Vedic Civilization MCQ Free Mock Test ❏ বৈদিক সভ্যতা [The Vedic Civilization] সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্তির পর যে সভ্যতা নবরূপে ভারতে...
Vedic Civilization MCQ Free Mock Test
❏ বৈদিক সভ্যতা [The Vedic Civilization]
সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্তির পর যে সভ্যতা নবরূপে ভারতের ইতিহাসকে প্রাণোজ্জ্বল ও বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছিল তার নাম বৈদিক সভ্যতা। মূলত বেদকে ভিত্তি করে এই সভ্যতার উন্মেষ ঘটেছিল বলে এই সভ্যতা বৈদিক সভ্যতা নামে সমধিক পরিচিতি লাভ করেছে। এই সভ্যতার স্রষ্টা হলেন আর্যগণ।
❐ আরো পড়ুনঃ
❏ আর্যদের পরিচয় [The Aryans]
শব্দের ব্যুৎপত্তি ঋ-ধাতুর অর্থ গমন করা, ঋ-ধাতুর সঙ্গে ণৎ প্রত্যয় যুক্ত হয়ে আর্য শব্দটি গঠিত হয়েছে। আর্য সমস্যা : আর্য একটি ভাষা না জাতি— তা নিয়ে ইতিহাসে যে জটিলতার সৃষ্টি হয়েছে তাকে ‘আর্য’ সমস্যা বলা হয়। “আর্য” শব্দটি-এর মূল অর্থ হল ‘চাষ করা’ (to cultivate)। ১৫০০ খ্রি. পূর্বাব্দের নিকটবর্তী সময়ে ইরান এবং পাঞ্জাব ও উত্তর ভারতে যে পরাক্রান্ত সুসংহত জনগোষ্ঠী নিজেদের আধিপত্য স্থাপন করেছিল তাদের বলা হয় আর্য। এশিয়া ও ইউরোপেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল। ‘আর্য’ শব্দটি প্রথম পাওয়া যায় ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে ও ইরানের প্রাচীন আবেস্তা গ্রন্থে এবং প্রাচীন পারসিক গিরিলেখতে।
Vedic Civilization Including MCQ Practice Sets in Bengali Version : History Competitive Exam, WBCS Mains & Preli, IAS, SSC CGL, CHSL Tier-I, SSC CHSL, PSC Miscellaneous, UGC NET, WB SET, RRB, Group-D Exam.
❏ Vedic Civilization MCQ Free Mock Test
Q1.আদি সংস্কৃত বইগুলি ‘কুলা’ শব্দ ব্যবহার করে কি বোঝাতে চাইত?
Ⓐ পরিবার
Ⓑ বংশ
Ⓒ আত্মীয় স্বজনদের সমষ্টি
Ⓓ জাত
Q2. বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা (Vitasta) নামে অভিহিত করা হয়েছে?
Ⓐ ঝিলাম
Ⓑ বিয়াস
Ⓒ রাভি
Ⓓ চেনাব
Q3. ‘সত্যমেব জয়তে’ শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে?
Ⓐ প্ৰসান
Ⓑ কথা
Ⓒ কেনা
Ⓓ মুন্ডক
Q4. নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসেবে পরিচিত?
Ⓐ বামনⒷ নরসিংহ
Ⓒ বরাহ
Ⓓ কৃষ্ণ
Q5.‘অভেস্তা' বা জেন্দ আভেস্তা (Zend Avesta) বইটি কোন ধর্মের অন্তর্গত?
Ⓐ জৈন্য
Ⓑ ইহুদি
Ⓒ জরাথুস্টবাদ
Ⓓ দ্ধিস্ট
Q6. প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে পুরুষার্থ বা জীবনের চারটি লক্ষ্যের মধ্যে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়?
Ⓐ কাম
Ⓑ অর্থ
Ⓒ যশ
Ⓓ মোক্ষ
Q7. নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ইন্দো-আর্য ভাষা বংশের অন্তর্ভুক্ত?
Ⓐ অসমীয়া
Ⓑ ডোগ্রি
Ⓒ পাঞ্জাবী
Ⓓ মুন্ডা
Q8. নিম্নের কোনটি বৈদিক সাহিত্যের উদাহরণ নয়?
Ⓐ বেদ
Ⓑ পূর্বা
Ⓒ পুরাণ
Ⓓ বেদাঙ্গ
Q9. “কথোপোনিষদে’ নচিকেতা নামের এক বালক ও দেবতার মধ্যে কথোপোকথনের বর্ণনা আছে। দেবতার নাম হল—
Ⓐ শিব
Ⓑ যমরাজ
Ⓒ কার্তিকেয়
Ⓓ ইন্দ্ৰ
Q10. ঋগ্বেদের দশম মন্ডল-এর কোন পক্তি বিবাহ অনুষ্ঠান সম্বন্ধে ব্যাখ্যা দেয়?
Ⓐ সূর্য সূক্ত
Ⓑ পুরুষ সূক্ত
Ⓒ উরনা সূক্ত
Ⓓ দানা স্তূৃতি
Q11. লাঙল বাহক কোন বিগ্রহের চারিত্রিক লক্ষণ বা চরিত্রগত লক্ষণের সঙ্গে সংযুক্ত?
Ⓐ সূর্য
Ⓑ ত্রিবিক্রম
Ⓒ বলরাম
Ⓓ কৃষ্ণ
Q12. কোন গুহায় রামায়নের বিষয়গুলি খোদাই করা অবস্থায় পাওয়া যায়?
Ⓐ অন্ধ্রপ্রদেশের উন্ডবল্লী
Ⓑ আসামের রাজমহল
Ⓒ তামিলনাড়ুর সিওনবসল
Ⓓ কর্ণাটকের বাদামী
Q13. কালানুক্রমিকভাবে নিম্নলিখিত লিপিগুলি সাজান :
ক. Behistun দারিয়াসের শিলালিপি
খ. Boghazkoi শিলালিপি
গ. Nakshi-i-Rustam দারিয়াসের শিলালিপি
ঘ. Persepolis দারিয়াসের শিলালিপি
Ⓐ ক, খ, গ, ঘ
Ⓑ ঘ, গ, ক, খ
Ⓒ খ, ক, ঘ, গ
Ⓓ খ, ঘ, গ, ক
Q14. ঋকবেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন?
Ⓐ ইন্দ্ৰ
Ⓑ পশুপতি
Ⓒ অগ্নি
Ⓓ বিষ্ণু
Q15. নিচের কোন প্রাচীনতম পুঁথিটিকে কাগজে অনুলিপি করা হয়েছে কখন এবং কোথায়?
Ⓐ কলহনের রাজতরঙ্গিনী ১১৪৯, কাশ্মীর
Ⓑ চাচনামা একাদশ শতাব্দী, সিন্ধ
Ⓒ শতপথ ব্রাহ্মণ ১০৮৯, কাশ্মীর
Ⓓ নারায়ণের হিতপদেশ ১১-১২ শতাব্দী, বাংলা
Q16. ঋকবেদ সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
Ⓐ দেবদেবীর পূজায় প্রার্থনা ও বলিদানের প্রথা ছিল
Ⓑ দেবতাদের সর্বশক্তিমান হিসাবে দেখানো হত এবং মানুষের যে কোন ব্যাপারে দৈবতার করুণা পেতে বলিদানের ব্যবস্থা থাকত।
Ⓒ মন্দিরে বলিদান দেওয়া হত।
Ⓓ পূজার অর্ঘ্য আগুনের আহুতির মাধ্যমে ভাবা হত দেবতার উদ্দেশ্যে দান করা হচ্ছে।
Q17. আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করে?
Ⓐ বাংলা
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ দিল্লি
Ⓓ সপ্তসিন্ধু
Q18. 'পতঞ্জলী' নিম্নের কোনটির একটি সংকলন গ্রন্থ (Com pilation) হিসেবে পরিচিত?
Ⓐ আয়ুর্বেদ
Ⓑ যোগসূত্র
Ⓒ ব্রহ্মসুত্র
Ⓓ পঞ্চতন্ত্ৰ
Q19. বোঘাজকোই লিপিটি (Boghaz Koi Inscription ) এশিয়া মাইনরে খুঁজে পাওয়া যায়। এই লিপিতে নিম্নের কোন কোন দেবতার উল্লেখ রয়েছে?
Ⓐ ইন্দ্ৰ, বরুণ, অগ্নি এবং সূর্য
Ⓑ ইন্দ্র, বরুণ, মিত্র এবং অগ্নি
Ⓒ ইন্দ্ৰ, মিত্র, দিয়ায়ুস এবং নাস্তায়স
Ⓓ ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাস্তায়স
Q20. নিম্নের কোন ব্যক্তি সংস্কৃত ব্যাকরণ তৈরি করেন?
Ⓐ পাণিনি
Ⓑ চরক
Ⓒ আর্যভট্ট
Ⓓ কালিদাস
Q21. মহাভারতের যুদ্ধ কতদিন চলেছিল বলে মনে করা হয়?
Ⓐ 14 দিন
Ⓑ 16 দিন
Ⓒ 18 দিন
Ⓓ 20 দিন
Q22. নিম্নের কোন্ আর্য সমাজে মানুষজীবনের পর্যায়গুলি ক্রমানুসারে সঠিক?
Ⓐ গার্হস্থ্য—সন্ন্যাস—বানপ্রস্থ ব্রহ্মচর্য
Ⓑ ব্ৰষ্মচর্য-~বানপ্রস্থ—সন্ন্যাস—গার্হস্থ
Ⓒ ব্রহ্মচর্য—গার্হস্থ—বানপ্রস্থ—সন্ন্যাস
Ⓓ গার্হস্থ—ব্রহ্মচর্য—বানপ্রস্থ—সন্ন্যাস
Q23.ভারত সরকার নিম্নের কোন নদীকে ‘জাতীয় নদী হিসেবে ঘোষণা করল?
Ⓐ যমুনা
Ⓑ গঙ্গা
Ⓒ কাবেরী
Ⓓ ব্রহ্মপুত্ৰ
Q24. বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল?
Ⓐ শাকসবজি এবং ফল
Ⓑ বার্লি এবং ভাত
Ⓒ ভাত এবং ডাল
Ⓓ দুধ এবং এর তৈরি মাখন বা দই
Q25. শ্রীমদ্ ভগবদ্গীতা প্রকৃত পক্ষে কোন ভাষায় রচিত?
Ⓐ অপভ্রংশ
Ⓑ সংস্কৃত
Ⓒ প্রাকৃত
Ⓓ পালি
Q26. Purushasukta খুঁজে পাওয়া যায়—
Ⓐ মনুস্মৃতি
Ⓑ ভগবৎগীতা
Ⓒ অথর্ববেদ
Ⓓ ঋকবেদ
Q27. আর্যকে একটি সম্প্রদায় (race) হিসেবে আখ্যান দেন নিম্নের কোন ইউরোপিয়ান?
Ⓐ জেনারেল কানিংহাম
Ⓑ উইলিয়াম জোনস্
Ⓒ এইচ. ডব্লিউ উইলসন
Ⓓ ম্যাক্স মুলার
Q28. পাণিনি ভারতের সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ, তাঁর জীবনদশার সময় সীমা হল?
Ⓐ খ্রিস্টপূর্ব ষষ্ঠ-পঞ্চম শতক
Ⓑ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
Ⓒ খ্রিস্ট্রিয় দ্বিতীয় শতক
Ⓓ খ্রিস্টিয় পঞ্চম-ষষ্ঠ শতক
Q29. 'নিবি’,‘পরিধান' এবং '‘অধিবাস' কী?
Ⓐ আর্যদের বিভিন্ন ধরণের পোশাক
Ⓑ প্রাচীন ভারতের উপজাতি গোষ্ঠী
Ⓒ আর্য রাজাদের সরকারি কার্যালয়
Ⓓ প্রাচীন ভারতের বাদ্যযন্ত্র
Q30. ভারতীয় দর্শনের ছ'টি অধ্যায় হল- সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত – এগুলি সম্পূর্ণরূপে গ্রন্থাবদ্ধ হয় কোন যুগে?
Ⓐ গুপ্ত যুগে
Ⓑ বৈদিক যুগে
Ⓒ মৌর্য যুগে
Ⓓ কুষাণ যুগে
Q31. কোন বেদ থেকে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি?
Ⓐ যজু বেদ
Ⓑ অথর্ব বেদ
Ⓒ ঋক বেদ
Ⓓ সাম বেদ
Q32. ‘আর্য’ হল একটি—
Ⓐ ভাষাগত ধারণা
Ⓑ জাতিগত ধারণা
Ⓒ গোষ্ঠীগত ধারণা
Ⓓ পরিবারগত ধারণা
Q33. ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে পড়ে না কোনটি?
Ⓐ জার্মান
Ⓑ ল্যাটিন
Ⓒ গ্রীক
Ⓓ হিব্রু
Q34. কে বলেছেন আর্যদের আদি বাসস্থান হল, উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত কিরঘিজ তৃণভূমি?
Ⓐ ব্রান্ডেনস্টাইন
Ⓑ অধ্যাপক ব্যাসাম
Ⓒ রমেশচন্দ্র মুজমদার
Ⓓ নেহরিং
Q35. পারসিকদের ধর্মগ্রন্থের নাম কী?
Ⓐ জেন্দ আবেস্তা
Ⓑ রামায়ণ
Ⓒ কোরান
Ⓓ বাইবেল
Q36. বোঘাজকোই শিলালিপি কোথায় আবিষ্কৃত হয়েছে?
Ⓐ আফ্রিকা
Ⓑ মিশর
Ⓒ এশিয়া মাইনর
Ⓓ ইউরোপ
Q37. বৈদিক যুগের সমাজ কি ধরণের ?
Ⓐ মাতৃতান্ত্রিক
Ⓑ রাজতান্ত্রিক
Ⓒ পিতৃতান্ত্রিক
Ⓓ সামন্ততান্ত্রিক
Q38. ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন?
Ⓐ কৃষ্ণদাস
Ⓑ সুদাস
Ⓒ বিন্নুদাস
Ⓓ দেবদাস
Q39. ঋক্-বৈদিক যুগে সমাজে সর্বনিম্ন স্তর ছিল কোনটি?
Ⓐ পরিবার
Ⓑ গোষ্ঠী
Ⓒ উপজাতি
Ⓓ সবকটি
Q40. ঋক্-বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হত—
Ⓐ গ্রামণী
Ⓑ বিশপতি
Ⓒ জন
Ⓓ গোপ
Q41. 'ভাগদুখ' এর কাজ কি?
Ⓐ কর আদায় করা
Ⓑ কোষাধ্যক্ষ
Ⓒ রাজকীয় ঘোষক
Ⓓ গুপ্তচর
Q42. 'দশ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে হয়েছিল?
Ⓐ সিন্ধু
Ⓑ বিয়াস
Ⓒ পরুস্নী(রাভি)
Ⓓ শতদ্রু
Q43. বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল?
Ⓐ কৃষ্ণল
Ⓑ নিষ্ক
Ⓒ কার্যাপন
Ⓓ শতমান
Q44. ঋগ্বেদে নদীর দেবী কে?
Ⓐ ঊষা
Ⓑ সাবিত্রী
Ⓒ অদিতি
Ⓓ সরস্বতী
Q45. বেদাঙ্গের সংখ্যা কয়টি?
Ⓐ ৪ টি
Ⓑ ৬ টি
Ⓒ ৭ টি
Ⓓ ৮ টি
Q46. মেগালিথ কি?
Ⓐ পাথরের বাড়ি
Ⓑ পাথরের সমাধি
Ⓒ পাথরের গাড়ি
Ⓓ পাথরের মন্দির
Q47. বৈদিক সাহিত্যে মূলত কি ধরণের সাহিত্য?
Ⓐ অর্থনৈতিক
Ⓑ রাজনৈতিক
Ⓒ ভৌগোলিক
Ⓓ ধর্মীয়
Q48. 'The Arctic Home in the Vadas' কার রচিত গ্রন্থ?
Ⓐ বাল গঙ্গাধর তিলক
Ⓑ ম্যাক্সমুলার
Ⓒ ম্যাগডোনেল
Ⓓ ভিনসেন্ট স্মিথ
Q49. ঋকবেদে উল্লিখিত ‘গোধূম’ হল?
Ⓐ গম
Ⓑ ধান
Ⓒ যব
Ⓓ ধান
Q50. ঋক্বেদের একজন যোদ্ধা নারী হলেন?
Ⓐ গার্গী
Ⓑ সুজাতা
Ⓒ বিশপলা
Ⓓ শর্মিষ্ঠা
Q51. ভারতীয় আর্যদের প্রাচীনতম সাহিত্য হল কি ?
Ⓐ দ্বাদশঅঙ্গ
Ⓑ বেদ
Ⓒ ত্রিপিটক
Ⓓ উপনিষদ
Q52. বেদের অপর নাম কি?
Ⓐ জাতক
Ⓑ পুরাণ
Ⓒ শ্রুতি
Ⓓ ঊষা
Q53. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
Ⓐ যজুর্বেদ
Ⓑ সামবেদ
Ⓒ ঋকবেদ
Ⓓ অথর্ববেদ
Q54. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে?
Ⓐ ৮২০ টি
Ⓑ ৯৬৮ টি
Ⓒ ১০০০ টি
Ⓓ ১০২৮ টি
Q55. ‘ত্রয়ী’ বিদ্যা বলা হয় কোনগুলিকে?
Ⓐ ঋক, সাম, যজুর্বেদকে
Ⓑ ঋক, সাম, উপনিষদকে
Ⓒ ঋক, সাম অথর্ববেদকে
Ⓓ ঋক, সাম, বেদাঙ্গকে
Q56. ‘সংহিতা’ শব্দের অর্থ কী?
Ⓐ সংযোগ
Ⓑ সংহার
Ⓒ সমান
Ⓓ সংকলন
No comments
Hi Welcome ....