Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

(Ethernet) ইথারনেট ethernet definition computer science

  ⏏ ইথারনেট (Ethernet) :  LAN নেটওয়ার্কের সর্বাপেক্ষা জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকলটি হল ইথারনেট। জেরক্স কোম্পানির গবেষকরা ইথারনেট প্রযুক্তি...

define ethernet in computer network
 

⏏ ইথারনেট (Ethernet) : 
LAN নেটওয়ার্কের সর্বাপেক্ষা জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকলটি হল ইথারনেট। জেরক্স কোম্পানির গবেষকরা ইথারনেট প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেন। অবশেষে Polo Alto Research Centre (PARC) এই 1976 খ্রীঃ মূল ইথারনেট আর্কিটেকচার তৈরি হয়। এটিই পরবর্তীকালে IEEE 802 (আই ট্রিপল ই বলা হয়) নামে পরিচিত হয়েছে।

⏏ ইথারনেটে ডেটা আদান প্রদান পদ্ধতি :
ইথারনেটে CSMA/CD (Carrier Sense Multiple Access with Collision Detection) পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে। ইথারনেট-এ বাস টোপোলজি ব্যবহার করা হয়। সমস্ত কম্পিউটার একসঙ্গে ডেটা পাঠালে ডেটাগুলির মধ্যে সংঘর্ষ হতে পারে। তাই যদি কোনো কম্পিউটার ডেটা পাঠাতে চায় তবে তার NIC-এর গ্রাহক নেটওয়ার্কের বাসকে (Bus) পরীক্ষা করে দেখে (অর্থাৎ Collision Detection করে) সেই সময়ে বাস-এ অন্য কোনো সংকেত আদান-প্রদান হচ্ছে কিনা (এই কাজটিকে Carrier Sense বলে)। যদি অন্য কোনো সংকেত যায় তবে নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারকে ডেটা না পাঠানোর জন্য নির্দেশ পাঠায়। যদি কোনো সংকেত না থাকে তবে ডেটা পাঠানো শুরু করে। ইথারনেটে CSMA/CD পদ্ধতিতে একসঙ্গে একাধিক কম্পিউটারকে Carrier Sense করে Collision Detection করতে পারে বলে এই পদ্ধতিকে Carrier Sense Multiple Access with Collision Detection বা CSMA/CD বলা হয়।

⏏ ইথারনেট-এর প্রকারভেদ (Different types of Ethernet) : 
IEEE 802 ইথারনেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি— 1. বেসব্যান্ড ইথারনেট, 2. ব্রডব্যান্ড ইথারনেট।
A. বেসব্যান্ড ইথারনেট : বেসব্যান্ড ইথারনেটকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা :-
(i) 10 Base 5
(ii) 10 Base 2
(iii) 10 Base T
(iv) 100 Base T
(v) 10 Base F
এক্ষেত্রে 10 বা 100 হল ডেটা পাঠানোর হার (10 Mbps অথবা 100 Mbps)। Base কথাটি বেসব্যান্ড ট্রান্সমিশন এবং 5, 2, T ও F কেবল-এর ধরন ও দৈর্ঘ্যকে নির্দেশ করে।

B. ব্রডব্যান্ড ইথারনেট : ব্রডব্যান্ড ইথারনেট একটি মাত্রই আছে, সেটি হল 10 Broadband 36 এক্ষেত্রে 10 হল ডেটা পাঠানোর হার (10Mbps) Broadband কথাটি ব্রডব্যান্ড ট্রান্সমিশন এবং 36 কেবল-এর দৈর্ঘ্যকে বোঝায়।

 ⏏ ইথারনেটের সুবিধা (Advantages of Ethernet) :
  • (i) অত্যন্ত সরল প্রকৃতির CSMA/CD প্রযুক্তির সবথেকে বড়ো সুবিধা হল এটি খুব সহজেই হার্ডওয়্যারে বাস্তবায়ন (Implement) করা যায়।
  • (ii) এর গঠন সরল প্রকৃতির হওয়ার জন্য প্রতিস্থাপন খরচ তুলনামূলক কম। শুধুমাত্র কেবল ও অ্যাডাপটারের জন্যই খরচ করতে হয়।
  • (iii) ইথারনেটে কোনো অতিরিক্ত যন্ত্রাংশ যেমন— Hub, Repeater, Switch ইত্যাদি ব্যবহৃত হয়না। তাই এর গঠন সরল প্রকৃতির হয় এবং এটি রক্ষণাবেক্ষণ করা সহজ।
  • (iv) ইথারনেটে যেহেতু কো-অক্সিয়াল কেবল ব্যবহৃত হয়, সেটি অ্যালুমিনিয়ামের তারজালি দিয়ে সুরক্ষিত থাকে। তাই তড়িৎ চুম্বকীয় প্রভাব থেকে ইথারনেট মুক্ত থাকে।
⏏ ইথারনেটির অসুবিধা (Disadvantages of Ethernet) :
  • (i) ডেটা সংঘর্ষ নির্ণয় করতে গিয়ে অধিকাংশ সময়ে ইথারনেটের নোডগুলি নষ্ট হয়ে যায়।
  • (ii) নেটওয়ার্কে সংঘর্ষ শণাক্ত করতে গিয়ে ইথারনেট নেটওয়ার্ক তার ব্যান্ডউইথ-এর একটি উল্লেখযোগ্য অংশ অপচয় করে ফেলে।
  • (iii) এক স্থানে ইথারনেট প্রতিস্থাপন করার পর সেটিকে পুনঃস্থাপন করা সমস্যাজনক। এতে শুধু সময়ের অপচয় হয়।
  • (iv) ইথারনেটে যুক্ত কোনো যন্ত্র কিংবা তারটি (Backbone) খারাপ হলে, সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থাটিই বিকল হয়ে পরে।
  • (v) নেটওয়ার্কের কোথাও ত্রুটি আছে কিনা তা খোঁজা ও সংশোধন করাও যথেষ্ট সমস্যাবহুল।

Tags : ethernet meaning in computer,rj45 meaning,ethernet definition,define ethernet

No comments

Hi Welcome ....