সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Paribesh O Bigyan Question Answer Practice ❐ আরো পড়ুনঃ পরিবেশ ও বিজ্ঞান প্র্যাক...
সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর |Class 7 Paribesh O Bigyan Question Answer Practice
❐ আরো পড়ুনঃ
সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য
➣ সঠিক উত্তরটি নির্বাচন করো :
১. প্রশ্নঃ রাইনোভাইরাসের আক্রমণে দেখা দেয়—
(ক) মাথার যন্ত্রণা
(খ) সর্দিকাশি
(গ) জ্বর
উত্তর : (খ) সর্দিকাশি
২. প্রশ্নঃ সন্ধ্যার সময় বাইরে বের হয়—
(ক) অ্যানোফিলিস মশা
(খ) এডিস মশা
(গ) কিউলেক্স মশা
উত্তর : (ক) অ্যানোফিলিস মশা
৩. প্রশ্নঃ মানুষের ক্ষুদ্রান্ত্রে বাস করে?—
(ক) ভিব্রিওবালোরি
(খ) ব্যাসিলাস সাবটিলিস
(গ) এশ্চেরেসিয়া কোলাই
উত্তর : (গ) এশ্চেরেসিয়া কোলাই
৪. প্রশ্নঃ কুইনাইন ব্যবহার করা হয়—
(ক) ম্যালেরিয়া
(খ) কলেরা
(গ) ডেঙ্গু জ্বরে
উত্তর : (ক) ম্যালেরিয়া
৫. প্রশ্নঃ কলকাতায় প্লেগ মহামারির আকার ধারণ করে—
(ক) 1999 খ্রিস্টাব্দে
(খ) 1899 খ্রিস্টাব্দে
(গ) 2000 খ্রিস্টাব্দে
উত্তর : (খ) 1899 খ্রিস্টাব্দে
➣ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
প্রশ্নঃ WHO-এর পুরো কথাটি লেখো।উত্তর : WHO-এর পুরো কথাটি হল – World Health Organization (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)।
প্রশ্নঃ OPV-এর পুরো নাম লেখো।
উত্তর : OPV-এর পুরো নাম হল – Oral Polio Vaccine ( ওরাল পোলিও ভ্যাকসিন)।
প্রশ্নঃ UNICEF-এর পুরো নাম লেখো।
উত্তর : UNICEF-এর পুরো নাম হল – United Nations International Children's Emergency Fund
(ইউনাইটেড নেশনস্ ইন্টারন্যাশনাল চিলড্রেনস্ এমারজেন্সি ফানড)
প্রশ্নঃ DPT বলতে কী বোঝো?
উত্তর : DPT হল—ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস।
প্রশ্নঃ BCG বলতে কী বোঝো?
উত্তর : BCG হল—ব্যাসিলাস ক্যালমেট গুয়োরিন (Bacillus Calmette Guerin)
প্রশ্নঃ মানবদেহে টাইফয়েড রোগ ছড়ায় কোন ব্যাকটেরিয়া?
উত্তর : মানবদেহে টাইফয়েড রোগ ছড়ায় সালমোনেল্লা টাইফি (Salmonella typhi)
প্রশ্নঃ গোদ রোগ কোন্মশকীর কামড়ে হয়ে থাকে?
উত্তর : গোদ রোগ হয় কিউলেক্স মশকীর কামড়ে।
প্রশ্নঃ কোন জীবাণুর প্রভাবে আমাশয় রোগ হয়?
উত্তর : এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba Histolytica) - এর প্রভাবে আমাশয় হয়।
প্রশ্নঃ এসেফেলাইটিস কী ধরনের রোগ?
প্রশ্নঃ কোন জীবাণুর প্রভাবে আমাশয় রোগ হয়?
উত্তর : এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba Histolytica) - এর প্রভাবে আমাশয় হয়।
প্রশ্নঃ এসেফেলাইটিস কী ধরনের রোগ?
উত্তর : এন্সেফেলাইটিস ভাইরাস ঘটিত রোগ।
প্রশ্নঃ কোন জীবাণু ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে?
উত্তর : প্লাসমোডিয়াম ভাইভেক্স (Plasmodium Vivax) ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে।
প্রশ্নঃ MMR বলতে কী বোঝো?
প্রশ্নঃ কোন জীবাণু ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে?
উত্তর : প্লাসমোডিয়াম ভাইভেক্স (Plasmodium Vivax) ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে।
প্রশ্নঃ MMR বলতে কী বোঝো?
উত্তর : MMR বলতে বোঝায়—মিজ, মাম্পস্, রুবেল্লা।
প্রশ্নঃ কোন মশা রাত্রে বাইরে বের হয়?
উত্তর : কিউলেক্স মশা রাত্রে বাইরে বের হয়।
প্রশ্নঃ কোন মশা রাত্রে বাইরে বের হয়?
উত্তর : কিউলেক্স মশা রাত্রে বাইরে বের হয়।
➣ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
প্রশ্নঃ স্বাস্থ্য কী?
উত্তর : দেহের ও মনের সুখানুভূতিই হল স্বাস্থ্য। এটি সম্পূর্ণ দৈহিক, মানসিক ও সামাজিক উন্নতিমূলক অবস্থা।
প্রশ্নঃ স্বাস্থ্য কী?
উত্তর : দেহের ও মনের সুখানুভূতিই হল স্বাস্থ্য। এটি সম্পূর্ণ দৈহিক, মানসিক ও সামাজিক উন্নতিমূলক অবস্থা।
প্রশ্নঃ বাসগৃহের সাধারণ সংক্রামক রোগের নাম উল্লেখ করো।
উত্তর : বাসগৃহের সাধারণ সংক্রামক রোগের নাম হল—আমাশয়, হাম, বসন্ত, উদারাময়, ডিপথেরিয়া, কলেরা, মাম্পস, হুপিং কাশি ইত্যাদি।
উত্তর : বাসগৃহের সাধারণ সংক্রামক রোগের নাম হল—আমাশয়, হাম, বসন্ত, উদারাময়, ডিপথেরিয়া, কলেরা, মাম্পস, হুপিং কাশি ইত্যাদি।
প্রশ্নঃ ফ্লোরাইড দূষণ উদ্ভিদদেহে কী ক্ষতি করে?
উত্তর : ফ্লোরাইড দূষণের ফলে উদ্ভিদ দেহে নানা প্রকার পরিবর্তন লক্ষ করা যায়, সেগুলি হল— উদ্ভিদের কাণ্ড এবং পাতায় ক্ষত সৃষ্টি করে। পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায়। বিপাক ক্রিয়া, সালোকসংশ্লেষ এবং শ্বসনক্রিয়া ব্যাহত হয়। সামগ্রিকভাবে উদ্ভিদের বৃদ্ধি, পরিস্ফূরণ ও শস্য উৎপাদন ব্যাহত হয়।
উত্তর : ফ্লোরাইড দূষণের ফলে উদ্ভিদ দেহে নানা প্রকার পরিবর্তন লক্ষ করা যায়, সেগুলি হল— উদ্ভিদের কাণ্ড এবং পাতায় ক্ষত সৃষ্টি করে। পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায়। বিপাক ক্রিয়া, সালোকসংশ্লেষ এবং শ্বসনক্রিয়া ব্যাহত হয়। সামগ্রিকভাবে উদ্ভিদের বৃদ্ধি, পরিস্ফূরণ ও শস্য উৎপাদন ব্যাহত হয়।
প্রশ্নঃ মানসিক প্রতিবন্ধকতার লক্ষণ কী কী হয়ে থাকে তা উল্লেখ করো।
উত্তর : মানসিক প্রতিবন্ধকতার লক্ষণগুলি নিম্নরূপ —(i) নিজ নিজ কাজ করতে না পারা, (ii) লেখাপড়ায় আগ্রহ না থাকা। (iii) নান্দনিক ও সৃষ্টিশীল কাজে আগ্রহ না থাকা। (iv) সবসময় অবসাদগ্রস্ত থাকা। (v) দিক নির্দেশ করতে না পারা। (vi) অন্যদের সঙ্গে মানিয়ে চলতে না পারা।
উত্তর : মানসিক প্রতিবন্ধকতার লক্ষণগুলি নিম্নরূপ —(i) নিজ নিজ কাজ করতে না পারা, (ii) লেখাপড়ায় আগ্রহ না থাকা। (iii) নান্দনিক ও সৃষ্টিশীল কাজে আগ্রহ না থাকা। (iv) সবসময় অবসাদগ্রস্ত থাকা। (v) দিক নির্দেশ করতে না পারা। (vi) অন্যদের সঙ্গে মানিয়ে চলতে না পারা।
প্রশ্নঃ আন্ত্রিক রোগ কীভাবে প্রতিরোধ করবে?
উত্তর : নিম্নলিখিত উপায়ে আন্ত্রিক রোগ প্রতিরোধ করা যায় – (i) মাছি নিয়ন্ত্রণ করা, (ii) খাবার গরম করে খাওয়া। (iii) পানীয় জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া। (iv) সবসময় তাজা খাবার খাওয়া। (v) খাবার ঢেকে রাখা। (vi) রোগীর মল ও বমি উপযুক্ত জায়গায় ফেলা। (vii) নিকাশি প্রণালী ঠিক রাখা দরকার।
উত্তর : নিম্নলিখিত উপায়ে আন্ত্রিক রোগ প্রতিরোধ করা যায় – (i) মাছি নিয়ন্ত্রণ করা, (ii) খাবার গরম করে খাওয়া। (iii) পানীয় জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া। (iv) সবসময় তাজা খাবার খাওয়া। (v) খাবার ঢেকে রাখা। (vi) রোগীর মল ও বমি উপযুক্ত জায়গায় ফেলা। (vii) নিকাশি প্রণালী ঠিক রাখা দরকার।
প্রশ্নঃ ভেজাল খাদ্য কী? এর কারণ কী?
উত্তর : ভেজাল খাদ্য সেইরূপ খাদ্য যাতে কোনো দ্রব্য যুক্ত করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আবার, খাদ্যসামগ্রী থেকে কোনো প্রয়োজনীয় উপাদান অপসারণ করলে ওই খাদ্যে পুষ্টিমূল্য কমে যায়। খাদ্যে ভেজাল দুরকমভাবে করা যায় উদ্দেশ্যমূলকভাবে এবং উদ্দেশ্যহীনভাবে। অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক, কৃত্রিম দ্রব্য কিম্বা রাসায়নিক দ্রব্য খাদ্যদ্রব্যের সঙ্গে ভেজাল দেয়। আবার, অসতর্কর্তার কারণে খাদ্যদ্রব্যের মধ্যে নানাপ্রকার ভেজাল দ্রব্য যুক্ত হয়ে যায়।
উত্তর : ভেজাল খাদ্য সেইরূপ খাদ্য যাতে কোনো দ্রব্য যুক্ত করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আবার, খাদ্যসামগ্রী থেকে কোনো প্রয়োজনীয় উপাদান অপসারণ করলে ওই খাদ্যে পুষ্টিমূল্য কমে যায়। খাদ্যে ভেজাল দুরকমভাবে করা যায় উদ্দেশ্যমূলকভাবে এবং উদ্দেশ্যহীনভাবে। অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক, কৃত্রিম দ্রব্য কিম্বা রাসায়নিক দ্রব্য খাদ্যদ্রব্যের সঙ্গে ভেজাল দেয়। আবার, অসতর্কর্তার কারণে খাদ্যদ্রব্যের মধ্যে নানাপ্রকার ভেজাল দ্রব্য যুক্ত হয়ে যায়।
প্রশ্নঃ অ্যালার্জির সাধারণ লক্ষণগুলি লেখো যা খাবার থেকে হয়।
উত্তর : অ্যালার্জি (যা খাবার থেকে হয়) সাধারণ লক্ষণগুলি হয়—(a) সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায়। (b) মাঝে মাঝে হাত-পা চুলকায়। (c) বমিও মাঝে মাঝে হতে থাকে। (d) শ্বাসকষ্ট দেখা দেয়। (e) পেটে ব্যথা অনুভব হয়। (f) উদরাময় হয়ে থাকে।
উত্তর : অ্যালার্জি (যা খাবার থেকে হয়) সাধারণ লক্ষণগুলি হয়—(a) সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায়। (b) মাঝে মাঝে হাত-পা চুলকায়। (c) বমিও মাঝে মাঝে হতে থাকে। (d) শ্বাসকষ্ট দেখা দেয়। (e) পেটে ব্যথা অনুভব হয়। (f) উদরাময় হয়ে থাকে।
প্রশ্নঃ অ্যালার্জির সাধারণ লক্ষণগুলি লেখো যা খাবার থেকে হয়।
উত্তর : অ্যালার্জি (যা খাবার থেকে হয়) সাধারণ লক্ষণগুলি হয়—(a) সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায়। (b) মাঝে মাঝে হাত-পা চুলকায়। (c) বমিও মাঝে মাঝে হতে থাকে। (d) শ্বাসকষ্ট দেখা দেয়। (e) পেটে ব্যথা অনুভব হয়। (f) উদরাময় হয়ে থাকে।
উত্তর : অ্যালার্জি (যা খাবার থেকে হয়) সাধারণ লক্ষণগুলি হয়—(a) সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায়। (b) মাঝে মাঝে হাত-পা চুলকায়। (c) বমিও মাঝে মাঝে হতে থাকে। (d) শ্বাসকষ্ট দেখা দেয়। (e) পেটে ব্যথা অনুভব হয়। (f) উদরাময় হয়ে থাকে।
প্রশ্নঃ পোষক কাকে বলে?
উত্তর : রোগ সৃষ্টি করে এরূপ পরজীবী প্রাণী অন্যান্য প্রাণীদেহে আশ্রয় নিয়ে বংশবিস্তার করে তাদের পোষক বলে। যেমন—প্লাসমোডিয়াম পরজীবীর পোষক হল মশা। এটি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে।
উত্তর : রোগ সৃষ্টি করে এরূপ পরজীবী প্রাণী অন্যান্য প্রাণীদেহে আশ্রয় নিয়ে বংশবিস্তার করে তাদের পোষক বলে। যেমন—প্লাসমোডিয়াম পরজীবীর পোষক হল মশা। এটি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে।
প্রশ্নঃ বার্ডফ্লু রোগের লক্ষণগুলি লেখো।
উত্তর : কারুর বার্ড ফ্লু হলে তার লক্ষণগুলি হল—জ্বর, গলা খুস খুস করা, বমি, চোখে সংক্রমণ ইত্যাদি লক্ষণগুলি দেখা দিতে পারে।
উত্তর : কারুর বার্ড ফ্লু হলে তার লক্ষণগুলি হল—জ্বর, গলা খুস খুস করা, বমি, চোখে সংক্রমণ ইত্যাদি লক্ষণগুলি দেখা দিতে পারে।
এই ধরনের নমুনা অনুসরণ করে পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র তৈরি করা যেতে পারে। প্রয়োজনে অন্যান্য ধরনের করাও ব্যবহার করা যেতে পারে। কী কী ধরনের প্রশ্ন করা যেতে পারে তার কিছু নমুনা দেওয়া হলো)
সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর :
(i) জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104°F। ওই উয়তা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে—(a) 40.1 (b) 40.6 (c) 40 (d) 42
উত্তর : (c) 40
(ii) একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা (–1°) ও সবচেয়ে বেশি উষ্ণতা (99°) মাপা যায়। ওই থার্মোমিটারে 1°করে মোট কটি ঘর পাওয়া যাবে? (a) 100 (b) 99 (c) 101 (d) 98
উত্তর : (a) 100
(iii) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপাতিত হলে, প্রতিফলন কোণের
মান হবে – (a) 90° (b) 0° (c) 180° (d) 45°
উত্তর : (b) 0°
(iv) রংধনু সৃষ্টির কারণ—(a) আলোর নিয়মিত প্রতিফলন (b) আলোর বিচ্ছুরণ (c) আলোর বিক্ষিপ্ত প্রতিফলন (d) আলোর রাসায়নিক পরিবর্তন।
উত্তর : (b) আলোর বিচ্ছুরণ
(v) সূর্যের আলো 12 ঘণ্টার কম স্থায়ী হলে নীচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়?— (a) পটল (b) পালং (c) ঝিঙে (d) ট্যাড়শ
উত্তর : (b) পালং
(vi) এই চিত্রটির জন্য নীচের কোন বর্তনী চিত্রটি ঠিক– (a) (b) (c) (d)
উত্তর : (a)
(vii) চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো—(a) শুধু আকর্ষণ ধর্মের পরীক্ষা (b) শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা (d) চুম্বক আবেশের পরীক্ষা
উত্তর : (b) শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা
(viii) একটি দণ্ডচুম্বককে তিনটি টুকরো করা হলো—(a) শুধু প্রান্তের টুকরো দুটিই চুম্বক থাকবে (b) শুধু মাঝখানেরটিই চুম্বক থাকবে (c) তিনটি টুকরোই চুম্বক থাকবে (d) কোনো টুকরোই আর চুম্বক থাকবে না
উত্তর : (c) তিনটি টুকরোই চুম্বক থাকবে
(ix) তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি নীচের কোন্ ক্ষেত্রে সর্বাধিক হবে—(a) শুধু তারের পাকসংখ্যা বাড়ানো হলো (b) শুধু তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো হলো (c) শুধু তড়িৎ প্রবাহের সময় বাড়ানো হলো (d) তারের পাকসংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো
উত্তর : (d) তারের পাকসংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো
(x) কোনো বস্তুর কণার ওপর 3N বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12m সরে গেল। এর
ফলে মোট কাজের পরিমাণ হলো— (a) (12✖3 )J (b) ( 12+3) J (c) (12–3)J (d) (12÷3) J
উত্তর : (a) (12✖3 ) J
(xi) স্ক্রু-ড্রাইভারের গতি নীচের কোন্ গতির উদাহরণ— (a) সরলরৈখিক গতি (b) বৃত্তাকার পথের গতি (c) ঘূর্ণন গতি (d) মিশ্র গতি
উত্তর : (d) মিশ্র গতি
(xii) জিঙ্ক আয়ন (Zn2+ ) ও ফসফেট মূলক (PO4 3-) দিয়ে গঠিত যৌগের সংকেত হবে— (a) ZnPO4 (b) Zn2 (PO4)3 (c) Zn (PO4)2 (d) Zn3 (PO4)2
(iii) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপাতিত হলে, প্রতিফলন কোণের
মান হবে – (a) 90° (b) 0° (c) 180° (d) 45°
উত্তর : (b) 0°
(iv) রংধনু সৃষ্টির কারণ—(a) আলোর নিয়মিত প্রতিফলন (b) আলোর বিচ্ছুরণ (c) আলোর বিক্ষিপ্ত প্রতিফলন (d) আলোর রাসায়নিক পরিবর্তন।
উত্তর : (b) আলোর বিচ্ছুরণ
(v) সূর্যের আলো 12 ঘণ্টার কম স্থায়ী হলে নীচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়?— (a) পটল (b) পালং (c) ঝিঙে (d) ট্যাড়শ
উত্তর : (b) পালং
(vi) এই চিত্রটির জন্য নীচের কোন বর্তনী চিত্রটি ঠিক– (a) (b) (c) (d)
উত্তর : (a)
(vii) চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো—(a) শুধু আকর্ষণ ধর্মের পরীক্ষা (b) শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা (d) চুম্বক আবেশের পরীক্ষা
উত্তর : (b) শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা
(viii) একটি দণ্ডচুম্বককে তিনটি টুকরো করা হলো—(a) শুধু প্রান্তের টুকরো দুটিই চুম্বক থাকবে (b) শুধু মাঝখানেরটিই চুম্বক থাকবে (c) তিনটি টুকরোই চুম্বক থাকবে (d) কোনো টুকরোই আর চুম্বক থাকবে না
উত্তর : (c) তিনটি টুকরোই চুম্বক থাকবে
(ix) তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি নীচের কোন্ ক্ষেত্রে সর্বাধিক হবে—(a) শুধু তারের পাকসংখ্যা বাড়ানো হলো (b) শুধু তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো হলো (c) শুধু তড়িৎ প্রবাহের সময় বাড়ানো হলো (d) তারের পাকসংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো
উত্তর : (d) তারের পাকসংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো
(x) কোনো বস্তুর কণার ওপর 3N বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12m সরে গেল। এর
ফলে মোট কাজের পরিমাণ হলো— (a) (12✖3 )J (b) ( 12+3) J (c) (12–3)J (d) (12÷3) J
উত্তর : (a) (12✖3 ) J
(xi) স্ক্রু-ড্রাইভারের গতি নীচের কোন্ গতির উদাহরণ— (a) সরলরৈখিক গতি (b) বৃত্তাকার পথের গতি (c) ঘূর্ণন গতি (d) মিশ্র গতি
উত্তর : (d) মিশ্র গতি
(xii) জিঙ্ক আয়ন (Zn2+ ) ও ফসফেট মূলক (PO4 3-) দিয়ে গঠিত যৌগের সংকেত হবে— (a) ZnPO4 (b) Zn2 (PO4)3 (c) Zn (PO4)2 (d) Zn3 (PO4)2
উত্তর : (d) Zn3 (PO4)2
(xiii) Pb(NO3)2 + FeSO4 → PbSO4 + Fe(NO3)2— এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? (a) প্রতিস্থাপন (b) প্রত্যক্ষ সংযোগ (c) বিয়োজন (d) বিনিময়
উত্তর : (d) বিনিময়
(xiv) ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো। এর ফলে ভিনিগারের— (a) আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে (b) আম্লিক ধর্ম হ্রাস পাবে (c) ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে (d) ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে
উত্তর : (b) আম্লিক ধর্ম হ্রাস পাবে
(xv) নীচের কোন মৌলটি ছাড়া জীবকোশ গঠিত হওয়া অসম্ভব—(a) অ্যালুমিনিয়াম (b) সিলিকন (c) সোনা (d) কার্বন
উত্তর : (d) কার্বন
(xvi) চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হলো—(a) কার্বোহাইড্রেট (b) খনিজ লবণ (c) প্রোটিন (d) লিপিড
উত্তর : (b) খনিজ লবণ
(xvii) 3517Cl পরমাণুর ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার যথাক্রমিক মান হলো— (a) 17, 18 (b) 35, 17 (c) 18, 17 (d) 17, 35
উত্তরঃ (a) 17, 18
(xviii) কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল— (a) পলিথিন (b) PVC (c) মাংসপেশির প্রোটিন (d) PET
উত্তর : (c) মাংসপেশির প্রোটিন
(xix) লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য— (a) জিঙ্ক (b) ক্যালশিয়াম (c) সোডিয়াম (d) আয়রন
উত্তর : (d) আয়রন
(xx) এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো— (a) কার্বোহাইড্রেট (b) প্রোটিন (c) লিপিড (d) ভিটামিন
উত্তর : (c) লিপিড
(xxi) অ্যানিমিয়া হলো—(a) আয়োডিনের অভাবজনিত রোগ (b) ভিটামিন D-র অভাবজনিত রোগ (c) লৌহের অভাবজনিত রোগ (d) ভিটামিন A-র অভাবজনিত রোগ
উত্তর : (c) লৌহের অভাবজনিত রোগ
(xxii) একটি সংশ্লেষিত খাদ্য হলো— (a) জ্যাম (b) আম (c) মাছের ঝোল (d) কোল্ড ড্রিংক্স
উত্তর : (d) কোল্ড ড্রিংক্স
(xxiii) কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো—(a) পর্ব (b) কক্ষ (c) পর্বমধ্য (d) বিটপ
উত্তর : (a) পর্ব
(xxiv) ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো— (a) বৃতি (b) দলমণ্ডল (c) পরাগধানী (d) ডিম্বাশয়
উত্তর : (d) ডিম্বাশয়
(xxv) সাধারণ মাছি ছড়ায় এমন একণ্নটা রোগ হলো—(a) কালাজ্বর (b) অঙ্কোেসারকিয়াসিস (c) টাইফয়েড (d) চিকুনগুনিয়া
উত্তর : (c) টাইফয়েড
(xxvi) ইনফ্লুয়েঞ্জা হলো একটা—(a) বায়ুবাহিত রোগ (b) মশাবাহিত রোগ (c) মাছিবাহিত রোগ (d) জলবাহিত রোগ
উত্তর : (a) বায়ুবাহিত রোগ
উত্তর : (d) বিনিময়
(xiv) ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো। এর ফলে ভিনিগারের— (a) আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে (b) আম্লিক ধর্ম হ্রাস পাবে (c) ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে (d) ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে
উত্তর : (b) আম্লিক ধর্ম হ্রাস পাবে
(xv) নীচের কোন মৌলটি ছাড়া জীবকোশ গঠিত হওয়া অসম্ভব—(a) অ্যালুমিনিয়াম (b) সিলিকন (c) সোনা (d) কার্বন
উত্তর : (d) কার্বন
(xvi) চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হলো—(a) কার্বোহাইড্রেট (b) খনিজ লবণ (c) প্রোটিন (d) লিপিড
উত্তর : (b) খনিজ লবণ
(xvii) 3517Cl পরমাণুর ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার যথাক্রমিক মান হলো— (a) 17, 18 (b) 35, 17 (c) 18, 17 (d) 17, 35
উত্তরঃ (a) 17, 18
(xviii) কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল— (a) পলিথিন (b) PVC (c) মাংসপেশির প্রোটিন (d) PET
উত্তর : (c) মাংসপেশির প্রোটিন
(xix) লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য— (a) জিঙ্ক (b) ক্যালশিয়াম (c) সোডিয়াম (d) আয়রন
উত্তর : (d) আয়রন
(xx) এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো— (a) কার্বোহাইড্রেট (b) প্রোটিন (c) লিপিড (d) ভিটামিন
উত্তর : (c) লিপিড
(xxi) অ্যানিমিয়া হলো—(a) আয়োডিনের অভাবজনিত রোগ (b) ভিটামিন D-র অভাবজনিত রোগ (c) লৌহের অভাবজনিত রোগ (d) ভিটামিন A-র অভাবজনিত রোগ
উত্তর : (c) লৌহের অভাবজনিত রোগ
(xxii) একটি সংশ্লেষিত খাদ্য হলো— (a) জ্যাম (b) আম (c) মাছের ঝোল (d) কোল্ড ড্রিংক্স
উত্তর : (d) কোল্ড ড্রিংক্স
(xxiii) কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো—(a) পর্ব (b) কক্ষ (c) পর্বমধ্য (d) বিটপ
উত্তর : (a) পর্ব
(xxiv) ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো— (a) বৃতি (b) দলমণ্ডল (c) পরাগধানী (d) ডিম্বাশয়
উত্তর : (d) ডিম্বাশয়
(xxv) সাধারণ মাছি ছড়ায় এমন একণ্নটা রোগ হলো—(a) কালাজ্বর (b) অঙ্কোেসারকিয়াসিস (c) টাইফয়েড (d) চিকুনগুনিয়া
উত্তর : (c) টাইফয়েড
(xxvi) ইনফ্লুয়েঞ্জা হলো একটা—(a) বায়ুবাহিত রোগ (b) মশাবাহিত রোগ (c) মাছিবাহিত রোগ (d) জলবাহিত রোগ
উত্তর : (a) বায়ুবাহিত রোগ
2. নীচের যে কথাটি ঠিক তার পাশে ‘✔’ আর যে কথাটি ভুল তার পাশে ‘✗’ দাও :
(প্রতি প্রশ্নের নম্বর 1)
(i) স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে।
(i) স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে।
উত্তর : ✗
(ii) সাধারণ মাছি খাদ্য বা পানীয়ে মলত্যাগের মাধ্যমে রোগ ছড়ায়।
(ii) সাধারণ মাছি খাদ্য বা পানীয়ে মলত্যাগের মাধ্যমে রোগ ছড়ায়।
উত্তর : ✔
(iii) সস্তার খাবারে মেশানো বেশির ভাগ রং আলকাতরার মতো জিনিস থেকে তৈরি।
(iii) সস্তার খাবারে মেশানো বেশির ভাগ রং আলকাতরার মতো জিনিস থেকে তৈরি।
উত্তর : ✔
(iv) জন্মগত ত্রুটিও মানসিক সমস্যার কারণ হতে পারে।
(iv) জন্মগত ত্রুটিও মানসিক সমস্যার কারণ হতে পারে।
উত্তর : ✔
(v) টিকাদানের মাধ্যমে জল বসন্তকে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নির্মল করা সম্ভব হয়েছে।
(v) টিকাদানের মাধ্যমে জল বসন্তকে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নির্মল করা সম্ভব হয়েছে।
উত্তর : ✗
(vi) ফ্লুওরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়।
(vi) ফ্লুওরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়।
উত্তর : ✗
(vii) কলেরা একটা বায়ুবাহিত রোগ।
(vii) কলেরা একটা বায়ুবাহিত রোগ।
উত্তর : ✗
(viii) অনেকগুলো খাদ্যশৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে খাদ্যজাল।
উত্তর : ✔
(ix) তাপমাত্রা কমলে ব্যাপন তাড়াতাড়ি ঘটে।
(ix) তাপমাত্রা কমলে ব্যাপন তাড়াতাড়ি ঘটে।
উত্তর : ✔
(x) আমের বীজে একটা বীজপত্র থাকে।
উত্তর : ✗
(xi) মটরগাছ কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল বেয়ে ওপরে ওঠে।
(xi) মটরগাছ কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল বেয়ে ওপরে ওঠে।
উত্তর : ✗
(xii) মূলে পর্ব ও পর্বমধ্য থাকে।
(xii) মূলে পর্ব ও পর্বমধ্য থাকে।
উত্তর : ✗
(xiii) প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ কম।
(xiii) প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ কম।
উত্তর : ✗
(xiv) একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে।
(xiv) একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে।
উত্তর : ✔
(xv) শক্ত দড়ির মতো টেনডন ও লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি।
(xv) শক্ত দড়ির মতো টেনডন ও লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি।
উত্তর : ✔
(xvi) ব্যাপনের সময় অণুরা কম গাঢ় অংশ থেকে বেশি গাঢ় অংশের দিকে ছড়িয়ে পড়ে।
(xvi) ব্যাপনের সময় অণুরা কম গাঢ় অংশ থেকে বেশি গাঢ় অংশের দিকে ছড়িয়ে পড়ে।
উত্তর : ✗
3. শূন্যস্থান পূরণ করো :
(প্রতিটি শূন্যস্থান পূরণের জন্য 1 নম্বর)
(i) পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। (ii) দুটি ভিন্ন উষ্ণতার পদার্থ সংস্পর্শে
থাকলে কোন পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন পদার্থ তাপ ছাড়বে তা পদার্থ দুটির উষ্ণতা এর ওপর নির্ভরশীল। (iii) সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। (iv) তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছ। তোমার কাছে থেকে কোনো আয়নাকে 1m দূরে সরিয়ে নেওয়া হলো। তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে 2 mদূরে সরে যাবে। (v) একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7cm হলে তার চৌম্বক দৈর্ঘ্য 7☓0.86 cm হবে। (vi) কোনো সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। (vii) কয়লা হলো এক গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। (viii) ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা আলাদা আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হয়। (ix) প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত, ইলেক্ট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। (x) নাইট্রেট, সালফেট ও কার্বনেট মূলকের সংকেত হলো NO3- SO42- CO32-
(xi) স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত যাওয়া আসায় প্রয়োজন হয় Na+ K+ Fe 2+ আয়ন। (xii) কোনো দ্রবণের pH 10 হলে তাকে ক্ষারকীয় প্রকৃতির বলা যেতে পারে। (xiii) পাতিলেবুর টক স্বাদের জন্য দায়ী হলো সাইট্রিক ও অ্যাসকরবিক অ্যাসিড। (xiv) পাকস্থলীর রসের pH প্রায় 1 তাই বলা যায় সেটি যথেষ্ট অ্যাসিড প্রকৃতির। (xv) গলগন্ড বা গয়টার রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। (xvi ) রাসায়নিক ধর্ম জাতীয় যৌগ বহু সংখ্যক ছোটো ছোটো অণু জুড়ে তৈরি হয়। (xvii) চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক ক্ষার সহ গরম করে সাবান+গ্লিসারিন তৈরি করা হয়। (xviii) একই উষ্ণতায় হালকা অণুদের চেয়ে ভারী অণুদের ব্যাপনের হার কম (xix) চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে। (xx) জলে গুলে যায় এমন একটা ভিটামিন হলো B-কমপ্লেক্স (xxi) পত্রমূল পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে। (xxii) পরাগধানীতে থাকে পরাগরেণু (xxiii) একটা সরল ফল হলো আম (xxiv) দোপাটি হলো স্বপরাগী ফুল।(xxv) একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থার চেয়ে তরলে ব্যাপন ঘটে কম (xxvi) আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো জলবায়ু (xxvii) ভারত হলো একটি অতিবৈচিত্র্যের দেশ। (xxviii) মূলযুক্ত উদ্ভিদ মাটির ক্ষয়রোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। (xxix) মাছি দ্বারা সংক্রামিত একটা রোগ হলো ডায়রিয়া (xxx) আঘাতপ্রাপ্ত বা রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে 𝒙 রশ্মি ব্যবহার করা হয়। (xxxi) পুরুষ মশার প্রোবোসিসটি ভোঁতা (xxxii) মশা হলো জীবাণু বাহক। (xxxiii) শিয়ালকাঁটা বীজের তেল মেশানো সরষের তেল খেলে ড্রপসি নামে একটা রোগ হয়।
4. বেমানান শব্দ বা নামটিকে খুঁজে বার করো :
(প্রতি প্রশ্নের নম্বর 1)
(i) প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন
(i) প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন
উত্তর : ফ্যাট
(ii) পোলিও, কলেরা, ম্যালেরিয়া, সাধারণ ডায়ারিয়া
(ii) পোলিও, কলেরা, ম্যালেরিয়া, সাধারণ ডায়ারিয়া
উত্তর : পোলিও
(iii) আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মাসিক উদ্বেগ
(iii) আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মাসিক উদ্বেগ
উত্তর : আত্মসচেতনতা
(iv) বীজত্বক, বীজপত্র, ফলত্বক, ভ্ৰূণাক্ষ
(iv) বীজত্বক, বীজপত্র, ফলত্বক, ভ্ৰূণাক্ষ
উত্তর : ফলত্বক
(v) মূলো, আলু, বীট, গাজর
(v) মূলো, আলু, বীট, গাজর
উত্তর : আলু
(vi) সাইবেরিয়ার, বাঘ, হাতি, গঙ্গার শুশুক, কস্তুরী মৃগ
(vi) সাইবেরিয়ার, বাঘ, হাতি, গঙ্গার শুশুক, কস্তুরী মৃগ
উত্তর : গঙ্গার শুশুক
(vii) শিয়ালকাঁটার বীজ, খেসারির ডাল, দুধ, মেটানিল ইয়োলো
(vii) শিয়ালকাঁটার বীজ, খেসারির ডাল, দুধ, মেটানিল ইয়োলো
উত্তর : দুধ


📥 পৃষ্ঠা -313 থেকে 315 পর্যন্ত প্রশ্নের উত্তরঃ
পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী নমুনা প্রশ্নপত্র pdf
📥 Download PDF File ↓
No comments
Hi Welcome ....