দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক 1. ঠান্ডা যুদ্ধে গৃহীত যে-কোনো দুটি পদ্ধতির নাম লেখো। ➛ বাকযুদ্ধ ( War of words ), কূটনী...
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক
1. ঠান্ডা যুদ্ধে গৃহীত যে-কোনো দুটি পদ্ধতির নাম লেখো।
➛ বাকযুদ্ধ (War of words), কূটনীতি (Diplomacy)
2. কিউবা সংকট কবে দেখা দেয়?
➛ 1962 সালে।
3. SALT-এর পূর্ণরূপ কী?
➛ Strategic Arms Limitation Talks
4. ‘দেঁতাত’ ও ‘ঠান্ডা লড়াই’-এর মধ্যে প্রধান পার্থক্য কী?
➛ দেঁতাত বা দাঁতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্রীয় শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এর পরিবর্তে পারস্পরিক সহযোগিতা মূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা। অন্যদিকে ঠান্ডা লড়াই হল প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে যুদ্ধের উত্তেজনাপূর্ণ উদ্বেগজনক পরিস্থিতি। অন্যভাবে বলা যায় মতাদর্শগত যুদ্ধ।
5. কোন সোভিয়েত নেতা ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এর কথা তুলে ধরেছিলেন?
➛ Nikita Khrushchev (নিকিতা ক্রুশ্চেভ)।
6. কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
➛1955 সালের 18 জুলাই এর জেনেভা সম্মেলন কে।
7. ট্রুম্যান নীতি কাকে বলে?
➛ 1947 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রীস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশে সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তাকেই ট্রুম্যান নীতি বলে।
৪. ‘পেরেস্ত্রৈকা’ কী?
➛ ‘পেরেস্ত্রৈকা’ শব্দের অর্থ হল পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে ১৯৯০ সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্ত্রৈকা নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো।
9. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো?
➛‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী আমেরিকা যুক্তরাষ্ট্র ও সাম্যবাদী সোভিয়েত রাশিয়া যে আদর্শগত সংঘাতে লিপ্ত হয় তা ‘ঠান্ডা লড়াই’ নামে পরিচিত।
10. জোটনিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম উল্লেখ করো।
➛ ভারতের জওহরলাল নেহেরু এবং যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো।
11. বহুমেরুতা বলতে কী বোঝো?
➛ যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে ছোট বড়ো অনেক রাষ্ট্রের নেতৃত্বে যে রাষ্ট্র জোট গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিলক্ষিত হয়, তাকেই বহুমেরূতা বলে।
পররাষ্ট্রনীতি
1. ‘পঞ্চশীল’ নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন?
➛ পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু।
2. একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো।
➛ একটি পঞ্চশীল নীতি হলো অনাক্রমন।
3. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
➛ ভারতের বিদেশনীতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা।
4. CTBT কী?
➛ Comprehensive Test Ban Treaty. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি (1996)।
5. NAM-এর পুরোকথাটি কী?
➛ Non-Aligned Movement
6. ক-টি সদস্যরাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল?
➛ 1985 সালে 7 টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল।
7. SAPTA-এর পূর্ণরূপ কী?
➛ SAPTA এর পুরো নাম হল South Asian Preferential Trade Agreement.
8. NIEO কী?
➛ New International Economic order (নিউ ইন্টার্নেশনাল ইকনোমিক অর্ডার)।
9. ‘BRICS’ কী?
➛ ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), ভারত (India), চীন (China), দক্ষিণ আফ্রিকা (South Africa) এই রাষ্ট্র গুলির জাতীয় অর্থনীতির একটি সংঘ।
10. G-77 বলতে কী বোঝো?
➛ অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে 134 টি রাষ্ট্রের জোট। প্রতিষ্ঠার সময় 77 টি রাষ্ট্র সদস্য ছিল, সেই সূত্রে নাম Group of 77 বা G-77।
11. সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল?
➛ কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল।
সম্মিলিত জাতিপুঞ্জ/রাষ্ট্রসংঘ
1. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে?
➛ 111 টি ধারা আছে।
2. নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে?
➛ ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চীন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে।
3. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।
➛ কৃষি ও খাদ্যের উন্নতি কল্পে এই সংস্থা গবেষণা চালাবার ব্যবস্থা করতে পারে।
4. সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত?
➛ সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত।
5. ‘আটলান্টিক সনদ' কত সালে স্বাক্ষরিত হয়?
➛ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যে ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়।
6. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো।
➛ নিরাপত্তা পরিষদের সবচেয়ে বড়াে দুর্বলতা হল, এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ভেটো ক্ষমতা। ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
7. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
➛ ১৫ জন।
৪. সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী?
➛ জাতিপুঞ্জের সনদের প্রথম ধারায় বলা হয়েছে যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্যে প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়ানোর জন্য সম্ভাব্য আক্রমণকারী কে যৌথ ভাবে প্রতিরোধ করা।
9. UNESCO কথাটির পূর্ণরূপ কী?
➛ United Nations Educational, Scientific and Cultural Organization. জাতি পুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা। এর কেন্দ্রীয় কার্যালয় প্যারিসে অবস্থিত।
10. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?
➛ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ জন সদস্য সহ অন্তত 9 জন সদস্যের সমর্থনে নির্ধারিত প্রার্থী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যবর্গের সংখ্যাগরিষ্ঠতায় জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন।
11. সম্মিলিত জাতিপুঞ্জ দিবসরূপে বছরের কোন দিনটি পালিত হয়?
➛ সম্মিলিত জাতিপুঞ্জ দিবসরূপে প্রতি বছর ২৪ অক্টোবর দিনটি পালিত হয়।
12. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
➛ আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হেগ শহরে অবস্থিত।
13. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে-কোনো একটি নীতির উল্লেখ করো।
➛ সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। সব সদস্য-রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে সর্বপ্রকার সহযােগিতা করবে।
14. সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
➛ ৫ জন।
15. সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্যরাষ্ট্রটির নাম কী?
➛ দক্ষিণ সুদান।
সরকারের বিভাগসমূহ
1. অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা দাও।
➛ বর্তমানে আইন সভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ প্রণীত এই রূপ আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে।
2. রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয়?
➛ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের আমলা বা রাষ্ট্রকৃত্যক বলা হয়।
3. আমলাতন্ত্র বলতে কী বোঝো?
➛ প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্র কর্তৃক নামে পরিচিত এবং শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ তাদের পরিচালিত শাসনব্যবস্থাকে আমলাতন্ত্র বলে ।
4. আমলাতন্ত্রের যে-কোনো দুটি কার্যাবলি চিহ্নিত করো।
➛ (i) প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় শাসন বিভাগের স্থায়ী অংশ বা আমলাবাহিনী দেশের রাজনৈতিক ব্যবস্থায় স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। (ii) শাসন বিভাগের স্থায়ী অংশ অর্থাৎ আমলাবাহিনীকে বিভাগীয় ন্যায়বিচার বা প্রশাসনিক বিচার ব্যবস্থার দায়িত্ব পালন করতে হয়।
5. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
➛ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয়। এই আইনসভার ফলে অবিবেচনাপ্রসূত ও স্বৈরাচারী আইন প্রণয়ন রোধ করা সম্ভব হয়।
6. ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
➛ ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ডসভা।
7. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও।
➛ (i) তিনটে বিভাগের মধ্যে আইন বিভাগ বেশী শক্তিশালী হয়ে ওঠে, যা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিপন্থী।
৪. বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার যে-কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো।
➛ (i) কার্যনির্বাহী ও আইনসভা থেকে বিচারপতির কার্যকাল (ii) রাষ্ট্রপতি কর্তৃক বিচারক নিয়োগ ও অপসারণ পদ্ধতি।
9. নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কী?
➛ নামসর্বস্ব শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান হলেও তিনি শাসনবিভাগ পরিচালনা করেন না। কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান না হলেও তার নির্দেশেই দেশের শাসন বিভাগ পরিচালিত হয়।
10. এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
➛ এককক্ষবিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, কারণ এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে।
11. দ্বৈত বিচারব্যবস্থা আছে কোন রাষ্ট্রে?
➛ মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের শাসন বিভাগ
1. ভারতরাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে?
➛ ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি।
2. রাজ্য আইনসভার নেতা কে?
➛ রাজ্য আইনসভার নেতা হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী।
3. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
➛ মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা।
4. ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
➛ ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন।
5. রাজ্যপাল পদের যোগ্যতা লেখো।
➛ তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে।
6. ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো।
➛ (i) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে বা স্থগিত রাখতে পারেন। (ii) প্রধানমন্ত্রী কেবল পার্লামেন্টের নেতা নন , তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে ক্ষমতাসীন হন ।
7. কাকে ‘ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর' বলা হয়?
➛ প্রধানমন্ত্রীকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়।
৪. ভারতীয় সংবিধানের 356 নং ধারায় কী বলা হয়েছে?
➛ ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী, কোনও রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত অনুসারে রাজ্য শাসনে অসমর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের সরকারকে বরখাস্ত করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে। এরপর প্রশাসনিক শাসনভার অর্পিত হয় কেন্দ্রীয় সরকার নিয়োজিত রাজ্যপালের মাধ্যমে।
9. ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন।
➛ রাষ্ট্রপতি।
10. ভারতের রাষ্ট্রপতি তাঁর পদ থেকে কীভাবে অপসারিত হন?
➛ ভারতের রাষ্ট্রপতিকে 'ইমপিচমেন্ট' পদ্ধতির (61 নং ধারা) সাহায্যে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারিত হন।
11. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
➛ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ।
12. 'সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য' বলে কাকে অভিহিত করা হয়?
➛ সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীকে "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য" বলেঅভিহিত করা হয়।
ভারতের বিচারব্যবস্থা
1. ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনো দুটি লেখ-এর নাম উল্লেখ করো।
➛ (i) বন্দি প্রত্যক্ষীকরণ (ii) পরমাদেশ।
2. বিচারবিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝায়?
➛ বিচারবিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে।
3. ‘পরমাদেশ’ কথার অর্থ কী?
➛ পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালত, ব্যক্তি বা প্রতিষ্ঠান কে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে।
4. ভারতীয় বিচারব্যবস্থার যে-কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো।
➛ ভারতের বিচারব্যবস্থা যেমন অখন্ড, তেমনি সমগ্র দেশে একই আইন অনুসারে বিচারকার্য সম্পাদিত হয়। দেশের যেকোনো প্রান্তে যেকোনো আদালতের বিচারপতিগণ অভিন্ন আইন অনুসরণ করে বিচার করে থাকেন।
5. জনস্বার্থ বিষয়ক মামলা বলতে কী বোঝায়?
➛ সাধারণভাবে ‘জনস্বার্থ’ বলতে বোঝায় কোনো সাধারণ স্বার্থ, অর্থাৎ এমন কোনো একক স্বার্থ, যাতে জনগণ বা নাগরিকদের নির্দিষ্ট একটি গোষ্ঠীর অংশীদারিত্ব রয়েছে বলে ধরে নেয়া হয়। কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থের জন্য মামলা নয়, শুধুমাত্র জনগণের স্বার্থ সম্পর্কিত মামলা কে বলা হয় জনস্বার্থমূলক মামলা। ১৮৭০ সালের দিকে লিগ্যাল এইড আন্দোলনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম জনস্বার্থমূলক মামলা ধারণার প্রচলন শুরু হয়।
6. সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী?
➛ সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলিকে চার ভাগে ভাগ করা যায়। যথা—(a) মূল এলাকা, (b) আপিল এলাকা, (c) পরামর্শদান এলাকা, (d) লেখ জারির এলাকা।
7. গণআদালতের কার্যাবলি কী?
➛ দীর্ঘদিন ধরে কোনো মামলা চললে তার নিস্পত্তি লোক আদালত করে থাকে । যদি উভয়পক্ষই সম্মত হয় ।
৪. সুপ্রিমকোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা নির্দেশ করো।
➛ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য প্রার্থীকে (১) ভারতীয় নাগরিক হতে হবে, (২) রাষ্ট্রপতির মতে, তাঁকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে।
9. ‘আইনের যথাবিহিত পদ্ধতি’ বলতে কী বোঝো?
➛ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অনুসারে বিচারকার্য সম্পাদন করতে পারে। এই পদ্ধতি অনুসারে বিচারকার্য সম্পাদন করতে গিয়ে সুপ্রিমকোর্ট শুধু আইনের পদ্ধতিগত দিকটিই বিচার করে না, সেই সঙ্গে আইনটির যৌক্তিকতাও বিচার করতে পারে। অর্থাৎ কোনো আইন ন্যায়নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা মার্কিন সুপ্রিমকোর্ট তারও বিচার করতে পারে। এই ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্টের নেই।
10. ভারতে বর্তমানে হাইকোর্টের সংখ্যা ক-টি?
➛ ভারতে বর্তমানে হাইকোর্টের সংখ্যা 25 টি।
11. লোক আদালতের জনক কে?
➛ পি এন ভগবতীকে লােক আদালতের জনক বলে অভিহিত করা হয়।
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা
1. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
➛ পঞ্চায়েত প্রধান।
2. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
➛ পঞ্চায়েত ব্যবস্থায় মােট আসনের ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে।
3. জেলা সংসদের প্রধান কাজ উল্লেখ করো।
➛ জেলা সংসদের প্রধান কাজ হল সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতিসাধন করা।
4. বোরো কমিটি কী?
➛ বর্তমান পৌর আইনের একটি অন্যতম বিষয় হল বরাে কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা ও কার্যাবলি রাজ্য। সরকার কর্তৃক নির্ধারিত হয়। বর্তমানে কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডকে ১৫টি বরােতে বিভক্ত করা হয়েছে।
5. ‘ক্ষুদ্র জেলাশাসক' কাকে বলা হয়?
➛ ক্ষুদ্র জেলাশাসক বলা হয় মহকুমা শাসককে (SDO)।
6. ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো?
➛ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে ১৯৭৩ খ্রিস্টাব্দে সরকারের অনুমােদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। গ্রাম স্তরে ছােটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়। ন্যায় পঞ্চায়েত হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
7. ব্লকস্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী?
➛ ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি। এটি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর।
৪. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
➛ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম হল জেলা পরিষদ।
9. জেলাশাসকের দুটি কাজ উল্লেখ করো।
➛ জেলাশাসকের উল্লেখযােগ্য দুটি কাজ হল (১) জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করা, (২) জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজকর্মের তত্ত্বাবধান করা।
10. পৌরসভার যে-কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো।
➛ পৌরসভার আবশ্যিক কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- (১) বেআইনি গৃহনির্মাণ বন্ধ করা, (২) পয়ঃপ্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা।
11. গ্রাম সংসদ কী?
➛ ১৯৯২ খ্রিস্টাব্দের ৭৩ তম সংবিধান-সংশােধনী আইন। অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনি এলাকার সকল ভােটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়।
12. গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়?
➛প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভােটদাতাকে নিয়ে গ্রামসভা গঠিত।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ | ⚡ Link |
---|---|
MCQ Suggestion | Click Here |
Mark - 1 Suggestion | Click Here |
Mark - 8 Suggestion | Click Here |
WBHA Test Paper History Suggestion | Click Here |
No comments
Hi Welcome ....