জীবন বিজ্ঞান ও পরিবেশ | দশম শ্রেণি টপিকঃ জনন শর্ট কোশ্চেন প্রশ্নোত্তর
❐ আরো পড়ুনঃ দশম শ্রেণি (জীবন বিজ্ঞান)
১. যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব নিজের প্রতিরূপ গঠন করে, তাকে বলে?
🄰 শ্বসন
🄱 জনন
🄲 রেচন
🄳 সংবহন
উত্তরঃ 🄱 জনন
২. অযৌন জননের একক হল —
🄰 পরাগ
🄱 গ্যামেট
🄲 রেণু
🄳 স্টক ও সিয়ন
উত্তরঃ 🄲 রেণু
৩. যে জননে মিয়োসিস অবশ্যম্ভাবী তা হল—
🄰 যৌন জনন
🄱 অযৌন জনন
🄲 মাইক্রোপ্রোপাগেশন
🄳 অঙ্গজ বিস্তার
উত্তরঃ 🄰 যৌন জনন
৪. হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনকে বলে?
🄰 সিনগ্যামি
🄱 মিয়োসিস
🄲 কোশচক্র
🄳 সাইটোসিস
উত্তরঃ 🄰 সিনগ্যামি
৫. দুটি গ্যামেটের মিলনকে বলে—
🄰 সংশ্লেষ
🄱 অপুংজনি
🄲 নিষেক
🄳 অযৌন জনন
উত্তরঃ 🄲 নিষেক
৬. নিষিক্ত ডিম্বাণু হল?
🄰 জাইগোট
🄱 স্পোর
🄲 এমব্রায়ো
🄳 মরুলা
উত্তরঃ 🄰 জাইগোট
৭. যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক?
🄰 যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
🄱 যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
🄲 যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
🄳 যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
উত্তরঃ 🄱 যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
৮. নীচের কোন বক্তব্যটি সঠিক নয়?
🄰 অযৌন জননে জনিতৃ জীবের সংখ্যা একটি
🄱 কিছু কিছু ক্ষেত্রে অযৌন জনন অ্যামাইটোসিস নির্ভর
🄲 যৌন জননে গ্যামেট উৎপাদন প্রক্রিয়াটি মিয়োসিস নির্ভর
🄳 যৌন জননে অপত্য জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় না
উত্তরঃ 🄳 যৌন জননে অপত্য জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় না
৯. যে প্রক্রিয়াটি প্লাসমোডিয়াম-এর সাইজন্ট দশায় দেখা যায়—
🄰 দ্বিবিভাজন
🄱 স্পোরোগনি
🄲 বহুবিভাজন
🄳 খণ্ডীভবন
উত্তরঃ 🄲 বহুবিভাজন
১০. টরুলা দশা দেখা যায় কোন জীবে?
🄰 ফার্ন
🄱 মস
🄲 সাইকাস
🄳 ঈস্ট
উত্তরঃ 🄳 ঈস্ট
১১. কোরকোদগম বা বাডিং পদ্ধতিতে বা কোরকের সাহায্যে জনন সম্পন্ন করে—
🄰 অ্যামিবা
🄱 প্লাসমোডিয়াম
🄲 হাইড্রা
🄳 প্ল্যানেরিয়া
উত্তরঃ 🄲 হাইড্রা
১২. খণ্ডীভবন পদ্ধতি দেখা যায়?
🄰 স্পাইরোগাইরা-তে
🄱 হাইড্রা-তে
🄲 ঈস্ট-এ
🄳 প্লাসমোডিয়াম-এ
উত্তরঃ 🄰 স্পাইরোগাইরা-তে
১৩. পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে?
🄰 অ্যামিবা
🄱 ইউনিা
🄲 প্ল্যানেরিয়া
🄳 স্পাইরোগাইরা
উত্তরঃ 🄲 প্ল্যানেরিয়া
১৪. প্ল্যানেরিয়া, চ্যাপটাকৃমি এবং নীচের যে প্রাণীতে পুনরুৎপাদন প্রক্রিয়া ঘটে, তা হল—
🄰 প্লাসমোডিয়াম
🄱 প্যারামেসিয়াম
🄲 স্পঞ্জিলা
🄳 অ্যামিবা
উত্তরঃ 🄲 স্পঞ্জিলা
১৫. রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে?
🄰 ছত্রাকজাতীয় উদ্ভিদ
🄱 অ্যামিবা
🄲 প্ল্যানেরিয়া
🄳 হাইড্রা
উত্তরঃ 🄰 ছত্রাকজাতীয় উদ্ভিদ
১৬. নীচের কোন জোড়টি সঠিক?
🄰 কোরকোদগম—ঈস্ট
🄱 খণ্ডীভবন—কেঁচো
🄲 রেণু উৎপাদন—অ্যামিবা
🄳 পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস
উত্তরঃ 🄰 কোরকোদগম—ঈস্ট
১৭. নীচের কোন জোড়টি সঠিক?
🄰 খণ্ডীভবন—ঈস্ট
🄱 পুনরুৎপাদন—ফার্ন
🄲 কোরকদগম—প্ল্যানেরিয়া
🄳 রেণু উৎপাদন—ছত্রাক
উত্তরঃ 🄳 রেণু উৎপাদন—ছত্রাক
১৮. সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো।
🄰 পুনরুৎপাদন—ফার্ন
🄱 বহুবিভাজন—হাইড্রা
🄲 খণ্ডীভবন—স্পাইরোগাইরা
🄳 কোরকদগম—প্ল্যানেরিয়া
উত্তরঃ 🄲 খণ্ডীভবন—স্পাইরোগাইরা
১৯. মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে?
🄰 পটল
🄱 পাথরকুচি
🄲 ডালিয়া
🄳 গোলাপ
উত্তরঃ 🄰 পটল
২০. বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে?
🄰 ডালিয়া
🄱 আমরুল
🄲 চুপড়ি আলু
🄳 রাঙা আলু
উত্তরঃ 🄲 চুপড়ি আলু
২১. কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে?
🄰 বিগোনিয়া
🄱 মেন্থা
🄲 পাথরকুচি
🄳 ওল
উত্তরঃ 🄱 মেন্থা
২২. আদা কীসের সাহায্যে জনন করে?
🄰 টিউবার
🄱 কন্দ
🄲 ধাবক
🄳 রাইজোম
উত্তরঃ 🄳 রাইজোম
২৩. আলুচাষের সময় আলু কাক্ষিক মুকুলসহ কেটে মাটিতে লাগানো হয়। এটি একপ্রকারের —
🄰 যৌন জনন
🄱 দাবাকলম পদ্ধতি
🄲 অঙ্গজ জনন
🄳 অপুংজনি
উত্তরঃ 🄲 অঙ্গজ জনন
২৪. বিগোনিয়া ও পাথরকুচির জননে সাহায্য করে যে অংশ তার নাম—
🄰 স্থানিক মুকুল
🄱 পত্রাশ্রয়ী মুকুল
🄲 পরাশ্রয়ী মুকুল
🄳 কোনোটিই নয়
উত্তরঃ 🄱 পত্রাশ্রয়ী মুকুল
২৫. কোন জোড়াটি সঠিক?
🄰 পটল—কাণ্ডজ মুকুল
🄱 স্পাইরোগাইরা—খণ্ডীভবন
🄲 ডালিয়া—পত্রজ মুকুল
🄳 স্পঞ্জ—দ্বিবিভাজন
উত্তরঃ 🄱 স্পাইরোগাইরা—খণ্ডীভবন
২৬. কাটিং কোন উদ্ভিদে ব্যবহৃত হয়?
🄰 গাঁদা
🄱 ডালিয়া
🄲 আম
🄳 কচুরিপানা
উত্তরঃ 🄲 আম
২৭. স্টক ও সিয়নের যে অংশ জোড়া লাগে তা হল—
🄰 জাইলেম—ফ্লোয়েম
🄱 ফ্লোয়েম—ফ্লোয়েম
🄲 জাইলেম—জাইলেম
🄳 ক্যামবিয়াম—ক্যামবিয়াম
উত্তরঃ 🄳 ক্যামবিয়াম—ক্যামবিয়াম
২৮. সবচেয়ে উন্নত ধরনের কলম হল—
🄰 শাখাকলম
🄱 দাবাকলম
🄲 জোড়কলম
🄳 গুটিকলম
উত্তরঃ 🄲 জোড়কলম
২৯. জোড়কলমে উদ্ভিদের কোন কলা অংশ পর্যন্ত চেঁছে ফেলা হয়?
🄰 ক্যামবিয়াম
🄱 মজ্জা
🄲 ফ্লোয়েম
🄳 জাইলেম
উত্তরঃ 🄰 ক্যামবিয়াম
৩০. দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে?
🄰 মাইক্রোপ্রোপাগেশন
🄱 পুনরুৎপাদন
🄲 যৌনজনন
🄳 খণ্ডীভবন
উত্তরঃ 🄰 মাইক্রোপ্রোপাগেশন
৩১. মাইক্রোপ্রোপাগেশনে উদ্ভিদ দেহাংশ বা এক্সপ্ল্যান্ট থেকে সর্বপ্রথমে গঠিত হয়?
🄰 ক্যালাস
🄱 সিয়ন
🄲 স্টক
🄳 সবকটি
উত্তরঃ 🄰 ক্যালাস
৩২. ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে প্রথমে পাওয়া যায়—
🄰 উদ্ভিদ
🄱 প্ল্যান্টলেট
🄲 এমব্রিঅয়েড
🄳 কোশ
উত্তরঃ 🄲 এমব্রিঅয়েড
৩৩. সঠিক পর্যায়ক্রম কোনটি?
🄰 ক্যালাস → এক্সপ্ল্যান্ট → প্ল্যান্টলেট → এমব্রিঅয়েড
🄱 প্ল্যান্টলেট → এক্সপ্ল্যান্ট ক্যালাস → এমব্রিঅয়েড
🄲 এমব্রিঅয়েড → এক্সপ্ল্যান্ট → ক্যালাস → প্ল্যান্টলেট
🄳 এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রিঅয়েড → প্ল্যান্টলেট
উত্তরঃ 🄳 এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রিঅয়েড → প্ল্যান্টলেট
৩৪. সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিটি হল?
🄰 গুটিকলম
🄱 জোড়কলম
🄲 দাবাকলম
🄳 শাখাকলম
উত্তরঃ 🄱 জোড়কলম
৩৫. নিষেক ছাড়া স্ত্রীজননকোশ থেকে কোন জীবটির অপত্য সৃষ্টি হয়?
🄰 ব্যাং
🄱 আমগাছ
🄲 পায়রা
🄳 মৌমাছি
উত্তরঃ 🄳 মৌমাছি
Short MCQ Question Mark - 1
দুই একটি বাক্যে উত্তর দাও :
১. প্রজনন কাকে বলে?
উত্তরঃ কোনো একটি প্রজাতির নতুন অপত্য বংশ উৎপাদনকে প্রজনন বলে।
২. যৌন জনন আরও কী কী নামে পরিচিত?
উত্তরঃ যৌন জনন অ্যাম্ফিমিক্সিস, সিনজেনেসিস প্রভৃতি নামেও পরিচিত।
৩. যৌন জননের একক কী?
উত্তরঃ গ্যামেট।
৪. কোন আদ্যপ্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায়?
উত্তরঃ Paramoecium (প্যারামেসিয়াম)।
৫. দ্বিবিভাজন পদ্ধতিতে জনন করে এমন একটি আদ্যপ্রাণীর নাম বলো।
উত্তরঃ Amoeba (অ্যামিবা)।
৬. ম্যালেরিয়া রোগসৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে কোন কোন ধরনের অযৌন জনন দেখা যায়?
উত্তরঃ বহুবিভাজন।
৭. কোরকোদগম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
উত্তরঃ Hydra (হাইড্রা)।
৮. কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোন ছত্রাকের?
উত্তরঃ ঈস্ট।
৯. অচলরেণু দেখা যায় এমন একটি জীবের নাম লেখো।
উত্তরঃ Mucor (মিউকর)।
১০. কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কোন ছত্রাক?
উত্তরঃ Penicillium (পেনিসিলিয়াম)।
১১. সুসনি যে পরিবর্তিত কাণ্ডের উদাহরণ তাকে কী বলে?
উত্তরঃ ধাবক বা রানার।
১২. একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।
উত্তরঃ রাঙা আলু।
১৩. উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও।
উত্তরঃ উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ হল—রাঙা আলুর রসালো মূল দ্বারা বংশবিস্তার।
১৪. খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে?
উত্তরঃ কচুরিপানা।
১৫. স্টোলন কোন উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে?
উত্তরঃ মেন্থা।
১৬. ‘টেরর অফ বেঙ্গল’ বা ‘বাংলার আতঙ্ক’ কোন উদ্ভিদকে বলে ও কেন?
উত্তরঃ কচুরিপানা খর্বধাবক দ্বারা দ্রুত বংশবৃদ্ধি করে জলাশয়ের ভারসাম্য বিনষ্ট করে, তাই কচুরিপানাকে এই নামে অভিহিত করা হয়।
১৭. পাতার সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে?
উত্তরঃ পাথরকুচি।
১৮. কোন প্রাণীতে অঙ্গজ, অযৌন ও যৌন তিন প্রকারের জনন প্রক্রিয়া ঘটে?
উত্তরঃ Hydra (হাইড্রা)।
১৯. দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ লেখো।
উত্তরঃ শাখাকলম, যেমন—গোলাপের কাণ্ড ও জোড়কলম, যেমন—আম।
২০. যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া দেওয়া হয় তাকে কী বলে?
উত্তরঃ গ্রাফটিং বা জোড়কলম।
২১. মাইক্রোপ্রোপাগেশন কে আবিষ্কার করেন?
উত্তরঃ মাইক্রোপ্রোপাগেশন আবিষ্কার করেন ফ্রেডেরিক ক্যামপিয়ন স্টিউয়ার্ড নামক উদ্ভিদবিদ্।
২২. ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কী বলে?
উত্তরঃ রাইজোজেনেসিস।
২৩. প্ল্যান্টলেট কাকে বলে?
উত্তরঃ অণুবিস্তারণের দ্বারা সৃষ্ট ছোটো চারাগাছগুলিকে প্ল্যান্টলেট বলে।
২৪. জনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ Obelia (ওবেলিয়া) নামক নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে জনুক্রম দেখা যায়।
২৫. ফার্নের জনুক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী?
উত্তরঃ হ্যাপ্লয়েড (n) লিঙ্গধর দশা।
২৬. জনুক্রমে কোন দশা দুটির পুনরাবৃত্তি ঘটে?
উত্তরঃ জনুক্রমে রেণুধর (2n) ও লিঙ্গধর (n) দশা দুটির পুনরাবৃত্তি ঘটে।
২৭. জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ Selaginella [সেলাজিনেল্লা ফার্ন]।
✤ জীবন বিজ্ঞান ও পরিবেশ
● ক্লাস : দশম শ্রেণি
● টপিকঃ জনন
⚡ শর্ট কোশ্চেন প্রশ্নোত্তর নোটস পিডিএফ ☟

