commission (ACPC)
উত্তরঃ 🄳 Agricultural Cost and Price Commission (ACPC)
৩৭. ভারতীয় কৃষি অর্থনীতির চরিত্র হল?
🄰 ভূমি উদ্বৃত্ত, শ্রমিক ঘাটতি অর্থনীতি
🄱 ভূমি ঘাটতি কিন্তু শ্রমিক উদ্বৃত্ত অর্থনীতি
🄲 ভূমি ও শ্রমিক উদ্বৃত্ত অর্থনীতি
🄳 ভূমি ও শ্রমিক ঘাটতি অর্থনীতি
উত্তরঃ 🄱 ভূমি ঘাটতি কিন্তু শ্রমিক উদ্বৃত্ত অর্থনীতি
৩৮. সমবায় ঋণের যে প্রতিষ্ঠান গ্রামে কাজ করে তার নাম কী?
🄰 গ্রামীণ কৃষি ঋণ সংস্থা
🄱 কৃষি ঋণ সংস্থা
🄲 গ্রামীণ ব্যাংক
🄳 প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
উত্তরঃ 🄳 প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
৩৯. ভূমি সংস্কারের ফলে অর্থনৈতিক লাভবান হয়েছে কোন শ্রেণী?
🄰 বর্গাদার শ্রেণি
🄱 কৃষি শ্রমিক
🄲 ক্ষুদ্ৰ চাষি
🄳 সমবায় চাষি
উত্তরঃ 🄰 বর্গাদার শ্রেণি
৪০. কৃষি আয়কর আদায় ও সংগ্রহ করেㅡ
🄰 কেন্দ্রীয় সরকার
🄱 রাজ্য সরকার
🄲 আঞ্চলিক সংস্থা
🄳 কেন্দ্র এবং রাজ্য উভয়েই
উত্তরঃ 🄱 রাজ্য সরকার
৪১. ভারতের কৃষিক্ষেত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হল?
🄰 বৃহদায়তন কৃষিজোত
🄱 ক্ষুদ্রায়তন কৃষিজোত
🄲 ধনতান্ত্রিক কৃষি
🄳 সমবায় কৃষিজোত
উত্তরঃ 🄱 ক্ষুদ্রায়তন কৃষিজোত
৪২. অপারেশন বর্গা প্রথম প্রচলন হয় কোন রাজ্যে?
🄰 কর্ণাটক
🄱 পশ্চিমবঙ্গ
🄲 কেরালা
🄳 বিহার
উত্তরঃ 🄱 পশ্চিমবঙ্গ
৪৩. ভূমি সংস্কারের উদ্দেশ্য কী ছিল?
🄰 উৎপাদন বৃদ্ধি
🄱 গ্রামীণ জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি
🄲 অর্থনৈতিক উন্নয়ন ও বণ্টনে সমতা প্রদান
🄳 এগুলির সবকটি
উত্তরঃ 🄳 এগুলির সবকটি
৪৪. সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য কী ছিল?
🄰 নগদ শস্য উৎপাদন বৃদ্ধি
🄱 সবুজ আচ্ছাদিত এলাকা বৃদ্ধি, সামাজিক বনসৃজন প্রকল্পের মাধ্যম
🄲 কৃষির আধুনিকীকরণ বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে
🄳 জাপানি প্রযুক্তিতে ধান উৎপাদনের সূচনা
উত্তরঃ 🄲 কৃষির আধুনিকীকরণ বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে
৪৫. ভারতের সেচের মূল উৎস কী?
🄰 নলকূপ
🄱 নদী .
🄲 খাল
🄳 জলাধার
উত্তরঃ 🄲 খাল
৪৬. পশ্চিমবঙ্গের সর্বশেষ ভূমিসংস্কার আইনটি কত সালে পাশ হয়েছে?
🄰 2012 সালে
🄱 2016 সালে
🄲 2011 সালে
🄳 2014 সালে
উত্তরঃ 🄳 2014 সালে
৪৭. ভারতীয় GDP-তে কত শতাংশ কৃষিক্ষেত্র থেকে আসে?
🄰 17%
🄱 30%
🄲 37%
🄳 42%
উত্তরঃ 🄰 17%
৪৮. ভারতে সাধারণত কী ধরনের কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়?
🄰 শুষ্ক কৃষি
🄱 মিশ্র কৃষি
🄲 প্রতিস্থাপন কৃষি
🄳 কোনোটিই নয়
উত্তরঃ 🄲 প্রতিস্থাপন কৃষি
৪৯. ভারতের কোন স্থানে ঝুম চাষ পদ্ধতি দেখা যায়?
🄰 রাজস্থানে
🄱 তামিলনাড়ুতে
🄲 উঃ পূর্বের রাজ্যে
🄳 জম্মু-কাশ্মীরে
উত্তরঃ 🄲 উঃ পূর্বের রাজ্যে
৫০. সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের সময়কাল ছিলো?
🄰 1980-1982 সাল
🄱 1983-1984 সাল
🄲 1985-1986 সাল
🄳 1990-1992 সাল
উত্তরঃ 🄱 1983-1984 সাল
No comments
Hi Welcome ....