(basic networking) কম্পিউটার নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কিং কি : যখন একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদা...
(basic networking) কম্পিউটার নেটওয়ার্কিং
কম্পিউটার নেটওয়ার্কিং কি : যখন একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রয়োজন হয় তখন দুই বা ততোধিক কম্পিউটারকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়। এই ব্যবস্থাকে নেটওয়ার্কিং বলা হয়। নেটওয়ার্কিং ব্যবস্থার সঙ্গে বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস যেমন— স্ক্যানার, ওয়েব ক্যাম ইত্যাদি এবং আউটপুট ডিভাইস যেমন— প্রিন্টার, স্পিকার ইত্যাদি যুক্ত থাকতে পারে। নেটওয়ার্কিং ব্যবস্থায় কম্পিউটারগুলি কেবল (Cable) বা তারের সাহায্যে অথবা বেতার ব্যবস্থার মাধ্যমে যুক্ত থেকে তথ্য (Data) আদান-প্রদান করে।
কম্পিউটার নেটওয়ার্কিং কাকে বলে : দুই বা ততোধিক কম্পিউটার যখন কেবল (Cable) বা বেতার ব্যবস্থার মাধ্যমে
পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করে তখন কম্পিউটারগুলির সংযুক্তি
করণকে নেটওয়ার্কিং (Networking) বলে।
কম্পিউটার নেটওয়ার্কিং এর গুরুত্ব (Significance of Networking) : যে বিষয়গুলিতে নেটওয়ার্কিং সহায়তা করে অর্থাৎ নেটওয়ার্ক স্থাপনের সুবিধাগুলি হল-
- (i) সম্পদের মিলিত ব্যবহার (Hardware resource sharing) : একই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে যে কোনো ব্যবহারকারী বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইস যেমন- স্ক্যানার, ক্যামেরা, প্রিন্টার, হার্ড ডিস্ক ইত্যাদি যন্ত্রগুলি শেয়ার (Share) করতে পারে। শুধুমাত্র কম্পিউটার হার্ডওয়্যারই নয়, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো একটি কম্পিউটারে কোনো প্রয়োজনীয় সফ্টওয়্যার রাখলে প্রয়োজন অনুসারে নেটওয়ার্কের অন্য যে কোনো কম্পিউটারে সেটি ব্যবহার করা যায়। এছাড়া File, Program বা বিভিন্ন প্রকার তথ্যকেও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বন্টন করা যায়।
- (ii) তথ্যের সুরক্ষা (Information Protection) : নেটওয়ার্কিং ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার ব্যবহারকারীর কম্পিউটারে একটি স্বতন্ত্র নাম ও পাসওয়ার্ড (Password) বরাদ্দ করা হয়। ব্যবহারকারী যদি ঐ নেটওয়ার্কের রিসোর্স বা উৎসগুলি ব্যবহার করতে চায় তা হলে অবশ্যই তাকে ঐ বরাদ্দকৃত নাম ও পাসওয়ার্ড নির্ভুলভাবে ব্যবহার করতে হবে। ফলে নেটওয়ার্ক ব্যবহারের জন্য অনুমোদিত নয় এমন কেউ ইচ্ছে করলেই সংরক্ষিত তথ্য ব্যবহারের অনুমতি পাবে না।
- (ii) তথ্য সংরক্ষণ (Information Preservation) : নেটওয়ার্কিং সুবিধা কাজে লাগিয়ে একটি কেন্দ্রীয় স্টোরেজ মিডিয়া বা সার্ভারে নেটওয়ার্ক ক্লায়েন্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারে। তথ্য সংরক্ষণের এই প্রক্রিয়াকে ডেটা ব্যাকআপ বলা হয়। কেন্দ্রীয় স্টোরেজ মিডিয়া বা সার্ভারে তথ্য সংরক্ষণের ফলে গুরুত্বপূর্ণ তথ্যের হঠাৎ বিনষ্ট হয়ে যাবার সম্ভাবনা অনেক কম।
- (iv) তথ্যের আদান-প্রদান (Data Transmission) : তথ্য আদান-প্রদানের জন্যই মূলত নেটওয়ার্কিং ব্যবস্থার প্রচলন। একদিকে আমরা যেমন কয়েক মুহুর্তের মধ্যে ই-মেল-এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য (চিঠি) পাঠাতে পারি বা সেখান থেকে তথ্য গ্রহণ করতে পারি অপরদিকে তেমনই একটি কেন্দ্রীয় কম্পিউটারে বসে বিশ্বের যে কোনো প্রান্তের একাধিক অফিসের নেট-মিটিং বা ভিডিও কনফারেন্স করতে পারি। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা যে কোনো প্রয়োজনীয় তথ্যকে তৎক্ষণাৎ ব্যবহারকারীর সামনে উপস্থিত করতে পারে।
- (v) বার্তা বা মেসেজ আদান-প্রদান ( Exchange Message) : একটি অফিসের মধ্যে একস্থান থেকে অন্যস্থানে কাগজে কোনো তথ্য, ডকুমেন্ট বা বার্তা আদান-প্রদান একদিকে যেমন সময় সাপেক্ষ অন্যদিকে ব্যয়বহূলও। নেটওয়ার্কভুক্ত ক্লায়েন্ট একে অপরের সাথে ই-মেল এর সাহায্যে খুব সহজেই ডকুমেন্ট আদান-প্রদান করতে পারে। এরফলে কাজের গতি বৃদ্ধি পায় এবং ডকুমেন্টের নিরাপত্তাও বজায় থাকে। এই পদ্ধতিকে EDI বা (Electronic Data Interchange বলে।
আরো পড়ুন : | লিংক (Link) |
---|---|
(Ethernet) ইথারনেট | Click to Reading |
(Internet) ইন্টারনেট | Click to Reading |
(Firewall) ফায়ারওয়াল | Click to Reading |
কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধা :
নেটওয়ার্কিং সবচেয়ে বেশি যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি
হল—
(i) E-mail : ই-মেলের সাহায্যে
চিঠিপত্র আদান-প্রদানের জন্য।
(ii) File Sharing : একটি
কম্পিউটার থেকে অন্য যে কোনো কম্পিউটারে ফাইল, ডকুমেন্ট, ছবি, গান
ইত্যাদি পাঠানোর জন্য।
(iii) Core Banking Service : বর্তমানে ব্যাঙ্ক পরিষেবায় C.B.S (Core Banking Service) চালু হয়েছে। এটি
নেটওয়ার্কিং-এর একটি গুরুত্বপূর্ণ অবদান।
(iv) Data Collection :
নেটওয়ার্কিং-এর আরো একটি সফল প্রয়োগ হল ইন্টারনেট। এর সাহায্যে সারা বিশ্বের
যে কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারি।
(v) E-commerce : নেটওয়ার্কিং
ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থা বর্তমানে ওয়েব পেজ ডিজাইন-এর মাধ্যমে
সারা বিশ্বে তাদের উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন করে।
(vi) Social Networking :
নেটওয়ার্কিং-এর মাধ্যমে চ্যাটিং (Chatting), নেটসার্ফিং এবং অতি
সম্প্রতি
ট্যুইটার (Twitter) লিখন ইত্যাদি খুবই জনপ্রিয়।
(vii) Online Shopping :
নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেটে দ্রব্য সামগ্রী কেনাবেচা (Internet
shopping), লগ্নি (Investment) করা এবং অন্যান্য ব্যবসায়িক কাজকর্ম করা হয়।
এছাড়াও বর্তমানে বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রে নেটওয়ার্কিং সফলভাবে প্রয়োগ করা
হচ্ছে।
কম্পিউটার নেটওয়ার্কিং [MCQ Test]
(a) LAN
(b) VAN
(c) SERVER
(d) WAN
Q2. ইন্টারনেটের মূল ভিত্তি হল?
(a) TCP/IP
(b) Windows NT
(c) Windows
(d) Token Ring
Q3. নীচের কোনটি ISP নয়?
(a) VSNL
(b) Sify
(c) Google
(d) Reliance
(a) সার্চ ইঞ্জিন
(b) ল্যান
(c) ম্যান
(d) টোপোলজি
Q5. TCP/IP প্রোটোকলের সর্বোচ্চ স্তর হল—
(a) Transport Layer
(b) Network Layer
(a) Transport Layer
(b) Network Layer
(c) Application Layer
(d) কোনোটিই নয়
(a) 3 টি
(b) 4 টি
(c) 5 টি
(d) 6 টি
Q7. ISP - Full from?
(a) International Security Provider
(b) Inter Connected Provider
(c) Internet Service Provider
(d) India Service Provider
Q8. কম্পিউটারে মোডেম ব্যবহৃত হয়?
(a) ই-মেল প্রেরণ ও গ্রহণের জন্য
(b) ফ্যাক্স প্রেরণ ও গ্রহণের জন্য
(c) a ও b উভয়ের জন্য
(d) কোনোটিই নয়
Q9. টেলিফোনে কোন মোডে কথা বলা হয়?
(a) Simplex
(b) Half- Duplex
(b) Half- Duplex
(c) Full-Duplex
(d) Duplex
Q10. নেটওয়ার্ক ব্যবস্থায় প্রথম IP অ্যাড্রেস হল?
(a) 255.255.255.255
(a) 255.255.255.255
(b) 0.0.0.0
(c) 0.0.255.255
(d) 255.255.0.0
(d) 255.255.0.0
Q11. একটি ঘরের ভেতরে কয়েকটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হলে তাদের বলা হয়?
(a) WAN
(b) LAN
(c) MAN
(d) কোনোটিই নয়
Q12. এদের মধ্যে কোন দুটি নেটওয়ার্কের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়?
(a) LAN ও MAN
(b) LAN ও WAN
(c) MAN ও WAN
(d) সবকটিই
Q13. দুটি দেশের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে?
(a) WAN
(b) MAN
(c) LAN
(d) কোনোটিই নয়
Q14. পৃথিবীতে সর্বপ্রথম এর মধ্যে কোন নেটওয়ার্কটি আবিষ্কৃত হয়?
(a) ARPANET
(b) THINNET
(c) TELENET
(b) THINNET
(c) TELENET
(d) INTERNET
Q15. টেলিফোন লাইনের সাথে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ তৈরি করে?
(a) Modem
(b) Router
(c) Bridge
(a) Modem
(b) Router
(c) Bridge
(d) Switch
Q16. নেটওয়ার্কে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত প্রোটোকলটি হল—
(a) PPP
(b) FTP
(c) TCP
(b) FTP
(c) TCP
(d) IP
Q17. নীচের কোন তরঙ্গটি কর্ডলেস ফোনে ব্যবহৃত হয়?
(a) মাইক্রোওয়েব তরঙ্গ
(b) কোনোটিই নয়
(b) কোনোটিই নয়
(c) রেডিও তরঙ্গ
(d) ইনফ্রারেড তরঙ্গ
(a) অ্যানালগ সিগন্যাল
(b) মড্যুলেশন
(c) ওয়েভ
(d) ডিমড্যুলেশন
Q19. নেটওয়ার্কের একটি সফল প্রয়োগ হল?
(a) কী-বোর্ডের মাধ্যমে ইনপুট
(b) CBS (Core Banking System)
(c) মনিটর-এর মাধ্যমে আউটপুট
(d) প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট
(a) কী-বোর্ডের মাধ্যমে ইনপুট
(b) CBS (Core Banking System)
(c) মনিটর-এর মাধ্যমে আউটপুট
(d) প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট
Q20. অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয়?
(a) ভয়েস কমিউনিকেশনের জন্য
(b) টেক্সট পাঠানোর জন্য
(c) গ্রাফিক্স পাঠানোর জন্য
(d) যোগাযোগের জন্য
(d) যোগাযোগের জন্য
Q21. শহর বা শহরতলীর বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা
হল?
(a) WAN
(b) LAN
(c) MAN
(a) WAN
(b) LAN
(c) MAN
(d) কোনোটিই নয়
Q22. WAN এর পূর্ণরূপ হল?
(a) World Area Network
(b) Wide and Network
(c) Wider Area Network
(d) Wide Area Network
(a) World Area Network
(b) Wide and Network
(c) Wider Area Network
(d) Wide Area Network
Q23. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একাধিক শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার
থাকে তাকে বলে?
(a) ওয়ার্কস্টেশন
(b) নেটওয়ার্ক
(c) সার্ভার
(d) নোড
(a) ওয়ার্কস্টেশন
(b) নেটওয়ার্ক
(c) সার্ভার
(d) নোড
Q24. LED-এর পূর্ণরূপ হল?
(b) Laser Emitting Diode
(c) Low Emitting Diode
(d) Light Emitting Diode
(d) Light Emitting Diode
Q25. রেডিও, টেলিভিশন ইত্যাদিতে ব্যবহৃত হয়?
(a) মাইক্রেওয়েভ তরঙ্গ
(b) ইনফ্রারেড তরঙ্গ
(c) রেডিও তরঙ্গ
(d) কোনোটিই নয়
(d) কোনোটিই নয়
Q26. মাইক্রোওয়েভ তরঙ্গের কম্পাঙ্ক____?
(a) 1GHz থেকে 300 GHz
(b) 3KHz থেকে 1 GHz
(c) 2 GHz থেকে 200 GHz
(d) 300 GHz থেকে 400 THz
(d) 300 GHz থেকে 400 THz
Q27. আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক দেখা যায়?
(a) স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেমে
(b) নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে
(c) মাইক্রোওয়েভ তরঙ্গে
(d) ইনফ্রারেড তরঙ্গে
(a) CSMS/CD পদ্ধতিতে
(b) CSM/CD পদ্ধতিতে
(c) CMS/CD পদ্ধতিতে
(d) CSMA/CD পদ্ধতিতে
Q29. WAN -এ সুইচিং পদ্ধতির মাধ্যমে যে তথ্য প্রেরণ হয় সেটির কয়টি ভাগ?
(a) দুইটি
Q30. URL হল-
(a) একটি কম্পিউটার সফ্টওয়্যার প্রোগ্রাম
(b) World Wide Web-এর একটি Page
Q33. এদের মধ্যে কোনটি কোনো ওয়েব সাইটের প্রধান বা মেন পেজ হিসেবে পরিচিত?
(a) ব্রাউজার
(b) সার্চ ইঞ্জিন
(c) হোমপেজ
(d) URL
(d) CSMA/CD পদ্ধতিতে
Q29. WAN -এ সুইচিং পদ্ধতির মাধ্যমে যে তথ্য প্রেরণ হয় সেটির কয়টি ভাগ?
(a) দুইটি
(b) পাঁচটি
(c) চারটি
(c) চারটি
(d) তিনটি
Q30. URL হল-
(a) একটি কম্পিউটার সফ্টওয়্যার প্রোগ্রাম
(b) World Wide Web-এর একটি Page
(c) একটি প্রোগ্রামিং অবজেক্ট
(d) কোনোটিই নয়
(d) কোনোটিই নয়
Q31. নীচের কোনটির সাহায্যে ওয়েবসাইট দেখা যায়?
(a) Mozilla Firefox
(b) MS-Word
(c) Space
(d) FTP
(b) MS-Word
(c) Space
(d) FTP
Q32. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ই-মেলের মধ্যে সঞ্চিত রাখা যায়?
(b) হাইপারলিঙ্ক
(a) অ্যাটাচমেন্ট
(c) মেল-বকু
(b) হাইপারলিঙ্ক
(a) অ্যাটাচমেন্ট
(c) মেল-বকু
(d) আই.পি. অ্যাড্রেস
Q33. এদের মধ্যে কোনটি কোনো ওয়েব সাইটের প্রধান বা মেন পেজ হিসেবে পরিচিত?
(a) ব্রাউজার
(b) সার্চ ইঞ্জিন
(c) হোমপেজ
(d) URL
(a) Modulator demodulator
(b) Modulator discussion
(c) Computer brand
(d) Modulator demudulation
Q35. Yahoo, Google, MSN এগুলি হল?
(a) Network device
(b) User ID
(c) Internet Site
(d) Computer brand
(a) বিল গেটস
(b) লি.এন. ফিয়ং
(c) মার্ক জুকেরবার্গ
(d) টিম বার্নার্স লি
Q37. কোনো ওয়েব সাইটের ঠিকানাকে বলা হয়?
(a) User ID
(b) URL
(c) DNS
(d) Email-ID
Q38. Internet কথাটির অর্থ হল?
(a) Internal Network
(b) Intercom Network
(c) Internet site
(d) Inter Connected Network
Q39.. E-mail-এর দুটি অংশ হল?
(a) User Name and Street Name
(b) User Name and Phone Number
(c) Legal Name and Phone Number
(d) User Name and Domain Name
(d) User Name and Domain Name
Q40. ভাইরাসের (VIRUS) নামকরণ করেন কে?
(a) ফ্রেড কোহেন
(b) জুকেরবার্গ
(c) টিম বার্নার্স লি
(c) টিম বার্নার্স লি
(d) বিল গেটস
(a) Happy Birthday Joshi
(b) PolybootB
(b) PolybootB
(c) Creeper
(d) Brain
(d) Brain
Q42. নীচের কোনটি একটি বুট ভাইরাস?
(a) PolybootB
(b) Stone Virus
(c) Disk Killer
(d) সবকটি
Q43. নীচের কোনটি একটি Anti-Virus প্রোগ্রাম?
(a) Norton
(b) Quick Heal
(b) Quick Heal
(c) Avast
(d) সবকটিQ44.নীচের কোনটি নেটওয়ার্কের কম্পিউটারগুলিকে সুরক্ষা প্রদান করে?
(a) Firewall
(b) VIRUS
(c) Facebook
(c) Facebook
(d) Email
No comments
Hi Welcome ....