Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Top Ad

Breaking News:

latest

পরিবেশ ও তার সম্পদ শর্ট কোশ্চেন প্র্যাকটিস টেস্ট

  অধ্যায়ঃ- পরিবেশ ও তার সম্পদ  ▻ 'Ecology' শব্দটি গ্রিক শব্দ ‘Oikos' বা বাসস্থান এবং ‘Logos’ বা জ্ঞান থেকে এসেছে। আর্থার জর্জ ট্...

 

অধ্যায়ঃ- পরিবেশ ও তার সম্পদ 
▻ 'Ecology' শব্দটি গ্রিক শব্দ ‘Oikos' বা বাসস্থান এবং ‘Logos’ বা জ্ঞান থেকে এসেছে। আর্থার জর্জ ট্যান্সলে ছিলেন একজন বিখ্যাত ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী। তিনি 1871 খ্রিস্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেন। 1893 থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত ট্যান্সলে লন্ডনের University College-এ শিক্ষকতা করেন। 1907 খ্রিস্টাব্দ থেকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনার কাজ করেন। তিনি বিখ্যাত বিজ্ঞানী ওয়ার্মিং দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং 'জীববিদ্যায় ইকোসিস্টেমের ধারণা’ প্রতিস্থাপন করেন। ট্যাঙ্গলে 1931 খ্রিস্টাব্দে ব্রিটেনের বাস্তুবিদ্যা (ecology) সংক্রান্ত প্রকাশনায় প্রথম 'Ecosystem' শব্দটি প্রয়োগ করেন। বাস্তব্যবিদ্যা সংক্রান্ত গবেষণা এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তিনি অনেক প্রতিষ্ঠান গঠন করেন। এজন্য তাঁকে বাস্তুবিদ্যার জনক বলা হয়। 1955 খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।


জীবনবিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী পঞ্চম অধ্যায়ের কোশ্চেন প্র্যাকটিস টেস্ট

[PART - A] 35 Short MCQ Question




PART - B Uploded Soon

No comments

Hi Welcome ....