Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

WBCS HISTORY MCQ QUESTIONS | MODERN HISTORY MCQ PRACTICE SERIES-1

WBCS PRELIMINARY MODERN HISTORY MCQ QUESTION PRACTICE Q. জমিদারি ব্যবস্থার কোন সিদ্ধান্তটি ব্রিটিশদের পক্ষে সুবিধাজনক ছিল না? 🄰 রাজনৈতিক মি...


WBCS PRELIMINARY MODERN HISTORY MCQ QUESTION PRACTICE

Q. জমিদারি ব্যবস্থার কোন সিদ্ধান্তটি ব্রিটিশদের পক্ষে সুবিধাজনক ছিল না?
🄰 রাজনৈতিক মিত্রতা সৃষ্টি করা
🄱 প্রশাসনিক রাজস্ব ব্যয় হ্রাস করা
🄲 রাজস্বের দাবির স্থায়ীকরণ
🄳 অর্থনৈতিক নিরাপত্তা বিধান
Answer :  🄲 

Q. নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক মিল খুঁজে পাওয়া যায়?
🄰 বেনারস – স্যার কলিন ক্যাম্পবেল
🄱 ঝাঁসি – স্যার হিউরোজ
🄲 কানপুর – ব্রিগ্রেডিয়ার জেনারেল নীল
🄳 লখনউ – মেজর জেনারেল হ্যালক
Answer :  🄱

Q. অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে যে চুক্তিপত্র আইন দ্বারা পূর্ব ভারতের কারিগররা তাদের তৈরি পণ্য শুধুমাত্র ব্রিটিশ কোম্পানিকে বিক্রি করতে বাধ্য থাকত সেটি কি নামে পরিচিত ছিল?
🄰 দাদনি
🄱 দামদুপাত 
🄲 খতবন্দী 
🄳 কামিয়া
Answer :  🄰 

Q. নিম্নলিখিত ইংরেজদের মধ্যে কে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন?
🄰 আর. এম. বার্ড
🄱 স্যার জন লরেন্স
🄲 উইলিয়াম কেরি
🄳 স্যার আলেকজান্ডার কানিংহাম
Answer :  🄰

Q. নিম্নলিখিত ঘটনাবলি ধারাবাহিক কালানুক্রম অনুসারে সাজাও।
(i) আগস্ট ঘোষণা 
(ii) লক্ষ্ণৌ চুক্তি
(iii) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
(iv) খেরা সত্যাগ্রহ

নিম্নলিখিত সংকেত থেকে সঠিক উত্তরটি বেছে নাও :
🄰 (iv), (ii), (iii) এবং (i) 
🄱 (iii), (i), (ii) এবং (iv)
🄲 (ii), (iv), (i) এবং (iii) 
🄳 (ii), (i), (iv) এবং (iii)
Answer :  🄳

Q. নিম্নলিখিত ঘটনাবলিকে কালানুক্রম অনুসারে সাজাও।
(i) চম্পারন সত্যাগ্রহ
(ii) খিলাফত আন্দোলনের সূত্রপাত
(iii) কংগ্রেসের পুনর্মিলন
(iv) কংগ্রেসের নাগপুর অধিবেশন

নীচের সংকেত গুলি থেকে উত্তরটি বেছে নাও :
🄰 (iii), (i), (ii) এবং (iv) 
🄱 (iii), (i), (iv) এবং (ii)
🄲 (i), (iii), (iv) এবং (ii) 
🄳 (i), (iv), (iii) এবং (ii)
Answer :  🄰

Q. সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে?
🄰 স্বামী সহজানন্দ সরস্বতী 
🄱 এন. জি. রঙ্গা
🄲 জওহরলাল নেহরু
🄳 জয়প্রকাশ নারায়ণ
Answer :  🄰 

Q. ১৯৩৯ খ্রি. সভাপতিত্বের নির্বাচনে সুভাষচন্দ্র বসু লড়েছিলেন যে কারণের উপর ভিত্তি করে সেটি হল―
🄰 তিনি সীতারামাইয়ার মনোনয়ন পছন্দ করেননি
🄱 তিনি মনোনয়নের পরিবর্তে নির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন
🄲 তিনি গান্ধিজির বিরোধী ছিলেন
🄳 তিনি আক্রমণাত্মক নীতির পক্ষপাতী ছিলেন যা কংগ্রেস নেতারা বিরোধিতা করেছিলেন
Answer :  🄱 
Q. লর্ড মেকলে যুক্ত ছিলেন?
🄰 সৈন্যবাহিনীর সংস্কারে
🄱 সতীদাহ প্রথা বিলোপে
🄲 আইন সংকলনে
🄳 চিরস্থায়ী বন্দোবস্তে
Answer :  🄲

Q. নিচু জাতের মানুষেরা উঁচু জাতের রীতিনীতি ও আদবকায়দা ধার করে ও অনুকরণ করে নিজেদের জাহির করার চেষ্টা করেছিল। এটিকে সংস্কৃতায়ন (Saskritisation) নামে আখ্যায়িত করেন?
🄰 এম. কে. গান্ধি 
🄱 বার্ণড কণ
🄲 বি. আর আম্বেদকর
🄳 এম. এন. শ্রীনিবাস
Answer :  🄳

Q. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কংগ্রেস সমাজবাদী পার্টির সদস্য ছিলেন না যদিও তিনি এটির গঠনে আশীর্বাদ এবং সাহস জুগিয়েছিলেন?
🄰 অচ্যুত পট্টবর্ধন
🄱 জওহরলাল নেহরু
🄲 জে. বি. কৃপালনী
🄳 সি. গোপালাচারী
Answer :  🄱 

Q. কোন কংগ্রেস সভাপতি ১৯৪২ খ্রিস্টাব্দে ক্রিপস এবং ওয়েভেলের সঙ্গে সিমলা অধিবেশনে মধ্যস্থতা করেছিলেন?
🄰 আবুল কালাম আজাদ
🄱 জওহরলাল নেহরু
🄲 জয়প্রকাশ নারায়ণ
🄳 আচার্য নরেন্দ্রদেব
Answer :  🄰 

Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে মৌলিক নীতি এবং সাংবিধানিক অনুবিধির অস্পষ্ট আভাস দেওয়া হয়েছিল যা পরবর্তী কালে মন্টেগু-চেমসফোর্ড সংস্কারে অঙ্গীভূত করা হয়েছিল?
🄰 নেহরু রিপোর্ট
🄱 ওয়াভেল পরিকল্পনা
🄲 লক্ষ্ণৌ চুক্তি
🄳 পুনা চুক্তি
Answer :  🄲 

Q. ব্রিটিশ সরকার পোর্টফোলিও ব্যবস্থা প্রথম চালু করেছিল কত সালে?
🄰 ১৮৫৩ সালে 
🄱 ১৮৫৫ সালে
🄲 ১৮৬১ সালে
🄳 ১৮৯২ সালে
Answer :  🄲 

Q. গদর শব্দের অর্থ কী?
🄰 বিপ্লব
🄱 স্বাধীনতা 
🄲 স্বরাজ
🄳 মুক্তি
Answer :  🄰 

Q. কে 'Indian Women's University' প্রতিষ্ঠা করেছিলেন?
🄰 স্যার সৈয়দ আহমদ খান 
🄱 ধন্দো কেশব কার্ভে
🄲 স্যার উইলিয়াম হান্টার
🄳 স্যার আশুতোষ মুখোপাধ্যায়
Answer :  🄱 

Q. জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 ড. জাকির হুসেন
🄱 মহম্মদ আলি
🄲 সৌকত আলি
🄳 আগা খাঁ
Answer :  🄰

Q. কোন সংবাদপত্রে 'বয়কট' সর্বপ্রথম ঘোষিত হয়?
🄰 সঞ্জীবনী 
🄱 হিতবাদী 
🄲 যুগান্তর 
🄳 অমৃতবাজার
Answer :  🄰  

Q. কোন বিপ্লবী নেতা জেল থেকে ‘মার্সি পিটিশন' করেন?
🄰 ভি. ডি. সাভারকর
🄱 বি. জি. তিলক
🄲 শুকদেব থাপার
🄳 চন্দ্রশেখর আজাদ
Answer :  🄰 

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন?
🄰 অনিল শীল
🄱 ইরফান হাবিব
🄲 নুরুল হাসান
🄳 আতহার আলি
Answer :  🄰

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?
🄰 লর্ড হার্ডিঞ্জ
🄱 লর্ড মিন্টো
🄲 লর্ড লিনলিথগো
🄳 লর্ড আরউইন
Answer :  🄳

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন?
🄰 ভিকোজী রুস্তম কামা
🄱 অ্যানি বেসান্ত
🄲 সরোজিনী নাইডু
🄳 ভগিনী নিবেদিতা
Answer :  🄰

Q. 1857-এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন?
🄰 আওরঙ্গজেব
🄱 মির কাশিম
🄲 দ্বিতীয় বাহাদুর শাহ
🄳 সরফরজ খাঁ
Answer :  🄲

Q. বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?
🄰 স্কটিশ
🄱 আইরিশ
🄲 ওয়েল্স
🄳 উপরের কোনোটিই নয়
Answer :  🄱

Q. রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন (1922-24)?
🄰 তঙ্গুতুরী প্রকাশাম পান্টুলু 
🄱 তিরুপ্পা কুমারান
🄲 পুলি থেভান 
🄳 আলুরি সীতা রামা রাজু
Answer :  🄳 

Q. মহাত্মা গান্ধির অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল?
🄰 তাঁর চশমা
🄱 তাঁর চরকা 
🄲 তাঁর ছড়ি 
🄳 তাঁর টুপি
Answer :  🄱 

Q. ‘ডান্ডি অভিযান’ কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল?
🄰 স্বদেশী-বয়কট আন্দোলন 
🄱 অসহযোগ আন্দোলন
🄲 আইন অমান্য আন্দোলন 
🄳 ভারত ছাড়ো আন্দোলন
Answer :  🄲

Q. বঙ্গভঙ্গের সময়ে কোন বাঙালি কবি ‘বান এসেছে মরা গাঙে’ গানটি রচনা করেন?
🄰 রবীন্দ্রনাথ ঠাকুর
🄱 লালন ফকির
🄲 কাজী নজরুল ইসলাম
🄳 মুকুন্দ দাস
Answer :  🄰
Q. ‘Sher-e-Bangla' কাকে বলা হত?
🄰 ফজলুল হক
🄱 হাজি মহম্মদ মহসীন
🄲 মৌলানা আবুল কালাম আজাদ
🄳 নবাব সেলিমুল্লাহ
Answer :  🄰 

Q. খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল কোন দেশের জন্য?
🄰 ভারত 
🄱 আরব
🄲 ইরান
🄳 তুর্কী
Answer :  🄳 

Q. তিতুমীরের আসল নাম কী ছিল?
🄰 সৈয়দ আমানুল্লা খান
🄱 সৈয়দ মীর নিসার আলী
🄲 সৈয়দ আমীর আলি
🄳 সৈয়দ মীর মহম্মদ খান
Answer :  🄱

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (Resolution) নেওয়া হয়েছিল?
🄰 16 আগস্ট, 1946
🄱 26 জানুয়ারি, 1935
🄲 14 এপ্রিল, 1942
🄳 23 মাৰ্চ, 1940
Answer :  🄳 

Q. কে নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন?
🄰 শাহিদ আমিন
🄱 রনজিৎ গুহ
🄲 পার্থ চ্যাটার্জী
🄳 গৌতম ভদ্র
Answer :  🄱 

Q. ‘একা আন্দোলন' কী ছিল?
🄰 একটি ধর্মীয় আন্দোলন
🄱 একটি কৃষক আন্দোলন
🄲 একটি গোপন বিপ্লবী আন্দোলন
🄳 উপরের কোনোটিই নয়
Answer :   🄱

Q. শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ করা গিয়েছিল?
🄰 শ্রীকান্ত
🄱 পথের দাবী
🄲 পল্লীসমাজ
🄳 উপরের কোনোটিই নয়
Answer :  🄱 

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
🄰 1800 খ্রিস্টাব্দে
🄱 1817 খ্রিস্টাব্দে
🄲 1855 খ্রিস্টাব্দে
🄳 1857 খ্রিস্টাব্দে
Answer :   🄱

Q. কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন?
🄰 দেবেন্দ্রনাথ ঠাকুর
🄱 রামমোহন রায়
🄲 কেশবচন্দ্র সেন
🄳 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer :  🄰 

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে?
🄰 বাংলার কারিগর
🄱 নীল চাষি
🄲 ভূমিহীন মজুর
🄳 উপরোক্ত প্রতিটি শ্রেণিরই
Answer :   🄱

Q. ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউন উদ্বোধন করেন?
🄰 1905 সালে
🄱 1911 সালে
🄲 1931 সালে
🄳 1947 সালে
Answer :  🄲

Q. ‘সন্ধ্যা’ শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
🄰 সতীশ চন্দ্র মুখোপাধ্যায় 
🄱 ব্রষ্মবান্ধব উপাধ্যায়
🄲 শিশির কুমার ঘোষ 
🄳 ভূপেন্দ্রনাথ দত্ত
Answer :   🄱 

Q. নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না?
🄰 বীণা দাস
🄱 শান্তি ও সুনীতি
🄲 মাতঙ্গিনী হাজরা
🄳 কল্পনা দত্ত
Answer :  🄲 

Q. কে 'স্পিরিট অব ইসলাম' লিখেছিলেন?
🄰 আবদুল ওয়াহাব
🄱 থিয়োডোর বেক
🄲 সৈয়দ আমীর আলি
🄳 মহসীন উল-মূলক
Answer :  🄲

Q. কোন ভারতীয় গণ-আন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত ‘ডান্তি পদযাত্রা’ দিয়ে শুরু হয়?
🄰 খিলাফত আন্দোলন
🄱 অসহযোগ আন্দোলন
🄲 আইন অমান্য আন্দোলন
🄳 ভারত ছাড়ো আন্দোলন
Answer :  🄲
Q. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি কুঠি নির্মাণ করেন?
🄰 বোম্বে
🄱 সুরাট
🄲 সুতানুটি
🄳 মাদ্রাজ
Answer :   🄱 

Q. বিরজীস কাদের কে ছিলেন?
🄰 হায়দ্রাবাদের নিজাম
🄱 অযোধ্যার নবাব
🄲 মুঘল সম্রাট
🄳 বাংলার নবাব
Answer :  🄱

Q. কার দ্বারা গান্ধিজি প্রভাবিত হয়েছিলেন?
🄰 টলস্টয় দ্বারা
🄱 ডিকেন্স দ্বারা
🄲 মার্কস দ্বারা
🄳 লিংকন দ্বারা
Answer :  🄰 

Q. 1857-এর পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে?
🄰 চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক ডাবু. সি. রান্ড-কে হত্যা
🄱 ভগৎ সিং ও শিবরাম রাজগুরুর ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্স-কে হত্যা
🄲 মদনলাল ধিংড়া কর্তৃক উইলিয়াম হাট কার্জন উইলি-কে হত্যা
🄳 অনন্ত লক্ষ্মণ কাহ্নেরে কর্তৃক পুলিশ কর্তা জ্যাকসন হত্যা
Answer :  🄰

Q. কে বলেছেন, “চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে”?
🄰 মার্টিন লুথার কিং
🄱 এম. কে. গান্ধি
🄲 নেলসন ম্যান্ডেলা
🄳 কার্ল মার্কস
Answer :  🄱

Q. নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?
🄰 সিংহ
🄱 হস্তি
🄲 ব্যাঘ্র
🄳 গণ্ডার
Answer :  🄲 

Q. আই. এন. এ.-র বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
🄰 ১৯৪৫ সালে 
🄱 ১৯৪৬ সালে 
🄲 ১৯৪৭ সালে 
🄳 ১৯৪৮ সালে 
Answer :  🄰

Q. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ‘ভারত ছাড়ো' আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে?
🄰 ওয়ার্ধা 
🄱 বারাণসী 
🄲 কলকাতা 
🄳 দিল্লি
Answer :  🄰

Q. ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?
🄰 বাল গঙ্গাধর তিলক
🄱 লালা লাজপত রাই
🄲 পি. সীতারামাইয়া
🄳 সি. রাজাগোপালাচারী
Answer :  🄰

Q. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ‘বন্দেমাতরম' গানটি গাওয়া হয়?
🄰 ১৯২০ অধিবেশনে
🄱 ১৯০৬ অধিবেশনে
🄲 ১৮৯৬ অধিবেশনে
🄳 ১৯২২ অধিবেশনে
Answer :  🄲

Q. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল?
🄰 ১৯১৮ সালে
🄱 ১৯২০ সালে
🄲 ১৯২২ সালে
🄳 ১৯২৪ সালে
Answer :  🄲

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল?
🄰 গভর্নমেন্ট অব্ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৫
🄱 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
🄲 মিন্টো-মরলে রিফর্মস
🄳 মাউন্টব্যাটেন পরিকল্পনা
Answer :  🄲

Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?
🄰 কম্যুনাল অ্যাওয়ার্ড
🄱 সাইমন কমিশনের আগমন
🄲 অসহযোগ আন্দোলন 
🄳 রাওলাট আইন প্রণয়ন
Answer :  🄳

Q. ‘নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ।' —এই মন্তব্যটি কে করেছিলেন?
🄰 মৌলানা আজাদ
🄱 মহাত্মা গান্ধি
🄲 স্যার মহম্মদ ইকবাল
🄳 আব্দুল গফফর খান
Answer :  🄲

Q. ১৯৩০ সালের ৬ এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই দিনটি সম্পর্কিত―
🄰 মহাত্মার ‘ডাঙি অভিযান’-এর সঙ্গে
🄱 'ভারত ছাড়ো' আন্দোলনের সঙ্গে
🄲 ‘বঙ্গ-বিভাগ’-এর সঙ্গে 
🄳 ‘ভারত বিভাগ'-এর সঙ্গে
Answer :  🄰
Q. কোন দিনকে মুসলিম লিগ ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস' বলে ঘোষণা করেছিল?
🄰 ৩ সেপ্টেম্বর, ১৯৪৬
🄱 ১৬ আগস্ট, ১৯৪৬
🄲 ১৬ মে, ১৯৪৬
🄳 ৪ ডিসেম্বর, ১৯৪৬
Answer :   🄱 

Q. ‘সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত।' — এই কথা কে বলেছিলেন?
🄰 এম. কে. গান্ধি
🄱 শিবস্বামী আইয়ার
🄲 মহম্মদ আলি জিন্না
🄳 জওহরলাল নেহরু
Answer :   🄱 

Q. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
🄰 আসাম
🄱 বাংলা 
🄲 পাঞ্জাব
🄳 মহারাষ্ট্র
Answer :  🄲

Q. মহাত্মা গান্ধির নেতৃত্বে প্রথম গণ-আন্দোলনটি ছিল―
🄰 অসহযোগ আন্দোলন 
🄱 ভারত ছাড়ো আন্দোলন
🄲 নীল বিদ্রোহ
🄳 লবণ আন্দোলন
Answer :  🄰 

Q. 1857-র মহাবিদ্রোহে কানপুরে সিপাহিদের নেতৃত্ব দেন?
🄰 তাঁতিয়া টোপি
🄱 রানি লক্ষ্মীবাঈ
🄲 নানাসাহেব
🄳 কুনওয়ার সিং
Answer :   🄲 

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন?
🄰 লর্ড মাউন্টব্যাটেন
🄱 স্যার সিরিল র‍্যাডক্লিফ
🄲 স্যার স্ট্যাফোর্ড ক্লিপস
🄳 স্যার পেথিক লরেন্স
Answer :  🄱 

Q. স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন?
🄰 বিঠল ভাই জে. প্যাটেল ও ড. আনসারি
🄱 এম.এন. রায় ও মুজফফর আহমেদ
🄲 মোতিলাল নেহরু ও সি. আর. দাস 
🄳 বি. আর. আম্বেদকর ও পি. সি. জোশী
Answer :  🄲

Q. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে?
🄰 আকবর
🄱 জাহাঙ্গীর
🄲 শাহজাহান
🄳 ঔরঙ্গজেব
Answer :  🄱

Q. ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন?
🄰 ১৪৯৮ খ্রিস্টাব্দে
🄱 ১৪০৯ খ্রিস্টাব্দে
🄲 ১৪৯৬ খ্রিস্টাব্দে
🄳 ১৪৯২ খ্রিস্টাব্দে
Answer :  🄰

Q. ‘ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে’ —এই মন্তব্য করেন?
🄰 লর্ড মাউন্টব্যাটেন
🄱 ড. রাজেন্দ্র প্রসাদ
🄲 জওহরলাল নেহরু
🄳 উপরের কেউই নন
Answer :  🄲

Q. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্য কে পোষণ করতেন?
🄰 লর্ড কার্জন
🄱 লর্ড এলগিন
🄲 লর্ড ল্যান্সডাউন
🄳 লর্ড ডাফরিন
Answer :  🄳

Q. 'পাকিস্তান’ প্রস্তাবটির জনক কে?
🄰 আসফ আলি
🄱 মহম্মদ আলি জিন্না
🄲 এইচ.এস.সুহরাওয়ার্দি
🄳 চৌধুরী রহমত আলি
Answer :  🄳

Q. ‘খেরওয়ারী হুল’ বলতে কী বোঝাত?
🄰 চুয়াড় বিদ্রোহ
🄱 পাইক বিদ্রোহ
🄲 সাঁওতাল বিদ্রোহ
🄳 নীল বিদ্রোহ
Answer :  🄲
Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?
🄰 বাল গঙ্গাধর তিলক
🄱 রাজা রামমোহন রায়
🄲 জে. এ. হিকি
🄳 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Answer :  🄲 

Q. খোদা-ই-খিদমংগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 আব্বাস তায়েবজি
🄱 খান আবদুল গফফর খান
🄲 মৌলানা আজাদ
🄳 ড. আনসারি
Answer :  🄱

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়?
🄰 1813 খৃষ্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
🄱 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
🄲 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
🄳 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
Answer :  🄰

Q. কে অ্যাংলা-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
🄰 দয়ানন্দ সরস্বতী
🄱 লালা হংসরাজ
🄲 আত্মারাম পাণ্ডুরঙ্গ
🄳 মহাদেব গোবিন্দ রানাডে
Answer :  🄱

Q. শ্রীরঙ্গপত্তনমে কে ‘স্বাধীনতার বৃক্ষ' স্থাপন করেছিলেন?
🄰 হায়দার আলি
🄱 টিপু সুলতান
🄲 চিন্‌ কিলিচ্ খান
🄳 মুর্শিদকুলি খান
Answer :  🄱 

Q. অ্যাক্ট III, 1872 কী ছিল?
🄰 সমাজ সংস্কার আইন
🄱 জুরি আইন
🄲 রাজস্ব আইন
🄳 শাসন সংক্রান্ত আইন
Answer :  🄰 

Q. 'মহারানির ঘোষণাপত্রে'র তারিখ কী ছিল?
🄰 1 নভেম্বর, 1858
🄱 10 মে, 1857
🄲 29 মাৰ্চ, 1857
🄳 11 ফেব্রুয়ারি 1860
Answer :  🄰 

Q.মদনলাল ধিংড়া লন্ডনে কার্জন উইলিকে হত্যা করেছিলেন কার্জন উইলি ছিলেন?
🄰 ভারত সচিবের উপদেষ্টা 
🄱 ভারত সচিব
🄲 পূর্বতন পাঞ্জাবের গভর্নর
🄳 ভাইসরয়ের কার্য নির্বাহী পরিষদের আইন বিষয়ক সদস্য
Answer :  🄰 

Q. বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক যুগান্তর ও বসুমতি পত্রিকার সম্পাদনা কে করেন?
🄰 বারীন্দ্র ঘোষ
🄱 অরবিন্দ ঘোষ
🄲 গণেশ ঘোষ
🄳 আনন্দমোহন বসু
Answer :  🄰

Q. ইলবার্ট বিল বিরোধী আন্দোলন পরিচালনার জন্য ভারতে ইউরোপিয়রা কোন সংগঠন গড়ে তুলেছিলেন?
🄰 ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন
🄱 ইন্দো-ব্রিটিশ অ্যাসোসিয়েশন
🄲 ইলবার্ট বিল বিরোধী লিগ
🄳 ইউরোপিয়ান রাইটস্ ফ্রন্ট
Answer :  🄰 

Q. ১৯০৭ খ্রি. সুরাট বিচ্ছেদের পরবর্তীকালে দ্বিতীয় বার কংগ্রেস বিভাজন ঘটে ১৯১৮ খ্রি.সেই সমস্যাটি হল―
🄰 লক্ষ্ণৌ চুক্তি
🄱 মন্টেগুর ঘোষণা
🄲 কংগ্রেস সভাপতি হিসেবে অ্যানি বেসান্তের নির্বাচন
🄳 🄰 এবং 🄲 উভয়ই
Answer :  🄱 

Q. ভারতে প্রথমবার পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় কোন আইন দ্বারা?
🄰 ১৮৯২ খ্রি. ভারতীয় পরিষদীয় আইন
🄱 ১৯০৯-র আইন
🄲 ১৯১৯-এর ভারত শাসন আইন
🄳 ১৯৩৫-এর ভারত শাসন আইন
Answer :  🄲 

Q. নিম্নলিখিত কোন ধরনের আন্দোলনগুলি বিংশ শতাব্দীর প্রথমার্ধে বর্ণিত হয়েছিল ‘নিচু শ্রেণির আন্দোলন' রূপে?
🄰 বর্ণভেদ আন্দোলন 
🄱 বৈপ্লবিক আন্দোলন
🄲 কৃষক এবং উপজাতি বিদ্রোহ
🄳 সামাজিক ও ধর্মীয় আন্দোলন
Answer :  🄲

Q. লেখক ও তাঁদের রচনা মেলাও :
🄰 দ্য স্কেপটেড ফ্রুট                 (i) এম. কে. গান্ধি
🄱 সাবিত্রী                              (ii) সরোজিনী নাইডু
🄲 ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড         (iii) অরবিন্দ ঘোষ
🄳 কনকোয়েস্ট অব্ সেলফ্       (iv) জওহরলাল নেহরু

        🄰     🄱       🄲       🄳
🄰    (i)    (ii)     (iii)   (iv)
🄱   (iv)   (iii)    (ii)    (i)
🄲   (ii)    (iii)    (iv)   (i)
🄳    (ii)    (i)      (iv)  (iii)
Answer :  🄲  

Q. ১৯৪৭ খ্রি. ১৫ আগস্ট আনুমানিক কতগুলি দেশীয় রাজ্য আইনগতভাবে স্বাধীন হয়েছিল ব্রিটিশ অধীনতা থেকে?
🄰 ৩০০টি 
🄱 ৬০০টি 
🄲 ১৫০টি 
🄳 ৭০০টি
Answer :  🄱
Q. ১৯০৩ সালে স্বরাজকে হাস্যস্পদ (Ridiculing) ধারণা মনে করে কে বলেছিলেন 'পাগলা গারদের বাইরে থাকা একমাত্র উন্মাদ ব্যক্তিরাই স্বাধীনতার কথা বলতে এবং ভাবতে পারে’?
🄰 লর্ড কার্জন
🄱 লর্ড হার্ডিঞ্জ
🄲 গোপালকৃষ্ণ গোখলে
🄳 ফিরোজ শাহ মেহেতা
Answer :  🄲 

Q. সুদীর্ঘ ব্রিটিশ শাসনে একমাত্র কোন ব্রিটিশ রাজা ভারত পরিদর্শন করেছিলেন এবং ভারতেই দরবারের আয়োজন করেছিলেন?
🄰 সপ্তম এডওয়ার্ড
🄱 পঞ্চম জর্জ
🄲 দ্বিতীয় জেমস
🄳 ষষ্ঠ এডওয়ার্ড
Answer :  🄲

Q. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন কোন্ মুসলিম সংগঠনটি প্রস্তাব দিয়েছিল যে, মুসলিমরা জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করবে এবং কংগ্রেসের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলবে?
🄰 মুসলিম লিগ
🄱 আহমদীয়া আন্দোলন
🄲 আহার লিগ
🄳 দেওবন্দ আন্দোলন
Answer :   🄲

Q. কোন সময়কালে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি প্রদান করা হয়েছিল?
🄰 স্বদেশি আন্দোলনে
🄱 বৈপ্লবিক আন্দোলনে
🄲 হোমরুল আন্দোলন
🄳 ১৯০৮ খ্রি. তাঁর বন্দীদশায়
Answer :  🄲

Q. একমাত্র কোন দেশীয় রাজা ভারত এবং বহির্ভারতে সক্রিয় বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?
🄰 রাজা মহেন্দ্রপ্রতাপ
🄱 কুনওয়ার সিং
🄲 ছত্রপতি শাহু
🄳 রাজা রিপুদমন সিং
Answer :  🄰

Q. দাদাভাই নৌরজি ব্রিটিশ হাউস অব্ কমন্সের সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন কোন দলের পক্ষ থেকে?
🄰 রক্ষণশীল
🄱 উদারনৈতিক
🄲 শ্রমিক
🄳 উদারনৈতিক ও শ্রমিক উভয়ের দ্বারা
Answer :  🄱

Q. নিম্নলিখিত নেতৃবৃন্দের মধ্যে কে সর্বভারতীয় হিন্দু মহাসভার নেতা ছিলেন না?
🄰 ভি. ডি. সাভারকর
🄱 ভাই পরমানন্দ
🄲 ড. শ্যামাপ্রসাদ মুখার্জী
🄳 এম আর জয়াকর
Answer :   🄳 

Q. হিন্দু সমাজের জাতপাতের বেড়া ভাঙার জন্য কে ১৯২২ সালে ‘জাতপাত তোরক মণ্ডল' নামক সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন?
🄰 ভাই পরমানন্দ
🄱 ড. বি. আর. আম্বেদকর
🄲 এম. জি. রানাডে
🄳 কেশব চন্দ্র সেন
Answer :  🄱

Q. নাগা মহিলা নেত্রী গাইডিনলুকে (Gaidinliu) কে ‘রানি’ উপাধি প্রদান করেছিল?
🄰 সুভাষচন্দ্র বসু
🄱 জওহরলাল নেহরু
🄲 থাক্কর বাপা
🄳 মহাত্মা গান্ধি
Answer :  🄱

Q. নিম্নলিখিত কোন বিপ্লবী ও সন্ত্রাসবাদী সংগঠনে বেশি সংখ্যক তরুণীর যোগদান ছিল?
🄰 যুগান্তর
🄱 অনুশীলন সমিতি
🄲 ভারতমাতা সমিতি
🄳 ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
Answer :  🄳

Q. নিম্নলিখিতদের মধ্যে ধারাবাহিকভাবে ছয় বছর যাবৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে কে ছিলেন?
🄰 জওহরলাল নেহরু
🄱 দাদাভাই নৌরজি
🄲 আবুল কালাম আজাদ
🄳 গোপাল কৃষ্ণ গোখলে
Answer :  🄲

Q. ১৯২৪ খ্রি. ভাইম সত্যাগ্রহ শুরু হয়েছিল?
🄰 নিম্নবর্গীয় হিন্দুদের জন্য মন্দির খুলে দেওয়ার দাবিতে
🄱 জমিদারি শোষণের বিরুদ্ধে বিদ্রোহ
🄲 মুদ্রণের বিধিনিষেধের বিরুদ্ধে
🄳 ত্রিবাঙ্কুর রাজ্যের প্রশাসনের গণতন্ত্রীকরণের দাবিতে
Answer :  🄰

Q. গোপালহরি দেশমুখ জনপ্রিয় ছিল ‘লোকহিতবাদী' হিসেবে কারণ?
🄰 তিনি ছিলেন একজন মহান লোকহিতৈষী ও সমাজসংস্কারক
🄱 তিনি গরিব দুঃখীদের মধ্যে ঔষধপত্র ও অর্থ বিতরণ করতেন
🄲 তিনি ‘লোকহিতবাদী’ নামক মাসিক পত্রিকাটি সম্পাদনা করেছিলেন
🄳 উপরের সবকটি
Answer :  🄳

Q. করমণ্ডল উপকূলের বন্দর থেকে ওলন্দাজ কর্তৃক রপ্তানিকৃত প্রধান দ্রব্য হল―
🄰 বস্ত্ৰ
🄱 নীল
🄲 মশলা
🄳 শোরা
Answer :  🄰

 Next  Page -  ②  ③   ④  ⑤


No comments

Hi Welcome ....