Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

বৈদিক সভ্যতা Vedic Civilization MCQ Practice Sets in Bengali Version

Vedic Civilization MCQ Free Mock Test  ❏ বৈদিক সভ্যতা [The Vedic Civilization] সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্তির পর যে সভ্যতা নবরূপে ভারতে...

Vedic Period MCQ Short Question

Vedic Civilization MCQ Free Mock Test


 ❏ বৈদিক সভ্যতা [The Vedic Civilization]
সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্তির পর যে সভ্যতা নবরূপে ভারতের ইতিহাসকে প্রাণোজ্জ্বল ও বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছিল তার নাম বৈদিক সভ্যতা। মূলত বেদকে ভিত্তি করে এই সভ্যতার উন্মেষ ঘটেছিল বলে এই সভ্যতা বৈদিক সভ্যতা নামে সমধিক পরিচিতি লাভ করেছে। এই সভ্যতার স্রষ্টা হলেন আর্যগণ।


আর্যদের পরিচয় [The Aryans]
শব্দের ব্যুৎপত্তি ঋ-ধাতুর অর্থ গমন করা, ঋ-ধাতুর সঙ্গে ণৎ প্রত্যয় যুক্ত হয়ে আর্য শব্দটি গঠিত হয়েছে। আর্য সমস্যা : আর্য একটি ভাষা না জাতি— তা নিয়ে ইতিহাসে যে জটিলতার সৃষ্টি হয়েছে তাকে ‘আর্য’ সমস্যা বলা হয়। “আর্য” শব্দটি-এর মূল অর্থ হল ‘চাষ করা’ (to cultivate)। ১৫০০ খ্রি. পূর্বাব্দের নিকটবর্তী সময়ে ইরান এবং পাঞ্জাব ও উত্তর ভারতে যে পরাক্রান্ত সুসংহত জনগোষ্ঠী নিজেদের আধিপত্য স্থাপন করেছিল তাদের বলা হয় আর্য। এশিয়া ও ইউরোপেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল। ‘আর্য’ শব্দটি প্রথম পাওয়া যায় ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে ও ইরানের প্রাচীন আবেস্তা গ্রন্থে এবং প্রাচীন পারসিক গিরিলেখতে।

Vedic Civilization Including MCQ Practice Sets in Bengali Version : History Competitive Exam, WBCS Mains & Preli, IAS, SSC CGL, CHSL Tier-I, SSC CHSL, PSC Miscellaneous, UGC NET, WB SET, RRB, Group-D Exam.
❏ Vedic Civilization MCQ Free Mock Test




Q1.আদি সংস্কৃত বইগুলি ‘কুলা’ শব্দ ব্যবহার করে কি বোঝাতে চাইত?
Ⓐ পরিবার
Ⓑ বংশ
Ⓒ আত্মীয় স্বজনদের সমষ্টি
Ⓓ জাত

Q2. বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা (Vitasta) নামে অভিহিত করা হয়েছে?
Ⓐ ঝিলাম
Ⓑ বিয়াস
Ⓒ রাভি
Ⓓ চেনাব

Q3. ‘সত্যমেব জয়তে’ শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে?
Ⓐ প্ৰসান
Ⓑ কথা
Ⓒ কেনা
Ⓓ মুন্ডক

Q4. নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসেবে পরিচিত?
Ⓐ বামন
Ⓑ নরসিংহ
Ⓒ বরাহ
Ⓓ কৃষ্ণ

Q5.‘অভেস্তা' বা জেন্দ আভেস্তা (Zend Avesta) বইটি কোন ধর্মের অন্তর্গত?
Ⓐ জৈন্য
Ⓑ ইহুদি
Ⓒ জরাথুস্টবাদ 
Ⓓ দ্ধিস্ট

Q6. প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে পুরুষার্থ বা জীবনের চারটি লক্ষ্যের মধ্যে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়?
Ⓐ কাম
Ⓑ অর্থ
Ⓒ যশ
Ⓓ মোক্ষ

Q7. নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ইন্দো-আর্য ভাষা বংশের অন্তর্ভুক্ত?
Ⓐ অসমীয়া
Ⓑ ডোগ্রি
Ⓒ পাঞ্জাবী
Ⓓ মুন্ডা

Q8. নিম্নের কোনটি বৈদিক সাহিত্যের উদাহরণ নয়?
Ⓐ বেদ
Ⓑ পূর্বা 
Ⓒ পুরাণ
Ⓓ বেদাঙ্গ

Q9. “কথোপোনিষদে’ নচিকেতা নামের এক বালক ও দেবতার মধ্যে কথোপোকথনের বর্ণনা আছে। দেবতার নাম হল—
Ⓐ শিব
Ⓑ যমরাজ
Ⓒ কার্তিকেয়
Ⓓ ইন্দ্ৰ

Q10.  ঋগ্বেদের দশম মন্ডল-এর কোন পক্তি বিবাহ অনুষ্ঠান সম্বন্ধে ব্যাখ্যা দেয়?
Ⓐ সূর্য সূক্ত
Ⓑ পুরুষ সূক্ত
Ⓒ উরনা সূক্ত
Ⓓ দানা স্তূৃতি

Q11. লাঙল বাহক কোন বিগ্রহের চারিত্রিক লক্ষণ বা চরিত্রগত লক্ষণের সঙ্গে সংযুক্ত?
Ⓐ সূর্য
Ⓑ ত্রিবিক্রম
Ⓒ বলরাম
Ⓓ কৃষ্ণ

Q12. কোন গুহায় রামায়নের বিষয়গুলি খোদাই করা অবস্থায় পাওয়া যায়?
Ⓐ অন্ধ্রপ্রদেশের উন্ডবল্লী
Ⓑ আসামের রাজমহল
Ⓒ  তামিলনাড়ুর সিওনবসল
Ⓓ কর্ণাটকের বাদামী
Q13. কালানুক্রমিকভাবে নিম্নলিখিত লিপিগুলি সাজান :
ক. Behistun দারিয়াসের শিলালিপি
খ. Boghazkoi শিলালিপি
গ. Nakshi-i-Rustam দারিয়াসের শিলালিপি
ঘ. Persepolis দারিয়াসের শিলালিপি

Ⓐ ক, খ, গ, ঘ
Ⓑ ঘ, গ, ক, খ
Ⓒ খ, ক, ঘ, গ
Ⓓ খ, ঘ, গ, ক

Q14. ঋকবেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন?
Ⓐ ইন্দ্ৰ
Ⓑ পশুপতি
Ⓒ অগ্নি
Ⓓ বিষ্ণু

Q15. নিচের কোন প্রাচীনতম পুঁথিটিকে কাগজে অনুলিপি করা হয়েছে কখন এবং কোথায়?
Ⓐ কলহনের রাজতরঙ্গিনী ১১৪৯, কাশ্মীর
Ⓑ চাচনামা একাদশ শতাব্দী, সিন্ধ
Ⓒ শতপথ ব্রাহ্মণ ১০৮৯, কাশ্মীর
Ⓓ নারায়ণের হিতপদেশ ১১-১২ শতাব্দী, বাংলা

Q16. ঋকবেদ সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
Ⓐ দেবদেবীর পূজায় প্রার্থনা ও বলিদানের প্রথা ছিল
Ⓑ দেবতাদের সর্বশক্তিমান হিসাবে দেখানো হত এবং মানুষের যে কোন ব্যাপারে দৈবতার করুণা পেতে বলিদানের ব্যবস্থা থাকত।
Ⓒ মন্দিরে বলিদান দেওয়া হত।
Ⓓ পূজার অর্ঘ্য আগুনের আহুতির মাধ্যমে ভাবা হত দেবতার উদ্দেশ্যে দান করা হচ্ছে।

Q17. আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করে?
Ⓐ বাংলা
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ দিল্লি
Ⓓ সপ্তসিন্ধু

Q18. 'পতঞ্জলী' নিম্নের কোনটির একটি সংকলন গ্রন্থ (Com pilation) হিসেবে পরিচিত?
Ⓐ আয়ুর্বেদ
Ⓑ যোগসূত্র
Ⓒ ব্রহ্মসুত্র
Ⓓ পঞ্চতন্ত্ৰ

Q19. বোঘাজকোই লিপিটি (Boghaz Koi Inscription ) এশিয়া মাইনরে খুঁজে পাওয়া যায়। এই লিপিতে নিম্নের কোন কোন দেবতার উল্লেখ রয়েছে?
Ⓐ ইন্দ্ৰ, বরুণ, অগ্নি এবং সূর্য
Ⓑ ইন্দ্র, বরুণ, মিত্র এবং অগ্নি
Ⓒ ইন্দ্ৰ, মিত্র, দিয়ায়ুস এবং নাস্তায়স
Ⓓ ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাস্তায়স

Q20. নিম্নের কোন ব্যক্তি সংস্কৃত ব্যাকরণ তৈরি করেন?
Ⓐ পাণিনি
Ⓑ চরক
Ⓒ আর্যভট্ট
Ⓓ কালিদাস

Q21. মহাভারতের যুদ্ধ কতদিন চলেছিল বলে মনে করা হয়?
Ⓐ 14 দিন 
Ⓑ 16 দিন
Ⓒ 18 দিন
Ⓓ 20 দিন

Q22. নিম্নের কোন্ আর্য সমাজে মানুষজীবনের পর্যায়গুলি ক্রমানুসারে সঠিক?
Ⓐ গার্হস্থ্য—সন্ন্যাস—বানপ্রস্থ ব্রহ্মচর্য
Ⓑ ব্ৰষ্মচর্য-~বানপ্রস্থ—সন্ন্যাস—গার্হস্থ
Ⓒ ব্রহ্মচর্য—গার্হস্থ—বানপ্রস্থ—সন্ন্যাস
Ⓓ গার্হস্থ—ব্রহ্মচর্য—বানপ্রস্থ—সন্ন্যাস
Q23.ভারত সরকার নিম্নের কোন নদীকে ‘জাতীয় নদী হিসেবে ঘোষণা করল?
Ⓐ যমুনা
Ⓑ গঙ্গা
Ⓒ কাবেরী
Ⓓ ব্রহ্মপুত্ৰ

Q24. বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কী ছিল?
Ⓐ শাকসবজি এবং ফল
Ⓑ বার্লি এবং ভাত
Ⓒ ভাত এবং ডাল
Ⓓ দুধ এবং এর তৈরি মাখন বা দই

Q25. শ্রীমদ্ ভগবদ্গীতা প্রকৃত পক্ষে কোন ভাষায় রচিত?
Ⓐ অপভ্রংশ
Ⓑ সংস্কৃত
Ⓒ প্রাকৃত
Ⓓ পালি

Q26. Purushasukta খুঁজে পাওয়া যায়—
Ⓐ মনুস্মৃতি
Ⓑ ভগবৎগীতা
Ⓒ অথর্ববেদ
Ⓓ ঋকবেদ

Q27. আর্যকে একটি সম্প্রদায় (race) হিসেবে আখ্যান দেন নিম্নের কোন ইউরোপিয়ান?
Ⓐ জেনারেল কানিংহাম
Ⓑ উইলিয়াম জোনস্
Ⓒ এইচ. ডব্লিউ উইলসন
Ⓓ ম্যাক্স মুলার

Q28. পাণিনি ভারতের সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ, তাঁর জীবনদশার সময় সীমা হল?
Ⓐ খ্রিস্টপূর্ব ষষ্ঠ-পঞ্চম শতক
Ⓑ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
Ⓒ খ্রিস্ট্রিয় দ্বিতীয় শতক
Ⓓ খ্রিস্টিয় পঞ্চম-ষষ্ঠ শতক

Q29. 'নিবি’,‘পরিধান' এবং '‘অধিবাস' কী?
Ⓐ আর্যদের বিভিন্ন ধরণের পোশাক
Ⓑ প্রাচীন ভারতের উপজাতি গোষ্ঠী
Ⓒ আর্য রাজাদের সরকারি কার্যালয়
Ⓓ প্রাচীন ভারতের বাদ্যযন্ত্র

Q30. ভারতীয় দর্শনের ছ'টি অধ্যায় হল- সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত – এগুলি সম্পূর্ণরূপে গ্রন্থাবদ্ধ হয় কোন যুগে?
Ⓐ গুপ্ত যুগে
Ⓑ বৈদিক যুগে
Ⓒ মৌর্য যুগে
Ⓓ কুষাণ যুগে

Q31. কোন বেদ থেকে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি?
Ⓐ যজু বেদ
Ⓑ অথর্ব বেদ
Ⓒ ঋক বেদ
Ⓓ সাম বেদ

Q32. ‘আর্য’ হল একটি—
Ⓐ ভাষাগত ধারণা
Ⓑ জাতিগত ধারণা
Ⓒ গোষ্ঠীগত ধারণা
Ⓓ পরিবারগত ধারণা

Q33. ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে পড়ে না কোনটি?
Ⓐ জার্মান
Ⓑ ল্যাটিন
Ⓒ গ্রীক
Ⓓ হিব্রু

Q34. কে বলেছেন আর্যদের আদি বাসস্থান হল, উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত কিরঘিজ তৃণভূমি?
Ⓐ ব্রান্ডেনস্টাইন
Ⓑ অধ্যাপক ব্যাসাম
Ⓒ রমেশচন্দ্র মুজমদার
Ⓓ নেহরিং

Q35. পারসিকদের ধর্মগ্রন্থের নাম কী?
Ⓐ জেন্দ আবেস্তা
Ⓑ রামায়ণ
Ⓒ কোরান
Ⓓ বাইবেল 

Q36. বোঘাজকোই শিলালিপি কোথায় আবিষ্কৃত হয়েছে?
Ⓐ আফ্রিকা
Ⓑ মিশর
Ⓒ এশিয়া মাইনর
Ⓓ ইউরোপ

Q37. বৈদিক যুগের সমাজ কি ধরণের ?
Ⓐ মাতৃতান্ত্রিক
Ⓑ রাজতান্ত্রিক
Ⓒ পিতৃতান্ত্রিক
Ⓓ সামন্ততান্ত্রিক

Q38. ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন?
Ⓐ কৃষ্ণদাস
Ⓑ সুদাস
Ⓒ বিন্নুদাস
Ⓓ দেবদাস
Q39. ঋক্-বৈদিক যুগে সমাজে সর্বনিম্ন স্তর ছিল কোনটি?
Ⓐ পরিবার
Ⓑ গোষ্ঠী
Ⓒ উপজাতি
Ⓓ সবকটি

Q40. ঋক্-বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হত—
Ⓐ গ্রামণী
Ⓑ বিশপতি
Ⓒ জন
Ⓓ গোপ

Q41. 'ভাগদুখ' এর কাজ কি?
Ⓐ কর আদায় করা
Ⓑ কোষাধ্যক্ষ
Ⓒ রাজকীয় ঘোষক
Ⓓ গুপ্তচর

Q42. 'দশ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে হয়েছিল?
Ⓐ সিন্ধু
Ⓑ বিয়াস
Ⓒ পরুস্নী(রাভি)
Ⓓ শতদ্রু

Q43. বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল?
Ⓐ কৃষ্ণল
Ⓑ নিষ্ক
Ⓒ কার্যাপন
Ⓓ শতমান

Q44. ঋগ্বেদে নদীর দেবী কে?
Ⓐ ঊষা
Ⓑ সাবিত্রী
Ⓒ অদিতি
Ⓓ সরস্বতী

Q45. বেদাঙ্গের সংখ্যা কয়টি?
Ⓐ ৪ টি
Ⓑ ৬ টি
Ⓒ ৭ টি
Ⓓ ৮ টি

Q46. মেগালিথ কি?
Ⓐ  পাথরের বাড়ি
Ⓑ পাথরের সমাধি
Ⓒ পাথরের গাড়ি
Ⓓ  পাথরের মন্দির

Q47. বৈদিক সাহিত্যে মূলত কি ধরণের সাহিত্য?
Ⓐ অর্থনৈতিক
Ⓑ রাজনৈতিক
Ⓒ ভৌগোলিক
Ⓓ ধর্মীয়

Q48. 'The Arctic Home in the Vadas' কার রচিত গ্রন্থ?
Ⓐ বাল গঙ্গাধর তিলক
Ⓑ ম্যাক্সমুলার
Ⓒ ম্যাগডোনেল
Ⓓ  ভিনসেন্ট স্মিথ

Q49. ঋকবেদে উল্লিখিত ‘গোধূম’ হল?
Ⓐ গম
Ⓑ ধান
Ⓒ যব
Ⓓ ধান

Q50. ঋক্‌বেদের একজন যোদ্ধা নারী হলেন?
Ⓐ গার্গী
Ⓑ সুজাতা
Ⓒ বিশপলা
Ⓓ শর্মিষ্ঠা
Q51. ভারতীয় আর্যদের প্রাচীনতম সাহিত্য হল কি ?
Ⓐ দ্বাদশঅঙ্গ
Ⓑ বেদ
Ⓒ ত্রিপিটক
Ⓓ উপনিষদ

Q52. বেদের অপর নাম কি?
Ⓐ জাতক
Ⓑ পুরাণ
Ⓒ শ্রুতি
Ⓓ ঊষা

Q53. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
Ⓐ যজুর্বেদ
Ⓑ সামবেদ
Ⓒ ঋকবেদ
Ⓓ অথর্ববেদ 

Q54. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে?
Ⓐ ৮২০ টি
Ⓑ ৯৬৮ টি
Ⓒ ১০০০ টি
Ⓓ ১০২৮ টি

Q55. ‘ত্রয়ী’ বিদ্যা বলা হয় কোনগুলিকে?
Ⓐ ঋক, সাম, যজুর্বেদকে
Ⓑ ঋক, সাম, উপনিষদকে
Ⓒ ঋক, সাম অথর্ববেদকে
Ⓓ ঋক, সাম, বেদাঙ্গকে

Q56. ‘সংহিতা’ শব্দের অর্থ কী?
Ⓐ সংযোগ
Ⓑ সংহার
Ⓒ সমান
Ⓓ সংকলন

No comments

Hi Welcome ....