❐ আরো পড়ুনঃ উচ্চ মাধ্যমিক Philosophy MCQ সূচিপত্র ❍ নিরপেক্ষ ন্যায় : অধ্যায়ের সংক্ষেপে আলোচনা ন্যায়ের সাধারণ নিয়মাবলি : নিরপে...
❐ আরো পড়ুনঃ
❍ নিরপেক্ষ ন্যায় : অধ্যায়ের সংক্ষেপে আলোচনা
ন্যায়ের সাধারণ নিয়মাবলি : নিরপেক্ষ ন্যায় অনুমানে মোট ১০টি নিয়ম আছে। এই নিয়মগুলি হল নিম্নরূপ :
গঠন সংক্রান্ত নিয়ম : (১) প্রত্যেক বৈধ ন্যায় অনুমানে মাত্র তিনটি পদ থাকে—তার বেশিও নয়, কমও নয়।
(২) প্রত্যেক ন্যায় অনুমানে কেবল তিনটি বচন থাকে।
বৈধতা সম্পর্কিত নিয়ম : (১) হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। (২) যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। (৩) দুটি নঞর্থক আশ্রয়বাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিঃসৃত হবে না। (৪) একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নঞর্থক হবে। (৫) যদি দুটি আশ্রয়বাক্য সদর্থক হয়, তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে।
অনুসিদ্ধান্ত : (১) দুটি বিশেষ আশ্রয়বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। নিরপেক্ষ ন্যায় (২) একটি আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। (৩) প্রধান আশ্রয়বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয়বাক্য নঞর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।
ন্যায় অনুমানের সংস্থান : ন্যায় অনুমানে দুটি আশ্রয়বাক্যে হেতুপদের অবস্থানের ভিত্তিতে ন্যায়ের যে আকার পাওয়া যায়,
তাকে ন্যায় অনুমানের সংস্থান বলা হয়। ন্যায় অনুমানে মোট চারটি সংস্থান আছে। এগুলি হল— (i) প্রথম সংস্থান
(ii) দ্বিতীয় সংস্থান (iii) তৃতীয় সংস্থান (iv) চতুর্থ সংস্থান ।
No comments
Hi Welcome ....