আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি চাপ্টার জনবসতি ও পরিবেশ Amader Paribesh V Chapter 9 Question Answer | Free Download আমাদের পরিবেশ টেক্সট বইয়ের...
আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি চাপ্টার জনবসতি ও পরিবেশ
Amader Paribesh V Chapter 9 Question Answer | Free Download আমাদের পরিবেশ টেক্সট বইয়ের ছক উত্তর
❐ আরো পড়ুনঃ পঞ্চম শ্রেণি
১। গ্রামে একটি জীবিকার নাম করো।
উত্তর : মাছচাষ। এই আয়েই সারাবছরের অর্ধেক খরচ চলে।
২। পুকুরের জল ঝকঝকে হয় কীভাবে?
উত্তর : মেশিন দিয়ে পুকুরের জলে বাতাস গুলে দিতে হবে। কিছুদিন পরপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে। তাহলেই পুকুরের জল পরিষ্কার ও ঝকঝকে হবে।
৩। স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে?
উত্তর : দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিত ভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে।
৪। পরিবেশের যত্ন করেন কারা কীভাবে?
উত্তর : শিক্ষিত মানুষেরা। তাঁরা গাছ বাঁচান, যত্ন করেন। বিপন্ন পশুপাখি, কীটপতঙ্গের কথা ভাবেন তাঁরা। চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না। অভাবী-মেধাবী ছাত্রছাত্রীদের নানাভাবে সাহায্য করেন। সবসময় মানুষের পাশে থাকেন। এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলেন তাঁরা।
৫। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে কী করে?
উত্তর : মানুষকে নিয়েই সমাজ। সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না। সবাই পাশাপাশি থাকবে। প্রত্যেকে নিজের মতো করে বাঁচবে। কেউ কাউকে ছোটো ভাববে না, ঘৃণা করবে না। তবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে।
৬। প্রকৃত শিক্ষিত মানুষ কীভাবে হওয়া যায়?
উত্তর : শুধু বই পড়লেই হবে না, আরও নানা পদ্ধতিতে শিখতে হবে। এই শেখার সঙ্গে বাস্তবকে যুক্ত করতে হবে। তবেই শিক্ষা সার্থক হবে।
৭। বই পড়লেই কি ভালো শিক্ষালাভ হয়?
উত্তরঃ না। বইতে যেসব কাজের কথা আছে সেগুলি ভালোভাবে পালন করতে হবে। বাস্তবের সঙ্গে মিলিয়ে সেইসব কাজ করতে হবে। তবেই ভালো শিক্ষালাভ হবে।
৮। বইতে বলা কাজের বাইরে আর কিছু করেছ? করে থাকলে আলাদা কাগজে সে বিষয়ে লেখো।
উত্তর : আমি বাড়িতে একাই পড়াশোনা করি। মা-বাবা কেউই সময় পান না আমাকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করতে। গান আমার খুবই প্রিয় সখ। আমার কাকিমা আমাকে গান শেখান। নাচও শেখান। স্কুলে দিদিমণির কাছ থেকে আবৃত্তি শিখেছি। মায়ের কাছে শেলাই শিখে অনেক শেলাইয়ের কাজ করে স্কুলে জমা দিয়েছি। নানা অনুষ্ঠানে নাচ-গান ও আবৃত্তি করি।
৯। সাইকেল মানুষের নিত্যসঙ্গী কেন?
উত্তর : কোনো জায়গায় যেতে হলে বা স্কুলে কলেজে বা কম্পিউটার শিখতে যেতে হলে সাইকেল খুব দরকার। অনেক দূরে স্কুল-কলেজ বা বাজার থাকলে সাইকেল ছাড়া উপায় নেই। সাইকেল তাই মানুষের নিত্যসঙ্গী।
১০। সাইকেল না থাকলে কী সমস্যা হবে?
উত্তর : সাইকেল মানুষের নিত্যসঙ্গী। কিন্তু কখনো দেখা যায়, নিজের সাইকেল বাড়ির অন্য কেউ নিয়ে গেছে। তাহলে সে কীভাবে স্কুলে যাবে? স্কুল হয়তো প্রায় দেড়-দুই কিলোমিটার দূরে। সবাইকে এসব সমস্যার কথা ভাবতে হবে।
১১। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম করো।
উত্তর : সুনামি, আয়লা, কালবৈশাখী ঝড়, আশ্বিনের ঝড় ইত্যাদি।
১২। সুনামি কাকে বলে?
উত্তর : সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড়ো বড়ো ঢেউয়ের সৃষ্টি হয়, তাকে সুনামি বলে। জাপানি ভাষায় ‘সু’ মানে পোতাশ্রয় আর ‘নামি’ মানে তরঙ্গ। কোথাও তিন মিটার, কোথাও বারো মিটার উঁচুতে জল ওঠে।
১৩। আয়লা কাকে বলে?
উত্তর : ঘনীভূত নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়ে সমুদ্রের উপকূল অঞ্চলে একে আয়লা বলে। এর ফলে কৃষিজমি হয় অনুর্বর, পানীয় ও ঘর-গৃহস্থালির কজে জল পাওয়া যায় না ঘরবাড়ি সব ভেঙে যায়।
১৪। ভূমিকম্প কাকে বলে?
উত্তর : কোনো কারণে ভূ-অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে, তখন তাকে ভূমিকম্প বলে।
১৫। হরপা বান কাকে বলে?
উত্তর : পাহাড়ি নদী অনেকসময় নুড়ি-পাথরে ভরতি হয়ে যায়। তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে। ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হড়পা বান।
১৬। আবহাওয়া কাকে বলে?
উত্তর : কোনো স্থানের অল্প সময়ের বায়ুর উন্নতা, চাপ, প্রবাহ, আর্দ্রতা, মেঘ ও বৃষ্টিপাত ইত্যাদি বিষয়গুলির গড় অবস্থাকে আবহাওয়া বলে।
১৭। পূর্বাভাস কাকে বলে?
উত্তর : আবহাওয়া আগামী দিনে কেমন হবে সেই সম্পর্কে মানুষকে জানানোই হল পূর্বাভাস।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
(প্রতিটি প্রশ্নের মান-১)
(ক) পরিবেশ ভালো-মন্দ বা যত্ন কারা করেন—
🅐 কৃষক
🅑 শ্রমিক
🅒 অশিক্ষিত মানুষ
🅓 শিক্ষিত মানুষ
(খ) সুনামি হয়েছিল—
🅐 ২০০০ সালে
🅑 ২০০৪ সালে
🅒 ২০০৮ সালে
🅓 ২০০৫ সালে
(গ) আয়লা কত সালে হয়েছিল –
🅐 ২০০৯ সালে
🅑 ২০০৪ সালে
🅒 ২০০৫ সালে
🅓 ২০১০ সালে
(ঘ) সুনামিতে কোন রাজ্যের বেশি ক্ষতি হয়েছিল—
🅐 পশ্চিমবঙ্গের
🅑 বিহারের
🅒 তামিলনাড়ুর
🅓 ওডিশার
(ঙ) আয়লায় কোথায় বেশি ক্ষতি হয়েছিল—
🅐 হুগলি
🅑 মেদিনীপুর
🅒 বর্ধমান
🅓 সুন্দরবনে
(চ) সুনামি হল—
🅐 পাহাড়ের ধস নামা
🅑 সমতল ভুমিতে বন্যা বিপর্যয় হওয়া
🅒 সমুদ্রের জলোচ্ছাস
🅓 সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প
(ছ) পাহাড়ি অঞ্চলে কী ধরনের বাড়ি তৈরি করা উচিত?
🅐 পাকা বাড়ি
🅑 মাটির বাড়ি
🅒 কাঠের বাড়ি
🅓 কোনোটিই নয়
(জ) ভূমিকম্প হল—
🅐 ভূ-অভ্যন্তরে কম্পন
🅑 প্রবল ঝড় বৃষ্টি
🅒 নিম্নচাপ
🅓 সবকটি
(ঝ) ঝড় বা বান হয় যে জায়গায় তা হল—
🅐 সমভূমিতে
🅑 সুন্দরবনে
🅒 পাহাড়ি অঞ্চলে
🅓 কোনোটিতেই নয়
(ঞ) কালবৈশাখীর ঝড় কোন সময়ে হয়ে থাকে—
🅐 এপ্রিল মাসে
🅑 মে মাসে
🅒 জুন মাসে
🅓 জুলাই মাসে
No comments
Hi Welcome ....