Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

Class 5 Wings Lesson 2 Solved Activity 1 to 15 All Question Answer

Class 5  Wings (A Feat on Feet Lesson 2) Solved Activity 1 to 15 All Question Answer

A Feat on Feet Solved Activity 1 to 15

Class 5  Wings (A Feat on Feet Lesson 2) Solved Activity 1 to 15 All Question Answer



Activity - 1 
☐ Answer the following questions : 
(নীচের প্রশ্নগুলির উত্তর দাও)
(a) Who undertook trekking in December 2018?
২০১৮ সালের ডিসেম্বর মাসে কারা ট্রেকিংয়ে গিয়েছিল?
Ans. A group of young doctors from Kolkata undertook trekking in December 2018.
২০১৮ সালের ডিসেম্বর মাসে কলকাতা থেকে একদল তরুণ ডাক্তার ট্রেকিংয়ে গিয়েছিল।
(b) What refreshed their tired mind?
কী তাদের ক্লান্ত মনকে সতেজ করেছিল?
Ans. On their uphill journey, the beauty of nature refreshed their tired mind.
পাহাড়ে ওঠার সময় প্রকৃতির সৌন্দর্য তাদের ক্লান্ত মনকে সতেজ করেছিল।
(c) What are 'Lomris'?
লোমরি কী?
Ans. Lomris are a kind of wild animals seen in hills.
লোমরি হল পাহাড়ে দেখতে পাওয়া এক ধরনের বুনো পশু।
(d) Who was the leader of expedition of 2018?
২০১৮ সালের অভিযানটির নেতা কে ছিলেন?
Ans. Dr. Anirban Bhattacharya was the leader of expedition of 2018.
ডাঃ অনির্বাণ ভট্টাচার্য্য ছিলেন ২০১৮ সালের অভিযানের নেতা।
Activity - 2 
Complete the following sentences with information from the text :
পাঠ থেকে তথ্য নিয়ে বাক্য সম্পূর্ণ করো
(a) Dr. Anirban Bhattacharya thanked the guide for his active cooperation.
(b) The guide forbade the doctors to encounter the Lomris all of a sudden.
(c) The team on the top of Kedarkantak took group photos and enjoyed a brief stay there.

Activity - 3 
Write "T" for True and 'F' for False statements in the boxes given :
প্রদত্ত বাক্সে সত্য বাক্যগুলির জন্য "T" ও মিথ্যা বাক্যগুলির জন্য 'F' লেখো।
(a) On the way the trekkers faced obstacles.
পথে ট্রেকাররা অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন।
Ans. T
(b) The 'lomris' were moving around the tents.
লোমরিরা তাঁবুর চারদিকে ঘুরে বেড়াচ্ছিল।
Ans. F
(c) On the top of the hill the weather was very bad.
পাহাড়ের ওপর আবহাওয়া খুব খারাপ ছিল।
Ans. T
(d) The doctors took rest in luxury hotels.
ডাক্তাররা বিলাসবহুল হোটেলে বিশ্রাম নিয়েছিলেন।
Ans. F

Activity - 4 
Now classify the nouns and fill in the tables.
এবার noun-গুলির শ্রেণিবিভাগ করো এবং টেবিলটি সম্পূর্ণ করো
Name of Person/Animal Name of Place Name of Things
Mr. Sharma Kolkata Tent
Lomris
Torches


Read the following sentences :
(1) Kolkata is a big city.
কলকাতা একটি বড়ো শহর।
(2) Suman is an intelligent boy.
সুমন একজন বুদ্ধিমান ছেলে।
(3) Jimmy was a faithful dog.
জিমি একটি বিশ্বাসী কুকুর।

1 নম্বর বাক্যে City বা শহর 2 নং বাক্যে boy বা ছেলে এবং 3 নং বাক্যে dog বা কুকুর বলতে সাধারণ অর্থে কোনো বিষয় বা বস্তুকে বোঝানো হয়েছে অর্থাৎ, কোনো শ্রেণি বা Class-কে বোঝানো হয়েছে। তাই এগুলো হল Common Noun বা সাধারণ নাম। Noun-গুলির মধ্যে বিশেষ কোনোটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য Kolkata, Suman ও Jimmy এই নামগুলি ব্যবহার করা হয়েছে। তাই এরা হল Proper Noun বা নির্দিষ্ট নাম।

 Activity - 5 
Common Noun Proper Noun
Boy Pijush, Ranju
Girl Rita, Sonali
School Jadavpur Vidayapith, Loreto high Shool
Pen Cello, Linc
Indoor Games Ludo, Carrom
News Paper Ananda Bazar, The Statesman

Activity - 6 
Classify the following words into Common Nouns and Proper Nouns.
নীচের শব্দগুলি Common Noun Proper Noun-এ বিভক্ত করো
Rintu, Bhutan, Kalpana, Somnath, the Sundarbans, pencil, garden, house, clock, tower, the Ganga, the Himalayas, train, glass, chair
Common Noun Proper Noun
Pencil Rintu
Garden Bhutan
House Kalpana
Clock Somnath
Tower Sundarbans
Train The Ganga
Glass The Himalayas
Chair

Activity - 6 (a) 
Look at the picture. Then underline the words showing masculine gender and circle the words showing feminine gender in the passage.
ছবিটি দেখো পুংলিঙ্গ শব্দগুলির নীচে দাগ দাও ও স্ত্রীলিঙ্গ শব্দগুলির গোল করে চিহ্নিত করো :

A few days ago we had a short tour to Kalimpong. We had a picnic in a beautiful village. Many women of the locality participated in it. A little girl sang beautiful Nepali songs. We were very much pleased with her sweet voice and gave her some gifts. The villagers call her princess of the land. A gentleman, present in the picnic, recited a poem. A peacock danced at a measurable distance. Some little boys playing nearby stood still to enjoy the dance. An ox was grazing and a dog was chasing a goat. At the end of the day, the master of the farmhouse thanked us sincerely and bade us farewell.

কিছুক্ষণ আগে আমরা কালিম্পং ঘুরতে গিয়েছিলাম। আমরা একটা সুন্দর গ্রামে একটা পিকনিক করেছিলাম। এলাকার অনেক মহিলারা এতে অংশগ্রহণ করেছিলো। একজন ছোটো মেয়ে সুন্দর নেপালি গান গাইলো। আমরা ওর সুন্দর গলার স্বর শুনে খুব খুশি হলাম ও তাকে উপহার দিলাম। গ্রামবাসীরা ওকে ওখানকার রাজকুমারী বলছিল। পিকনিকে উপস্থিত এক ভদ্রলোক একটি কবিতা আবৃত্তি করলেন। কিছুটা দূরেই ময়ূর নাচ করছিল। কয়েকটা ছোটো ছেলে দাঁড়িয়ে সেই নাচ
দেখছিল। একটি ষাঁড় ঘাস খাচ্ছিল ও একটি কুকুর একটি ছাগলকে তাড়া করেছিল। দিনের শেষে খামারবাড়ির মালিক আমাদের ধন্যবাদ দিল ও বিদায় জানালো।
Activity - 6 (a) 
Find out from the passage and write the Masculine Gender with the corresponding Feminine Gender in the table :
অনুচ্ছেদ থেকে খুঁজে পুংলিঙ্গ ও তার সঙ্গে সম্পর্কিত স্ত্রীলিঙ্গগুলি লেখো।
Masculine Gender Feminine Gender
man woman
boy girl
peacock peahen
dog bitch
goat doe
master mistress
 
Activity - 7 
Fill in the blanks with words from the Word Trove :
Word Trove থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো
(a) Rakesh hugged his friend after winning the match.
রাকেশ ম্যাচটা জিতে তার বন্ধুকে জড়িয়ে ধরল।
(b) On the summit of Mt. Everest they had a brief stay.
মাউন্ট এভারেস্টের চূড়ায় তারা অল্প সময় ছিল।
(c) I encountered a difficulty in solving the problem.
সমস্যাটার সমাধান করতে একটা ধাঁধার সম্মুখীন হলাম।
(d) The trekkers are planning to start a new expedition.
ট্রেকাররা একটা নতুন অভিযান শুরু করার কথা ভাবল।

Activity - 8 
Make sentences with the following words :
নীচের শব্দগুলি বাক্য রচনা করো
(1) encounter : His encounter with a guard dog made him tensed.
পাহারাদার কুকুরটার সঙ্গে দেখা হওয়া তাকে ভীত করল।
(2) discover : It took her several weeks to discover the solution.
সমাধান পেতে তার কয়েক সপ্তাহ লেগে গেল।
(3) climb : The little boy wanted to climb to the ladder and slip. 
ছোটো ছেলেটি মইতে উঠতে চেয়েছিল ও পড়ে গেল।
(4) Summit : We want to go for Sandakfu Summit in this April.
এই এপ্রিলে আমরা সান্দাকফু চূড়ায় উঠতে চাই।

Let's rhyme by using appropriate words. You may take word from the Help Box.
Help Box : mug, fit, imply, pit, timbers, apply, creepers, tug
সঠিক শব্দ দিয়ে ছন্দ মেলাও। সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করতে পার।
1.Hug (হাগ) — জড়িয়ে ধরা
i. mug (মাগ)—মগ
ii. tug (টাগ)—দড়ি টানা

2. Supply (সাপ্লাই)—সরবরাহ করা
i. imply (ইমপ্লাই)—অর্থ প্রকাশ করা
ii. apply (অ্যাপ্লাই)—আবেদন করা

3. Summit (সামিট)—চূড়া
i. fit (ফিট)—সুস্থ
ii. pit (পিট)—গর্ত

4. Climbers (ক্লাইম্বারস্)—আরোহী
i. timbers (টিম্বারস্)—কাঠ
ii. creepers (ক্রিপারস)—বুকে হেঁটে চলে?
 Activity - 9 
Write six sentences about an outing with friends. Use the points from the  Help Box :
তোমার বন্ধুদের সঙ্গে একটা বেড়াতে যাওয়ার ব্যাপারে দুটি বাক্য লেখো
Answer. Me and my four friends went to Falta with our family in December, 2010 for an outing. We went in the morning by a small bus. On reaching there, we had our breakfast and then we played badminton and then. 'Ganer Larai'. We had our lunch all together with Rice, Chicken and Salad. After lunch we visited the beautiful riverside and took some photos. We returned from there after 5 p.m.

আমি ও আমার চার বন্ধু ২০১৯ সালের ডিসেম্বর মাসে আমাদের পরিবারের সঙ্গে ফলতায় বেড়াতে যাই। আমরা একটা ছোটো বাসে করে ওখানে পৌঁছাই। সেখানে যাওয়ার পর আমরা জলখাবার খাই ও ব্যাডমিন্টন ও গানের লড়াই খেলি। আমরা সবাই মিলে ভাত, মুরগির মাংস ও স্যালাড দিয়ে দুপুরের খাবার সারলাম। দুপুরের খাবার পর আমরা সুন্দর নদীর ধারে বেড়াতে গেলাম ও কিছু ছবি তুললাম। আমরা বিকেল পাঁচটার পর ওখান থেকে ফেরত এসেছিলাম।

Activity - 10 
Answer the following questions :
নীচের প্রশ্নগুলির উত্তর দাও
(a) When did an expedition team trek on Sonmarg Glacier?)
কখন একটি অভিযাত্রী দল সোনমার্গ হিমবাহে উঠতে গিয়েছিল?
Ans. An expedition team trek on Sonmarg Glacier in February some years ago.
কিছু বছর আগে ফেব্রুয়ারি মাসে একটি অভিযাত্রী দল সোনমার্গ হিমবাহে উঠতে গিয়েছিল।
(b) What did the twelve climbers discover?
বারোজন আরোহী কী আবিষ্কার করেছিল?
Ans. The twelve climbers discovered a wild fox buried under the frozen tract of land.
বারোজন আরোহীরা আবিষ্কার করেছিল একটি বুনো শিয়াল বরফে জমা জমিতে চাপা পড়ে রয়েছে
(c) What was the cause of the joy of the climbers?
আরোহীদের আনন্দের কারণ কী ছিল?
Ans. Reaching to the summit after severe strain was the cause of the joy of the climbers.
বহুকষ্টের পর চূড়ায় পৌঁছানোই আরোহীদের আনন্দের কারণ

Activity - 11
Write 'T' for True and 'F' for False statements in the boxes given.
প্রদত্ত বাক্সে সত্য বাক্যগুলির জন্য "T" ও মিথ্যা বাক্যগুলির জন্য 'F' লেখো
(a) Some years ago, in December, an expedition team started trekking.
কয়েক বছর আগে ডিসেম্বর মাসে এক অভিযাত্রী দল ট্রেকিংয়ে গিয়েছিল।
Ans. F
(b) The climbers defrosted their coats.
আরোহীরা তাদের কোটগুলি থেকে বরফ গলিয়ে ছিল।
Ans. F
(c) A wild fox was found frozen.
একটি বুনো শিয়াল বরফে চাপা অবস্থায় পাওয়া গিয়েছিল।
Ans. T
(d) On reaching the summit the climbers were very happy.
চূড়ায় পৌঁছে আরোহীরা খুবই খুশী ছিল।
Ans. T

Activity - 12 

Underline the adjectives in the following sentences.
নীচের বাক্যে adjective-গুলোতে দাগ দাও
(a) Jibanananda was a famous poet of Bengal.
জীবনানন্দ বাংলার একজন বিখ্যাত কবি ছিলেন।
(b) The sun shines on the snowy mountain tops.
বরফে ঢাকা পর্বত চূড়ায় সূর্যের আলো চকচক করছে।
(c) The broken chair was removed from the room.
ভাঙা চেয়ারটি ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
(d) A foul smell hovers in the kitchen.
রান্নাঘরে একটা বাজে গন্ধ ছড়িয়ে আছে।
Activity -13
Take one word from Box-A and one from Box-B and write the pair of opposite words in the given space. (A বাক্স থেকে একটি শব্দ ও B বাক্স থেকে আরেকটি শব্দ নিয়ে বিপরীত শব্দের জোড়া তৈরি করো)
(i) hard (হার্ড)—শক্ত (i) soft (সফ্ট)—নরম
(ii) difficult (ডিফিকাল্ট)—কঠিন (ii) easy (ইজি)—সহজ
(iii) wild (ওয়াইল্ড)—বন্য (iii) domestic (ডোমেস্টিক)—গৃহপালিত
(iv) happy ( হ্যাপি)—খুশী (iv) sad ( স্যাড) – দুঃখিত
(v) severe (সিভিয়ার)—তীব্র (v) gentle (জেন্টল)—ভদ্র
(vi) renowened ( রিনাউন্ড)—বিখ্যাত (vi) unknown (আননোন)—অচেনা
(vii) foul (ফাউল) —দুর্গন্ধ (vii) fragnant (ফ্ল্যাগন্যান্ট)–সুগন্ধ

 Activity - 14 
Suppose you went to attend a birthday party. Write in six sentences about your experience.
ধরা যাক, তুমি একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে ছটি বাক্য লেখো। 
Ans. Last Saturday I went to attend my friend's birthday. Their room was beautifully decorated. Many of his friends, relatives, well-wishers were present in the party. My friend cut a big chocolate cake and we all had it. He received many gifts. Then everyone had delicious foods.
গত শনিবার আমি আমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। তাদের ঘরটা খুব সুন্দর করে সাজানো ছিল। ওর অনেক বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিল। আমার বন্ধু একটা বড়ো চকলেট কেক কাটল ও আমরা সবাই এটা খেলাম। সে অনেক উপহার পেয়েছিল। তারপর আমরা প্রত্যেকে সুস্বাদু খাবার খেয়েছিলাম।

Activity - 15 
Last year you visited Sitong Valley with your parents. You liked the place very much. Write a paragraph on Sitong Valley in 5 or 6 sentences.
গত বছর তুমি তোমার মা-বাবার সঙ্গে সিটং ভ্যালিতে বেড়াতে গিয়েছিলে। তোমার জায়গাটা খুবই ভালো লেগেছিল। ৫টি বা ৬টি বাক্যে সিটং ভ্যালির ব্যাপারে লেখো।
Help Box : Situated in Darjeeling Hills一Known as Orange Valley一 entire area has many orange trees一cool and calm weather一many varities of birds seen.
Ans. In last year February, I visited to Sitong Valley of Darjeeling district with my parents. The place has become famous to the tourists as 'Orange valley' as oranges grow then in plenty. We were able to see entire area turns orange with its orange gardens. The weather was quite cool but enjoyable during that time. We saw a large variety of birds in the nearby Mahananda Wildlife Sanctuary. We visited an old Monastery there also. The place was enjoyable and truly beautiful.

গতবছর ফেব্রুয়ারি মাসে আমি দার্জিলিং জেলার সিটং ভ্যালিতে আমার মা-বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। পর্যকদের কাছে জায়গাটা কমলালেবুর ভ্যালি নামেই পরিচিত কারণ ওখানে প্রচুর কমলালেবু চাষ হয়। আমরা দেখে ছিলাম কমলা বাগানগুলো দিয়ে পুরো জায়গাটা ঘিরে থাকায় কমলা রঙের হয়ে গিয়েছিলো। আবহাওয়া ছিল বেশ ঠান্ডা কিন্তু উপভোগ্য ছিল ওই সময়। আমরা কাছের মহানন্দা বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যানে অনেক পাখি দেখেছিলাম। আমরা একটা সন্ন্যাসীদের মঠেও গিয়েছিলাম। জায়গাটা উপভোগ্য ও খুব সুন্দর ছিল।
 
  Read More - Class V

No comments

Hi Welcome ....