Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা শর্ট (Short MCQ) কোশ্চেন | প্রাচীন ভারতের ইতিহাস

❐ আরো পড়ুনঃ প্রাচীন ভারতের ইতিহাস     ফ্রি মকটেস্ট MCQ    Indus Valley and Harappa Civilization Short MCQ Question in Bengali Version WBCS ...



আরো পড়ুনঃ প্রাচীন ভারতের ইতিহাস

Indus Valley and Harappa Civilization Short MCQ Question in Bengali Version


WBCS Prelims/SCC/MTS/IAS/WB SET/PSC Mise/SSC CGL/CHSL/RRB Group-D/UGC NET/CPO AC ছাড়াও বিভিন্ন রকমের পরীক্ষার প্রস্তুতির জন্য এই শর্ট MCQ কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ।

সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা শর্ট MCQ কোশ্চেন
   Total MCQ - 85

১.  চার্লস ম্যাসন প্রথম কবে হরপ্পা পর্যবেক্ষণ করেন?
🅐 1821 খ্রিস্টাব্দ
🅑 1822 খ্রিস্টাব্দ
🅒 1825 খ্রিস্টাব্দ
🅓 1826 খ্রিস্টাব্দ
উত্তরঃ 🅓 1826 খ্রিস্টাব্দ

২. ১৮৫৩ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতায় প্রথম সীলমোহর কে আবিষ্কার করেন?
🅐 রাখালদাস বন্দ্যোপাধ্যায় 
🅑 চার্লস ম্যাসন
🅒 এস. আর. রাও
🅓 আলেকজান্ডার কানিংহাম
উত্তরঃ 🅓 আলেকজান্ডার কানিংহাম

৩. আলেকজান্ডার কানিংহাম হরপ্পা যুগের যে সীলমোহর আবিষ্কার করেন, তাতে কয়টি বর্ণ লিখিত ছিল?
🅐 ২টি 
🅑 ৪টি 
🅒 ৬টি 
🅓 ২৯টি 
উত্তরঃ 🅒 ৬টি 

৪. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?
🅐 মধ্যপ্রস্তর যুগের
🅑 তাম্র ব্রোঞ্জ যুগের
🅒 নবপ্রস্তর যুগে
🅓 সবগুলি ঠিক 
উত্তরঃ 🅑 তাম্র ব্রোঞ্জ যুগের

৫. 'মহেনজোদাড়ো' কোন ভাষার শব্দ?
🅐 হিন্দি 
🅑 উর্দু
🅒 গুজরাটি
🅓 সিন্ধ্রি 
উত্তরঃ 🅓 সিন্ধ্রি 

৬. পূর্বদিকে হরপ্পা সভ্যতার বিস্তার কতদূর?
🅐 বিহার 
🅑 পশ্চিমবঙ্গ 
🅒 উত্তরপ্রদেশ 
🅓 হরিয়ানা
উত্তরঃ 🅒 উত্তরপ্রদেশ 

৭. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?
🅐 তাম্র যুগের সভ্যতা
🅑 প্রস্তর যুগের সভ্যতা
🅒 লৌহ যুগের সভ্যতা
🅓 তাম্রপ্রস্তর যুগের সভ্যতা
উত্তরঃ 🅒 লৌহ যুগের সভ্যতা

৮. বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন?
🅐 মিশরীয় সভ্যতা
🅑 চৈনিক সভ্যতা
🅒 সিন্ধু সভ্যতা
🅓 ব্যাবিলনীয় সভ্যতা
উত্তরঃ 🅒 সিন্ধু সভ্যতা (আবিষ্কৃত হয় ১৯২২ সালে)

৯. সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা?
🅐 নগরভিত্তিক সভ্যতা
🅑 গ্রামকেন্দ্রিক সভ্যতা
🅒 উপজাতীয় সভ্যতা
🅓 কৃষিভিত্তিক সভ্যতা
উত্তরঃ 🅐 নগরভিত্তিক সভ্যতা

১০. হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় এক তৃতীয়াংশ কী ছিল?
🅐 নারীমূর্তি
🅑 পুরুষমূর্তি
🅒 গৃহস্থালির জিনিসপত্র
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅑 পুরুষমূর্তি

১১. সিন্ধু বা হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না?
🅐 ব্রোঞ্জ
🅑 তামা
🅒 রূপা
🅓 লোহা
উত্তরঃ 🅓 লোহা

১২. সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি?
🅐 মেসোপটেমিয়া
🅑 চৈনিক সভ্যতা
🅒 মিশরীয় সভ্যতা
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅐 মেসোপটেমিয়া

১৩. সিন্ধু সভ্যতায় পাওয়া যায়—
🅐 পাঁচ হাজার শীলমোহর
🅑 দু হাজার শীলমোহর
🅒 চার হাজার শীলমোহর
🅓 ছয় হাজার শীলমোহর
উত্তরঃ 🅑 দু হাজার শীলমোহর

১৪. হরপ্পীয় সীলমোহরগুলিতে কোন পশুর প্রতিকৃতি সবচেয়ে বেশি পাওয়া গেছে?
🅐 হাতি
🅑 গন্ডার 
🅒 মহিষ
🅓 বৃষ
উত্তরঃ 🅓 বৃষ

১৫. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রাক্-হরপ্পীয় পর্যায়ের বৈশিষ্ট্য পাওয়া গেছে?
🅐 লোথাল 
🅑 কালিবঙ্গান 
🅒 রংপুর 
🅓 চানহুদাড়ো
উত্তরঃ 🅑 কালিবঙ্গান 

১৬. হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর বৈশিষ্ট্য কোনটি?
🅐 প্রশস্ত রাস্তাঘাট
🅑 বড় অট্টালিকা
🅒 উন্নত পয়ঃপ্রণালী
🅓 স্নানাগারের উপস্থিতি
উত্তরঃ 🅒 উন্নত পয়ঃপ্রণালী

১৭. কে বলেছেন— “রোমান সভ্যতার পূর্বে অপর কোনও প্রাচীন সভ্যতার এত উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল না।"
🅐 ডি.এন ঝা
🅑 মার্টিমার হুইলার
🅒 মার্টিমার হুইলার
🅓 এ.এল ব্যাসাম
উত্তরঃ 🅓 এ.এল ব্যাসাম

১৮. প্রাচীন কৃষিক্ষেত্রের নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে?
🅐 মেসোপটেমিয়া
🅑 মেহেরগড়
🅒 কালিবঙ্গান
🅓 লোথাল
উত্তরঃ 🅒 কালিবঙ্গান

১৯. কে বলেছেন— “উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থাই সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে পৃথক করেছে।”
🅐 ড. কোশাম্বী
🅑 এ.এল ব্যাসাম
🅒 ডি.এন ঝা
🅓 এস.আর. রাও
উত্তরঃ 🅐 ড. কোশাম্বী

২০. কালিবঙ্গান কে আবিষ্কার করেছেন?
🅐 আর. এস. বিস্ট
🅑 এম.জি. মজুমদার
🅒 ভিনসেন্ট স্মিথ 
🅓 অমলেন্দ্র ঘোষ
উত্তরঃ 🅓 অমলেন্দ্র ঘোষ
 
২১. কে বলেছেন— “সিন্ধু সভ্যতায় একটি ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। যার কেন্দ্রে ছিলেন একজন পুরোহিত রাজা।”
🅐 এইচ. ডি. শাঙ্খালিয়া
🅑  ড. কোশাম্বী
🅒 এস. কে. সরকার
🅓 মার্টিমার হুইলার
উত্তরঃ 🅓 মার্টিমার হুইলার

২২. নিম্নের কোন কেন্দ্রটি হল হরপ্পা সভ্যতার একটি পুঁতিশিল্পের  উল্লেখযোগ্য কেন্দ্র?
🅐 চানহুদাড়ো
🅑 রংপুর
🅒 হরপ্পা
🅓 বালাকোট
উত্তরঃ  🅐 চানহুদাড়ো

২৩. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোন স্নানাগারের নিদর্শন পাওয়া যায় নি?
🅐 হরপ্পা 
🅑 মহেনজোদাড়ো 
🅒 কালিবঙ্গান 
🅓 লোথাল
উত্তরঃ 🅒 কালিবঙ্গান 

২৪. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোন সিটাডেল ছিল না?
🅐 সুটকাজেনদোর
🅑 চানহুদাড়ো
🅒 লোথাল
🅓 সুট কজেনদোর 
উত্তরঃ 🅑 চানহুদাড়ো

২৫. মেসোপটেমিয়াতে হরপ্পা সভ্যতার কয়টি সিলমোহর পাওয়া গেছে?
🅐 ২৩টি
🅑 ৫২টি 
🅒 ৭০টি 
🅓 ১৯৯টি
উত্তরঃ 🅐 ২৩টি

২৬. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ইটগুলির আয়তন কত ছিল?
🅐 ১: ২: ৪
🅑 ১ : ৪ : ১৬
🅒 ১ : ৩ : ৯
🅓 ১ : ৫ : ২৫
উত্তরঃ 🅐 ১: ২: ৪

২৭. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বাড়ি নির্মাণের জন্য ইঁটের ব্যবহার না হয়ে পাথর ব্যবহৃত হত?
🅐 মহেনজোদাড়ো
🅑 কালিবঙ্গান
🅒 ধোলাভিরা
🅓 বানওয়ালি
উত্তরঃ 🅒 ধোলাভিরা

২৮. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর কথা অজানা ছিল?
🅐 মহিষ 
🅑 অশ্ব
🅒 গোরু
🅓 গাধা
উত্তরঃ 🅑 অশ্ব

২৯. সিন্ধু সভ্যতায় ওজনের সময় কোন সংখ্যা ও তার গুণিতক ব্যবহৃত হত?
🅐 ২
🅑 ৪
🅒 ১৬
🅓 সবগুলি ঠিক 
উত্তরঃ 🅒 ১৬

৩০. ভারতের প্রাচীনতম লিপির নাম কী?
🅐 ব্রাহ্মী লিপি
🅑 সিন্ধু লিপি
🅒 সোগর তাম্রলিপি
🅓 খরোষ্ঠী লিপি
উত্তরঃ 🅑 সিন্ধু লিপি

৩১. হরপ্পা সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?
🅐 ব্যবসা-বাণিজ্য 
🅑 শিল্প 
🅒 পশুপালন
🅓 কৃষি
উত্তরঃ 🅓 কৃষি

৩২. মহেনজোদাড়োতে কয়টি কুয়ো আবিষ্কৃত হয়েছে?
🅐 ৭০০টি  
🅑 ১২০০টি 
🅒 ১৫০০টি 
🅓 ১৮০০টি 
উত্তরঃ 🅐 ৭০০টি  

৩৩. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বৃষ্টির জলকে ধরে রাখার সাক্ষ্য পাওয়া গেছে?
🅐 লোথাল
🅑 শোরতুঘাই
🅒 ধোলাভিরা
🅓 কালিবঙ্গান
উত্তরঃ 🅑 শোরতুঘাই

৩৪. কে হরপ্পার শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাঙ্কের সাথে তুলনা করেছেন?
🅐 ড. কোশাম্বি
🅑 ড. এ.এল.ব্যাসাম
🅒 ডি.এন ঝা
🅓 স্যার মার্টিমার হুইলার
উত্তরঃ 🅑 ড. এ.এল.ব্যাসাম

৩৫. মহেনজোদাড়োর প্রাপ্ত বৃহৎ স্নানগারটির আয়তন কত?
🅐 ১০৮ × ১৮০ ফুট
🅑 ১৮০ × ১০৮ ফুট
🅒 ২০৮ × ১৮০ ফুট
🅓 ১৬০ × ১৪০ ফুট
উত্তরঃ 🅑 ১৮০ × ১০৮ ফুট

৩৬. হরপ্পা সভ্যতার অধিকাংশ সীলগুলি কোন আকৃতির?
🅐 গোলাকার 
🅑 বর্গাকার 
🅒 ত্রিভুজাকার 
🅓 আয়তকার
উত্তরঃ 🅑 বর্গাকার 

৩৭. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে গোলাকার সীল আবিষ্কৃত হয়েছে?
🅐 ধোলাভীরা
🅑 লোথাল
🅒 কালিবঙ্গান 
🅓 ধোলাভিরায়
উত্তরঃ 🅑 লোথাল

৩৮. হরপ্পা সভ্যতায় তামা প্রাপ্তির স্থান কোথায় ছিল?
🅐 মধ্য এশিয়া
🅑 আফগানিস্থান
🅒 রাজস্থান
🅓 বাদখশান
উত্তরঃ 🅒 রাজস্থান

৩৯. হরপ্পা সভ্যতায় মূল্যবান জেড পাথর কোথা থেকে আসত?
🅐 মধ্য এশিয়া
🅑 পশ্চিম এশিয়া
🅒 গুজরাত
🅓 আফগানিস্থান
উত্তরঃ 🅑 পশ্চিম এশিয়া

৪০. আর্য ভাষাগোষ্ঠীর আক্রমণের ফলে হরপ্পার নগরগুলির পতন ঘটেছিল এই ধারণাটি প্রথম ব্যক্ত কে করেন?
🅐 রমাপ্রসাদ চন্দ
🅑 ডেনাস
🅒 মার্টিমার হুইলার
🅓 আরনেস্ট ম্যাকে
উত্তরঃ 🅐 রমাপ্রসাদ চন্দ

৪১. আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে?
🅐 ১০০টি 
🅑 ১৫০টি 
🅒 ২০০টি 
🅓 ২৫০টি 
উত্তরঃ 🅓 ২৫০টি 

৪২. সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে কী বোঝায়?
🅐 কারিগরি শিল্প ও বাণিজ্য
🅑 পশুপালন 
🅒 শিকার 
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅐 কারিগরি শিল্প ও বাণিজ্য

৪৩. সিন্ধুসভ্যতার পতনের সম্ভাব্য কারণ কী?
🅐 দুর্ভিক্ষ
🅑 জলবায়ু পরিবর্তন
🅒 মানুষে মানুষে দ্বন্দ্ব
🅓 বন্যা ও পরিবেশের পরিবর্তন
উত্তরঃ 🅓 বন্যা ও পরিবেশের পরিবর্তন

৪৪. হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে ধ্বংসস্তূপের মধ্য থেকে নৃতত্ত্ববিদরা নরগোষ্ঠীকে চিহ্নিত করেছেন কয়ভাগে?
🅐 তিনভাগে 
🅑 ছয়ভাগে 
🅒 আটভাগে 
🅓 দশভাগে 
উত্তরঃ 🅐 তিনভাগে 

৪৫. গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে?
🅐 রোজদি
🅑 লোথাল
🅒 কালিবঙ্গান
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅑 লোথাল

৪৬. মহেন-জো-দারের সর্বাপেক্ষা অন্যতম আকর্ষনীয় বস্তু কী?
🅐 স্নানাগার
🅑 শস্যাগার
🅒 পোতাশ্রয়
🅓 উপাসনাগৃহ
উত্তরঃ 🅐 স্নানাগার

৪৭. কোন ফরাসী প্রত্নতত্ত্ববিদ মনে করেন যে হরপ্পা স্বৈরতন্ত্রের তুলনায় এই দুটি নগরের রাষ্ট্রতন্ত্র অনেক উদার ছিল?
🅐 জাঁ ফিলিওজা
🅑 কাসাল
🅒 ডেভিড ফ্রলে
🅓 হুইলার
উত্তরঃ 🅑 কাসাল

৪৮. কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবেই ভারতীয়?
🅐 গর্ডন চাইল্ড
🅑 জ্যা ফিলিওজা
🅒 হুইলার
🅓 রাখাল দাস বন্দ্যোপাধ্যয়
উত্তরঃ 🅐 গর্ডন চাইল্ড

৪৯.সিন্ধু সভ্যতায় পুরোহিত শ্রেণির কোনো প্রাধান্য ছিল না। একথা কোন ঐতিহাসিক মনে করেন?
🅐 জন হুইলার
🅑 গর্ডন চাইল্ড
🅒 রামশরন শর্মা
🅓 এইচ. জি. ওয়েলস
উত্তরঃ 🅒 রামশরন শর্মা

৫০. কতসালের পরে হরপ্পা সংস্কৃতির কেন্দ্রগুলি পাকিস্তানে চলে গেছে?
🅐 ১৯৫০ সালে
🅑 ১৯৪৭ সালে
🅒 ১৯৪৯ সালে
🅓 ১৯৫৭ সালে
উত্তরঃ 🅑 ১৯৪৭ সালে

৫১. সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে?
🅐 জন মার্শাল
🅑 দয়ারাম সাহানি
🅒 কে.কে দাস 
🅓 ফ্রাঁসোয়া জারিজ
উত্তরঃ 🅐 জন মার্শাল

৫২. সিন্ধুর বণিকদের কি বলা হত?
🅐 পনি
🅑 শ্রেণীক
🅒 ভিষক
🅓 দ্ৰবি
উত্তরঃ 🅐 পনি

৫৩. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
🅐 গঙ্গা
🅑 ব্রহ্মপুত্র
🅒 সিন্ধু
🅓 ভাগিরথী
উত্তরঃ 🅒 সিন্ধু

৫৪. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু গুলি কি কি?
🅐 তামা, টিন
🅑 তামা, লোহা
🅒 টিন, লোহা
🅓 লোহা, নিকেল
উত্তরঃ 🅐 তামা, টিন

৫৫. দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
🅐 মেহরগড় অঞ্চলে
🅑 সুমেরীয় অঞ্চলে
🅒 হরপ্পা অঞ্চলে
🅓 মহেন্-জো দারো অঞ্চলে
উত্তরঃ 🅒 হরপ্পা অঞ্চলে

৫৬. কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল?
🅐 মহেন-জো-দারো
🅑 মেহেরগড় সভ্যতা
🅒 মেসোপটেমিয়া
🅓 মিশরীয় সভ্যতা
উত্তরঃ 🅑 মেহেরগড় সভ্যতা

৫৭. সিন্ধুর সমাজ কেমন ধরণের ছিল?
🅐 পিতৃতান্ত্রিক
🅑 মাতৃতান্ত্রিক
🅒 পুরোহিততান্ত্রিক
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅑 মাতৃতান্ত্রিক

৫৮. কে সর্বপ্রথম মহেন-জো-দারো সভ্যতার আবিষ্কার করেন?
🅐 রাখালদাস বন্দ্যোপাধ্যায়
🅑 দয়ারাম সাহানি
🅒 রিচার্ড মিডো
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅐 রাখালদাস বন্দ্যোপাধ্যায়

৫৯. মেহেরগড় সভ্যতা কত খ্রিঃ আবিষ্কৃত হয়?
🅐 ১৯৭৩ খ্রিঃ
🅑 ১৯৭৪ খ্রিঃ
🅒 ১৯৭৫ খ্রিঃ
🅓 ১৯৭৬ খ্রিঃ
উত্তরঃ 🅑 ১৯৭৪ খ্রিঃ

৬০. হরপ্পায় অদিবাসীদের মৃত্যুর পর মৃতদেহকে কি করত?
🅐 সমাধিস্থ
🅑 দাহ
🅒 জলে ভাসিয়ে দিত
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅐 সমাধিস্থ

৬১. হরপ্পা লিপি থেকে কত রকম বর্ণ বা সচিত্র লিপি পাওয়া গেছে?
🅐 ২২০ রকম
🅑 ২৫০ রকম
🅒 ৩০০ রকম
🅓 ২৭০ রকম
উত্তরঃ 🅓 ২৭০ রকম

৬২. সিন্ধু সভ্যতার কোথায় কোন দূর্গ ছিল না?
🅐 কালিবাঙ্গান
🅑 লোথাল
🅒 চানহুদারো
🅓 রোপার
উত্তরঃ 🅒 চানহুদারো

৬৩. সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে সবচেয়ে উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল?
🅐 চানহুদাড়ো
🅑 বনওয়ালি
🅒 হরপ্পা
🅓 রোপার
উত্তরঃ 🅐 চানহুদাড়ো

৬৪. প্রাচীন ভারতীয় কোন সভ্যতায় প্রথম নৌকা তৈরি হয়?
🅐 মহেন-জো-দারো
🅑 মেহেরগড় সভ্যতা
🅒 হরপ্পা সভ্যতা
🅓 মিশরীয় সভ্যতা
উত্তরঃ 🅒 হরপ্পা সভ্যতা

৬৫. রোপার কোন নদীর তীরে অবস্থিত?
🅐 সিন্ধু
🅑 রাভী
🅒 লুনী
🅓 শতদ্রু
উত্তরঃ 🅓 শতদ্রু

৬৬. প্রাচীন কোন সভ্যতা প্রথম তুলোর চাষ করে?
🅐 সিন্ধু সভ্যতা
🅑 মেসোপটেমিয়া
🅒 সুমেরীয়
🅓 চৈনিক সভ্যতা
উত্তরঃ 🅐 সিন্ধু সভ্যতা

৬৭. সিন্ধু সভ্যতাকে কারা মেলুহা বলত?
🅐 মেসোপটেমিয়া মানুষরা
🅑 সুমেরের মানুষরা
🅒 চৈনিক সভ্যতা মানুষরা
🅓 কোনোটিই নয়
উত্তরঃ 🅑 সুমেরের মানুষরা

৬৮. হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কে?
🅐 সূর্য
🅑 বরুন
🅒 আদি শিব
🅓 ইন্দ্ৰ
উত্তরঃ 🅒 আদি শিব

৬৯. নিম্নে বর্ণিত কোন কারখানাতে চুনাপাথর ও চের্ট ব্লেড উৎপাদিত হত এবং হরপ্পার বিভিন্ন বসতি অঞ্চলে পাঠানো হত?
🅐 ক্ষেত্রি এবং রাজস্থান
🅑 সুক্কর ও রোহরি পার্বত্য অঞ্চল
🅒 ছগই পাহাড়
🅓 বালুচিস্তানের পার্বত্য অঞ্চল
উত্তরঃ 🅐 ক্ষেত্রি এবং রাজস্থান

৭০. সিন্ধু সভ্যতার খনন কার্যের ফলে নিম্নলিখিত জিনিসগুলি পাওয়া যায়। নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার বাণিজ্যিক ও আর্থিক উন্নয়নের নিদর্শন স্বরূপ?
🅐 মৃৎশিল্প (Pottery) 
🅑 সিল (Seals)
🅒 নৌকা (Boats) 
🅓 গৃহ (Houses)
উত্তরঃ 🅑 সিল (Seals)

৭১. ব্যাবিলনের ঝুলন্ত বাগান নিম্নের কোন প্রাচীন সংস্কৃতির সাথে সংযুক্ত?
🅐 মিশর 
🅑 মেসোপোটেমিয়া 
🅒 চিন 
🅓 হরপ্পা
উত্তরঃ 🅑 মেসোপোটেমিয়া 

৭২. সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা ছিলেন—
🅐 হনুমান 
🅑 কালী 
🅒 আয়াপ্পা 
🅓 পশুপতি
উত্তরঃ 🅓 পশুপতি

৭৩. নীচের কোন হরপ্পান সাইট/অংশটি বালুচিস্তানে অবস্থিত?
1. দাবারকোট
2. সুতেকাজেন্ডোর
3. সোটকাকোহ
4. শর্টুসাই

নীচের দেওয়া কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। 
🅐 1 এবং 2
🅑 2 এবং 4
🅒 1, 2 এবং 3
🅓 2, 3 এবং 4
উত্তরঃ 🅒 1, 2 এবং 3

৭৪. নিম্নলিখিত কোন তথ্যটি হরপ্পা সভ্যতা সম্বন্ধে সঠিক নয়?
🅐 উপমহাদেশের প্রথম শহর এই স্থানে দেখা যায়
🅑 এখানে ডানদিক থেকে বাম দিকে লিপি লেখার পদ্ধতি দেখা যায়।
🅒  ভাস্কর্য শিল্পে লোহার ব্যবহার এখানেই প্রথম দেখা যায় প্রাচীনতম নিদর্শন
🅓 ভাস্কর্য শিল্পে পাথরের ব্যবহারের প্রাচীনতম নিদর্শন এখানেই দেখা যায়
উত্তরঃ 🅒  ভাস্কর্য শিল্পে লোহার ব্যবহার এখানেই প্রথম দেখা যায় প্রাচীনতম নিদর্শন

৭৫. মেসোপটেমিয়ার নথি অনুসারে নিম্নের কোন শব্দটি সিন্ধু সভ্যতায় ব্যবহার করা হত?
🅐 দিলমান 
🅑 মেলুহা 
🅒 মেগান
🅓 ফাইলাকা
উত্তরঃ 🅑 মেলুহা 

৭৬. সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল—
🅐 বিনিময় প্রথা
🅑 স্থানীয় যান চলাচল ব্যবস্থা
🅒 ইট নির্মিত বাড়ী
🅓 প্রশাসনিক ব্যবস্থা
উত্তরঃ 🅒 ইট নির্মিত বাড়ী

৭৭. হরপ্পা সভ্যতা প্রসঙ্গে নিম্নের কোন বিবৃতিটি সঠিক?
🅐 উন্নত মানের হরপ্পার সিল কাদামাটি দিয়ে তৈরী হত
🅑 হরপ্পার মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানত না
🅒 হরপ্পা সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক
🅓 হরপ্পার মানুষ কাৰ্পাস চাষ জানত
উত্তরঃ 🅓 হরপ্পার মানুষ কাৰ্পাস চাষ জানত

৭৮. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন জায়গায় পোতাঙ্গ (dockyard)-এর নিদর্শন পাওয়া যায়?
🅐 হরপ্পা 
🅑 লোথাল 
🅒 মহেঞ্জোদাড়ো 
🅓 রাখিগড়
উত্তরঃ  🅑 লোথাল 

৭৯. সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য কারণ—
🅐 এটি ছিল পৌর বা নগরকেন্দ্রিক
🅑 চিত্র দ্বারা লেখন পদ্ধতি ছিল
🅒 অর্থনীতি ছিল কৃষি নির্ভর
🅓 নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত
উত্তরঃ 🅐 এটি ছিল পৌর বা নগরকেন্দ্রিক

৮০. মহেঞ্জোদাড়োর খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারীমূর্তিটি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরী?
🅐 টেরাকোটা 
🅑 স্টিয়েবাইট
🅒 ব্রোঞ্জ 
🅓 লাল চুনাপাথর
উত্তরঃ 🅒 ব্রোঞ্জ 

৮১. প্রথমবারের জন্য কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব গঙ্গা, যমুনা এবং সিন্ধুর উপত্যকাকে একটি প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে আসে?
🅐 চন্দ্রগুপ্ত মৌর্য
🅑 অশোক
🅒 দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
🅓 পৃথ্বিরাজ চৌহান
উত্তরঃ 🅐 চন্দ্রগুপ্ত মৌর্য

৮২. হরপ্পা সংস্কৃতিতে নিম্নের কোন পশু সিল এবং টেরাকোটা শৈলীর সঙ্গে সংযুক্ত নয়?
🅐 হাতি
🅑 গরু 
🅒 গণ্ডার 
🅓 বাঘ
উত্তরঃ 🅓 বাঘ

৮৩. সিন্ধু সভ্যতার মানুষ কী দিয়ে বাড়ি নির্মাণ করত?
🅐 পোড়া ইঁট 
🅑 পাথর 
🅒 কাঠ 
🅓 উপরের সবগুলি
উত্তরঃ 🅐 পোড়া ইঁট

৮৪. সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা-বাণিজ্য চালাত?
🅐 চিন 
🅑 মেসোপটেমিয়া 
🅒 পার্শী 
🅓 রোম
উত্তরঃ 🅐 চিন 

৮৫. হরপ্পান মৃৎশিল্পগুলির মধ্যে নিচের কোনটি পৃথিবীতে প্রথম দিকের উদাহরণ?
🅐 ছোটখাটো হাতলযুক্ত
🅑 পলিক্রোম
🅒 চকচকের প্রলেপ
🅓 ছিদ্রযুক্ত
উত্তরঃ 🅒 চকচকের প্রলেপ

No comments

Hi Welcome ....