Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

জীবনবিজ্ঞান ও পরিবেশ (পরিবেশ ও তার সম্পদ) প্রশ্ন ও উত্তর ২০২২

  পরিবেশ ও তার সম্পদ/নবম শ্রেণী Q1. বার্গম্যানের নিয়ম কী? ➧ তাপমাত্রা দেহের আকারকে প্রভাবিত করে, এই ঘটনাকে বার্গম্যানের নিয়ম বলে। দেখা গেছ...

পরিবেশ ও তার সম্পদ প্রশ্ন ও উত্তর ২০২২
 

পরিবেশ ও তার সম্পদ/নবম শ্রেণী

Q1. বার্গম্যানের নিয়ম কী?
➧ তাপমাত্রা দেহের আকারকে প্রভাবিত করে, এই ঘটনাকে বার্গম্যানের নিয়ম বলে। দেখা গেছে, শীতল অঞ্চলে উপস্থিত স্তন্যপায়ী এবং পাখিরা উয় অঞ্চলে উপস্থিত স্বজাতিদের থেকে আকারে বড়ো হয়। যেমন—আন্টার্কটিকার পেঙ্গুইন (1m) গ্যালাপাগাস দ্বীপের পেঙ্গুইন (0.5m)-এর থেকে আকারে দীর্ঘ হয়। পোলারবিয়ার সাধারণ ভালুক থেকে আকারে বড়ো হয়।

Q2. কর্কর বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলতে কী বোঝ?
➧ যে প্রকার খাদ্যশৃঙ্খল কর্কর বা ডেট্রিটাস থেকে শুরু হয়ে বৃহৎ খাদকে শেষ হয়, সেই খাদ্যশৃঙ্খলকে বলে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে। যেমন: পচনশীল জৈববস্তু - ছোটো মাংসাশী মাছ।

Q3. কর্কর ও কর্কর ভক্ষক বলতে কী বোঝ?
➧ জীবদেহ থেকে উৎপন্ন বা পরিত্যক্ত জৈববস্তু পাতা, দেহাবশেষ, মল-মূত্র প্রভৃতি মৃতজীবী অণু জীবদের ক্রিয়ায় যে পচনশীল বস্তু তৈরি হয়, তাকে ডেট্রিটাস বা কর্কর বলে। এই পচনশীল বস্তুকে খাদ্যরূপে যারা গ্রহণ করে তাদের ডেট্রিভোর বা কর্কর ভক্ষক বলে। যেমন—লার্ভা, সাইক্লপস, নিমাটোডস।

Q4. বাস্তুতন্ত্রের নিয়ন্ত্রক শর্তগুলি কী কী?
➧ বাস্তুতন্ত্রের নিয়ন্ত্রক শর্তগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন—প্রাকৃতিক শর্ত এবং জৈবিক শর্ত। (i) প্রাকৃতিক শর্ত: সৌরশক্তি, উত্তাপ, জল, মৃত্তিকা প্রভৃতি হল বাস্তুতন্ত্রের নিয়ন্ত্রক প্রাকৃতিক শর্ত। (ii) জৈবিক শর্ত: উৎপাদক, খাদক এবং বিয়োজক হল বাস্তুতন্ত্রের নিয়ন্ত্রক জৈবিক শর্ত।

Q5. অভিযোজন কাকে বলে?
➧ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য কোনো জীবের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে।

Q6. খাদ্যজাল (food web ) কাকে বলে?
➧ কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য-খাদক সম্পর্কযুক্ত জীবের মধ্যে যে একাধিক খাদ্যশৃঙ্খল গঠিত হয়, তাদের একত্রে খাদ্যজাল বা খাদ্যজালক বলে। অর্থাৎ, কোনো বাস্তুতন্ত্রের একাধিক খ্যাদ্যশৃঙ্খলের অন্তর্গত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে জালকাকার বিন্যাসকে খাদ্যজাল বা খাদ্যজালক বলে।

Q7. খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও।
➧ কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য-খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্যশক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্যশৃঙ্খল বলে। যেমন—কোনো বনভূমিতে ঘাসফড়িং→ ব্যাং → সাপ → ময়ূর : এই পর্যায়ক্রমে খাদ্য-খাদক সম্পর্কের মাধ্যমে শক্তিপ্রবাহ ঘটে। এই একমুখী ক্রমিক সম্পর্ককে খাদ্যশৃঙ্খল বলে।

Q8. খাদ্যশৃঙ্খলের দুটি বৈশিষ্ট্য লেখো।
➧ খাদ্যশৃঙ্খলের দুটি বৈশিষ্ট্য হল – [1] খাদ্যশৃঙ্খলভুক্ত বিভিন্ন জীবে পুষ্টিস্তর অনুযায়ী খাদ্যশক্তির প্রবাহ ঘটে। যেমন- উৎপাদক → প্রাথমিক খাদক → গৌণ খাদক → প্ৰগৌণ খাদক।  [2] বিভিন্ন জীব দ্বারা আন্তঃসম্পর্কিত অনেকগুলি খাদ্যশৃঙ্খল একত্রিত হবে খাদ্যজাল গঠন করে।

Q9. খাদ্যপিরামিড কী?
➧ খাদ্যশৃঙ্খলের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ সারির খাদক পর্যন্ত বিভিন্ন পুষ্টিস্তর থাকে। এদের ক্রমিক পর্যায়ে সাজিয়ে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে পিরামিড গঠিত হয়, তাকে খাদ্যপিরামিড বলে।

Q10. শক্তির 10% সূত্র বলতে কী বোঝ?
➧ বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রফিক স্তর বা পুষ্টিস্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% পরবর্তী স্তরে যায়। এইভাবে আবার পরবর্তী স্তরে পূর্ববর্তীত্তরের 10% শক্তি প্রবাহিত হয় একেই শক্তির 10% সূত্র বলে। বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা।

Q11. জলজ ও স্থলজ খাদ্যশৃঙ্খলের একটি করে উদাহরণ দাও।
➧(i) জলজ খাদ্যশৃঙ্খল: ফাইটোপ্ল্যাঙ্কটন (উৎপাদক) → জুপ্ল্যাঙ্কটন (প্রাথমিক খাদক) → ছোটো মাছ (গৌণ খাদক) (ii)  স্থলজ খাদ্যশৃঙ্খল: ঘাস (উৎপাদক) → খরগোশ (প্রাথমিক খাদক) → শেয়াল (গৌণ খাদক)

Q12.  উৎপাদক এবং খাদক পার্থক্যে?
পার্থক্যের বিষয় উৎপাদক খাদক
1. খাদ্যসংশ্লেষ এরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই সংশ্লেষ করতে পারে। এরা খাদ্যসংশ্লেষে অক্ষম এবং খাদ্যের জন্য স্বভোজী বা উৎপাদকদের ওপর নির্ভরশীল।
2. শক্তির উৎস সূর্যালোক। উৎপাদক বা অন্য কোনো খাদক।
3. বাস্তুতান্ত্রিক অবস্থান প্রথম পুষ্টিস্তর। দ্বিতীয় থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর।
4. উদাহরণ সমস্ত প্রাণী এবং ক্লোরোফিলবিহীন কিছু জীব এককোশী প্রাণী (যেমন—ইউগ্লিনা, ক্রাইসামিবা) সমস্ত প্রাণী এবং ক্লোরোফিলবিহীন কিছু জীব (যেমন -ছত্রাক)।


 Q13. উৎপাদক এবং বিয়োজক পার্থক্যে?
পার্থক্যের বিষয় উৎপাদক বিয়োজক
1. খাদ্যসংশ্লেষ খাদ্যসংশ্লেষে সক্ষম। খাদ্যসংশ্লেষে অক্ষম।
2. শক্তি অর্জন এরা স্বভোজী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। এরা মৃতজীবী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে।
3. বাস্তুতান্ত্রিক অবস্থান সরল উপাদান থেকে জটিল (শর্করা, শ্বেতসার) খাদ্য জটিল খাদ্য উৎপন্ন করে, যা খাদ্যরূপে গ্রহণ করে সমগ্র জীবজগৎ বেঁচে আছে। জটিল খাদ্য ভেঙে সরল উপাদানরূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়।
4. উদাহরণ সবুজ উদ্ভিদ ও ক্লোরোফিলযুক্ত কিছু প্রাণী। ব্যাকটেরিয়া ও ছত্রাক।

Q14. পরিবেশ কাকে বলে।
 আমাদের আশেপাশের উদ্ভিদ, প্রাণী প্রভৃতি সজীব উপাদান এবং জল, আলো, বাতাস, মাটি প্রভৃতি নির্জীব উপাদানের সমন্বয়ে গঠিত পরিমণ্ডল, যা আমাদের দেহ ও মনকে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে।

Q15. বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে?
➧ কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে পরিবেশের জড় উপাদানের সঙ্গে সজীব উপাদানের জীবগোষ্ঠীর এবং সজীব উপাদানগুলির পারস্পরিক অন্তঃক্রিয়ায় যে বসবাসরীতি গড়ে ওঠে, তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম (ecosystem) বলে।

Q16. বাস্তুবিদ্যা বা ইকোলজি কী?
➧ জীববিদ্যার যে শাখায় জীব এবং তার পারিপার্শ্বিক জড় পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়, তাকে বাস্তুবিদ্যা বলে।

Q17. অট্‌ইকোলজি কাকে বলে?
➧ বাস্তুতন্ত্রে কোনো একটি নির্দিষ্ট পরিবেশ এবং সেই পরিবেশে বসবাসকারী কোনো একটি নির্দিষ্ট প্রজাতির পারস্পরিক সম্পর্ক আলোচিত হলে, তাকে অট্‌ইকোলজি বলে।

Q18. সিন্‌ইকোলজি কাকে বলে?
➧ বাস্তুতন্ত্রে একাধিক ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসকারী একাধিক প্রজাতির পারস্পরিক সম্পর্ক পরিবেশ ও প্রজাতির মধ্যে আলোচিত হলে, তাকে সিন্‌ইকোলজি বলে। যেমন—মিশ্র মৎস্যচাষের পুকুরে রুই, কাতলা ও অন্যান্য মাছের সাথে পুকুরের পরিবেশের সম্পর্ক।

Q19. আলোক পর্যাবৃত্তি বলতে কী বোঝ?
➧ জীবদেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার দৈনিক দিবা দৈর্ঘ্যের দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনাকে আলোক পর্যাবৃত্তি বলে। যেমন—উদ্ভিদের দেহে ফুল ফোটা, পাতা ঝরা, প্রাণীর প্রজনন, পরিযান ইত্যাদি জৈবনিক প্রক্রিয়া দৈনিক দিবা দৈর্ঘ্য দৈনিক কতক্ষণ আলো থাকে দ্বারা প্রভাবিত হয়।

Q20. হেলিওফাইটস্ এবং সিওফাইটস্ বলতে কী বোঝ?
হেলিওফাইটস্: যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোয় বসবাস করে তাদের হেলিওফাইটস্ (heliophytes) বা সান প্ল্যান্ট বা আলোক অভিয়োজিত উদ্ভিদ বলে।
সিওফাইটস্: যেসব উদ্ভিদ স্বল্প আলোযুক্ত স্থানে অথবা ছায়াযুক্ত স্থানে বসবাস করে, তাদের সিওফাইটস্ (sciophytes) বা শেড প্ল্যান্ট বা ছায়া অভিযোজিত উদ্ভিদ বলে।

Q21. আলো কীভাবে প্রাণীদের বেঁচে থাকাকে প্রভাবিত করে?
➧ আলোর সাহায্যে বাস্তুতন্ত্রের উৎপাদক অর্থাৎ, সবুজ উদ্ভিদেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। এই খাদ্যই খাদ্যশৃঙ্খলের মাধ্যমে প্রাণীরা গ্রহণ করে থাকে। এভাবেই আলো প্রাণীদের বেঁচে থাকাকে প্রভাবিত করে।

Q22. পরিযান (migration) কাকে বলে?
➧ যে বিশেষ প্রকার চলনে কোনো পপুলেশন বা জীবগোষ্ঠী থেকে নতুন কোনো স্থানে যায় অথবা নতুন স্থান থেকে পুরানো স্থানে ফিরে আসে, তাকে পরিযান বলে।

Q23. অভিবাসন (immigration ) এবং দেশান্তরণ বা প্রবাসন (emigration) কাকে বলে?
➧ অভিবাসন: কোনো অঞ্চলের জীবসমষ্টিতে অন্য অঞ্চল থেকে জীবের আগমন হলে, তাকে অভিবাসন বলা হয়। এর দ্বারা পপুলেশনের আকার বৃদ্ধি পায়।
➧ প্রবাসন: কোনো অঞ্চল থেকে জীবসমষ্টি অন্য অঞ্চলে গমন করলে ঘটনাটিকে দেশান্তরণ বা প্রবাসন বলা হয়। এর দ্বারা পপুলেশনের আকার হ্রাস পায়।

Q24. পরিবেশগত বাধা বলতে কী বোঝ?
➧ পরিবেশগত যেসব কারণে কোনো জীবের সংখ্যাবৃদ্ধি অর্থাৎ, প্রজনন বাধাপ্রাপ্ত হয়, তাদের পরিবেশগত বাধা বলে। যেমন—খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, রোগের প্রাদুর্ভাব প্রভৃতি হল পরিবেশগত বাধা।

No comments

Hi Welcome ....